#বর্ষণের সেই রাতেপর্ব ৫০+৫১

0
415

#বর্ষণের সেই রাতেপর্ব ৫০+৫১
#লেখিকা: অনিমা কোতয়াল
#পর্ব- ৫০
.
সকালে সোফায় বসে নিউস পেপার দেখতে দেখতে চা খাচ্ছেন মানিক আবরার । আর মিসেস আবারার ওনার পাশে বসে টিভি দেখছেন। হঠাৎ কলিং বেল বাজতেই ভ্রু কুচকে দরজার দিকে তাকালেন মানিক আবরার। মিসেস আবরার উঠে ওরনাটা ঠিক করে দরজা খুলতে গেলেন। দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিকে দেখে চমকে উঠলেন উনি। চোখ দুটো ছলছল করে উঠলো। ওনার সামনে ওনার ছেলে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান হেসে মিসেস আবরারকে জরিয়ে ধরে বলল,

— ” কেমন আছো?”

মিসেস আবরার আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে উল্টো ঘুরে অভিমানী কন্ঠে বলল,

— ” ছাড় আমায়। এতোদিন পর এসে এখন ঢং দেখাচ্ছে।”

আদ্রিয়ান ওর মাকে পেছন থেকে জরিয়ে ধরে বলল,

— ” এতোদিন পর এলাম তাও এভাবে কথা বলছো?”

মিসেস আবরার আবারো ওকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল,

— ” কে বলেছে আসতে? চলে যা।”

আদ্রিয়ান মুখ ফুলিয়ে বলল,

— ” সত্যি চলে যাবো?”

মিসেস লিমা এবার ঘুরে আদ্রিয়ানের গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলল,

— ” বাদর ছেলে, নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে এতোগুলো বছর ধরে বাইরে পরে আছিস। কোথাও আমি রাগ করবো তা না উনি নিজেই রাগ করছে।”

আদ্রিয়ান হেসে ওনাকে জরিয়ে ধরে বলল,

— ” আই মিসড ইউ। ”

মিসেস আবরারও আদ্রিয়ানকে জরিয়ে ধরে বলল,

— ” হ্যাঁ তাইতো এতোদিন পর আসার ইচ্ছে হলো।”

আদ্রিয়ান মিসেস আবরারের দুই কাধে হাত রেখে বলল,

— ” ভেতরে যেতে দেবে না নাকি এখান থেকেই ফেরত পাঠিয়ে দেবে?”

মিসেস আবরার ওর কান টেনে ধরে বলল,

— ” মারবো এক থাপ্পড় চল ভেতরে চল।”

মিসেস আবরার ভেতরে যেতে যেতে বললেন,

— ” এইযে শুনছো দেখো কে এসছে।”

মানিক আবরার পেপার নামিয়ে ভ্রু কুচকে বলল,

— ” কে এসছে?””

মিসেস আবরার খুশি হয়ে বললেন,

— ” এদিকে দেখো?”

মানিক আবরার ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে দাঁড়িয়ে গেলো। আদ্রিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মানিক আবরার গলাটা হালকা ঝেড়ে গম্ভীর কন্ঠে বললেন,

— ” তো এতোদিনে আসতে ইচ্ছে হলো?”

আদ্রিয়ান মাথা নিচু করেই বলল,

— ” না এলে খুশি হতে মনে হয়।”

মানিক আবরার শক্ত কন্ঠে বলল,

— ” হ্যাঁ এটাই তো পারো, উল্টো বুঝতে। নিজের বাবার একটা থাপ্পড় এতোটা গায়ে লাগল তোমার।”

আদ্রিয়ান মানিক আবরারের দিকে তাকিয়ে বললেন,

— ” তোমার অধিকার আছে আমাকে থাপ্পড় মারার। কিন্তু আমাকে বোঝাটাও কী তোমার কর্তব্য ছিলো না?”

মানিক আবরার এবার মাথা নিচু করে একটা শ্বাস ফেলে বললেন,

— ” হুম আমার ভুল ছিলো। কিন্তু ভুলটা সুধরে নেওয়ার একটা সুযোগ তো দেবে? তা না করে সম্পূর্ণ যোগাযোগ করে দিয়েছিলে।”

আদ্রিয়ান এবার মুখ ছোট করে মাথা চুলকে বলল,

— ” আচ্ছা সরি।”

মানিক আবরার মুখে হাসি ফুটিয়ে আদ্রিয়ানকে এসে জরিয়ে ধরে বলল,

— ” আমিও সরি। আমার তোমার ইচ্ছেকে গুরত্ব দেওয়া উচিত ছিলো।”

মিসেস আবরার খুশি হয়ে বললেন,

— ” এবার কিন্তু আমি তোকে আর কোথাও যেতে দিচ্ছিনা।”

আদ্রিয়ান ওর মায়ের দিকে ভ্রু কুচকে তাখিয়ে বলল,

— ” আরে এসছি কী যাওয়ার জন্যে নাকি? আজকে থেকে এখানেই থাকছি আমি।”

আদ্রিয়ান এর কথা শুনে মিস্টার আর মিসেস চৌধুরী দুজনেই খুশি হলো। মানিক আবরার একটা স্বস্তির নিশ্বাস ফেলে বলল,

— ” এতোদিনে আমার বুকের ওপর থেকে একটা পাথর নামলো।”

আদ্রিয়ান মুচকি হেসে বলল,

— ” আমি কিন্তু একা আসিনি সাথে বোনাস গিফট ও নিয়ে এসছি।”

মিসেস আবরার ভ্রু কুচকে বললো,

— ” বিয়ে করে বউ নিয়ে আসিস নি তো?”

আদ্রিয়ান মুচকি হেসে বলল,

— ” অনেকটা কাছাকাছি আছো। বউই এনেছি তবে হবু বউ। মানে তোমাদের বউমা।”

মানিক আবরার অবাক হয়ে বললেন,

— ” কী বলছো? কোথায় সে?”

আদ্রিয়ান মুচকি হেসে বলল,

— ” আছে গাড়িতে। আমি ফোন করলে ভেতরে আসবে।”

মিসেস আবরার উত্তেজিত হয়ে বললেন,

— ” আরে ওকে ভেতরে নিয়ে আয়। দাঁড়া আমিই যাচ্ছি।”

বলে যেতে নিলেই আদ্রিয়ান থামিয়ে দিয়ে বলল,

— ” ওয়েট ওয়েট। ওর সাথে দেখা করানোর আগে তোমাদের কিছু বলার আছে।”

মানিক আবরার ভ্রু কুচকে বললেন,

— ” কী বলবে? ”

আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল,

— ” বসো বলছি।”

আদ্রিয়ান এবার ওনাদের দুজনকে অনিমার ব্যাপারে কিছু কথা বলল, সব শুনে মিস্টার আবরার বললেন,

— ” ওই তাহলে।”

আদ্রিয়ান মাথা নেড়ে বলল,

— ” হ্যাঁ। সবতো শুনলে। এখন বুঝতেই পারছো ওর কেমন পরিবেশ চাই।”

মিসেস আবরার অধৈর্য হয়ে বললেন,

— ” আরে কতোক্ষণ মেয়েটাকে বাইরে রাখবি? এবার নিয়ে আয় ভেতরে।”

আদ্রিয়ান ওনাদের দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে ফোন বের করে কাউকে কল করে বলল,

— ” ভেতরে এসো।”

ফোন রেখে আদ্রিয়ান বেড়িয়ে এগিয়ে আনতে গেলো। কিছুক্ষণের মধ্যেই অনিমার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে এলো আদ্রিয়ান। মানিক আবরার আর মিসেস আবরার দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইলো। অনিমা ওনাদের দুজনকেই সালাম দিলো। মিসেস আবরার অনিমার সামনে এসে ওর থুতনি ধরে বলল,

— ” এরকম মিষ্টি একটা মেয়েকেই তো আমার আদ্রিয়ানের জন্যে চেয়েছিলাম আমি। একদম আমার মনের মতো।”

বলে অনিমার কপালে একটি চুমু দিয়ে বলল,

— ” সব ঠিক আছেতো মা? আমার ছেলেকে নিয়ে কোনো অভিযোগ নেই তো?”

মিসেস আবরারের এসব কথায় বেশ লজ্জা লাগছে অনিমার। তবুও নিচু কন্ঠে জবাব দিলো,

— ” না আন্টি।”

মিসেস আবরার ভ্রু কুচকে বলল,

— ” আন্টি কী হ্যাঁ? আদ্রিয়ানের মা মানেতো তোরও মা। তাই আজ থেকে আমাকে মা বলেই ডাকবি। আজ থেকে তো তুই আমারই মেয়ে।”

অনিমা অবাক হয়ে তাকিয়ে রইলো। কাউকে মা বলে ডাকার সৌভাগ্য এর আগে ওর হয়নি। বুকের ভেতরে কেমন ভার ভার হয়ে আসছে। মানিক আবরারও এগিয়ে এসে বললেন,

— ” শুধু ওকে মা বলে ডাকলেই চলবেনা কিন্তু, আমাকেও বাবা বলে ডাকতে হবে। বলবেতো মামনী?”

মামনী ডাকটা শুনে চমকে গেলো অনিমা। ওর আব্বুও তো ওকে মামনী বলেই ডাকতো। এতোবছর পর আবার সেই ডাকটা শুনে আর নিজেকে সামলে রাখতে পারলোনা কেঁদে দিলো অনিমা। অনিমা কাঁদতে দেখে আদ্রিয়ান কিছু বলবে তার আগেই মিসেস আবরার অনিমাকে ধরে সোফায় বসিয়ে আলতো করে জরিয়ে ধরে বললেন,

— ” কাঁদেনা মা। বাবা মা তো চিরকাল কারো বেঁচে থাকে না। হ্যাঁ এটা সত্যি যে তোর বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিলোনা। কিন্তু নিজেকে তো শক্ত রাখতে হবে।”

মানিক আবরার অনিমার আরেকপাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল,

— ” আদ্রিয়ান সব বলেছে আমাদের। নিজেকে একদম একা ভাববি না। আমরা আছি তো তোর সাথে, আর সবসময় থাকবো।”

আদ্রিয়ান হাত ভাজ করে দাঁড়িয়ে দেখছে তিনজনকে। মনে মনে এক অদ্ভুত শান্তি পাচ্ছে। অনিমাকে একটা পরিবার দিতে পেরেছে এটা ভেবেই মনটা অনেক হালকা লাগছে ওর।

এরপর খেতে বসে হলো আরেক ঝামেলা। মানিক আবরার আর মিসেস আবরার দুজনেই অনিমাকে খাইয়ে দেবে। আদ্রিয়ান অসহায় দৃষ্টিতে একবার নিজের বাবার দিকে দেখছে আরেকবার নিজের মায়ের দিকে তারপর বাচ্চাদের মতো করে বলল,

— ” এটা কিন্তু ঠিক না। এতোদিন পর আমি বাড়িতে এলাম অথচ আমার দিকে একটু ঘুরেও দেখছোনা তোমারা। উল্টে নিজের বউমা কে নিয়ে পরে আছো। আমাকেও কেউ একটু খাইয়ে দাও।”

মিসেস অাবরার বিরক্তিকর কন্ঠে বললেন,

— ” এই এতো বড় হয়েছিস খাইয়ে দিতে হবে কেনো রে? চুপচাপ নিজের হাত খেয়ে নে।”

মানিক আবরার ও স্ত্রীর কথায় সহমত হয়ে বললেন,

— ” তাইতো। নিজের হাতে খাও।#

আদ্রিয়ান বোকার মতো কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বলল,

— ” বাহ বাহ। বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় শুনেছিলাম। কিন্তু হবু বউমা কে দেখার সাথে সাথে যে ছেলেরাও পর হয়ে যায় আজ দেখে নিলাম।”

অনিমা এতোক্ষণ বেশ ইনজয় করছিলো, আদ্রিয়ানের কথাটা শুনে ওও হেসে দিলো। আর মিস্টার এন্ড মিসেস আবরারও হেসে দিলো। মিসেস আবরার হাসতে হাসতেই বলল,

— ” ব্যাস অনেক হয়েছে। আয় তোকে আমি খাইয়ে দিচ্ছি।”

এরপর মানিক আবরার অনিমাকে আর মিসেস আবরার অাদ্রিয়ানকে খাইয়ে দিতে লাগলো। আজ ওইবাড়ি আনন্দে মেতে উঠেছে। এতোদিন পর ঘরের ছেলে বাড়িতে ঘরে ফিরে এসছে। সাথে ছেলের বউ। এরচেয়ে ভালো আর কী হতে পারে।

______________________

রিক নিজের রুমে বসে ফোন স্ক্রল করছিলো। দরজার কাছে স্নিগ্ধা এসে নক করে বলল,

— ” রিক দা আসবো?”

রিক ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে স্নিগ্ধাকে দেখে বলল;

— ” আয় ভেতরে আয়।”

স্নিগ্ধা ভেতরে এসে বসতেই রিক ফোনের চোখ রেখেই প্রশ্ন করলো,

— ” কিছু বলবি?”

স্নিগ্ধা কিছুক্ষণ চুপ থেকে তারপর ইতস্তত করে বলল,

— ” আসলে বাড়িতে বসে বোর হচ্ছিলাম। তাই বলছিলাম যে আমাকে একটু ঘুরিয়ে আনবে বাইরে থেকে। ”

রিক ফোন থেকে চোখ না সরিয়েই বলল,

— ” হঠাৎ ঘুরতে যাওয়ার শখ হলো?”

স্নিগ্ধা নিচু কন্ঠে বলল,

— ” ঐ যে বললাম বোর হচ্ছি বাড়িতে বসে তাই আর কী। তুমি যেতে না চাইলে সমস্যা নেই। আমি জোর করবো না।”

রিক কিছু না বলে নিজের মতো ফোন স্ক্রল করে যাচ্ছে। স্নিগ্ধা মন খারাপ করে উঠে চলে যেতে নিলেই রিক বলে উঠল,

— ” আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নে। বেশি টাইম লাগালে আমি যাবোনা কিন্তু।”

স্নিগ্ধা তাড়াতাড়ি চলে গেলো রেডি হতে। এরপর দুজনে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গাতে ঘুরেছে। আজ রিক স্নিগ্ধাকে সেই আগের মতোই ট্রিট করেছে।

______________________

বিকেল বেলা অনিমা আদ্রিয়ানদের বাড়ির যেই রুমে ওকে থাকতে দেওয়া হয়েছে তার ব্যালকনিতে দাঁড়িয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে। হঠাৎ মাথায় কেউ টোকা দিতেই অনিমা পেছন ঘুরে দেখলো আদ্রিয়ান। আদ্রিয়ান মুচকি হেসে বলল,

— ” কী ভাবছো?”

অনিমা কিছু না বলে হেসে দিয়ে আদ্রিয়ানকে জরিয়ে ধরে বলল,

— ” থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ”

আদ্রিয়ানও অনিমাকে দুইহাতে জরিয়ে নিয়ে বলল,

— ” কেনো?”

অনিমা মাথা তুলে বলল,

— ” আমার জীবণে আসার জন্যে। ”

আদ্রিয়ান অনিমার কপালে কপাল লাগিয়ে বলল,

— ” থ্যাংকস্ টু।”

অনিমা ভ্রু কুচকে বলল,

— ” কেনো?”

— ” আমার লাইফে আসার জন্যে।”

দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে দিলো। আদ্রিয়ান অনিমার চুল ঠিক করতে করতে বলল,

— ” হুম এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো।”?

অনিমা অবাক হয়ে বলল,

— ” কেনো?”

আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে একটা গম্ভীর শ্বাস নিয়ে বলল,

— ” তোমার বাবার মতো একজন মানুষকে যারা এতোটা নির্মমভাবে খুন করেছে তারাতো এভাবে খোলা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেনা তাইনা? এমনিতেই ওদের শাস্তি দেওয়া যেতো কিন্তু তুমি চাও আইন ওদের শাস্তি দেক তাহলে সেটাই হবে”

অনিমা কিছু একটা ভেবে বলল,

— ” হুম বাট কী করতে চলেছি আমারা।”

আদ্রিয়ান রেলিং ও ভর দিয়ে বলল,

— ” ওদের সবাইকে একজায়গায় ডেকেছি আমি। আমরা যদি একটা টিম হয়ে কাজটা করি তাহলে অনেক সহজ হবে। আর আমাদের এই টিমে রিক ও আছে।”

অনিমা অবাক হয়ে তাকিয়ে বলল,

— ” রিক?”

আদ্রিয়ান মুচকি হেসে বলল,

— ” হ্যাঁ এবার দেরী করোনা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওরা ওয়েট করবে।”

অনিমা কথা না বাড়িতে রেডি হতে চলে গেলো আর আদ্রিয়ান নিজেও রেডি হতে গেলো।

______________________

একটা টেবিলের চরপাশে বসে আছে আদ্রিয়ান, অনিমা, রিক, স্নিগ্ধা, আদিব, আশিস, তীব্র, অরুমিতা, স্নেহা সবাই। তীব্র স্নেহা আর আশিস অরুমিতা যে একে ওপরকে এভোয়েট করছে সেটা বুঝতে পারলো অনিমা তবে আপাদত কিছু বললোনা। আদ্রিয়ান আদিবের দিকে তাকিয়ে বললেন,

— ” হাসান স্যার যেই আর্টিকেল করতে চেয়েছিলেন সেই আর্টিকেলের ওপর যেসব জার্নালিস্ট রা কাজ করছিলো তাদের বর্তমান নাম, এড্রেস, নাম্বার কালেক্ট করা শেষ?”

আদিব একটা কাগজ আদ্রিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল,

— ” হ্যাঁ আতাউর, মুসফিক, মিতা,সম্পা, ইলিয়াস এই পঁচজন ছিলো। মিতা মেয়েটি এই কেসের একটা এভিডেন্স এর ছবি তুলতে গিয়ে খুন হয়। বাকিদেরটা দেওয়া আছে।”

আদ্রিয়ান কাগজটাতে চোখ বুলিয়ে বলল,

— ” আতাউর, মুসফিক, সম্পা আর ইলিয়াস। এই চাল জনের মধ্যে কেউ একজন নিউস লিক করতো। সবার আগে তাকেই ধরতে হবে। অনিমা আর্টিকেলের কিছু ডিটেইলস যেটা তোমার কাছে ছিলো সেই ফাইলটা বার করো।”

অনিমা সেই ফাইলটা বার করে আদ্রিয়ানের হাতে দিলো। আদ্রিয়ান নিজের পকেট থেকে একটা প্যাকেটে কিছু ছবি বের করে টেবিলে রেখে বলল,

— ” এই ছবিগুলো মিতা তুলেছিলো। ওরা মিতাকে মারতে পারলেও মরার আগে ছবিগুলো মিতা হাসান স্যারকে পাঠিয়েছিলেন।”

অনিমা অবাক হয়ে বলল,

— ” আপনি কোথায় পেলেন?”

আদ্রিয়ান অনিমার প্রশ্নকে এরিয়ে গিয়ে বলল,

— ” এই ফাইল আর ছবি এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স। তাই এগুলোকে নিরাপদে রাখতে হবে। খুব সেভলি।”

এই কথাতে রিক বলে উঠলো,

— ” এগুলো আমি আমার কাছে রাখছি।”

সবাই রিকের দিকে তাকাতেই রিক ইতস্তত করে বলল,

— ” যদি তোমাদের কারো আমাকে বিশ্বাস করতে প্রবলেম না থাকে তো।”

আদ্রিয়ান মুচকি হেসে ফাইল আর ছবিগুলো রিকের হাতে দিয়ে বলল,

— ” তোমাকে অবিশ্বাস করার কারণ নেই। আই নো তুমি তোমার দ্বায়িত্য কী সেটা ভালোকরেই জানো।”

রিক ওগুলো নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলো।

মিটিং শেষে যে যার যার বাড়িতে চলে গেলো। রঞ্জিত চৌধুরী আর কবির শেখ টেবিলে কাজ করছিলেন। রিক সোজা গিয়ে ঐ টেবিলের ওপর ঐ ফাইল আর ছবিগুলোর প্যাকেট দুটোই ঠাস করে রাখল। আওয়াজ পেয়ে দুজনেই তাকালেন টেবিলের দিকে।

#পর্ব- ৫১
.
টেবিলে ফাইল আর প্যাকেটটা দেখে মিস্টার রঞ্জিত আর কবির শেখ রিকের দিকে তাকালেন। মিস্টার রঞ্জিত ভ্রু কুচকে বললেন,

— ” এগুলো কী?”

রিক ওনাদের বারবর চেয়ারে বসতে বসতে বলল,

— ” রাখাতো টেবিলেই আছে দেখে নাও।”

মিস্টার রঞ্জিত ফাইলটা হাতে নিলেন আর কবির শেখ ছবির প্যাকেটটা, সব ভালোভাবে দেখে দুজনেই অবাক হয়ে গেলেন।

কবির শেখ মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন,

— ” এগুলো তো সাত বছর আগের গোডাউনের ছবিগুলো।”

মিস্টার রঞ্জিত ও ফাইলটা পড়ে চমকে গিয়ে বললেন,

— ” আরে এটাও তো হাসান আমার এগেইন্সস্টে যেই আর্টিকেল টা করছিল তার কিছু অংশ।”

কবির শেখ রিকের দিকে তাকিয়ে বললেন,

— ” এগুলো তুমি কোথায় পেলে?”

রিক এতক্ষণ দুজনের কথা শুনছিলো কবির শেখ এর প্রশ্ন শুনে ওনাদের দিকে তাকিয়ে বলল,

— ” যাক মনে পড়লো তাহলে? আমিতো ভাবতাম তোমরা খুব বুদ্ধিমান। অথচ তোমাদের বিরুদ্ধে এতো গুরত্বপূর্ণ দুটোএভিডেন্স বাইরে অন্যের হাতে পরে আছে তোমরা জানোই না? বাহ!”

মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন,

— ” কোথায় ছিলো এগুলো?”

রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল,

— ” রাইট! এটাও জানোনা। অনিমা আর আদ্রিয়ান এর কাছে ছিলো।”

রিকের কথা শুনে দুজনেই চমকে গেলেন। কবির শেখ চিন্তিত গলায় বললেন,

— ” কিন্তু এটা কীকরে সম্ভব? এই ছবিগুলোতো মিতা তুলেছিলে আর এগুলো তুলে নিয়ে যাওয়ার আগেই তো মিতাকে আমারা মেরে ফেলেছিলাম।”

রিক আবারও হাসলো, তারপর কবির শেখ এর দিকে তাকিয়ে বলল,

— ” ও তারমানে জার্নালিস্ট মিতাকে তোমরাই খুন করেছো?”

মিস্টার রঞ্জিত বিরক্ত হয়ে বলল,

— ” আরে হ্যাঁ। ঐ মেয়েটা আমাদের গোডাউনের স্মাগলিং এর ছবি তুলেছিলো কাউকে যাতে দিতে না পারে সেইজন্যেই তো ওখান থেকে পালানোর আগেই আমাদের লোক দিয়ে খুন করিয়েছি।”

রিক ওর বাবার দিকে তাকিয়ে বলল,

— ” শুনেছিলাম ওনাকে নাকি রেইপ ও করা হয়েছিল।”

কবির শেখ হালকা কেশে গলা পরিষ্কার করে ইতস্তত করে বললেন,

— ” হ্যাঁ ঐ জোয়ান ছেলেপেলে তো তাই..”

রিক একটা মলিন হাসি দিয়ে বলল,

— ” হুমম। তারমানে সেটাও তোমাদের লোকই করেছে?”

রঞ্জিত চৌধুরী বললেন,

— ” হুমম হঠাৎ এগুলো জ্ঞিজ্ঞেস করছো?”

রিক এবার একটা চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসে ওনাদের দিকে তাকিয়ে বলল,

— ” এবার বুঝতে পারছো আমি ওদের টিমে জয়েন না করলে কী হতো? আজ প্রমাণ গুলো সব ওদের হাতে থাকতো, ঠিক সময় পাবলিস্ট ও করতো, আর তোমরা থাকতে জেলে।”

কবির শেখ টেবিলে দুইহাত রেখে গম্ভীর কন্ঠে বলল,

— ” হুম এটা ঠিক। এখন আমারও মনে হচ্ছে যে রিকের ওদের সাথেই থাকা উচিত। সবে দুটো প্রমাণ উদ্ধার হয়েছে আর কী কী প্রমাণ ওদের হাতে আসে তার কোন ঠিক নেই।”

রিক হালকা হেসে দিয়ে বলল,

— ” এক্সাক্টলি! এইজন্যেই আগে ভালো সাজার নাটক করলাম এরপর ওদের বিশ্বাস অর্জন করলাম আর ওরাও আমাকে বিশ্বাস করে দিয়ে দিলো এগুলো রাখতে। এন্ড আ’ম ড্যাম সিউর এই ভুল ওরা বারবার করবে। আর ওরা যেদিন সবটা এক্সপোস করতে যাবে সেদিন আমি আসল বোমা ফাটাবো। এবার এগুলো নষ্ট করে ফেলো।”

কবির শেখ আর রঞ্জিত চৌধুরী ফাইল আর ছবিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিলো। আর রিক বাঁকা হেসে জলন্ত আগুনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলো।

______________________

দুটো দিন কেটে গেছে। অনিমাও নতুন করে অফিস জয়েন করেছে। আদ্রিয়ানের বাবা মায়ের স্নেহ যত্ন আর আদ্রিয়ানের ভালোবাসায় বেশ ভালোই দিন কাটছে অনিমার।

এরমধ্যে আদ্রিয়ানের বিয়ে ঠিক হচ্ছে আর মেয়ে আদ্রিয়ানের বাড়িতেই আছে শুনে আদ্রিয়ানের ফুপি চলে এলেন ওদের বাড়িতে বউ দেখতে। এসে অনিমাকে বাড়িতে না পেয়ে, মিসেস আবরারের কাছ থেকে ইনিয়ে বিনিয়ে অনিমা সম্পর্কে ছোটখাটো পি এইচ ডি ও করে নিলেন আরকি।অনিমা অফিস করে আদ্রিয়ানদের বাড়িতে আসতে আসতে প্রায় আটটা বেজে গেলো। এসে কলিং বেল চাপতেই মিসেস আবরার দরজা খুলে অনিমাকে দেখে মুচকি হেসে বলল,

— ” এসে গেছিস। আয় ভেতরে আয়।”

অনিমা হেসে ভেতরে ঢুকতেই সোফায় একজন মহিলাকে বসে থাকতে দেখে মিসেস আবরারের দিকে তাকালো, মিসেস আবরার বললেন,

— ” ইনি আমার বড় ননদ। আদ্রিয়ানের ফুপি।”

অনিমা মুখে হাসি ফুটিয়ে ওনাকে সালাম দিলো, উনি সালাম নিলেন তবে মুখভঙ্গি দেখে মনে হলো অনিমার ওপর খুব বিরক্ত। অনিমা বুঝতে পেরেও কিছু বললনা। মিসেস আবরার অনিমাকে বললেন,

— ” যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ক্লান্ত হয়ে এসছিস নিশ্চয়ই?”

অনিমা চুপচাপ ওপরে চলে গেলো ফ্রেশ হতে। ভ্যাপসা গরম পরেছে তাই এক্কেবারে সাওয়ার নিয়ে, চুল শুকিয়ে তারপরেই নিচে গেলো। নিচে গিয়ে দেখে মানিক আবরার, মিসেস আবরার, আর আদ্রিয়ানের ফুপি সোফায় বসে আছে। অনিমা গিয়ে দাঁড়াতেই মিসেস আবরার বললেন,

— ” আয় বস তোর জন্যে চা রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে যাবে খেয়ে নে।”

অনিমা বসতে নেবে তখনি ফুপি চড়া গলায় বললেন,

— ” এ কেমন মেয়ে সেটাই ভাবছি আমি। কোথায় সন্ধ্যায় সবাইকে চা করে খাওয়াবে তা নয় উল্টে হবু শাশুড়ি মায়ের করে দেওয়া চা টা পায়ের ওপর পা তুলে বসে খাবে।”

অনিমা আর বসলোনা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। মানিক আবরার কিছু বলবে তার আগেই মিসেস আবরার বললেন,

— ” কী সব বলছো আপা? মেয়েটা এতো পরিশ্রম করে অফিস থেকে এসছে। আর আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম। একটু চা করে ওকে খাওয়ালে ক্ষতি কী?”

ফুপি বিরক্ত হয়ে বললেন,

— ” হুহ। বিয়ের আগেই এই মেয়েকে মাথায় তুলছিস তো? দেখবি একদিন তোরই মাথার ওপর ছুড়ি ঘোরাবে সেদিন বুঝবি।”

মানিক আবরার ও এবার বড় বোনের কথায় বিরক্ত হয়ে বললেন,

— ” ছুড়ি ঘোরালে আমাদের ওপর ঘোরাবে তোর এতো সমস্যা কী সেটাই তো বুঝতে পারছিনা।?”

অনিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফুপির ব্যবহারে সামান্য মন খারাপও হচ্ছে ওর। মিসেস আবরার ওকে বসতে বলবেন তার আগেই ফুপি বলে উঠলেন,

— ” আচ্ছা আমাদের আদ্রিয়ানের জন্যে কী মেয়ের অভাব পরেছিলো নাকি বলতো যে এরকম একটা মেয়েকে ওর বউ বানাচ্ছিস?”

মিসেস আবরার ভ্রু কুচকে বললেন,

— ” এরকম মানে কী? কী বলতে চাইছো তুমি?”

ফুপি মুখ বাকিয়ে বললেন,

— ” বুঝতে পারছিস না নাকি? বাপ মা নেই। তারওপর একা একটা ফ্লাটে থাকতো। এই যুগে যা সব হয় কীসব কুকীর্তি করে বেড়িয়েছে তা বলতে পারবি? আর দেখ রাত আট টা বাজে বাড়ি ফিরলো, বিয়ের পর কী এসবই করবে নাকি?”

এতোক্ষণ কিছু মনে না বললেও এবার অনিমার বেশ খারাপ লাগলো ব্যপারটা কারণ ওর এবার উনি ওর চরিত্র নিয়ে কথা বলছে। মানিক আবরার এবার রাগী গলায় বললেন,

— ” কী করেছিস বলতো আপা? মেয়েটার কেউ ছিলোনা বলেই তো একা থাকতে হয়েছে তাইনা? এতে ওর কী দোষ? আর ওর কাজ থাকলে দেরী তো হতেই পারে এতে সমস্যা কী?”

ফুপি ভ্রু কুচকে তাকালেন নিজের ভাইয়ের দিকে। অনিমা একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে চোখ দুটো ছলছল করছে ওর। মিস্টার মিসেস আবরারও বেশ বিরক্ত হচ্ছে এসব কথা শুনে। যথেষ্ট ভদ্রভাষায় থামানোর চেষ্টা করছে কিন্তু থামছে না। ফুপি অনিমার দিকে তাকিয়ে বললেন,

— ” আর এসব যদি বাদও দেই। ঐ মন্ত্রীর ছেলেটা ওকে তুলে নিয়ে গেছে, বিদেশে নিয়ে গিয়ে কয়েকটা দিন রেখেছিলো। একটা পরপুরুষের কাছে এতোদিন ছিলো, তোমাদের কী মনে হয় ছেলেটা ওকে নিয়ে বসিয়ে পুজো করছিলো? আমাদের দেখে কী মনে হয় ঘাসে মুখ দিয়ে চলি?”

অনিমা এবার চোখের জল আটকাতে পারলো না, নিজের সম্পর্কে এরকম কথা শুনতে কোনো মেয়েরই ভালো লাগে না। আর উনি রিতীমত ওকে চরম অপমান করছেন। অন্যকেউ হলে নিশ্চয়ই কটা শুনিয়ে দিতো কিন্তু আদ্রিয়ানের ফুপি আর সামনে বাবা মা আছে তাই চুপচাপ সহ্য করছে। মিসেস আবরার এবার উঠে দাঁড়িয়ে রেগে বললেন,

— ” আপা এবার কিন্তু বাড়াবাড়ি করছো।”

ফুপি পাত্তা না দিয়ে বললেন,

— ” ভুল কী বললাম? কী এমন যোগ্যতা আছে এই মেয়ের আদ্রিয়ানের বউ হওয়ার? কেনো ওকে আদ্রিয়ানের বউ বানাতে উঠে পরে লাগছো হ্যাঁ ? ”

— ” কারণ অাদ্রিয়ান নিজে ওকে ভালোবাসে। শুধু ভালোই বাসেনা সারাজীবন ওর সাথেই কাটাতে চায়।”

এই কথা শুনে সকলেই তাকিয়ে দেখলো আদ্রিয়ান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আদ্রিয়ান প্রথম থেকেই সব শুনছিলো কিন্তু কিছু বলেনি কারণ ও শুনতে চাইছিলো এই মহিলা আর কী কী বলতে পারে। যখন দেকলো মুখ খোলা জরুরী তখনই খুললো। ওনারাও কেউ খেয়াল করেনি ওকে। আদ্রিয়ান মুচকি হেসে ওর ফুপির দিকে তাকিয়ে বলল,

— ” আমার তো মনে হয়না এর চেয়ে বড় কোনো কারণ থাকতে পারে বা থাকার দরকার আছে।”

ফুপি মুখ ঘুরিয়ে বসে রইলেন। উনি খুব ভালোকরেই জানেন আদ্রিয়ান কী বলতে পারে। মিস্টার আর মিসেস আবরার এবার একটু আয়েশ করে সোফায় বসল, ওনারাও জানেন এখন কী হবে তাই প্রস্তুতি নিয়ে বসল আরকি। অনিমা এখনো মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান সিঙ্গেল সোফায় বসে ফুপির দিকে তাকিয়ে বলল,

— ” কী যেনো বলছিলে ফুপিমনি? যে চা টা মাকে কেনো করতে হলো তাইতো? আচ্ছা এটা কোথায় লেখা আছে যে বাড়ির সব কাজ শুধু ঘরের বউরাই করবে?”

ফুপি ভ্রু কুচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন,

— ” তো তুই কী বলতে চাইছিস তোর মা হাত পুরিয়ে রান্না করবে আর তোর বউ বসে বসে খাবে?”

আদ্রিয়ান হেসে বলল,

— ” আমি সেটা কখন বললাম। এটা ডিপেন্ড করবে কে কতোটা ফ্রি এবং সুস্হ আছে তার ওপর। আজ অনিমা লেট করে ফিরেছে, মা ফ্রি ও ছিলো সুস্হ ও ছিলো তাই নিজেই চা করেছে। অনিমা ফ্রি থাকলে ও নিজেই সব করবে ওকে বলতে হবেনা, এটুকু চিনি আমি ওকে। ইনফ্যাক্ট ও যদি এসে দেখতো যে চা করা হয়নি তাহলে ও নিজেই যেতো করতে । কিন্তু আমার মা তো আর তোমার মতো না তাইনা যে পায়ের ওপর পা তুলে বসে ঘরের বউকে ওর্ডার করবে। কারণ উনি মা তোমার মতো সো কলড শাশুড়ি না।”

ফুপি মাথা নিচু করে আছে। আর অনিমা এবার মাথা তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান আবার বলল,

— ” আর কী বলছিলে? ও এতোদিন একা একটা ফ্লাটে থাকতো কোথায় কী কুকীর্তি করে বেড়িয়েছে তার ঠিক নেই। সেটা বললে তো আমিও এতোদিন একা একটা এপার্টমেন্টে ছিলাম তারওপর একজন সেলিব্রিটি, তো আমিও কোথায় কী কুকীর্তি করে বেড়িয়েছি তারও তো কোনো ঠিক নেই তাইনা?
ও রাত আটটায় এসেছে বলে তোমার প্রবলেম হচ্ছে , আর আমিতো রাত সাড়ে নটায় বাড়িতে এলাম, মাঝেমাঝে আরো রাত হয় তাহলেতো তোমার আমাকে নিয়েও সমস্যা থাকার কথা, রাইট?”

ফুপি এবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল,

— ” তুই আর ও কী এক নাকি? তুই হলি ছেলেমানুষ। তোর সাথে ওর তুলনা হয়?”

আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল,

— ” কেনো পার্থক্য কোথায় আমাদের? আমার দুটো হাত, দুটো পা, দুটো চোখ আছে ওরও আছে। আমারে হার্ট বিট করে ওরটাও করে। আমাকে একটা একটা আঘাত করলে আমি যতটা ব্যাথা পাবো ওকে করলে ওও ততোটাই ব্যাথা পাবে। কেটে গেলো দুজনের শরীর থেকে রক্তই বেড়োবে। তাহলে? পার্থক্য কোথায়? আমার স্বাধীন ভাবে নিজের মতো করে বাঁচার অধিকার যতোটা আছে ততোটাই ওর আছে। তাহলে যেটা ভুল সেটা দুজনের জন্যেই ভুল। ছেলে বা মেয়ে হওয়াতে ভুলটা ঠিক আর ঠিকটা ভুল হয়ে যায় না। তোমাদের মতো এইরকম চিন্তা ধারার মানুষদের জন্যেই ছেলেরা এটা মনে করে যে ওরা যা খুশি তাই করতে পারে আর মেয়েরা ওদের ইচ্ছেমতো ওদের কাঠপুতুল হয়ে থাকবে।”

ফুপি এবার চুপ করে আছে, কী বলবে সেটাই জানেনা উনি। আর অনিমা একদৃষ্টিতে তাকিয়ে আছে অাদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল,

— ” আর ও কোনো অন্য ছেলের কাছে এতদিন ছিলো এতে যদি আমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি বলার কে এখানে? ওর সাথে সংসার কী তুমি করবে? যাই হোক আমার হবু বউ দেখতে এসছিলে দেখা হয়ে গেছে। আশা করি কালকে সূর্য ওঠার পরেই নিজের বাড়ি চলে যাবে।”

ফুপি রেগে প্লাস অবাক হয়ে বললেন,

— ” আদ্রিয়ান এটা কিন্তু আমারও বাড়ি।”

আদ্রিয়ান ওনার দিকে তাকিয়ে বলল,

— ” মোটেও না। দাদু মারা যাওয়ার পর তুমি তোমার পাওনা প্রপার্টির টাকা চেয়ে নিয়ে গেছো। সো এই বাড়ির ওপর তোমার কোনো অধিকার আইনত নেই। তবুও আত্মীয় হিসেবে যেটুকু সম্মান দেওয়া হয় নিজের দোষে নিজের সেই সম্মানটুকুও হারাচ্ছো। তোমার জন্যে অকারণে আমার বউয়ের চোখ দিয়ে জল বেড়োবে সেটা অন্তত আমি মেনে নেবোনা।”

ফুপি রাগী কন্ঠে বললেন,

— ” বউ হয়ে না আসতেই শাসন না করে এভাবে আল্লাদ দিচ্ছিস তো পরে বুঝবি। বউয়ের নিজের হাতে রাখতে পারিসনা কেমন পুরুষ মানুষ তুই?”

আদ্রিয়ান হেসে বলল,

— ” কে বলেছে শাসণ করিনা? খেতে না চাইলে ধমকে জোর করে খাওয়াই, অনিয়ম করলে বকি, নিজের অযন্ত করলেও বকাবকি করি। এছাড়া ও আর তেমন কিছু করেনা যার জন্যে শাসন করতে হবে। আর আল্লাদের কথা বলছো? আমারই তো বউ আমি আল্লাদ না দিলে কে দেবে? আর হ্যাঁ বউ কোনো প্রপার্টি বা গৃহপালিত পশু না যে ওকে হাতে রাখতে হবে, ও আমার লাইফ পার্টনার আমার সহধর্মিনী, ওকে হাতে না পাশে রাখাটাই সবচেয়ে জরুরি। আর ও সেটা সবসময় আছে। আর যারা নিজের বউয়ের পায়ে শিকল পরিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখাকে পুরুষত্ব মনে করে তাদের চেয়ে বড় লুজার আর কাওয়ার্ড দুনিয়াতে দুটো নেই। এন্ড আ’ম নট আ লুজার ওর কাওয়ার্ড।”

বলে উঠে অনিমার হাত ধরে ওখান থেকে সিড়ি দিয়ে সোজা ওপরে নিয়ে গেলো। অনিমার সেদিকে ধ্যান নেই ও একদৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আজ আরেকবার নতুন করে প্রেমে পরে গেল ওর। এরকম করে কজন ছেলে চিন্তা করতে পারে। সত্যিই ও খুব লাকি যে ওর কাছে আদ্রিয়ান আছে, এরকম একজন মানুষ যার পাশে থাকে তার আর কিছু চাওয়ার থাকতেই পারেনা।”

#চলবে…
নেক্সট পর্ব পড়তে পেইজটি তে লাইক দিয়ে সাথেই থাকুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here