#ভালোবাসি_প্রিয় পর্ব ২৫

0
558

#ভালোবাসি_প্রিয় পর্ব ২৫
©জারিন তামান্না

সেদিনের পর থেকে বিথি আর তিয়ানের দলে যোগ হলো পলক নামের আরেকজন সদস্য। বেশ ভালোরকম বন্ধুত্ব হয়ে গেল তাদের মাঝে।প্রায় রোজ দিন তারা একসাথে বসে আড্ডা দিত। গ্রুপ স্টাডিও করতো।বিথি নিজের টিফিন খুব কমই খেত।কারণ,রোজ রোজ ব্রেড, বাটার, জ্যাম,স্যান্ডুইচ, বা ফাস্টফুড খাবার প্যাক হতো তার টিফিনে। এ জন্য প্রায়দিন টিফিন আনতো না সে ।ফলাফল পলক যে টিফিন নিয়ে আসতো সেটাতে একটা অংশ বিথির জন্য বরাদ্দ থাকতো। বিথি আর তার বন্ধুত্ব হবার আরও একটা কারণ ছিল এই খাবার ভাগাভাগির ব্যাপারটা। আর বিথির আর পলকের এই ভাগাভাগিতে আরও একজন ভাগিদারী হিসেবে যোগ হলো তিয়ান।ক্যাম্পাসে থাকাকালীন তাদের প্রায় একসাথেই দেখা যেত।বিথির পরে ক্লোজ মেয়ে বন্ধু বলতে তিয়ান পেল পলককে।আর পলকেরও একমাত্র আর প্রথম কাছের ছেলে বন্ধু হলো তিয়ান। বিথি খুব খুশি হয়েছিল তাদের এমন সম্পর্কে। তার দুজন বেস্ট ফ্রেন্ড আর সে।কলেজের একটা সুপরিচিত দল হয়ে গেল তারা তিনজন মিলে। সিন্থিয়ার ব্যাপারটা একপ্রকার চাপা পড়ে গেল সময়ের সাথে। ক্লাসে দেখা হলেও এড়িয়ে যেত তিয়ান।আর এই কাজে বিথির পরে সবচেয়ে বেশি সাহায্য করেছিল পলক। বিথি পইপই করে তাকে বলেছিল যে সিন্থিয়ার মুখোমুখি হতে দেখলেই তিয়ানকে কোন একটা বাহানায় সরিয়ে আনে।আর বিথির প্রক্সি হিসেবে পলকও নিষ্ঠার সাথে করতো এই কাজটা। দেখা যেত সিন্থিয়ার মুখোমুখি হলেই এটা ওটা কোন কিছু বলে বিথি নয় তো পলক মাইন্ড ডাইভর্ট করে দিতো তিয়ানের। এটা ওটা বাহানায় সরিয়ে আনতো তাকে।তিয়ানের অন্য বন্ধুরাও খুব হেল্প করেছে তাকে সিন্থিয়ার ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে।তিয়ান ছিল ব্যাচের মোস্ট এলিজেবল বয়।সিন্থিয়া তার গার্লফ্রেন্ড থাকাকালীন বেশ ভালো একটা প্রভাব ফেলেছিল এটা তার জন্য।বিশেষ একজন হিসেবেই পরিচিত ছিল সে ক্লাসমেটদের কাছে। কিন্তু,ব্রেক আপের পর সে ব্যাপারটা আর রইলো না।আর একপ্রকার অপ্রকাশ্যেই সেই জায়গাটা পেল পলক।সবাই নিজেদের মাঝে ধারণা করে নিল যে পলক তিয়ানের নতুন গার্লফ্রেন্ড। সিন্থিয়াকে নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করতো তারা।তিয়ানকে ছাড়ার ভুল করেছে এই বলে।ফলাফল সিন্থিয়ার ক্ষোভের শিকার হলো পলক।আর এই হিংসা আর ক্ষোভের কারণে একদিন একটা ঘটনা ঘটলো যেটা পলক আর তিয়ানকে নিজেদের অজান্তেই তাদের নিয়ে গেল একে অন্যের আরও কাছে।

ক্যাম্পাসে একদিন,

তখন তাদের টেস্ট এক্সাম চলছে। সবাই মোটামুটি হলে চলে গেছে।তিয়ান বিথি আর পলকের রোল অনুযায়ী ভাগ্যক্রমে একই রুমে কয়েক বেঞ্চ আগে পরে কাছাকাছি সিট পড়েছে তাদের। এক্সাম শুরুর আগে পলক পানি খাবে বলে ক্যান্টিনের দিকে যাচ্ছিল। হঠাৎ তার সামনে এসে পথ আটকে দাঁড়ালো সিন্থিয়া। আশে পাশে তাকিয়ে দেখলো তিয়ান বা অন্য কেউ আছে কিনা। কাউকে না দেখতে পেয়ে বেশ সুবিধাই হলো তার। পলক বেশ বিরক্ত হলো এভাবে তার পথ আটকে দেওয়ায়। ওদিকে এক্সাম শুরু হয়ে যাবে আর সিন্থিয়া এসে তাকে আটকে দিল। সে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতে তার হাত মুচড়ে ধরলো সিন্থিয়া। আচমকা এভাবে হাত মুচড়ে ধরায় বেশ ব্যাথা পেল পলক। ব্যাথায় কুঁকিয়ে উঠলো সে।সে অবস্থাতেই সিন্থিয়া বললো,
_তিয়ানকে তো বেশ ভালোই হাত করেছিস। আমার তো সেদিনই ডাউট হয়েছিল। আমি যেই না তিয়ানকে ছেড়েছি তোর আর তর সইলো না,হাত করে নিলি ওকে। যার জন্য ক্যাম্পাসে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতেও তোর মত কালী মেয়েকে নিজের গার্লফ্রেন্ড করলো তিয়ান!

_তিয়ানকে হাত করা কি এতই সহজ সিন্থিয়া? রূপ দিয়ে তিয়ানকে বশ করার মত ভ্রান্ত ধারণা কেবল তোমারই থাকার কথা!আর তোমার মত পাগলামি করা তো আর যার তার কর্ম নয়।আবার ভালোবাসতে না পেরে ইনফ্যাচুয়েশনস বলে হুট করে ছেড়ে যাওয়াটাও তুমি ছাড়া অন্য কারো দ্বারা ইজিলি হবার নয়। আর পলকের মত সোজা মনের মেয়ের পক্ষে তো নয়ই! – সিন্থিয়ার হাত থেকে পলকের হাতটা নিজের হাতের মুঠোয় নিতে নিতে বললো তিয়ান। আচমকা ওখানে তিয়ানকে দেখে বেশ ভয় পেয়ে গেল সিন্থিয়া।কারণ সে জানে তিয়ান নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস বা পার্সোনাল ম্যাটারগুলো নিয়ে কতটা রেসপন্সিবল, কেয়ারিং আর পজেসিভ। তিয়ানকে নিয়ে বিথির সাথেও বেশ কয়েকবার ঝামেলা হয়েছে তার। কিন্তু,তিয়ানকে এই নিয়ে কিছু বলতে গেলে উল্টো তাকেই ভিলেন হতে হয়েছে।আর ইদানিং অপ্রকাশ্যে সবাই বলে পলক তিয়ানের গার্লফ্রেন্ড। তাই তার জায়গাটা তিয়ানের কাছে কতটা স্ট্রং সেটা ধারণা করতে বেশি বেগ পেতে হলো না সিন্থিয়াকে। ভয়ার্তক চোখে একবার দেখলো সে তিয়ানকে। কিন্তু তিয়ানের ফেইস একদম স্বাভাবিক। সেটা দেখে আরও কিছুটা ভয় পেল সে।
এদিকে তিয়ানকে ওখানে দেখে বেশ অবাক হলো পলক। এক্সাম হলে খাতা দিয়ে দেওয়ার পরেও পলকে হলে ফিরতে না দেখে খুঁজতে এসেছিল তিয়ান।আর তখনই সিন্থিয়ার সাথে ওই অবস্থায় দেখে সে।সিন্থিয়ার কথাগুলো শুনে বেশ রাগ উঠলেও এক্সামের আগে কোন ঝামেলা চায় না বলেই চুপচাপ তার কাছে গিয়ে পলকের হাতটা ছাড়িয়ে নিয়েছে সে। কিন্তু,ওটুকুতেও ক্ষান্ত হলো না সে। পলককে আরেকটু অবাক করে দিয়ে তার হাতের আঙুলে নিজের আঙুল গুঁজে মুঠোয় নিয়ে শক্ত করে ধরলো। তারপর, সেটা সিন্থিয়াকে দেখিয়ে বললো,
_আমার আর পলকের সম্পর্ক বা সেটার বন্ডিং বোঝার মত ক্ষমতা তোমার নেই। হ্যাঁ,,এটা সত্যি যে এই মেয়েটাকে আমি ভালোবাসি।খুব ভালোবাসি।আর পলকও আমাকে ভালোবাসে।কি তাই তো পলক? পলক পুরো হতভম্ব। কি বলে তিয়ান এসব? তিয়ান তাকে ভালোবাসে?কবে কখন থেকে? আর সেই বা তিয়ানকে ভালোবাসলো কখন? তিয়ান তাকিয়ে আছে পলকের দিকে। আর সিন্থিয়াও। পলকে চুপ থাকতে দেখে মুচকি হাসলো তিয়ান। তারপর, সিন্থিয়াকে বললো,
এভাবে নিরবেই সবচেয়ে বিশুদ্ধভাবে আমাকে ভালোবাসে পলক। তোমার মত পাগলামি করে শো অফ করে অন্যকে বলার বা দেখানোর প্রয়োজন ওর হয় না। কিন্তু সেই ভালোবাসার লেভেল বা পিউরিটি বোঝার মত সেন্স তোমার কখনো হবে না। সো,ফারদার আমাদের রিলেশন নিয়ে কখনো কোন প্রশ্ন তোলার সাহস করো না তুমি। গট ইট? ইউ বেটার গট ইট! আর কখনো পলককে ডিস্টার্ব করবে না তুমি।আর যদি সেটা করার ভুল আবার তুমি করো তাহলে তিয়ান কি করতে পারে আশা করি ঠিক ঠিক জানা আছে তোমার!
এক্সাম শুরু হবে পলক। চলো।
পলক তখনও শকড। তিয়ানের কথায়। নিজে থেকে নড়ার বোধটাও যেন খোয়া গেছে তার।তাই তিয়ান তার হাত ধরেই টেনে নিয়ে গেল এক্সাম হলে। হলে ঢোকার আগে শান্ত কন্ঠে বললো,
_বেশি স্ট্রেস নিও না পলক। তখন যা বললাম ভুলে যাও। মন দিয়ে এক্সাম দাও।
_ভুলে যাবো? অবাক স্বরে প্রশ্ন করলো পলক।
_হ্যাঁ। সব কথা মনে রাখতে নেই। চলো এখন।

সেদিনের এক্সামটা ঠিকঠাক দিলেও তিয়ানের কথা একপ্রকার চেপে বসলো পলকের মাথায়। তিয়ানকে নিয়ে ভাবতে শুরু করলো।অদৃশ্যভাবেই তিয়ান নামক অস্তিত্ব জুড়ে বসলো পলককে।

টেস্ট এক্সামের পরে দেখতে দেখতে এইচ. এস. সি. এক্সামও হয়ে গেল তাদের। এক্সাম শেষে একরকম বিচ্ছিন্ন হয়ে গেল পলক আর তিয়ান। পলকের বাসায় বিথির যাওয়া আসা থাকলেও তিয়ানের ছিল না। কথা,দেখা হওয়া কমে গেল তাদের।বিথি এলে তার থেকেই খোঁজ খবর যা মেলার মিলতো পলকের। এরপর মাস ৩ পরে রেজাল্টও হয়ে গেল। বেশ ভালো রেজাল্ট করেছে তিয়ান আর বিথি। কিন্তু পলকের তাদের তুলনায় কিছুটা কম মার্কস এসেছে। তাই রেজাল্টের পর যখন ভার্সিটি এডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল পলক তখনই একদিন খবর এলো তিয়ান আর বিথি বাইরে এডিমিশনের জন্য এপ্লাই করেছিল।আর ভালো রেজাল্ট হওয়ায় তারা দুজনেই স্কলারশিপ নিয়ে চান্স পেয়েছে। বিথি কানাডায় আর তিয়ান অস্ট্রেলিয়ার একটা ভার্সিটিতে। খুব শিঘ্রই চলে যাবে তারা। তাই যাওয়ার আগে দেখা করবে বলে এক সন্ধ্যায় বিথি এসে নিয়ে গেল পলককে। আজ রাতটা তাদের বাড়িতে থাকবে বলে। আমজাদ আলী প্রথমে রাজী না হলেও পলাশ ঠিক রাজি করিয়ে পাঠিয়ে দিল পলককে। আর সে রাতেই ঘটলো পলকের জীবনের এক নতুন সূচনা।

রাতের খাওয়া শেষে বিথিদের ছাদে বসে আছে পলক আর তিয়ান ।বিথি নিচে গেছে কফি আনতে। আজ প্রায় ৫ মাস পরে তিয়ানের সাথে দেখা হলো পলকের। স্বাভাবিক কথা বার্তা বললেও তিয়ানকে দেখে কেমন যেন অন্যরকম লাগছিল পলকের। পলক ভাবলো হয় তো পরিবার ছেড়ে চলে যাচ্ছে তাই মন খারাপ। ভরা পূর্ণিমার রাত। ঝলমলে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ। চুপচাপ বসে ছিল ওরা দুজন।একসময় পলক উঠে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। মৃদুমন্দ বাতাস বইছিল। বাতাসের দমকেই একসময় পলকের মাথা থেকে ওড়নার খসে গিয়ে উন্মুক্ত হয়ে গেল তার খোলা চুলগুলো। তিয়ান মুগ্ধ চোখে দেখলো তাকে। উঠে এগিয়ে গেল তার দিকে। পলকের পাশে গিয়ে দাঁড়ালো রেলিং ঘেঁষে। হীম শীতল কন্ঠে বললো,
_এ কদিনে একটুও মিস করোনি আমায়,তাই না?
আচমকা তিয়ানের এহেন কথায় চমকে উঠলো পলক। নিজেকে ধাতস্ত করে জবাব দিল সে।
_করেছি।তোমাদের সাথেই এতগুলো দিন কেটেছে। মিস করাটাই স্বাভাবিক।
_আমি সবার কথা নয়,আমার কথা জিজ্ঞেস করেছি পলক।
তিয়ানের কন্ঠে আরও একধাপ চমকে উঠলো পলক। সহসা কি জবাব দিবে ভেবে পেলো না সে। চুপচাপ দাঁড়িয়ে রইলো শুধু। তাকে চুপ থাকতে দেখে তিয়ান বললো,
_ভালোবাসি তোমাকে। একজন বন্ধুর থেকেও বেশি।যে ভালোবাসায় একটা ছেলে আর মেয়ে এক হওয়ার সম্পর্কে আবদ্ধ হয়, সেভাবে ভালোবাসি তোমায়।সেদিন যখন বলেছিলাম ভালোবাসি তোমাকে,বন্ধু ভেবেই বলেছিলাম হয় তো। ভালোবাসতাম কিনা তাও জানতাম না।কিন্তু এই ৫ টা মাসের দূরত্ব আমাকে একটু একটু করে বুঝিয়েছে ঠিক কতটা কাছের তুমি আমার। আমার মনের কোন জায়গাটা শুধুমাত্র তোমার। খুব করে ভালোবেসে ফেলেছি তোমাকে।নিজের করে চাই তোমায়। সারাজীবনের জন্য….আমার হবে তুমি,পলক? বলেই পাশ ফিরে তাকালো সে পলকের দিকে। পলকের চোখে মুখে রাজ্যের বিস্ময়। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। তিয়ান কি বললো এসব! এখন কি জবাব দিবে সে?মূহুর্তেই হৃদস্পন্দন বেড়ে গেল তার। উত্তেজনায় শরীর কাঁপছে হালকা হালকা। কিছু বলতে পর্যন্ত পারছে না। তাকে তখনো চুপ থাকতে দেখে তিয়ান কিছুটা এগিয়ে এলো তার দিকে। পলকের খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বললো,
_তোমার কাছেও কি আমি শুধু বন্ধুই পলক? এর থেকে বেশি কিছুই নই? অন্য কোন অনুভূতি কি নেই তোমার মনে আমার জন্য?
_আ…আ…আছে।কিন্তু,এই অনুভূতিকে প্রশ্রয় দেওয়ার সুযোগ বা সাহস কোনটাই আমার নেই। তোমার সাথে আমার মিল হওয়ার নয় তিয়ান। অযথা অনুভূতিদের প্রশ্রয় দেওয়ার কোন মানে নেই। -পলকের সহজ সরল স্বীকারোক্তি।
_যদি আমি সাহস হই তোমার…প্রশ্রয় দেবে ওদের? হবে আমার?
পলক কি বলবে বুঝতে পারছিল না আর ঠিক তখনই ছাদের দরজায় কফির ট্রে হাতে দাঁড়িয়ে বিথি বললো,
_আরেএএ.. ছেমড়ি,,,মুখে কুলুপ আটছো ক্যান? হ কইয়া দে।
চমকে তাকালো দুজনেই। পলক বেশ অপ্রস্তত হয়ে গেলেও তিয়ান স্বাভাবিক। কারণ বিথি আগে থেকেই জানতো সব। পলক তখনো চুপ। বিথি এবার জোরেসোড়ে ধমক দিয়ে বললো,
_হ, কইবি তুই?
_হ্যাঁ? থতমত খেয়ে বললো পলক।
তার এই ভুলে বলা ‘হ্যাঁ -কেই স্বীকারোক্তি ভেবে খুশি হয়ে গেল বিথি। তিয়ান হাসলো আলতে করে। কফির ট্রে রেখে আগে গিয়ে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো তিয়ানকে। তারপর পলককেও। পলক হতভম্ব। সে তো হ্যাঁ বলে নাই।কিন্তু এরা যেভাবে খুশি হচ্ছে এখন কিছু বললেও শুনবে না কেউ। তাছাড়া,তিয়ানকে সেও বেশ পছন্দ করে। পছন্দের থেকেও বেশি কিছুটা সে ফিল করে তিয়ানের জন্য। তাই হয় তো এভাবেই ভাগ্য মিলিয়ে দিল তাকে তিয়ানের সাথে। এই ভেবেই পলকও পা বাড়ালো এক নতুন সম্পর্কের যাত্রা পথে।

__________________________________

তিয়ান আর বিথি চলে গেছে প্রায় দু বছর হয়ে গেছে। এর মাঝে তিয়ানের সাথে সম্পর্কটাও বেশ এগিয়ে গেছে পলকের।যাওয়ার আগে ফেইসবুক আইডি খুলে এড করে দিয়েছে পলককে তার আর বিথির সাথে। যোগাযোগের মাধ্যম বলতে ওটাই ছিল তাদের একমাত্র পন্থা। তিয়ান পলককে নিয়ে সত্যিই সিরিয়াস। আর পলকও। কিন্তু, এরমাঝেই এক ঝড় এসে উল্টেপাল্টে দিল সব। তিয়ানের বাবার কোম্পানিতে বেশ লস হয়ে গেল। ব্যবসায়ের ডুবি ডুবি অবস্থা। তিয়ানের তখনো ২ বছর বাকি গ্রেজুয়েশনের। স্কলারশিপ নিয়ে পড়াশোনা করলেও বিদেশে পড়ার, থাকা খাওয়ার খরচটাও বেশ ভালো। এদিকে বিজনেসের এই অবস্থা। শুরু হলো তিয়ানের স্ট্রাগল।একটা পার্টটাইম জব ম্যানেজ করলো সে। পড়াশোনায় পাশাপাশি জব আবার বাবার বিজনেসেও বড়ভাইয়ের সাথে নিজের সময়, শ্রম সব কন্ট্রিবিউট করতে শুরু করলো সে। পলকের সাথে যোগাযোগ কমে গেল তার। পলক জানতো,বুঝতো সবটাই। মেন্টালি যতটা সম্ভব সাপোর্ট করতো সে তিয়ানকে।এত কিছুর প্রেশারে তিয়ানও দূরে সরে এসেছিল পলকের থেকে। ছোট খাটো বিষয় নিয়ে রাগ করতো। ফ্রাসট্রেশনগুলো পলকের উপরেই ঝাড়তো সে। পলক তবুও চুপচাপ সহ্য করে ধৈর্য্য নিয়ে তিয়ানের সব কথা, রাগ মেনে নিতো।
কিন্তু কথায় বলে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। ঠিক সেভাবেইভাগ্যের পরিহাসে পলকের জীবনেও নেমে এলো আরও কঠিন এক পরিস্থিতি।

একরাতে পলকের বড় বোন পালিয়ে গেল বাড়ি ছেড়ে।সাথে নিয়ে গেছে মায়ের যত গয়না আর আলমারির লকারে রাখা বিশ হাজার টাকা ক্যাশ। মধ্যবিত্ত একটা পরিবারে একই সাথে সম্পদ আর সম্মান খুইয়ে যাওয়া এক ভয়াবহ ব্যাপার। অন্তরা যাওয়ার পরে খুব বাজে একটা পরিস্থিতিতে কেটেছে পলক আর তার পরিবারের। পাড়া প্রতিবেশীদের কথায় টিকতে না পেরে এলাকা ছাড়তে হয়েছে। কিন্তু পলক সেসবের কিছুই জানায়নি তিয়ানকে।এই ভেবে যে এম্নিতেই বেচারা কত সমস্যায় আছে।মেন্টালি স্ট্রেসড, তারপর এসব বলে তার স্ট্রেসড আর বাড়াতে চায়নি। বিথিকে বললে তিয়ানও জেনে যাবে তাই তাকেও জানায়নি কিছু। কিন্তু,যখন লোকের কথায় পলককে বিয়ে দেওয়ার জন্য তার বাবা একপ্রকার উঠে পড়ে লাগলেন তখন বাধ্য হয়ে পলক সবটা জানালো বিথি আর তিয়ানকে। একদিন বিকেলে ম্যাসেঞ্জারে নক করে পলক সবটা বলার পর তিয়ানকে জিজ্ঞেস করলো,
_এখন আমাদের এ সম্পর্কের ভবিষৎ কি তিয়ান?
_জানি না আমি।
_তুমি ভালোবাসো তো আমাকে?
_বাসি।
_তাহলে এখন যদি সত্যিই আমার বিয়ে দিয়ে দেয় বাবা কি করবো তখন আমি?
_কি আর করবা, বিয়ে করে নিবা।
_বিয়ে করে নিবো?!হতভম্ব স্বরে বললো পলক।
_হ্যাঁ,,কারণ এখন তো আর আমার লাইফ ক্যারিয়ার ছেড়ে তোমাকে বিয়ে করা সম্ভব না আমার। তুমি যদি অপেক্ষা না করতে পারো তাহলে বিয়ে করে নাও অন্য কাউকে।
_আর তারপর?
_তারপর কি?
_তুমি কি করবা? ভুলে যাবা আমাকে? যেমন সিন্থিয়াকে ভুলে গেছিলা!তারপর যেমন আমাকে ভালোবাসছো,তেমন অন্যকাউকে..
_just shut up Polok. & listen. তোমাকে আমি ভালোবাসি।সত্যিই চাই তোমাকে নিজের করতে। কিন্তু এই মূহুর্তে তোমাকে নিজের করা সম্ভব না আমার।এটা তুমিও জানো। এখন তোমার বোন কি না কি কান্ড করেছে আর তার জন্য তোমার বাবা তোমাকে ভরসা করতে না পেরে বিয়ে দিতে চাচ্ছে,তো এখানে আমার কি করার আছে বলো তো? তবে তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো তো করো। আমি সেটেল হয়ে তোমাকে বিয়ে করে নেবো। এটুকু শিওরিটি আমি তোমাকে দিতে পারি।
_তাহলে কি তোমার কথাটা বলবো ফ্যামিলিতে?
_না। এই কাজটা এখন একদমই করবা না। আমি এখন এসব ফেইস করার জন্য প্রিপেয়ার্ড নই। আর আমার ফ্যামিলিকেও এই মূহুর্তে এসবে জড়ানো সম্ভব না।
_আচ্ছা।
_হ্যাঁ।তবে তুমি তোমার বাবাকে বলো এখন বিয়ে করবা না। তাহলেই তো হয়।
_সে চেষ্টা আমার করা হয়ে গেছে তিয়ান। আমি সব চেষ্টা করে ব্যর্থ আর নিরুপায় হয়েই তোমাকে আজ সব বলেছি। নয় তো আমার জন্য তোমাকে কোন ঝামেলায় ফেলার ইচ্ছা আমার ছিল না।
_তুমি ভুল বুঝতেছো পলক। না…একচুয়ালি তুমি বুঝতেই পারতেছো না ব্যাপারটা।
_আমি সব বুঝতে পারছি তিয়ান। তোমার কোন দোষ নেই এতে।সবটাই আমার ভাগ্য।তোমাকে আর এ নিয়ে ভাবতে হবে না।
_পলক প্লিজ! একটু বুঝো। আরেকটাবার ট্রাই করো। বোঝাও তোমার বাবাকে।why r not getting this that I really love u dammit. I want u as mine.
_আমি সব জানি। কিন্তু,আমি কি করবো বলো তো?
_তুমি বোঝাও আংকেলকে। আমাকে আরেকটু সময় দাও পলক।
_বাবা বুঝবে না তিয়ান। আর তোমার জন্য অপেক্ষা করাও সম্ভব না।যদি তোমার হতে হয় তবে ফ্যামিলিতে বলতে হবে তোমার কথা। যেটা তুমি চাইছো না এখন। সেটাও যথেষ্ট লজিক্যাল মানছি আমি। আর যদি তুমি একান্তই চাও আমি তোমার ছাড়া অন্য কারও না হই তাহলে নিজেকে শেষ করে দিতে হবে আমাকে।
_ওকে ফাইন। Do as u wish. But এসবের মধ্যে আমাকে আর জড়াবা না তুমি। বিয়ে করে নাও তুমি। বাবার সম্মান ইচ্ছেটাকেই ধরে রাখো তুমি। আমার হইতে হবে না তোমার। আর কখনো নক দিবানা তুমি আমাকে। Got it? রাগে হতাশায় জর্জরিত হয়ে বললো তিয়ান।

পলক কাঁদছে। খুব কাঁদছে।কিন্তু টেক্সট ম্যাসেজে সে কান্না দেখার সুযোগ তিয়ানের হয়নি। কান্নার কারণে ঠিক কি বলবে আর,,ভেবে পেল না পলক। তাই কোন মতে লিখলো,
_ভালো থেকো। খেয়াল রেখো নিজের।
_আমার কথা তোমার না ভাবলেও চলবে। আজ থেকে তোমার সাথে সম্পর্ক শেষ আমার। -এটুকু বলেই ম্যাসেজ ব্লক করে দিল তিয়ান। রাগ লাগছে তার। তবে সেটা পলকের প্রতি নয়। নিজের প্রতি। নিজের ভাগ্যের প্রতি। প্রচন্ড অসহায় লাগছে তার। এভাবে সব শেষ হয়ে যাবে মানতে পারছে না সে। কিন্তু,এই দূর দেশে,জীবনের এমন কঠিন পরিস্থিতে কি-ই বা করবে সে এখন! পলকের এখন সব থেকে বেশি প্রয়োজন ছিল তাকে। না জানি কত কিছু সহ্য করছে মেয়েটা। বিগত ৬ মাসে কম তো করেনি মেয়েটা তার জন্য। তার সব রাগ, অবহেলা সব কিছুকে ছাপিয়ে ভালোবেসেছে তাকে। মেন্টালি সাপোর্ট দিয়ে এসেছে। সব ঠিক থাকলে হয় তো অন্য কিছু ভাবতো না। পলকে যে করেই হোক নিজের করে নিতো। কিন্তু এখন নিজের লাইফ,ক্যারিয়ার, ফ্যামিলি সব কিছুকে আগে সেটেল করা দরকার। তারপর যা হওয়ার হবে।
এসব ভেবেই পলক আর নিজের ক্যারিয়ারের মাঝে সে বেছে নিল নিজের ক্যারিয়ারকে।

___________________________________

২ মাস পরে,

তোর ফ্যামিলির কি মাথা খারাপ হইছে রে সাজি? একটা এইট পাস ছেলের সাথে বিয়ে দিচ্ছে আর তুই সেইটা মেনে নিতেছিস? আর তিনু…সে জানে এসব কিছু?

_হ্যাঁ,,জানে। তার সাথে সব কথা হয়ে গেছে আমার।

_সব কথা হয়ে গেছে মানে? কি বলছে ও?

_He broke up.মুক্তি দিয়ে দিয়েছে সে আমায়।

_তোরা সব পাগল হয়ে গেছিস রে সাজি। দাঁড়া আমি তিনুর সাথে কথা বলতেছি।
_তোর কিছু বলার দরকার নেই। কথা হয়েছে আমার। তাছাড়া কাল বিয়ে। এখন আর কিছুই করার নেই। তিয়ানেরও কোন দোষ নেই। সে নিজের জন্য একটা ভালো লাইফ চুজ করেছে। সেখানে আমার মত মেয়েকে নিয়ে স্ট্রাগল করার কি দরকার বলতো। তবে হ্যাঁ , একটা কথা…জীবনে যত যাই হোক,সব কিছুর আগে পর আমরা বন্ধু থাকবো আজীবন।তুই আর তিয়ান আগে যেমন আমার প্রিয় বন্ধু ছিলি আজীবন তাই থাকবি। খুব ভালোবাসি রে তোদের। বলতে বলতেই কেঁদে দিল পলক।
বিথি হতভম্ব। কি বলবে বুঝে উঠতে পারেছে না। চুপ করে রইলো। একটুপর, চট করেই ডায়াল করলো তিয়ানের নাম্বারে। তিয়ান তখন অফিসে কাজ করছিল।বিথি বলেনি যে কলে পলকও কানেক্টেড ।কিন্তু, ফোনের লোকেশন মোড অন থাকায় তিয়ান ঠিকই বুঝে গেল সেটা।কম্পিউটারে কাজ করতে করতেই কল রিসিভ করলো সে। রিসিভ করতেই বিথি বললো,

_কাল সাজির বিয়ে তিনু!
_অহ! বলেনি তো আমাকে।
_বলে নাই মানে? তুই জানতি না সাজির বিয়ে ঠিক হইছে?
_হ্যাঁ,,শুনেছিলাম।ওর বাবা বিয়ে দিতে চাইছে ওকে। বিয়ে ফিক্স হয়েছে সেটা তো জানায়নি।
_তুই এত স্বাভাবিকভাবে কিভাবে কথা বলতেছিস তিনু?
_তো অস্বাভাবিকভাবে কথা বলবো নাকি? সকৌতুক হেসে বললো তিয়ান।
_তুই ভালোবাসিস না সাজি কে?
_নাহ।
_কিহ?!
_হ্যাঁ..সত্যি বলতে ওর প্রতি আমার এখন আর কোন ফিলিংস কাজ করে না। আমি না ভেবে দেখছি অনেক। পলক বিয়ের কথা বলার পরেও মনে হইছিল যে আমি ওকে হারায় ফেলতেছি। বাট, তারপর যখন সবটা ভাবলাম,মিলিয়ে দেখলাম তখন মনে হলো আমি ভুল করছি এতদিন। পলক কোন দিক থেকেই আমার যোগ্য না। না ওর ফ্যামিলি আর না ও। যে ফ্যামিলির মেয়ে বাড়ি ছেড়ে পালায় যায় তার ফ্যামিলি কতটা ভালো হইতে পারে ভেবে দেখ একবার!
_তিনু তুই…
_আমি ভেবেই বলতেছি বিথু। তাছাড়া,পলক দেখতেও খুব একটা সুন্দরী নয়। শ্যামলা, শুকনো।আমার আগের গার্লফ্রেন্ডগুলারেই মনে করে দেখ। এমন খারাপ চয়েজ কখনো ছিল আমার? পলকের বেলায় কিভাবে এই মিস্টেক হয়ে গেছে আমি এখনো ভেবে পাই না।আর ফ্যামিলিটাও কি! মিডিলক্লাস লেভেলের। আর আমার বাবা! কত বড় কোম্পানির ওনার! এখন সময় খারাপ যাচ্ছে মানছি বাট খুব দ্রুত আমি সবটা ঠিক করে নিবো। নিচ্ছিও ইন ফ্যাক্ট।
সো,,ওর সাথে আমার কি যায় বল?
_এটা তুই না তিনু! এটা তুই হইতে পারিস না। তুই আমার কথাটা একটু শোন দোস্ত। তুই যদি এখনো বলিস আ’ম শিওর সাজি কিছু একটা ম্যানেজ করে নিবে।বিয়েটা ও..
_করুক। That will be better for her. & be practical Bithu. I don’t love her. Then what for she will stop her? তাছাড়া আমি এখন যার সাথে লিভ টুগেদারে করছি.. Ayana…she is just so hot & amazing yrr. পলক তো আমাকে কিস পর্যন্ত করতে দেয়নি। আর আয়ানা…she is just…
_stop this tinu.It can’t be you.সাডেনলি তুই এতটা চেঞ্জ হইতে পারিস না। আমি..
_২ মাস অনেকটা সময় বিথু। আর আমি সব বুঝেই বলছি। যাকে ভালোবাসি না তাকে মিথ্যে আশা দিয়ে বসিয়ে রাখার মত এতটা খারাপও আমি নই। You know me..na! ok listen. I’m busy now. Talk to u later. bye sweeteart.

বিথিকে আর কিছু বলতে না দিয়েই কল কেটে দিল তিয়ান। কারণ এর থেকে বেশি বললে হয় তো ধরা পড়ে যেত সে। মিথ্য বলাটা জরুরি ছিল। অন্তত পলকে দূরে করার জন্য হলেও জরুরি ছিল এটা। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তিয়ানের বুক চিরে। আজ সে নিরুপায় হলেও কারও কাছে সারাজীবনের নামে প্রতারক হয়ে গেল।

বিথি আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। পলকও কল ডিসকানেক্ট করে দিয়েছে কিছু না বলেই।
সব শোনার পর বিশ্বাস করতে কষ্ট হয়েছিল তার। তবে তিয়ানকে সে এতটাই বিশ্বাস করতো যে তার কথাকে মিথ্যা বলেও মানতে পারেনি সে। নিজের প্রতি অবজ্ঞা,অবহেলা নিয়েই বিয়ের জন্য প্রস্তুত করলো নিজেকে।তবে ভাগ্যের চরম নির্মম পরিহাসের পাত্রী হয়ে বিয়েটাও আর হলো না তার।

________________________________

সেদিনের পর দীর্ঘদিন পলকের সাথে যোগাযোগ ছিল না তাদের কারও।নিজের সোশ্যাল আইডি ফোন নাম্বার সব চেঞ্জ করে ফেলেছিল সে। সাজিয়া মেহরিন থেকে আইডির নাম হলো মেঘ বন্দী আলো। তারা জানতো যে পলকের বিয়ে হয়ে গেছে। এভাবে কেটে যায় আরও দেড় বছর। বছর খানিক আইডি ডিএক্টিভ থাকায় পলকের সাথে যোগাযোগ ছিল না বিথির। তারপর যখন সব কিছু স্বাভাবিক হয়ে এলো অনেকটাই একদিন আইডি একটিভ করলো পলক।ফেইসবুকে বিথিকে ফলো করার সুবাদে জানলো বিথির বিয়ে হয়ে গেছে। সেবারই প্রথম আবার নতুন করে সামনে এলো পলক। আবার যোগাযোগ শুরু হলো বিথির সাথে। বিথি জানলো সব। তিয়ানের আইডি আনফলো করে রেখেছিল পলক,যেন সে চোখের সামনে না আসে। মনে না পড়ে তাকে। বিথিও চেষ্টা করেনি তাদের মিল করানোর। তিয়ানকেও পরে সব বলেছিল বিথি।তিয়ান আগেই শুনেছিল পলকের বিয়েটা কার সাথে হচ্ছে। কিন্তু তখন আর কিছুই করার ছিল না তার। সব হাতের বাইরে চলে গিয়েছিল ততোদিনে। পলক যেন একপ্রকার গায়েবই হয়ে গেছিল তাদের মাঝখান থেকে।

তারপর যখন আবার পেল,,,সাহস হয়নি তার পলকের সামনে যাওয়ার। কিছু বলার। দেশে ফিরেও যোগাযোগ করেনি পলকের সাথে।তবে ফেইসবুকে ফলো করতো তাকে রেগুলার। খুব একটা লাভ হতো না তাতে। পলক তেমন কোন কিছুই পোস্ট করতো না।এমনকি নিজের ছবিও না। প্রোফাইলে কেবল একটা মেঘলা দিনে রাস্তায় দাঁড়ানো একলা মেয়ের ছবি। কিছুদিন পরে সিফাত তাকে ট্যাগ করে এংগেইজড হওয়ার পোস্ট করলো,সেটা দেখে তিয়ানও কি ভেবে যেন ২’৫ বছর পর ব্লক খুলে ম্যাসেজ দিল তাকে।

তবে এসব কিছুর পরেও জীবন চলছিল তার নিজ গতিতে। পলকের বিয়ে ভাঙার পর আর গা’য়ের রঙ শ্যামলা হওয়াতে আরও ৮ টা সম্বোধন ভাঙে তার। পাত্র পক্ষ আসে। দেখে চলে যায়। বিয়ে আর হয় না। কিন্তু ভাগ্যচক্রে সেই পলকের জন্যই নিজ থেকে সম্বোধন নিয়ে আসে সিফাত ও তার পরিবার।

চলবে…
/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here