“চাচাত বোন যখন আদূরে বউ”
‘
(৬র্থ পর্ব)
‘
লিখা:- Nr Joy Khan(Nazmul)
‘
আমরা দুজন মিলে বাসর সাজালাম। তারপর নিলীমা আমাকে একটি নীল পান্জাবি এনে দিয়ে বলল
নিলীমাঃ ঐ রুমে গিয়ে এইটা পরবে আর আমি মেসেজ পাঠানোর আগ পর্যন্ত তুমি এই রুমে আসবে না।
আমি পাশের রুমেগিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এবং অনেক অপেক্ষার পর নিলীমার মেসেজ আসল। আমি ঐ রুমে যাওয়ার জন্য পা বারাচ্ছি আর আমার কেমন যেন ভয় ভয় লাগছে। অবশেষে মনে সাহস যুগিয়ে দরজার কাছে গেলাম দরজা ধাক্কা দেওয়া মাত্রই দরজা খুলে গেল।
তার মানে দরজা খোলাই ছিল। আমি ভিতরে ঢুকতেই দেখতে পেলাম আমার বউটা ইয়া বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে। আমার অস্তিত্ব টের পেয়ে পাগলীটা বিছানা থেকে নেমে আমাকে সালাম করল। আমি দুহাত ধরে পাগলীটাকে উঠালাম ও ওর ঘুমটা সরালাম। আমি ওর প্রেমে পরে গেলাম। ঘুমটা সরানোর সাথে সাথে পাগলীটা আমাকে জরিয়ে ধরল আর আমিও জরিয়ে ধরলাম। এরপর আমরা দুজন অজু করে দুরাকাত নফল নামাজ আদায় করলাম। নামাজ শেষে আমরা খাটে গিয়ে বসলাম তারপর আমি বললাম
আমিঃ তোকে এবার আদর করি
নিলীমাঃ না। আর তুমি আমাকে তুই বলছ কেন।
আমিঃ তাহলে কি বলব
নিলীমাঃ তুমি বলবে
আমিঃ আচ্ছা। এবার একটু আদর করি।
নিলীমাঃ না
আমিঃ একটু করি না।
নিলীমাঃ না
আমিঃ একটু।
নিলীমাঃ ঐ তোমার বউকে তুমি আদর করবা এতে আবার অনুমতি নেওয়া লাগে( রাগি স্বরে)
আমি আর কিছু না বলে নিলীমাকে জরিয়ে ধরলাম আর চার ঠোট এক করে দিলাম তারপর দুজন দুজনার ভালবাসায় মেতে উঠলাম সকালে পানির ছিটায় আমার ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি নিলীমা ওর ভেজা চুলের পানি আমার মুখে ছিটিয়ে মারছেআর মুচকি মুচকি হাসছে এতে ওকে আর সুন্দর লাগছে আমি একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি।
নিলীমার ডাকে আমার ধ্যান ভাঙল।
নিলীমাঃ এই কি দেখ ওমন করে হুম
আমিঃ আমার বউটাকে না খুব সুন্দর লাগছে
আমার কথা শুনে নিলীমা লজ্জায় চোখ নামিয়ে নিল। ওর লজ্জামিশ্রিত মুখের দিকে তাকিয়ে আমি আবার ওর প্রেমে পরে গেলাম। আর ওকে একটানে আমার বুকে নিয়ে আসলাম।
পাগলীটা আমাকে জরিয়ে ধরে আছে।
কিছুক্ষন পর পাগলীটা আমাকে বলে
নিলীমাঃ এই ছার আনেক বেলা হয়ে গেছে রান্নাঘরে যেতে হবে।
আমিঃ আরেকটু থাক না পাগলী।
নিলীমাঃ তাহলে রান্না করবে কে আর খাবে কি হুম।
তারপর নিলীমা রান্নাঘরে চলে গেল।
একটুপর আমি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যেয়ে দেখি পাগলীটা রান্না করছে আর একমনে গুনগুন করে গান গাইছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে পাগলীটাকে পেছন থেকে
.
(চলবে….)