চাচাত বোন যখন আদূরে বউ” ‘ (১১তম পর্ব)

0
1003

চাচাত বোন যখন আদূরে বউ”

(১১তম পর্ব)

লিখা:- Nr Joy Khan(Nazmul)

তারপর পাগলীটা আমাকে জরিয়ে ধরে বলল
নিলীমাঃ তোমাকে ছারা আমি এক মুহুর্ত ও থাকতে পারব না।
আমিঃ সরি ময়না পাখি।
নিলীমাঃ সরি টরি বলা লাগবে না। তুমি আমাকে বকবে না তো কে বকবে হুম।
আমিঃ তাই। তাহলে তুমি চলে যাচ্ছিলে কেন।
নিলীমাঃ কে বলল আমি চলে যাচ্ছিলাম।
আমিঃ তুমিত এই মাত্রই ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলে।
নিলীমাঃ আরে আমি তো দেখতে চাচ্ছিলাম আমি চলে যেতে চাইলে তুমি আমাকে আটকাও কি না।
আমিঃ তাই।
নিলীমাঃ হুম। এই দেখ ব্যাগ এ কিছু নেই।
আমিতো অবাক। আসলে পাগলিটা আনেক চালাক হয়ে গেছে। তারপর আমি বললাম
আমিঃ আমার সাথে চিটিং না। দারাও দেখাচ্ছি মজা।
এইকথা বলা মাত্রই পাগলীটা দৌরে পালাল। ভালই যাচ্ছিল দিনকাল। পাগলীটা আমাকে খুব কেয়ার করে।
আমারও ওর কেয়ার গুলো খুব ভাল লাগে। বেশ কিছুদিন ধরে লক্ষ করছি নিলীমা কেমন যেন দূর্বল হয়ে পরছে। আমি নিলীমাকে বললাম
আমিঃ তোমার কি শরিল খারাপ?
নিলীমাঃ কই না ত
আমিঃ তোমাকে কেমন যেন দূর্বল লাগছে।
নিলীমাঃ না তো আমি ঠিক আছি।
আমি আর কিছু বললাম না। কিছুদিন পর আমার জন্মদিন। আবার আর তিনমাস পর ফাইনাল পরিক্ষা।
তো আমার জন্মদিন চলে আসল
সবাই আমাকে উইশ করল কিন্তু নিলীমা আমাকে উইশ করল না। এর আগেরদিন নিলীমা আমাকে বলেছিল তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি কিছুই বুঝি নি।
সন্ধ্যায় দেখলাম নিলীমা খুব সুন্দর করে সেজেছে। আমি নিলীমার দিক থেকে চোখ সরাতে পারছিনা। ওকে খুব সুন্দর লাগছে। আমি নিলীমাকে জরিয়ে ধরে ওর কপালে একটি চুমু খেলাম। নিলীমা আমার বুকে মুখ লুকাল। আমি নিলীমাকে বললাম
আমিঃ আজ না আমাকে কি যেন সারপ্রাইজ দেওয়ার কথা ছিল।
নিলীমাঃ হুম।
আমিঃ তো আমার সারপ্রাইজ গিপ্ ঠ কোথায়?
নিলীমা কিছুখন চুপ থেকে আমার হাত ওর পেটে নিয়ে বলল
নিলীমাঃ এখানে।
আমিতো অবাক। কি বলে মেয়েটা আমি নিলীমাকে বললাম
আমিঃ তার মানে আমি বাবা হব।
নিলীমাঃ হুম।
আমি আর কিছু না বলে ওকে কোলে তুলে নিলাম। আমার যে কি খুশি লাগছে তা ভাষায় প্রকাশ করার মত না। এখন নিলীমাকে আমি কোন কাজ করতে দেই না। খুব আদর করি ওকে। দেখতে দেখতে আমার ফাইনাল পরিক্ষা শেষ হয়ে গেল। এখন আমরা বাসায় চলে এসেছি। বাসার সবাই নিলীমাকে খুব কেয়ার করে। একদিন নিলীমা আমার বুকে শুয়ে বলছে
নিলীমাঃ এই শোন না
আমিঃ জী বলেন মহারানি।
নিলীমাঃ বাবু হওয়ার সময় আমার যদি কি
আমি নিলীমাকে আর কিছু বলতে না দিয়ে ওর মুখ চেপে ধরলাম। আর বললাম
আমিঃ
.
(চলবে….)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here