চাচাত বোন যখন আদূরে বউ”
‘
(১২তম বা শেষ পর্ব)
‘
লিখা:- Nr Joy Khan(Nazmul)
‘
আমিঃ এরকম কথা আর কোন সময় বলবে না। তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাচব।
নিলীমা চুপ করে আমার বুকে শুয়ে রইল। একটুপর নিলীমা আমাকে বলল
নিলীমাঃ আচ্ছা বাবু হওয়ার পর কি তুমি আমাকে এরকম ভালবাসবে।
আমিঃ হুম। কেন?
নিলীমাঃ না তখনতো আমরা দুজন দুজনকে বেশি সময় দিতে পারব না।
আমিঃ কেন সময় দিতে পারবে না।
নিলীমাঃ কারন তখনতো বাবুকে সামলাতেই সময় চলে যাবে।
আমিঃ তাই।
নিলীমাঃ হুম।
আমিঃ অনেক রাত হয়েছে এবার ঘুমান ম্যাডাম।
নিলীমা আমাকে শক্ত করে জরিয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পরল। এভাবেই দিন যাচ্ছিল। একদিন রাতে নিলীমা আমাকে বলল
নিলীমাঃ তোমার ছেলে বাবু চাই না মেয়ে বাবু।
আমিঃ উমমম। মেয়ে বাবু।
নিলীমাঃ জ্বি না আমাদের তোমার মত কিউট একটা ছেলে বাবু হবে।
আমিঃ না আমাদের মেয়ে বাবুই হবে।
নিলীমাঃ মেয়েবাবু হলে আমি তোমার সাথে থাকব না।
আমিঃ তাই। তাহলে দেখা যাক আমাদের কি হয়।
নিলীমাঃ আচ্ছা।
এখন নিলীমার ৯মাস চলছে। ওকে নিয়ে খুব টেনশনে আছি। আমি সারাক্ষন ওর সাথেই থাকি কেননা কোন সময় কি হয়ে যায় বলা যায় না। তো দেখতে দেখতে নিলীমার ডেলিভারির সময় হয়ে গেল। নিলীমাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। আমার খুব টেনশন হচ্ছে। এই বুঝি আমি নিলীমাকে হারিয়ে ফেললাম।
অবশেষে বাচ্চার কান্নার আওয়াজ পেলাম
ডাক্তার আমাকে বলল আপনার ছেলে হয়েছে যান মিষ্টি নিয়ে আসেন।
আমি কোন কথা না বলে সোজা নিলীমার কাছে চলে গেলাম। আমি পাগলীটার কাছে যেতেই ও আমাকে জরিয়ে ধরে কান্না শুরু করে দিল। আমার চোখ দিয়েও দু ফোটা নোনা জল গরিয়ে পরল। আমি নিলীমার চোখের পানি মুছে দিয়ে ওর কপালে একটি চুমু একে দিলাম। তখনই আমাদের ছেলে কান্না শুরু করে দিল।
আমি আমার ছেলেকে কোলে নিয়ে বললাম
আমিঃ তোমাকে আদর না করে আম্মুকে আদর করছি বলে কান্না করছ বাবা।
আমার কথা শুনে নিলীমা খিলখিল করে হাসি শুরু করে দিল। যে হাসির প্রেমে আমি প্রতিদিন পরি।
নিলীমা আমার নাম ও ওর নাম মিলিয়ে ছেলের নাম রাখল জনি।
আমার পরিবারের সবাই খুব খুশি জনিকে পেয়ে। নিলীমার পাগলামি এখন বেরেছে আমার কোলে ছেলেকে বেশিক্ষন থাকতে দেয় না। আমি কিছু বললে বলে তোমার কোলে শুধু আমি উঠব বুঝেছ
আমিঃ আরে ও তো আমাদেরি ছেলে তাই না।
নিলীমাঃ তো কি হয়েছে। আমার ভাগ আমি কাওকে দিব না হুম।
আমিঃ তাহলে ও ওর বাবার কোলে উঠবে না।
নিলীমাঃ হুম উঠবে বলেই তো অল্প সময় উঠতে দেই নাহলে তো উঠতেই দিতাম না ।