কবিতা: পবিত্র বন্ধন
লেখনীতে: মুন_স্নিগ্ধা (ফাতেমা আক্তার জ্যোৎস্না)
কোমল পায়ের পদধ্বনিও
কি শুনতে পাওয়া যায়?
মম প্রশ্ন মোর কাছে,
মোর মর্মদেশের কাছে।
পাই যদি তব দেখা
কোনো এক পড়ন্ত বিকেলে
তবে আর্জি কেবলই
একটাই–করব–তোমার কাছে
হাঁটবে কি আমার সাথে
সকালের শিশির ভেজা
ঘাসেরও উপরে?
আমি শুনতে চাই
কোমল পায়ের পদধ্বনি ।
আমি জানতে চাই
কোমল পায়ের ধ্বনিও কি
শুনতে পাওয়া যায়!
তব গন্ডদেশে তৃপ্তির রেখা;
মৌন সম্মতি পেলাম।
সহসা বাড়ালাম–আমার
শক্তপোক্ত হাত–তোমার সম্মুখে
তুমি আলতো করেই ছুঁয়ে দিলে।
আমি সেই হাত শক্তপোক্ত
করে ধরে রাখলাম
যেন আজীবন থাকে এই
পবিত্র বন্ধন!
০১.০৪.২০২০
দুপুর ৩ টা ৪৫ মিনিট
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা
◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।
আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share