রৌদ্রর_শহরে_রুদ্রাণী #পর্বঃ১৫

0
1200

#রৌদ্রর_শহরে_রুদ্রাণী
#পর্বঃ১৫
#Saiyara_Hossain_Kayanat

সবাই মুগ্ধ হয়ে আরশির হাসি দেখছে। বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠেছে আরশি। নীল আর আদ্রাফের এমন অবস্থা দেখে যেন আরশির হাসি থামতেই চাইছে না। আদ্রাফ আর নীলের রাগান্বিত চোখগুলো এখন বিস্ময়ে গোলাকৃতি হয়ে গেছে। কয়েক সেকেন্ড আরশির দিকে তাকিয়ে থেকে ওদের মুখেও আনন্দের ছাপ ফুটে উঠলো। কাসফিয়া ঘুমের মধ্যে আরশিকে পাশে না পেয়ে সাথে সাথেই উঠে বসে পরলো। নীলাকে নিয়ে পুরো বাড়ি খুঁজেও যখন পেল না তখন আরশির বাবা-মাকে জানায়। সবাই পুরো বাড়ি আর ছাদ খুঁজে অবশেষে কাসফিয়াদের বাসায় এসেছে। দোতলা থেকে কারও হাসির শব্দ পেয়ে সবাই উপরে এসেই কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। সকাল সকাল আরশিকে এভাবে হাসতে দেখা তাদের জন্য হয়তো অবিশ্বাস্যকর কিছু মনে হচ্ছে। আজ কতদিন পর আরশিকে এভাবে হাসতে দেখছে সবাই৷ সকলের অগোচরে আরশি মা নিজের চোখের পানি মুছে ফেললেন। কাসফিয়ার চোখ চিকচিক করছে নোনাজলে। কাসফিয়া নিজেকে সামলিয়ে নিয়ে রাগী ভাব নিয়ে আরশির দিকে এগিয়ে গেল। আরশির সামনে দাঁড়িয়ে রাগী কন্ঠে বললো-

“কতক্ষন ধরে আমরা সবাই পাগলের মতো তোকে খুঁজে যাচ্ছি। আর তুই এখানে এসে দাঁত কেলিয়ে হাসছিস!! ফাজিল মেয়ে কোথাকার!”

আরশি কাসফিয়ার রাগ পাত্তা না দিয়ে। আদ্রাফ আর নীলের দিকে তাকিয়ে হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল-

“আমাকে পরে বকিস আগে তুই এই গুলারে দেখ; বিছানার মধ্যে কীভাবে সাঁতার কাটে। নীলা তোর ভাই কি প্রতিদিন এইভাবেই বিছানার সাঁতার কাটে?? পুরো পেঙ্গুইনের মতো লাগছিল ওদের।”

কথা গুলো বলেই আবার পেটে হাত দিয়ে হেসে যাচ্ছে। আরশির কথা শুনে সকলেই হাসছে। আদ্রাফ আর নীলের কাছে আজ এই অপমান গুলোই মজাদার মনে হচ্ছে তাই সব সময়ের মতো রেগে না গিয়ে বোকার মতো হেসে উঠলো। সকাল সকাল ঘুমের ঘোরে তাদের এমন বোকামি করাটা তাদের কাছে এখন স্বার্থকতা মনে হচ্ছে। নীল রাগী কন্ঠে বললো-

“আশু তুই কিন্তু আমাদের অপমান করছিস সবার সামনে।”

আদ্রাফও গম্ভীর গলায় বললো-

“এতো সকালে এইসব কি শুরু করেছিস তুই?? পানি দিয়েছিস কেন আমাদেরকে??”

আরশি হাসি থামিয়ে দুহাত ভাজ করে কঠিন গলায় বললো-

“যা করেছি খুব ভালো করেছিস। তোদের সাথে এমনই করা দরকার। কাল আমাকে কত কথা শুনিয়েছিস মনে আছে!! কিছু বলি না বলে খুব সাহস বেড়ে গেছে তোদের তাই-না!!”

নীলা মুখ গোমড়া করে বললো-

“ভালোই করেছিস আশু ওদের ঘুম থেকে তুলে দিয়েছিস। কিছুক্ষন পরেই তো আমরা চলে যাবো। আটটায় আমাদের ট্রেন।”

নীল বিছানা থেকে উঠে আদ্রাফের দিকে তাকিয়ে বলল-

“আদ্রাফ ওঠে যা তাড়াতাড়ি। না হলে দেরি হয়ে যাবে আমাদের।”

আরশি প্রচন্ড রেগে নীলের দিকে তেড়ে এসে ধমকিয়ে বলল-

“খবরদার যদি এখন যাওয়ার কথা বলেছিস থাপ্পড় দিয়ে সব গুলাকে একদম বয়রা বানিয়ে দিবো বলে দিলাম।”

আদ্রাফ অন্য দিকে মুখ ঘুরিয়ে নিয়ে অভিমানের গলায় বললো-

“শুধু শুধু এখানে থেকেই বা কি করবো আমরা!!”

আদ্রাফের কথায় আরশির রাগে জ্বলজ্বল করে জ্বলে উঠলো। হুংকার দিয়ে বলল-

“বাবা তুমি কি ওদেরকে কিছু বলবে!! আমি কিন্তু সত্যি সত্যিই এখন এই হারামি গুলারে মেরে ফেলবো আরেকবার যদি এখান থেকে যাওয়ার কথা বলে।”

আদিব হাসান ওনার মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন-

“আচ্ছা রাগ করতে হবে না আমি বুঝিয়ে বলছি ওদেরকে।”

আরশির আব্বু কিছু বলবে তার আগেই কাসফিয়া, নীলা, আদ্রাফ আর নীল এক সাথে হাসা শুরু করলো। সবাই ভ্রু কুচকে ওদের দিকে তাকিয়ে আছে। আরশি ধমকের স্বরে বললো-

“এভাবে পাগলের মতো হাসছিস কেন তোরা??”

নীল হাসি থাময়ে বলল-

“আমরা জানতাম সোজা আঙুলে ঘি উঠে না তাই আঙুলটা একটু বাঁকা করলাম। আমরা কেউ-ই আজ ঢাকা যাবো না। আমরা তো টিকিটই কিনি নাই।”

আরশি ভ্রু বাঁকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললো-

“তাহলে কাল যে বললি সবাই আজ চলে যাবি!!”

আদ্রাফ নীলের কাধে হাত রেখে বেশ ভাব নিয়ে বলল-

“ও গুলা তো এমনিতেই মিথ্যে বলেছি। তুই আমাদের সাথে কথা বলিস না তাই একটু নাটক করছিলাম।”

“হ্যাঁ আমরা জানতাম আমরা যদি তোকে এভাবে কথা গুলা বলি তাহলে তুই নিশ্চিত আমাদেরকে যেতে বাধা দিবি। কিন্তু তুই যে এভাবে এই বলদা দুইটাকে সকাল সকাল গোসল করিয়ে দিবি সেটা কি আর আমরা জানতাম না-কি!!”

নীলা কথা গুলো বলেই আবার হাসতে লাগলো। সবাই আজ প্রান খুলে হাসছে আর তাদের সাথে আরশিও হাসছে।

—————————

আরশি গাল ফুলিয়ে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে। সকাল সকাল ভেবেছিল ঘুরতে বের হবে। কিন্তু এখন তো নিজেকে খুনের আসামী মনে হচ্ছে আরশির। কাসফিয়া আর নীলা সামনে হাটছে। আর আরশি হাটছে আদ্রাফ আর নীলের মাঝে। আরশির ডান পাশে নীল আর বাম পাশে আদ্রাফ। আরশিকে একটুর জন্যেও ওদের মাঝখান থেকে যেতে দিচ্ছে না। হঠাৎ করেই আরশির চোখ পরলো একটা পাখির দোকানের দিকে। দোকানের বাহিরে একটা খাচায় ময়না পাখি ঝুলানো। পাখিটা দেখে তৎক্ষনাৎ চিঠির কথা মনে পরে গেল। চিঠির কথা মনে পরতেই মনটা খচখচ করে উঠলো আরশি। কিছু না ভেবেই পা বারালো ডান পাশের দোকানটার দিকে। কিন্তু বেশি দূর যেতে পারলো না তার আগেই নীল আরশির চুল টেনে ধরে থামিয়ে দিল। আরশি পেছন ফিরে তাকাতেই নীল রাগান্বিত হয়ে বলল-

“কোথায়া যাচ্ছিস কিছু না বলে!!”

আরশি একটা মেকি হাসি বললো-

“ওই যে পাখির দোকানটায়। আয় তোরাও চল আমার সাথে।”

পাখির দোকানে এসেই আরশি ময়না পাখিটা কিনে ফেললো। পাখির টাকা আদ্রাফ আর নীলের কাছ থেকেই হাতিয়ে নিয়েছে। আরশি একটা কাগজে বেশ কিছুক্ষন ধরে কিছু লিখে যাচ্ছে কেউ কিছু বুঝতে না পারলেও কাসফিয়া ঠিকই বুঝতে পারছে আরশি কি করছে। আরশি একটা চিঠি লিখে পাখিটার সাথেই কুরিয়ার করে দিতে বলল রৌদ্রর ঠিকানায়। নীলা খুব উত্তেজিত হয়ে আরশিকে জিজ্ঞেস করলো-

“পাখিটা কাকে পাঠাচ্ছিস আশু?? আর সাথে চিঠিই বা লিখলি কেন?”

আরশি দোকান থেকে বেরিয়ে যেতে যেতে বলল-

“জানি না কাকে পাঠাছি।”

আদ্রাফ চমকে উঠে বলল-

“জানিস না মানে কি!! না জানলে পাখিটা কুরিয়ার করলি কোথায়?”

আরশি শান্ত গলায় বললো-

“আমার পাশের বারান্দায়। এসব কথা পরে বলবো এখন তাড়াতাড়ি চল দশটা বেজে যাচ্ছে। আমার খুব খিদে লেগেছে।”

সবাই আরশির পেছন পেছন হেঁটে যাচ্ছে। ওরা খুব ভালো করেই জানে এখন আরশিকে জিজ্ঞেস করলেও কিছু বলবে না। তাই শুধু শুধু আর কিছু জিজ্ঞেস করলো না।

————————

রৌদ্রর রাত প্রায় একটায় বাসায় এসেই ক্লান্ত শরীর নিয়ে বারান্দায় চলে গেল। হসপিটালে সারাদিন ব্যস্ততায় কাটিয়ে দিলেও দিন শেষে বাসায় ফিরলেই অস্থিরতার পোকা কিলবিল করে ওঠে। তার জীবনটা মনে হচ্ছে বিষাদে ভরে আছে। আরশির বারান্দার দিকে তাকিয়ে থাকতে থাকতে রৌদ্র বারান্দার কাউচে বসেই ঘুমিয়ে পরলো।

ছাদে সবাই আরশিকে ঘিরে ধরে বসে আছে। বিরক্তিতে আরশি চোখ মুখ খিচে বসে আছে। আদ্রাফ আরশিকে সন্দিহান কন্ঠে বললো-

“আশু প্লিজ বলে দে সব কিছু। কতক্ষন এভাবে বসিয়ে রাখবি!!”

আরশি সরু চোখে আদ্রাফের দিকে তাকিয়ে বলল-

“আমি কি বলেছি তোদের এখানে বসে থাকতে?? তোরাই তো আমাকে এখানে জোর করে বসিয়ে রেখেছিস।”

নীল ফটাফট করে বলল-

“তুই যতক্ষন না পর্যন্ত সব কিছু আমাদেরকে বলবি তখন পর্যন্ত এখানেই বসে থাকতে হবে।”

কাসফিয়া ছোট্ট একটা শ্বাস ফেলে বলল-

“আরশি ওদেরকে বলে দে তো। হুদাই এভাবে রাত জেগে এখানে বসে থাকার কোনো মানে হয় না।”

আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে চিঠির কথা সবকিছু খুলে বললো। আরশির কথা শুনে কাসফিয়া বাদে বাকি সকলের চোখ আপনা আপনি বড় হয়ে যাচ্ছে। আরশির কথা শেষ হতেই নীলা তীব্র উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো-

“তোর চিঠিওয়ালা ছেলে না-কি মেয়ে?”

“জানি না”

আরশির নির্লিপ্ত জবাবে আদ্রাফ অতিমাত্রায় চমকে উঠে চেচিয়ে বলল-

“কি??? চিঠিওয়ালা ছেলে না-কি মেয়ে সেটাও এখন পর্যন্ত জানিস না!!!”

আরশি মাথা ডানে বামে নাড়িয়ে না জানাতেই আদ্রাফ আরশির মাথায় একটা চাটি মেরে বললো-

“তুই তো দেখি আসলেই একটা গাধা। পাশাপাশি বারান্দায় থেকেও একজন আরেকজনকে না দেখে চিঠিতে কথা বলিস এমনকি মানুষটা ছেলে না-কি মেয়ে সেটাও জানিস!!”

আরশি আদ্রাফের বাহুতে একটা থাপ্পড় দিয়ে চুপ করিয়ে দিল। সবাই তব্দা খেয়ে বসে আছে। নীল কিছু একটা ভেবে শান্ত গলায় বললো-

“ওইদিন ভিডিও কলে মনে হচ্ছিল কেউ আরু বলে ডাকছে। ওটা কি তাহলে ওই ময়না পাখির নাম ছিল??”

আরশি মাথা ঝাকিয়ে সম্মতি জানালো। নীল সবাইকে উদ্দেশ্য করে বলল-

“আচ্ছা এখন সবাই নিচে চল অনেক রাত হয়েছে। এসব নিয়ে পরে কথা হবে।”

নীলের কথায় সবাই যে যার মতো নিচে চলে গেল।

—————————

রোদের তীর্যক রশ্মিতে রৌদ্রের চোখমুখ কুচকে এলো। কপালে বিরক্তি ভাজ পরে গেছে। রোদের তীব্রতা যেন কাটার মতো বিধে যেতে চাইছে রৌদ্রর সারা শরীরে। তবুও রৌদ্র চোখ বুজেই কাউচে বসে সাথে। এই মুহূর্তে সে কিছুতেই চোখ মেলে সামনের বারান্দায় নজর দিতে চাইছে। কলিং বেলের শব্দে রৌদ্রর বিরক্তি বিরক্তি ভাব আরও দ্বিগুণ হয়ে গেল। প্রচন্ড ক্ষিপ্ত হয়েই চোখ মেলে তাকালো। আড়মোড়া দিয়ে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে কুরিয়ারের লোক দেখে ভ্রু কুচকে ফেললো রৌদ্র। কুরিয়ারে লোকটা রৌদ্রর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে পাশ থেকে পাখির খাচাটা সামনে এনে দিতেই রৌদ্রর বিস্মিত হয়ে গেল। লোকটা নিজের কাজ শেষ করে চলে যেতেই রৌদ্র অতিমাত্রায় উত্তেজিত হয়ে খামটা খুলে ফেললো। ভিতরে একটা চিরকুট দেখতে পেয়ে তার চোখ খুশিতে চিকচিক করে উঠলো।

প্রিয় রৌদ্র,

আশাকরি পাখি গুলো আর পাখির মালিক সবাই ভালো আছে। অনেকদিন পর চিঠি লিখছি আর লাল কাগজও পাইনি তাই সব মিলিয়ে খুব অস্বস্তি লাগছে। এই প্রথম হয়তো বারান্দা দিয়ে নয় আপনার ফ্ল্যাটের সামনের দরজা দিয়েই আমার চিঠি আপনার হাতে পৌঁছাবে। আজ অনেকদিন পর একটু বাহিরে বেরিয়ে ছিলাম। পাখির দোকানে এই পাখিটা দেখি আপনার পাখিগুলোর কথা মনে পরে গেল। তাই তৎক্ষনাৎ চিঠি লিখে লিখে ফেললাম। আপনার ময়নাপাখিটা একা ওর জন্য একটা সঙ্গী পাঠিয়ে দিলাম।

[বিঃদ্রঃ আমাকে ভুলে গিয়েছিলেন না-কি!! অবশ্য উত্তরটা আমার জানা আছে। দুঃখিত অল্প কিছুদিনের কথা বলে এতোটা সময় পর আপনাকে চিঠি দেওয়ার জন্য।]

ইতি,
রুদ্রাণী

রৌদ্র চিঠিটা পড়ে মূর্তি ন্যায় দাঁড়িয়ে আছে আছে। এই মুহূর্তে তার কেমন রিয়েক্ট করা উচিত সেটাও রৌদ্র বুঝে উঠতে পারছে। অপ্রত্যাশিত কিছুতে এতোটা আনন্দ হয়তো কেউ হয়না যতটা রৌদ্র হয়েছে। রৌদ্র এতটাই চমকে গেছে এই চিঠি পেয়ে যে নিজের অনুভূতিই প্রকাশ করতে ভুলে গেছে। আচমকাই চিঠিটা বুকে চেপে ধরে চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নিল।

———————

চার দিন পর আরশি ঢাকা এসেছে। আসার পথেই নতুন ফোন আর পুরনো সিম উঠিয়ে এনেছে। ওইদিন ধস্তাধস্তিতে কোথায় যেন ফোন হারিয়ে গেছেছিল আরশি নিজেও জানে না। আরশি ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য বিছানায় শোয়ার সাথে সাথেই ফোন বেজে উঠলো। আরশি বেশ অবাক হলো। রাত প্রায় এগারোটা বাজে কে ফোন দিতে পারে তাকে!! আদ্রাফ ওরা হয়তো জার্নির ফলে ক্লান্ত হয়ে এতক্ষনে ঘুমে বেহুশ হয়ে আছে। আরশি ফোনটা হাতে নিতেই অচেনা নাম্বার দেখে ভ্রু কুচকে ফোনটা রিসিভ করলো। আরশি কিছু বলার আগেই অপরপ্রান্ত থেকে গম্ভীর গলায় বললো-

“মিস আরু আপনি কি বাসায় আছেন!!”

মিস আরু নামটা শুনে আরশির বুকের ধুকপুকানি আবারও বেয়াদবের মতো শুরু হয়ে গেল এতদিন পর। আরশি নিম্ন স্বরে ছোট্ট করে উত্তর দিল-

“হুম”

রৌদ্র আবারও গম্ভীর গলায় বললো-

“পাঁচ মিনিটের মধ্যে নিচে আসুন খুব জরুরি দরকার ছিল।”

আরশির কিছু বলার আগেই রৌদ্র ফোন কেটে দিল। আরশি হতভম্ব হয়ে বসে আছে। আরশি মনে মনে ভাবছে – “এই লোকটা হুটহাট ফোন করে নিজের মতো কথা বলেই ফোন রেখে দেয় কেন আজব!! আর এতো রাতে আবার কিসের দরকার?? এখন কি আমার নিচে যাওয়া ঠিক হবে??” আরশি মনে মনে নানানরকম চিন্তা ভাবনা করতে লাগলো। আর অপর পাশে রৌদ্র ফোন রেখেই বুকে একটা ফু দিয়ে বড় করে শ্বাস নিল। হসপিটালে যাওয়ার জন্য বের হচ্ছিল। বারান্দায় এসে আরশিদের ফ্ল্যাটে লাইট জ্বালানো দেখেই আরশিকে কল দিয়েছিল। কিন্তু কল দিয়ে ফোন অন পাবে সেটা একদমই আশা করেনি। তবুও নিজেকে সামলিয়ে গম্ভীরমুখে কথা বলেছে আরশির সাথে।

চলবে…..

(ধুর… আর লিখতে পারবো না আজ। প্রায় ১৭০০ শব্দের পর্ব লিখে ফেলেছি। ভেবেছিলাম আজকেই রৌদ্র আর রুদ্রাণীর দেখা করাবো। কিন্তু এতো বড় করে লিখলাম তবুও দেখা করাতে পারলাম না অসহ্য!!😬😬 সবাই এই পর্বকেই বোনাস মনে করে খুশি থাকেন। ভালোবাসা❤️)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here