আর একটিবার পর্ব-১৯

0
235

#আর_একটিবার
#শোভা_আক্তার(লাভলী)
#পর্ব_১৯

সত্যি কি আজ বিয়ে? সাগরিকা নিজেকে ভালো মতো আয়নায় দেখছে। শ্রাবণ তার জন্য বিয়ের জামা গহনা অনেক কিছু দিয়ে গিয়েছে। পড়বে সেগুলো? বউ সাজবে শ্রাবণের? বেসিনের কল ছেড়ে দুই হাতের মুঠোয় পানি নিয়ে চেহারায় ইচ্ছে মতো পানি ছিটালো। কল বন্ধ করে আবার আয়নার দিকে তাকাল। সারারাত না ঘুমিয়ে শুধু কান্না করেছে। চোখ দুটো লাল হয়ে আছে। বাথরুমের দরজায় টোকা পরলো। সূর্য ডাকছে। সাগরিকা ধীরপায়ে হেটে গিয়ে দরজা খুলল। সূর্য সাগরিকাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। বুক ছিঁড়ে যাচ্ছে তার বোনের কষ্ট দেখে। ছোটো বলে প্রতিবাদ করতে পারছে না। ঘৃণা হচ্ছে তার নিজের বাবার প্রতি। সাগরিকা সূর্যের পাশ কাটিয়ে গিয়ে খাটে বসলো। সূর্য হেটে এসে সাগরিকার সামনে দাঁড়িয়ে বলল,
“কেন করছো এসব? আমার কথা মানো পালিয়ে যাও ভাইয়ার সাথে।”
“হুম, যাতে কিছুদিন পর কারোর কাছ থেকে জানতে পারি আমার ও আজমাইনের পরিবারের সকল মানুষ কোনো এক দুর্ঘটনার শিকার হয়ে মৃ*ত্যু বরণ করেছে। অথচ আমি জানি এটা আর কেও না শ্রাবণ করাবে।”
“আপু, তুমি বেশি ভাবছো। ও শুধু তোমাকে ভয় দেখাচ্ছে। আর হ্যাঁ বাবাও ওই অমানুষটার সাথে মিলে আছে।”
“আমি জানি, উনি বলতেন না টাকাওয়ালা জামাই চান। পেয়ে গিয়েছে। এখন জোর করে আমাকে তার ঘাড়ে বাঁধবে।”
সূর্য সাগরিকার পাশে বসে কান্নাজড়িত কন্ঠে বলল,
“শ্রাবণ অনেক খারাপ। তুমি ওর কাছে যেও না। আমার খুব ভয় করছে তোমাকে নিয়ে।”
সাগরিকা সূর্যের দিকে তাকিয়ে তালিচ্ছ্যের হাসি দিয়ে বলল,
“তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর তো উনার কি ভয় করছে নিজের মেয়েকে নিয়ে? শ্রাবণ আহমেদ যদি আমাকে মে*রে ফেলে?”
সূর্য দাঁড়িয়ে উঁচু স্বরে বলল,
“আমি ওর হাত ভেঙ্গে ফেলব তোমার ক্ষতি করলে।”
তখনই বাবা প্রবেশ করলো ঘরে। সূর্য বাবাকে দেখে রাগে কটমট করছে। সাগরিকা মুখ ফিরিয়ে নিলো। তার ইচ্ছে করছে না এখন বাবার দিকে তাকাতে। বাবা ভ্রু কুঁচকে সাগরিকার উদ্দেশ্যে বলল,
“তুমি এখনো তৈরী হও কি? বরযাত্রা এসে পরবে তো।”
সাগরিকা বাবার দিকে তাকিয়ে শান্ত কন্ঠে বলল,
“কেন আব্বু? বরযাত্রা কেন আসবে শুনি? আজ তো কারো বিয়ে না। আজ তো আমার ম*রণ হয়েছে। সবাইকে ডাকো জানাজা পড়ার জন্য।”
“দেখো সাগরিকা, তোমার মা আমাকে ছেড়ে যাওয়ার পর খুব কষ্ট করে তোমাদের পড়াশোনা করিয়েছি। এখন যেহেতু ভালো ছেলে পেয়েছি তোমার জন্য কেন ফিরিয়ে দেবো?”
“ভালো?” সাগরিকা উঠে দাঁড়াল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। উঁচু স্বরে বলল,
“আব্বু ভালো? শ্রাবণ ভালো? তুমি কি সত্যি আমার বাবা? বাবারা তো মেয়েদের বুকের মাঝে আগলে রেখে সকল বিপদ থেকে দূর রাখে। আর তুমি আমাকে ইচ্ছে করে বিপদে ঠেলে দিচ্ছো। লজ্জা পাওয়া উচিত তোমার।”
সাগরিকার বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকলো সাগরিকার দিকে। সাগরিকা নিশ্বাস আটকে যাচ্ছে রাগে। বাবা দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল,
“তারাতাড়ি তৈরী হও।”
বলেই বাবা চলে গেল। সাগরিকা অবাক হয়ে তাকিয়ে রইল বাবার যাওয়ার পথে। এখন তার সত্যিই সন্দেহ হচ্ছে। সত্যি কি উনি তার বাবা?
.
.
নিজেকে মনের ভেতরে দাফন করে সাগরিকা বধু সাজলো। বিয়ের জামা খুব সিম্পল। গাড়ো লাল রং এর লেহেঙ্গা। সোনালী রং এর হালকা ডিজাইন। সাগরিকা শুধু জামা পড়ে বসে আছে। সাজুগুজু সে করতে পারবে না। বাহির থেকে চিৎকার চেচামেচির শব্দ আসলো। তার মানে বরযাত্রা এসে পরেছে। সাগরিকার হৃদস্পন্দন বেড়ে গেল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। সূর্য আসলো দ্রুত। সাগরিকার দিকে তার বোরকা ছুঁড়ে মেরে রাগী কন্ঠে বলল,
“বোরকা পড়ো এখনই। তুমি যদি এই বিয়ে করো আমার ম*রা মুখ দেখবে।”
সাগরিকা শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সূর্যের দিকে। সূর্য সাগরিকার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল,
“আপু প্লিজ পালিয়ে যাও, প্লিজ।”
সাগরিকা সূর্যের গালে হাত রেখে বলল,
“নিজের অনেক বেশি খেয়াল রাখবি বুঝলি? আর আব্বুকে অযথা কথা শোনাবি না। উনার যেভাবে ইচ্ছে বাঁচতে দিস।”
“এর মানে তুমি সত্যি এই বিয়ে করবে?”
সাগরিকা কিছু বলার আগেই দরজার পাশ থেকে শ্রাবণের কন্ঠ ভেসে আসলো,
“হ্যাঁ করবে”
সূর্য আর সাগরিকা দরজার দিকে তাকাল। শ্রাবণ মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। সাগরিকা ঘৃণা দৃষ্টিতে তাকাল তার দিকে। শ্রাবণ কিছুটা এগিয়ে এসে বলল,
“দ্রুত তৈরী হয়ে নাও। আমি অপেক্ষা করছি তোমার জন্য।”
বলেই শ্রাবণ চলে গেল। সূর্য সাগরিকার দিকে তাকাল। সাগরিকা লম্বা নিশ্বাস ফেলে সূর্যকে বলল,
“ওড়নাটা মাথায় উড়িয়ে দে।”
সূর্য নিঃশব্দে কাঁদলো। সোজা হয়ে দাঁড়িয়ে বিছানার উপর থেকে ওড়না নিয়ে সাগরিকার মাথায় উড়িয়ে দিলো। সাগরিকা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়াল।

পাশাপাশি বসে আছে শ্রাবণ আর সাগরিকা। কাজী সাহেবের মাথার পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে। দুজন হাতেই পি*স্তল। সাগরিকা দেখে বুঝলো কাজী সাহেবকে জোর করে নিয়ে আসা হয়েছে। সাগরিকা বরাবর দরজার দিকে তাকাল। সে ভাবছে এখন যদি আজমাইন আসে তাকে বাঁচাতে। কিন্তু সাগরিকা চায় না আজমাইন আসুক। এখানে খারাপ লোকেদের সাথে সে একা কখনো পারবে না। শ্রাবণ সাগরিকার দিকে তাকিয়ে বলল,
“আসবে না, বাড়ির নিচে আমার লোক আছে। সে আসলে তাকে..”
শ্রাবণ আর বলল না। সে জানে সাগরিকা বুঝে গিয়েছে শ্রাবণ কি বলতে চাচ্ছে। শ্রাবণের কথা শুনে সাগরিকার ভয় বেড়ে গেল। কাজী সাহেব সাগরিকাকে জিজ্ঞেস করলো সে এই বিয়েতে রাজি কি-না। রাজি হলে কবুল বলতে। সাগরিকা স্তব্ধ হয়ে বসে আছে। তার মাথা শূন্য হয়ে গেল নিমিষেই। চোখের সামনে আজমাইনের চেহারা ভাসছে।অনেক ভালোবাসে সাগরিকা তাকে। কিভাবে জীবন কাটবে আজমাইনকে ছাড়া। তখনই শ্রাবণের মোবাইল বেজে উঠল। পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে করে কানে ধরলো।
“হুম বল”
“স্যার সেই ছেলেটা এসেছে। তাকে ধরেছি আমরা। চিৎকার করার চেষ্টা করছে।”
শ্রাবণ সাগরিকার দিকে তাকিয়ে বলল,
“তার কাছে মোবাইল নিয়ে যা। চিৎকার করতে দে তাকে।”
শ্রাবণ মোবাইল সাগরিকার কানে ধরলো। মোবাইলের অপরপাশ থেকে আজমাইমের কথা ভেসে আসছে। সে চিৎকার করে সাগরিকাকে ডাকছে। সাগরিকা চমকে শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ মোবাইল নিজের কানে ধরে বলল,
“নিয়ে যা তাকে জায়গার মতো।”
বলেই শ্রাবণ কল কেটে দিলো। তার দৃষ্টি সাগরিকার দিকে। সাগরিকা নিঃশব্দে কাঁদছে। শ্রাবণ কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল,
“আবার বলুন সাগরিকা শুনে নি।”
কাজী সাহেব আবার জিজ্ঞেস করলো সাগরিকাকে সে রাজি কি-না। শ্রাবণ সাগরিকার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে ভ্রু নাচালো। সাগরিকা খুব কষ্টে তিনবার কবুল বলে দিলো। শ্রাবণকে জিজ্ঞেস করায় সেও তিনবার কবুল বলে দিলো। কাবিননামায় সাক্ষর দেয়ার সময় সাগরিকার হাত কাঁপছিল। তার কি সত্যি শ্রাবণের সাথে বিয়ে হয়ে গিয়েছে? সে কি আর আজমাইনকে দেখতে পারবে না? সাক্ষর করে সাগরিকা থমকে বসে রইল। তার মাথা ঝিমঝিম করছে। কিছুক্ষণের মধ্যে বিদায়ের সময় আসলো। সাগরিকার বাবা তার দিকে এগিয়ে আসতেই সাগরিকা দ্রুত গিয়ে সূর্যকে জড়িয়ে ধরলো। সূর্য সাগরিকাকে জাপ্টে ধরে কাঁদছে। শ্রাবণ সাগরিকার বাবার কাঁধে হাত রেখে বলল,
“আপনাকে ধন্যবাদ। আপনি প্রতি মাসে সময়ের মতো টাকা পেয়ে যাবেন। আর আপনি যে ওয়াদা করেছেন আশা করছি সেটা রখবেন।”
সাগরিকার বাবা মাথা নিচু করে ফেলল। সাগরিকা বাবার দিকে তাকিয়ে বলল,
“কিসের ওয়াদা?”
সূর্য বলল,
“আমি বলছি, শ্রাবণ আহমেদ বাবার কাছ থেকে একটা কাগজ সাইন করিয়েছে। সে কখনো তোমার সাথে দেখা করতে পারবে না। শুধু তাই না, তুমি যত পর্যন্ত বেঁচে থাকবে আমাদের কারোর চেহারা দেখতে পারবে না।”
সাগরিকা অবাক হয়ে শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ সাগরিকার চাহনি দেখে বলল,
“এভাবে দেখার কি আছে? তোমার জন্য এই কয় মাসে লক্ষ লক্ষ টাকা জলের মতো ভাসিয়েছি। এর বদলে এইটুকু দিতে পারবে না আমায়?”
সাগরিকা কিছু বলল না। তার বাবা-ই তো এসব কিছুর জন্য দায়ী। বাবা তার দিকে এগিয়ে আসতেই সাগরিকা বলল,
“কাগজে সাইন করেছেন যেহেতু এখন সেটা মেনে চলুন। দূর থাকুন আমার থেকে।”
বাবা নিঃশব্দে চোখের জল ফেলল। সাগরিকা সূর্যের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলো।

শ্রাবণের বাড়ি না যেন মহল। সাগরিকা এক নজর বাড়ি দেখে আবার শ্রাবণের লোকেদের দিকে চোখ বুলালো। সব গুলো ভয়ংকর দেখতে। যেন এখনই জান কবজ করে ফেলবে। শ্রাবণ সাগরিকার কাঁধে হাত দিতেই সাগরিকা সরে দাঁড়াল। শ্রাবণ হেসে বলল,
“ভয় পাওয়ার কি আছে? আমি তো তোমার স্বামী হই এখন।”
বলেই শ্রাবণ সাগরিকার হাত ধরলো। সাগরিকা কাঁপছে ভয়ে। শ্রাবণ তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। বেশ কয়েকজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। সবাই তাদের দিকে গোলাপ ফুল ছুঁড়ে মারলো প্রবেশ করতেই। শ্রাবণ সবার সাথে পরিচয় করিয়ে দিলো সাগরিকাকে। পরিচয় পর্ব শেষ করে সাগরিকাকে তার ঘরে নিয়ে গেল। পুরো ঘর ফুল দিয়ে সাজানো। সাগরিকার ভয় আরো বেড়ে গেল। শ্রাবণ সাগরিকাকে বলল,
“তুমি বিশ্রাম করো আমি কিছুক্ষণের মধ্যে আসছি।”
সাগরিকা শ্রাবণের দিকে তাকিয়ে বলল,
“আপনি যেমনটা চেয়েছেন তেমনটাই হয়েছে। প্লিজ এখন আজমাইনকে যেতে দিন।”
“তুমি যা বলবে তাই হবে। কিন্তু ওয়াদা করো তোমার মুখে আজমাইনের নাম কখনো আসবে না।”
সাগরিকা দৃষ্টি ফিরিয়ে নিলো। শ্রাবণের রাগ হলো। সাগরিকার দিকে হেটে গিয়ে বলল,
“ওকে মে*রে ফেলল তোমার মুখে ওর নাম আবার আসলে।”
সাগরিকা শ্রাবণের দিকে তাকিয়ে ভীতু গলায় বলল,
“আসবে না কখনো। ওয়াদা করছি আমি।”
শ্রাবণ হেসে সাগরিকাকে বুকের মাঝে ভরে নিলো। সাগরিকার শরীর ঘিনঘিন করছে। শ্রাবণ সাগরিকার মাথায় হাত বুলাতে বুলাতে বলল,
“অফিসের কিছু কাজ অসম্পূর্ণ আছে। সেটা কমপ্লিট করে আমি দ্রুত ফিরে আসবো। তোমার কিছু দরকার হলে সার্ভেন্টদের বলবে কেমন? আর হ্যাঁ পালানোর চেষ্টা করো না। বাহিরে আমার বডিগার্ডরা আছে।”
শ্রাবণ কথাগুলো বলে সাগরিকার দিকে তাকাল। সাগরিকা মাথা নিচু করে রেখেছে।।শ্রাবণ তাকে ছেড়ে ঘর থেকে বের হলো। সাগরিকার ভয় কিছুটা কমলো। কিছুক্ষণ তো নিশ্চিত থাকতে পারবে। কিন্তু আজমাইন তো শ্রাবণের কাছে। তাকে কিভাবে মুক্ত করবে? তার যেভাবেই হোক শ্রাবণকে মানিয়ে আজমাইনকে মুক্ত করাতে হবে।
.
.
চেয়ারের সাথে আজমাইনকে বেঁধে রেখেছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। শ্রাবণের লোকেরা বিরক্ত হচ্ছে। শ্রাবণ বলেছে তাকে এখন কিছু না করতে। নাহলে এতক্ষণে আজমাইনকে মা*রতে মা*রতে তারা আধ*ম*রা করে ফেলতো। তখনই শ্রাবণ আসলো। আজমাইন শ্রাবণকে দেখে রেগে আগুন হয়ে গেল। শ্রাবণ হাসিমুখে আজমাইনের দিকে হেটে এসে বলল,
“অভিনন্দন জানাও আমায় আজমাইন। আজ আমার আর সাগরিকার বিয়ে সম্পূর্ণ হয়েছে।”
আজমাইন রাগে গর্জে উঠল,
“সাহস থাকলে একা মোকাবিলা কর আমার সাথে শ্রাবণ।”
শ্রাবণ হেসে বলল,
“তোর কি মনে হয় আমি তোর সাথে পারবো না মোকাবিলা করতে? তোর সবচেয়ে বড়ো দুর্বলতা আমার হাতে মুঠোয়। আমার বউ হয়ে আমার বাড়িতে আমার ঘরে বসে আছে। জানিস আজ আমাদের বাসররাত।”
আজমাইন রাগে দাঁতে দাঁত চেপে ধরলো। শ্রাবণ আবার বলল,
“সাগরিকা আমার। সারাজীবনের জন্য আমার হয়ে গিয়েছে সাগরিকা।”
“সাগরিকা তোর?”
আজমাইন হাসলো, হাসতে হাসতে বলল,
“তুই ওর মন জয় করে দেখা। তখনই মানবো সাগরিকা তোর।”
আজমাইনের হাসি দেখে শ্রাবণের রাগ হলো। রাগী কন্ঠে বলল,
“এতে হাসার কি আছে? হাসি বন্ধ কর এখনই।”
আজমাইনের হাসির শব্দ বেড়ে গেল। তার হাসির শব্দ শ্রাবণের মাথায় গিয়ে ধাক্কা লাগছে। শ্রাবণ রাগে সজোরে আজমাইনের গালে ঘু*ষি মে*রে দিলো। আজমাইন ঠোঁট কেটে র*ক্ত পরছে। আজমাইন তবুও হাসছে। শ্রাবণ আজমাইনের গলা চেপে ধরে বলল,
“সাগরিকাকে আজই নিজের করে নেবো আমি। তখন তোর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো সাগরিকা কার।”
“তুই শুধু তার দেহ জয় করতে পারবি। কিন্তু ওর মন জুড়ে সম্পূর্ণ আমার বসবাস।”
শ্রাবণ আরো রেগে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে আজমাইনের গালে, বুকে ইচ্ছে মতো ঘু*ষি মারতে লাগলো। আজমাইনের নিশ্বাস আটকে যাচ্ছে। শ্রাবণ এক সময় তাকে ছেড়ে রাগে চিৎকার করে উঠল। আজমাইন ঘনঘন নিশ্বাস ফেলতে ফেলতে বলল,
“দুনিয়ায় তোর আগে পিছে ঘুরার মতো মেয়ের অভাব নেই শ্রাবণ। তোর জন্য মেয়েদের লাইন লেগে আছে। অনুরোধ করছি, আমার সাগরিকাকে ফিরিয়ে দে।”
শ্রাবণ রাগে আজমাইনের বুকে সজোরে লাথি মেরে দিলো। চেয়ার উল্টিয়ে আজমাইন পড়ে গেল। মাথায় আঘাত লেগেছে খুব। র*ক্ত ভেসে যাচ্ছে। শ্রাবণ আজমাইনের দিকে এসে বলল,
“সাগরিকা শুধু আমার। বুঝলি আমার কথা? ও আমার আমার আমার।”
বলেই আজমাইনের চেহারায় লাথি মেরে দিলো শ্রাবণ।

খাটের উপর বসে আছে সাগরিকা। ভেতরে খুব অস্থিরতা কাজ করছে তার। আজমাইন ঠিক আছে তো? ঘড়ির দিকে তাকাল। রাত ১ টা বাজে। তার কাছে মোবাইলও নেই যে সূর্যকে কল দিবে। কিছুক্ষণ পর গাড়ির হর্ণের শব্দ আসলো। সাগরিকার ভয় করতে লাগলো। নিশ্চয়ই শ্রাবণ এসেছে। সাগরিকা ভাবছে ঘরের দরজা বন্ধ করে দিক। কিন্তু এতে যদি শ্রাবণ রেগে যায় আর আজমাইনের ক্ষতি করে? সাগরিকা ভেবে নিয়েছে যত পর্যন্ত আজমাইন শ্রাবণের কাছে আছে সে শ্রাবণের কথার মতোই চলবে। তখনই দরজা ঠেলে শ্রাবণ আসলো। তাকে দেখে মনে হচ্ছে সে নে*শা করেছে। সাগরিকা কিছুটা পিছিয়ে গিয়ে বসলো। শ্রাবণ সাগরিকার দিকে তাকাল। চারপাশ ঘোলাটে লাগছে তার। দরজা বন্ধ করে হেলেদুলে হেটে সাগরিকার সামনে এসে বলল,
“জানো ও কি বলল? তুমি না-কি ওর। সাগরিকা তুমি কার বলো তো।”
সাগরিকা ঢোক গিলল। শ্রাবণের অবস্থা দেখে তার ভয়ে রূহ বেরিয়ে আসতে চাচ্ছে। শ্রাবণ সাগরিকার হাত ধরে বলল,
“তুমি আমার। তোমার উপর সম্পূর্ণ আমার অধিকার আছে। আজ তোমাকে আমি নিজের করে নেবো।”
বলেই শ্রাবণ সাগরিকাকে টেনে নিজের সাথে মিশিয়ে ফেলল। সাগরিকা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। শ্রাবণ সাগরিকার হাত চেপে ধরে রাগী কন্ঠে বলল,
“কি হয়েছে? আমি তোমার স্বামী। তোমার উপর আমার অধিকার আছে।”
সাগরিকা শ্রাবণকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে খাটের উপরেই উঠে দাঁড়াল। কাঁপা কাঁপা গলায় বলল,
“কাছে আসবে না আমার। প্লিজ দূর থাকুন আমার থেকে।”
শ্রাবণ খাট ছেড়ে মাটিতে দাঁড়াল। পাঞ্জাবির একা করে বোতাম খুলতে খুলতে বলল,
“নিজের স্ত্রী থেকে দূর থাকা অসম্ভব।”
বলেই শ্রাবণ খাটের উপর উঠে দাঁড়াল। সাগরিকা খাট থেকে নেমে দৌড়ে গেল দরজার সামনে। শ্রাবণ দ্রুত গতিতে গিয়ে সাগরিকাকে পেছন থেকে ধরে খাটের উপর ছুঁড়ে মারলো। সাগরিকা শ্রাবণের দিকে তাকিয়ে ধীরে ধীরে পিছিয়ে গেল। শ্রাবণ এগিয়ে আসছে তার দিকে। শ্রাবণ সাগরিকার কাছে বসে বলল,
“তুমি আমার না হলে আজমাইনকে মে*রে ফেলবো।”
সাগরিকা থমকে গেল। চোখের কোণায় জমা অশ্রু গুলো গড়িয়ে পরলো গাল বেয়ে। শ্রাবণ সাগরিকার আরো কাছে গিয়ে সাগরিকার কোমড় জড়িয়ে ধরে কাছে টেনে নিলো। সাগরিকা তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ সাগরিকার চেহারায় চোখ বুলিয়ে মুচকি হেসে বলল,
“আজ থেকে তুমি আমার মন, আমার বাড়ি আমার জীবনের রাণী। আমার জীবন জুড়ে শুধুমাত্র তোমার বসবাস থাকবে।”
বলেই শ্রাবণের সাগরিকার ঠোঁটে ঠোঁট ছোয়ালো।
.
.
সাগরিকা শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। তার মাথা শূন্য হয়ে আছে একদম। কিছুই ভাবতে পারছে না। সে কখনো ভাবে নি তার জীবন এমন কঠিন হয়ে যাবে। ইচ্ছে করছে নিজের দেহ নিজেই ক্ষতবিক্ষত করে ফেলতে।

শ্রাবণ ধীরে ধীরে চোখ খুলল। মাথা ভার হয়ে আছে তার। উঠে বসে চারপাশে চোখ বুলালো। কিছু বুঝতে পারছে না সে। রাতে আজমাইন কথাগুলোর ভাবার কারণে অনেক রাগ হচ্ছিল তার। তাই ইচ্ছে মতো ড্রিংকস করেছে। রাতের কথা ভাবতেই তার বুকের বা পাশ মোচড় দিয়ে উঠলো। দ্রুত খাট থেকে নামলো। মাটিতে সাগরিকার জামা পড়ে আছে। শ্রাবণ মাটি থেকে জামা তুললো। পুরো ঘরে চোখ বুলিয়ে দেখে সাগরিকা নেই। শ্রাবণ বাথরুমের কাছে গেল। ভেতর থেকে পানির শব্দ আসছে। শ্রাবণ দরজায় ঠকঠক করে সাগরিকাকে ডাকলো। সাগরিকা দরজার দিকে তাকাল। আবার কি চায় এই মানুষটা? সবই তো দিয়ে দিলো সে। শ্রাবণ কয়েকবার ডাকলো তাকে কিন্তু সে জবাব দিলো না। শ্রাবণ হেটে গিয়ে খাটে বসলো। নিজের চুল নিজেই চেপে ধরে মাথা নিচু করে বসে আছে।

বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ আসলো। শ্রাবণ মাথা তুলে দেখে সাগরিকা ধীরপায়ে হেটে আসছে। সাগরিকার শরীরে জামা নেই। শ্রাবণ দ্রুত এদিক সেদিক দেখলো। দৌড়ে গিয়ে আলমারি থেকে তোয়ালে বের করে সাগরিকার কাছে আসলো। সাগরিকাকে তোয়ালে দিয়ে পেঁচিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো। সাগরিকা কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল,
“আপনি যা যা বলেছেন আমি তা তা করেছি। এখন প্লিজ আজমাইনকে মুক্ত করে দিন। আমি ওয়াদা করছি আপনাকে ছেড়ে কোথাও যাব না।”
শ্রাবণ সাগরিকাকে ছেড়ে তার চেহারার দিকে তাকাল। সাগরিকা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শ্রাবণ সাগরিকার গালে হাত রেখে বলল,
“জামা পড়ে নাও ঠান্ডা লেগে যাবে।”
“আমার কথার জবাব দিলেন না যে।”
“তুমি যা বলবে তাই হবে।”
শ্রাবণ সাগরিকার কপালে চুমু দিয়ে বাথরুমে চলে গেল।
.
.
সাগরিকা খাটে বসে চুল মুছছে। শ্রাবণের ভাবসাব সে বুঝতে পারছে না। শ্রাবণ বাজে মানুষ সে জানে। কিন্তু তার সাথে বেশ নরম স্বরে কথা বলছে। কিন্তু শ্রাবণের ভালো ব্যবহার তার মন গলাতে পারবে না। শ্রাবণ বেরিয়ে আসলো বাথরুম থেকে। সাগরিকার সেদিকে খেয়াল নেই। সে মাটির দিকে তাকিয়ে আজমাইনের কথা ভাবছে। শ্রাবণ হেটে এসে সাগরিকার পাশে বসলো। সাগরিকা শ্রাবণকে এক নজর দেখে আবার দৃষ্টি ফিরিয়ে নিলো। শ্রাবণ সাগরিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,
“রাতের জন্য আই এম সরি। আমি অনেক ড্রিংকস করেছিলাম। বিশ্বাস করো আমি আগে তোমার মনে জায়গা করতে চেয়েছিলাম সাগরিকা।”
সাগরিকা প্রসঙ্গ পাল্টে বলল,
“আজমাইন কবে মুক্ত করবেন? ও ওর আম্মুর একমাত্র ছেলে। আপনি প্লিজ ওকে দ্রুত যেতে দিন। ওর মা ওর অপেক্ষা করছে।”
শ্রাবণ লম্বা নিশ্বাস ফেলল। ভাবলো আজমাইনকে ছেড়ে দেবে। হঠাৎ তার মোবাইল বেজে উঠল। হেটে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে তার লোকের কল এসেছে। রিসিভ করে কানে ধরলো। অপর পাশ থেকে এমন কিছু শুনেছে যা শুনে তার মাথা শূন্য হয়ে গিয়েছে। জিজ্ঞেস বলল,
“আবার বল কি বললি।”
“স্যার আজমাইনের অনেক র*ক্ত ঝরার কারণে মৃ*ত্যু ঘটেছে।”
“ভালো মতো চেক করেছিস তো?”
“জি স্যার, এখন ওর লা*শ কি করবো?”
শ্রাবণ সাগরিকার দিকে তাকাল। সাগরিকা মাথা নিচু করে বসে আছে। শ্রাবণের ভয় করছে খুব। মুখ ঘুরিয়ে নিয়ে নিচু স্বরে বলল,
“ঠিকানায় লাগিয়ে দে।”

বর্তমানে……
শ্রাবণ বারান্দা থেকে ঘরে আসলো। সেদিন সে কল্পনাও করেনি তার হাতে আজমাইনের মৃ*ত্যু হবে। রাগের বশে অনেক মে*রেছিল সেদিন সে আজমাইনকে। তখনই সাগরিকা আসলো ঘরে। শ্রাবণকে ভাবনার জগতে হারিয়ে থাকতে দেখে বলল,
“ভাবনা চিন্তা শেষ হলে নাশতা করতে আসো।”
শ্রাবণ সাগরিকার দিকে তাকাল। সাগরিকা ওড়না দিয়ে কপালের ঘাম মুছছে। শ্রাবণ ধীরপায়ে হেটে গিয়ে সাগরিকার বরাবর দাঁড়াল। সাগরিকা শ্রাবণের দিকে তাকিয়ে বলল,
“এখন তাকিয়ে আছো কেন? তারাতাড়ি চলো।”
বলেই সাগরিকা ঘুরলো। সাথে সাথে শ্রাবণ তার হাত ধরে ফেলল। সাগরিকা শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ সাগরিকার দিকে তাকিয়ে আছে। শ্রাবণের চাহনি দেখে সাগরিকা তার কাছে এসে বলল,
“কি হয়েছে শ্রাবণ?”
শ্রাবণ সাগরিকাকে বুকের মাঝে ভরে নিলো। বুক কাঁপছে তার। সেদিন থেকে সে সাগরিকার কাছ থেকে লুকিয়ে রেখেছে আজমাইনের মৃ*ত্যুর কথা। সাগরিকা জানলে তাকে ছেড়ে চলে গেল। বা নিজের ক্ষতি করবে। শ্রাবণের রূহ এর সাথে মিশে আছে সাগরিকা। তাকে ছাড়া বাঁচার কথা ভাবতেও পারে না। কতদিনই বা লুকিয়ে রাখতে পারবে এই কথা তার থেকে? মাঝেমধ্যে ভাবে জানিয়ে দেবে সব সত্য। আবার সাগরিকার চলে যাওয়ার কথা ভাবতেই নিশ্চুপ হয়ে যায়। সাগরিকা কিছু বুঝতে পারছে না। শ্রাবণের হঠাৎ হঠাৎ কি যে হয়ে যায়। শ্রাবণ সাগরিকাকে ছেড়ে তার দিকে তাকিয়ে বলল,
“তুমি সবসময় বলো আমাকে ছেড়ে কখনো যাবে না। তাই না?”
“তোমার কি আমার কথায় কোনো সন্দেহ আছে?”
“না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি।”
“তাহলে হঠাৎ এমন প্রশ্ন করছো যে?”
“ইদানীং নিজের জীবনের উপর বিশ্বাস নেই। আচ্ছা ধরো হঠাৎ আমি ম*রে গেলাম। আর তুমি অনেক জঘন্য একটা বিষয় জানতে পারলে যেটা আমি লুকিয়েছি তোমার কাছ থেকে। তুমি আমাকে ক্ষমা করে দেবে তো?”
সাগরিকা কলিজা মোচড় দিয়ে উঠল। শ্রাবণের গালে হাত রেখে বলল,
“কি হয়েছে শ্রাবণ? তুমি হঠাৎ মৃ*ত্যুর কথা বলছো কেন?”
“বলো না প্লিজ, ক্ষমা করে দেবে তো।”
সাগরিকা তাকিয়ে রইল শ্রাবণের দিকে। শ্রাবণ তার অভ্যেস হয়ে গিয়েছে। তার রাগ, তার ভালোবাসা, তার পাগলামো সবই সাগরিকাকে কাবু করে ফেলেছে। শ্রাবণের বুকের মাথা ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। শ্রাবণ নিশ্চুপ। সে যত সাগরিকার হৃদয়ের কাছে যাচ্ছে তত তার ভয় বাড়ছে। সে ভেবে নিয়েছে, সাগরিকা যেদিন সব সত্য জানবে সেদিন তার জীবনে কেয়ামত বর্ষিত হবে।

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here