#বর্ষণের সেই রাতে পর্ব ৪৮+৪৯

0
433

#বর্ষণের সেই রাতে পর্ব ৪৮+৪৯
#লেখিকা: অনিমা কোতয়াল
#পর্ব: ৪৮
.
স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে আছে রিকের দিকে।হঠাৎ করেই লোকটা কতোটা বদলে গেলো। রিক কে কষ্ট পেতে দেখে ওরও কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই। রিক ঘড়ির দিকে তাকিয়ে বলল,

— ” আমি একটু আসছি। আদিব আর অভ্র নিচে বসে আছে।”

বলে রিক চলে গেলো স্নিগ্ধা ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ওও চলে গেলো কিচেনে কী রান্না হচ্ছে দেখতে।

অনিমা আদ্রিয়ানকে জরিয়ে ধরে এখনো কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান এবার অনিমাকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিয়ে বলল,

— ” অনি আমি কিন্তু কান্না থামাতে বলছি। প্লিজ থামো এবার।”

অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় বলশ,

— ” আমাকে নিয়ে চলুন এখান থেকে। প্লিজ।”

আদ্রিয়ান অনিমার দুই গালে হাত রেখে বলল,

— ” যাবেতো। এক্ষুনি নিয়ে যাবো তোমাকে। একটু সুস্হ হও।”

অনিমা অস্হির হয়ে বলল,

— ” আমি পুরো সুস্হ আছি প্লিজ আমাকে এক্ষুনি নিয়ে চলুন।”

আদ্রিয়ান কিছু একটা ভেবে বলল,

— ” আচ্ছা চলো।”

বলে অনিমাকে কোলে তুলে নিতে গেলেই রিক এসে বলল,

— ” কোথাও যাবে না তোমরা এখন।”

রিক কে দেখেই অনিমা বেশ ঘাবড়ে গেলো। আদ্রিয়ানের শার্ট খামচে ধরে ওর সাথে লেগে রইলো। আদ্রিয়ান অনিমার মাথায় হাত রেখে ওকে আশ্বস্ত করে, দাড়িয়ে রিকের সামনে গিয়ে বলল,

— ” কে আটকাবে আমাদের? তুমি?”

রিক আদ্রিয়ানের চোখে চোখ রেখে বলল,

— ” যদি বলি হ্যাঁ?”

আদ্রিয়ান চোখ সরিয়ে হালকা হেসে আবার রিকের দিকে তাকিয়ে বলল,

— ” তোমার এখনো মনে হয় যে তোমার সেই ক্ষমতা আছে? ”

রিক গম্ভীর কন্ঠেই বলল,

— ” হুম আছে। শত্রু হিসেবে না হোক বন্ধু হিসেবে তো আটাকাতেই পারি তাইনা?”

বলে মুচকি হাসি দিলো রিক। আদ্রিয়ান ভ্রু কুচকে তাকালো আর ভাবতে শুরু করলো যে রিক অভিনয় করার মানুষ নয়। ও যা করে যেটুকু করে সেটুকু প্রকাশ্যেই করে। তবে হঠাৎ বদলের কারণ কী? অনিমাও রিকের শেষ কথাটুকু শুনে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। রিক হেসে বলল,

— ” কী ভবছো? হঠাৎ এভাবে বদলে গেলাম কীকরে তাইতো? হ্যাঁ দেরীতে হলেও বুঝেছি যে ও আমার ভাগ্যে নেই। ও তোমার সাথেই ভালো থাকবে আর ওর ভালোথাকাটাই সবচেয়ে বেশি ইমপর্টেন্ট। জানি আমাকে বিশ্বাস করা কষ্টকর কিন্তু একবার করেই দেখো, ঠকবেনা।”

আদ্রিয়ান মুখে হালকা হাসি ফুটিয়ে রিকের কাধে হাত রেখে বলল,

— ” ভুল সব মানুষই করে তবে সেটা সঠিক সময়ে বুজতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তুমি যদি সত্যিই নিজের ভুলটা বুঝতে পেরে থাকো তাহলে তার চেয়ে ভালো আর কিছুই হতে পারেনা।”

রিক এবার অনিমার কাছে গেলো। রিক অনিমার সামনে বসতেই ও হালকা পিছিয়ে গেলো। সেটা দেখে রিক মলিন হেসে বলল,

— ” ক্ষমাটুকুও চাইতে দেবেনা?”

অনিমা কিছু না বলে চোখ সরিয়ে নিলো। রিকের অনিমাকে মুখ ঘুরিয়ে নেওয়াটা বুকে গিয়ে লাগল, কিন্তু এই ভেবে নিজেকে শান্তনা দিলো যে এটা ওর পাওয়নাই ছিলো। রিক এবার সোজা বেড থেকে নেমে অনিমার সামনের ফ্লোরে বসে হাত জোড় করে বলল,

— ” আমি জানি আমি সবচেয়ে বেশি অন্যায় তোমার সাথেই করেছি। যেইমুহূর্তে আমি তোমার লাইফে এসছিলাম আমি চাইলেই পারতাম তোমার জীবণটাকে সুন্দর করতে। কিন্তু আমি জানার চেষ্টাই করি নি যে তোমার লাইফে কোনো প্রবলেম আছে কী না। যখন তোমার মামা মামী কটা টাকা পেয়েই তোমাকে আমায় দিয়ে দিতে রাজী হয়ে গেছিলো আমার সেই মূহুর্তে বোঝা উচিত ছিলো যে তোমার সাথে ওখানে কী কী হয়। কিন্তু আমি সেটা বোঝার চেষ্টাও করিনি। জানি আমি যেটা করেছি তার ক্ষমা হয়না। কিন্তু যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে শান্তি পাবোনা আমি। আমাকে ক্ষমা করা এতো সহজ নয় আই এগরি কিন্তু প্লিজ কষ্ট করে হলেও আমাকে ক্ষমা করে দাও। আইম রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং। প্লিজ। ”

রিকের চোখ হালকা ছলছল করছে। অনিমা অসহায় দৃষ্টিতে একবার রিকের জোড় করা হাতের দিকে দেখছে একবার রিকের দিকে, ওর কী করা উচিত ও সেটাই বুঝতে পারছে না। কেউ ওর সামনে হাটু ভেঙ্গে বসে হাত জোড় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা না করাটা কী সত্যিই ঠিক? এরমধ্যে স্নিগ্ধাও চলে এলো আর এই দৃশ্য দেখে ও নিজেই অবাক হয়ে গেলো। অনিমার চোখ দিয়ে পানি পরছে, ও কী করবে কিছুই বুঝতে পারছেনা। অনিমাকে চুপ থাকতে দেখে রিক এবার অনিমার পা ধরলো। অনিমা চমকে গিয়ে সাথেসাথেই পা সরিয়ে নিয়ে বলল,

— ” প্লিজ, আপনি আমার বড়। এসব করবেন না।”

রিক মুচকি হেসে বলল,

— ” ক্ষমা চাওয়ার অধিকার প্রত্যেক অপরাধীর আছে। সেখানে বড় ছোট মেটার করেনা। প্লিজ ক্ষমা করে দাও।”

অনিমা আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান চোখের ইশারায় বলল ক্ষমা করে দিতে। অনিমা রিকের দিকে তাকিয়ে নিচু কন্ঠে বলল,

— ” আপনি যদি নিজের ভুলটা বুঝতে পেরে থাকেন তাহলে ক্ষমা চাইতে হবেনা। আপনি বুঝতে পেরেছেন সেটাই অনেক।”

রিক এবার বাচ্চাদের মতো মুখ করে বলল,

— ” আজব! চাইলাম চকলেট তুমি লজেন্স দিয়ে ভাগিয়ে দিচ্ছো? এটা কিন্তু ঠিক না। আমি ওসব বোকা বাচ্চাদের দলে কিন্তু একদমি পরিনা যে চকলেটের বদলে লজেন্সে কাজ চালিয়ে নেবে ওকে?”

রিকের কথা শুনে অনিমা ফিক করে হেসে দিলো। আদ্রিয়ান আর স্নিগ্ধাও হাসলো তবে নিঃশব্দে। রিক মুখ ফুলিয়ে বলল,

— ” হাসতে বলেনি সরি এক্সেপ্ট করতে বলেছি।”

অনিমা হাসতে হাসতেই বলল,

— ” আচ্ছা করেছি ক্ষমা। আমি আবার কিপ্টে নই যে চকলেটের বদলে লজেন্স দিয়ে দেবো।”

রিক তো অনিমার হাসিটাই দেখছে আর ওর ভেতরের অপরাধবোধ আরো বেড়ে যাচ্ছে। এমন একটা দিন ছিলো যখন এই মিষ্টি হাসিটাকেই ওর মুখ থেকে কেড়ে নিয়েছিলো ও। তবে এটুকু ভেবে ভালোও লাগছে যে প্রথমবার হলেও অনিমার হাসির কারণ হতে পেরেছে ও। রিক নিজেকে সামলে নিয়ে অনিমাকে বলল,

— ” গার্লফ্রেন্ড তো হলেনা। সে ব্যাপারনা। বাট ফ্রেন্ড তো হতেই পারো তাইনা?”

অনিমা প্রায় অবাক হয়েই তাকিয়ে আছে রিকের দিকে। রিকের একেকটা আচরণে আজ আবাকের ওপর অবাক হচ্ছে অনিমা। তবে স্নিগ্ধা একটুও অবাক হচ্ছেনা কারণ রিকের এই রুপ ও আগেও দেখেছে। মাঝখানের কয়েক বছরের জন্যেই ও হারিয়ে ফেলেছিলো ও ওর রিক দা কে । কিন্তু আজ আবার সেই রূপ দেখতে পাচ্ছে। আর আদ্রিয়ান ও অবাক হয়নি কারণ ও জানতো যে এটা একদিন হওয়ার ছিলোই। রিক অনিমার সামনে চুটকি বাজিয়ে বলল,

— “হ্যালো? বন্ধু হবেনা আমার?”

অনিমা মুচকি হেসে বলল,

— ” হুম।”

রিক হালকা হাসল। আদ্রিয়ান এগিয়ে এসে বলল,

— ” এবার আমাদের বেড়োতে হবে। সন্ধ্যা হয়ে গেছে।”

রিক কিছু বলবে তার আগেই স্নিগ্ধা বলল,

— ” বেড়তে হবে মানে কী ভাইয়া? আজ আপনাদের কোথাও যাওয়া হচ্ছে না। ডিনারের ব্যাবস্হাও করা হচ্ছে। আদিব আর অভ্র ভাইয়াকেও বলা হয়ে গেছে, আপনি থাকলে ওনারাও থাকবেন।”

আদ্রিয়ান বলল,

— ” কিন্তু..”

রিক আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলল,

— ” কোনো কিন্তু না। দেখো এখানে থাকার কারণটা আর নেই। সো কালকেই ফিরে যাবো আমরা বাংলাদেশে । আর মনে হয় তোমরাও কালকেই ব্যাক করতে চাও। তো আজ রাতটা এখানে থেকে কাল একসাথেই বেড়হই না? সমস্যা কী?”

আদ্রিয়ান কিছু একটা ভেবে মুচকি হেসে বলল,

— ” আচ্ছা ঠিকাছে।”

স্নিগ্ধা খুশি হয়ে বলল,

— ” চলো তো আপাদত স্নাকস এর ব্যাবস্হা হয়ে গেছে। নিচে আদিব ভাইয়ারা ওয়েট করছে।”

আদ্রিয়ান স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল,

— ” তোমরা দুজন যাও আমি অনিকে নিয়ে আসছি।”

রিক আর স্নিগ্ধা নিচে চলে গেলো। আদ্রিয়ান অনিমার কাছে বসে বলল,

— ” এটাই ভাবছো তো হঠাৎ রিক এতো বদলে গেলো কীকরে?”

অনিমা আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান অনিমাকে একহাতে জরিয়ে ধরে বলল,

— ” দেখো। ও একটু বখে গেছিলো ঠিকি। কিন্তু মনের দিক দিয়ে খুব একটা খারাপ নয়। আর এইসব মানুষদের নিজের ভুল সম্পর্কে বুঝতে খুব বেশি সময় লাগেটা। শুধু হঠাৎ কোনো এক ঘটনাই যথেষ্ট। বুঝেছো?”

অনিমা মাথা নাড়লো। আদ্রিয়ান অনিমার মাথায় একটা চুমু দিয়ে মনে মনে ভাবলো, তুমি ভাবলে কীকরে যে তোমাকে এতো কষ্ট দিয়েছে তাকে আমি ক্ষমা করে দেবো? ও শাস্তি পাচ্ছে আর ভবিষ্যতেও পাবে। তবে শারিরীক নয় মানসিক। পরপর কয়েকবার বড় কয়েকটা মানসিক ধাক্কার সম্মুখীন হবে ও। তাই ওকে আর বিশেষ কোনো শাস্তি দিলাম না। এসব ভেবে অনিমার দিকে তাকিয়ে বলল,

— ” এই কয়েকটা দিন অনেক কষ্ট হয়েছে তাইনা? আমারি আরেকটু চোখ কান খোলা রাখা উচিত ছিলো। আ’ম সরি।”

— ” বাদ নিন এসব। এখন তো সব ঠিকই হয়ে গেছে।”

আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে কিছু একটা ভাবতে ভাবতে বলল,

— ” এখনো সব ঠিক হয়নি। মিস্টার সিনিয়রের সাথে এতো বড় অন্যায় যারা করেছে তাদের শাস্তি দেওয়া এখোনো বাকি আছে।”

অনিমা ভ্রু কুচকে বলল,

— ” মিস্টার সিনিয়র?”

আদ্রিয়ান অনিমাকে কোলে তুলে নিয়ে বলল,

— ” কিছুনা। এখন নিচে চলো ওরা ওয়েট করছে।”

অনিমা আর কিছু বলার সুযোগ না দিয়েই ওকে নিয়ে নিচে চলে গেলো আদ্রিয়ান।

_____________________

অরুমিতা, তীব্র আর স্নেহা অফিস করে বাইরে ফুচকা খাচ্ছে। আপাদত ওরা ফ্রেশ মাইন্ডে আছে। কারণ আদ্রিয়ান ওদের ফোন করে জানিয়ে দিয়েছে সব ঠিক আছে। তাই ওরা এখন ফ্রেশ মাইন্ডে এনজয় করছে। হঠাৎ করেই ওরা আশিস কে দেখতে পেলো। আশিস আর অরুমিতার মধ্যকার সমস্যাটা তীব্র আর স্নেহা জানেনা। স্নেহা আশিসকে দেখে বলল,

— ” আরে আশিস ভাইয়া?”

কারো ডাক শুনে ঘুরে তাকালো আশিস। আশিসকে দেখে অরুমিতার মুখের হাসিটুকু গায়েব হয়ে গেলো। আশিস ওদের দেখে এগিয়ে এলো। আশিস এসে অরুমিতা দিকে তাকাতেই অরুমিতা মুখ ঘুরিয়ে ফেলল। আশিস অরুমিতার দিকে একবার তাকিয়ে ওদের দিকে তাকিয়ে বলল,

— ” ভালো আছো?”

তীব্র হেসে বলল,

— ” জ্বি ভাইয়া? আপনি?”

আশিস ও মুখে হাসি রেখেই বলল,

— ” হ্যাঁ ভালো আছি।”

আশিস ভেবেছিলো ওকে দেখে হয়তো অরুমিতা ওখান থেকে চলে যাবে বা মন খারাপ করবে। কিন্তু আশিসকে অবাক করে দিয়ে অরুমিতা ওদের সাথে নিজের মতো করে মজা করছে আর ফুচকা খাচ্ছে। জেনো আশিসের থাকা না থাকা ওর কাছে ম্যাটারই করে না। যেটা ওর কাছে খুবই খারাপ লাগছে। স্নিগ্ধা এক্সাইটেট হয়ে বলল,

— ” ভাইয়া ফুচকা খাবেন তো?”

আশিস নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল,

— ” নাহ সময় নেই আসছি এখন।”

এটুকু বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলো। তীব্র আর সিগ্ধা দুজনেই অবাক হলো। কিন্তু অরুমিতার কোনো ভাবান্তরই হলোনা ও ওর মতো ফুচকা খেয়ে যাচ্ছে।

_____________________

রিক ছাদের কিনারে চুপচাপ বসে আছে। সবকিছু মেনে নিলেও আদ্রিয়ান আর অনিমাকে একসাথে দেখলে বুকের ভেতরে এক অসহ্যকর যন্ত্রণা হয় ওর। কিন্তু ওর কিচ্ছু করার নেই। অনিমা ওর ভাগ্যে নেই সেটা ও মেনে নিয়েছে, কিন্তু কষ্টটাকে কিছুতেই কমাতে পারছেনা। আজকের মতো এরকম কষ্ট এর আগে ওর আর কোনোদিন হয়নি, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু সেটাও করতে পারছেনা। বুকের ভেতর চেপে রাখা কষ্টটার যন্ত্রণা আরো বেশি হয়, সেটা বেশ বুঝতে পারছে। এরমধ্যেই ওর ফোন বেজে উঠলো, এইমুহূর্তে ফোন রিসিভ করার কোনো ইচ্ছেই নেই ওর কিন্তু মামার ফোন তাই রিসিভ করতেই ওপাশ থেকে বলল,

— ” বাবাই ওদিকে সব ঠিক আছেতো?”

রিক একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল,

— ” এতোদিন ছিলোনা এখন সব ঠিক আছে।”

কবির শেখ অবাক কন্ঠে বললেন,

— ” মানে?”

রিক মুখে মুচকি হাসি ফুটিয়ে বলল,

— ” অনিমাকে নিজের কাছে আটকে রাখার পাগলামো আমি আর করবোনা মামা। এতোদিন বুজতে না পারলেও আজকে বুঝতে পারছি যে ভালোবাসা জোর করে হয় না। ও যদি আদ্রিয়ানের সাথে ভালো থাকে তো থাকুক।”

কবির শেখ তো চরম অবাক হলো। নিজেকে সামলে নিয়ে বলল,

— ” বাবাই কী সব বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? ”

রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল,

— ” পাগলতো এতোদিন ছিলাম মামা। আজ সুস্হ মস্তিষ্কে বলছি।”

কবির শেখ উত্তেজিত কন্ঠে বললেন,

— ” কিন্তু তুমি না ওকে ভালোবাসো? হার মেনে নেবে? ছেড়ে দেবে ওকে?”

রিক মুচকি হেসে বলল,

— ” ভালোবাসায় হারতে দোষ কোথায় মামা? তাছাড়া আমি যদি সত্যি অনিকে ভালোবেসে থাকি তাহলে অনি ভালো থাকবে। এর চেয়ে বেশি ভালো আমার কাছে আর কী হতে পারে বলো?”

কবির শেখ অস্হির গলায় বলল,

— ” কিন্তু বাবাই…”

রিক কবির শেখ কে থামিয়ে দিয়ে বলল,

— ” কোনো কিন্তু না মামা। আমি জানি তুমি আমার কথা ভেবেই এসব বলছো কিন্তু আমিতো বলেই দিয়েছি যে আমার কোনো সমস্যা নেই। তাই প্লিজ এই বিষয়ে আর কিচ্ছু বলোনা।”

বলেই ফোন রেখে দিলো রিক। তারপর একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইলো।স্নিগ্ধা ছাদে রিককে ডাকতে এসে দেখে রিক এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা গিয়ে রিকের পাশে বসে বলল,

— ” আমি জানি রিক দা তোমার খুব কষ্ট হচ্ছে।”

রিক নিজেকে সামলে মুচকি হেসে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল,

— ” কী সব ফালতু বকছিস? কষ্ট হবে কেনো?”

স্নিগ্ধা সামনের দিকে তাকিয়ে বলল,

— ” আমি তোমাকে চিনি রিক দা। এখন তুমি আমার সাথে কথা না বললেও একসময় কিন্তু আমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম।”

রিক কিছু না বলে চুপ করে রইলো। স্নিগ্ধা মুচকি হেসে বলল,

— ” রিক দা যদি আদ্রিয়ান অনিমা একে ওপরকে ভালো না বাসতো তাহলে আমি একটা চেষ্টা নিশ্চই করতাম। কিন্তু..”

রিক মলিন হেসে বলল,

— ” অনিমা আমাকে ভালোবাসেনা এতে ওর কোনো দোষ নেই। আদ্রিয়ান আসার অনেক আগেই ওর লাইফে এসেছিলাম আমি। কিন্তু ও আমাকে নয় আদ্রিয়ানকে ভালোবাসে। কারণতো আছেই তাইনা? আমিতো ওকে কোনো ভালোবাসার কারণই দিতে পারিনি। তবে আমাকে ভালো না বাসার যথেষ্ট কারণ দিয়েছি।”

স্নিগ্ধা কী বলবে সেটাই বুঝতে পারছেনা। কিছুক্ষণ চুপ থেকে রিক কে কিছু বলবে তার আগেই রিক উঠে বলল,

— ” চল। ওরা নিচে ওয়েট করছে নিশ্চয়ই।”

একুটু বলে রিক চলে গেলো আর পেছন পেছন স্নিগ্ধাও চলে গেলো।

সবাই মিলে ডিনার করছে। আর টুকটাক কথা বলছে। রিকের আচরণে কেউ বলবেই না যে এই ছেলেটার সকালেও ওদের শত্রু ছিলো। তারচেয়ে বেশি অবাক হয়েছে অনিমা কারণ এইমুহূর্তে এক নতুন রিক কে আবিষ্কার করছে ও। যে সম্পূর্ণটাই বিপরীত। খাওয়া দাওয়া শেষে রিক বলল,

— ” আদিব আর অভ্র তোমার আমার ডান সাইডের রুমটাতে থাকো, স্নিগ্ধা আর অনিমা একসাথে, আমি আর আদ্রিয়ান একসাথে। প্রবলেম আছে? ”

আদিব আর অভ্র সম্মতি জানালো, আদ্রিয়ান কিছু বলছেনা তাই রিক মুচকি হেসে বলল,

— ” আরে ভাই বিয়ের আগেই বউকে ছেড়ে থাকার কথা ভাবলেই যদি মুখটা এমন কালো হয়ে যায় তাহলে বিয়ের পর কী করবে? একটু তো ধৈর্য ধরো, এতো বউ পাগল হলে হবে?”

ওরা সবাই হেসে দিলো রিকের কথা শুনে আর অনিমা লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। আর স্নিগ্ধা একদৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। আজ রিকের এক নতুন রুপ দেখলো ও, কীকরে ভেতরের কষ্টটাকে চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে রেখে দিয়েছে। এটা করা সবার জন্যে সহজ নয়।

_____________________

আদ্রিয়ান আর রিক রিকের রুমে বসে আছে। নিজেদের মধ্যেই টুকিটাকি কিছু কথা বলছে ওরা। এরমধ্যে বেশ কয়েকবার রিক আদ্রিয়ানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। হঠাৎ আদ্রিয়ান বলল,

— ” আচ্ছা তোমার মনে হয়না যে তোমার বাবা বা মামা যেসকল অন্যায়গুলো করেছে তার শাস্তি পাওয়া উচিত?”

আদ্রিয়ানের প্রশ্নে রিক কিছুক্ষণ চুপ থেকে একটা শ্বাস ফেলে বলল,

— ” হুমম মনে হয়। কিন্তু কী বলোতো ঐ মানুষ দুটোকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসি আমি। ছোটবেলায় বুঝতাম না তো, ওনারা যা বোঝাতো সেটাই বুজতাম, যা করাতো সেটাই করতাম। বড় তো হলাম কিন্তু সেই অভ্যেসগুলো ছাড়তে পারলাম। একপর্যায়ে গিয়ে বুজতে পারতাম যে এগুলো ভুল কিন্তু ঐ যে ছোটবেলা থেকে পাওয়া শিক্ষাটাই অভ্যেস হয়ে গেলো। সব বুঝেও না বুঝে থাকতে বাধ্য হতাম । শখ করে ডক্টরি পরেছিলাম কিন্তু ড্যাড এর রাজনৈতিক কাজকর্মে জোড় করে ইনভল্প করলো, বিরক্ত লাগতো আমার এসব তবুও থাকতে হতো, ড্যাডের প্রেশারে। তাই জেদ করে হসপিটালে জয়েনই করলাম না। ”

আদ্রিয়ান চুপচাপ শুনলো রিকের কথা। তারপর রিকের দিকে তাকিয়ে বলল,

— ” তোমার বাবা এবং মামা দুজনেই খুনী। একজন মা হারা মেয়ের কাছ থেকে তার একমাত্র সম্বল তার বাবা কে কেড়ে নিয়েছে। এছাড়া আর কার কার খুন করেছে তাড়াই জানে। আর অন্যসব পাপের কথা তো ছেড়েই দাও। তবুও তুমি চাওনা ওনাদের শাস্তি হোক?”

রিক চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ফেলে বলল,

— ” হ্যাঁ চাই। কিন্তু ওরা যতই খারাপ হোক আমার বাবা আমার মামা। ওরা খারাপ হলেও আমাকে খুব বেশি ভালোবাসে। ওদের সেই ভালোবাসার অসম্মান করতে পারবোনা আমি। তোমারা যদি পারো তো দাও ওনাদের শাস্তি। আমি তোমাদের বাধা দেবোনা। কিন্তু আমার কাছ থেকে কোনো সাহায্য চেয়ো না, প্লিজ। ”

আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল,

— ” তোমার কী মনে হয় ওরা তোমাকে ভালোবাসে?”

রিক ভ্রু কুচকে তাকিয়ে বলল,

— ” অফকোর্স বাসে। আমার বাবা আমার মামা আমাকে ভালোবাসবেনা?”

আদ্রিয়ান ওর ব্যাগ থেকে ল্যাপটপটা বার করে বলল,

— ” চলো তোমাকে কিছু দেখাই। তাতে হয়তো তোমার এই ধারণাটা ভেঙ্গে যাবে।”

________________________

মিস্টার রঞ্জিত ওনার রুমে বসে চা খাচ্ছেন আর ফাইল দেখছেন। এরমধ্যেই কবির শেখ হনহনে পায়ে ওনার কাছে বসে বলল,

— ” জিজু! আপনার ছেলে সব বরবাদ করে দেবে একদিন।”

মিস্টার রঞ্জিত কাপটা রেখে ভ্রু কুচকে বলল,

— ” আবার কী করেছে?”

কবির শেখ বিরক্তিকর কন্ঠে বললেন,

— ” মহান আশিক হয়ে গেছে ও। হাসান কোতয়ালের মেয়েকে ছেড়ে দিচ্ছে। ঐ মেয়েকে ছেড়ে দেওয়ার মানে বোঝেন আপনি? কী হবে আপনার?”

মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন,

— ” তুমি বোঝাও নি ওকে?”

কবির শেখ অস্হিরতা প্রকাশ করে বললেন,

— ” বোঝাই নি আবার? আপনার ছেলে শুনলে তো? আপনার কী হবে বুঝতে পারছেন? শেষ হয়ে যাবেন আপনি। তোমার রেপুটিশন ফিউচার সব শেষ হয়ে যাবে যদি ঐ মেয়ে খোলা থাকে। আর বাবাই যখন আমার কথা শোনেনি কারোর কথাই শুনবেনা।”

মিস্টার রঞ্জিত চায়ের কাপটা আছাড় মেরে ফেলে দাঁতে দাঁত চেপে বললেন,

— ” রঞ্জিত চৌধুরী তার পথের কোনো কাটাকেই বাঁচিয়ে রাখে না। সেই কাটা যদি তার নিজের ছেলে হয়, তাহলে সেই কাটাকে উপড়ে ফেলতে দুবার ভাববো না।”

কথাটা কবির শেখ এর ভীষণ ভালো লাগলো। তাই নিজের মনেই হাসলেন উনি।

#পর্ব- ৪৯
.
মধ্যরাত, সুইডেনে তেমন বৃষ্টি হয়না, প্রতিবছর পাঁচশ থেকে আটশ মিলিলিটার এর মতো বৃষ্টি হয় । তবে এখন বাইরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। পরিবেশটা নিস্তব্ধ। হালকা ঠান্ডা বাতাসে কেমন একটা শীত শীত ভাব আসছে। প্রকৃতিও আজ বেশ গম্ভীর ভাব প্রকাশ করছে। বিছানায় বসে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে আছে রিক। আদ্রিয়ান পাশে বসে বলল,

— ” ঘুমোবেনা?”

রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে আবার সামনে তাকিয়ে বলল,

— ” ঘুম আসবে না আজকে আর।”

আদ্রিয়ান কথাটা শুনে কিছু একটা ভেবে বলল,

— ” আচ্ছা চলো দুজনেই একসাথে জেগে থাকি। এমনিতেও তোমার সাথে তেমন কথা হয়নি। আজ একে ওপরকে ঠিক করে চিনেই নেওয়া যাবে।”

রিক মুচকি হাসলো। তারপর উঠে দাঁড়িয়ে বলল,

— ” আচ্ছা ঠিকাছে আমি কফি আনাচ্ছি তাহলে?”

আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলল,

— ” হুম কফি হলেতো ভালোই হয়। ঘুম ভাব যেটুকু আছে কেটে যাবে।”

রিক ফোন করে দুমগ কফি আনতে বলল। এরপর রিক আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান রিকের কাধে হাত রেখে বলল,

— ” মনকে শক্ত করো। কিছু কিছু জিনিস থাকে যেটা মেনে নেওয়া কষ্টকর হয়। তবে যেটা সত্যি সেটা সত্যিই আর তোমাকে মানতে হবে।”

রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দিলো যার অর্থ আমি নিজেকে সামলে নিয়েছি। আদ্রিয়ান ও সামনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো আর ভাবতে লাগল যে মুখে হাসি ফুটিয়ে নিজেকে সামলে নিয়েছি বলাটা যতোটা সহজ, বাস্তবে নিজেকে সামলে নেওয়াটা ততোটাই কঠিন হয়।

এদিকে অনিমা আর স্নিগ্ধাও ঘুমোয় নি দুজনেই জেগে বসে আছে। দুজনেই বসে বসে চিপস খেতে খেতে গল্প করছে। আদ্রিয়ান আর অনিমার পরিচয় হওয়া, এরপর বন্ধুত্ব, আদ্রিয়ানের অনিমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে নিজের কাছে জোর করে আটকে রাখা। সব শুনে স্নিগ্ধা অবাক প্লাস এক্সাইটেড হয়ে বলল,

— ” ওয়াও! এটাতো পুরো ফিল্মি ফিল্মি ব্যাপার।”

স্নিগ্ধার কথা শুনে অনিমা হালকা হেসে বলল,

— ” হুমম। আমার লাইফটাও তো একটা ফিল্মের মতোই। জন্মের পরে আম্মু কে দেখিনি, অসময়ে আব্বুও চলে গেলো, এরপর আমার জীবণে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কনো ফিল্মের চেয়ে কম নয়। লাইক ট্রাজিডি মুভি ইউ নো। তবে জীবণের ভালো কিছু পাওয়ার মধ্যে পেয়েছি কিছু বন্ধু আর আদ্রিয়ানকে। এমন একজন মানুষ যে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ”

স্নিগ্ধা মুচকি হেসে বলল,

— ” আর তুই?”

অনিমা কিছু না বলে চোখ সরিয়ে নিয়ে মুচকি হাসলো। স্নিগ্ধা দুষ্টু এক হাসি দিয়ে বলল,

— ” হুমমম। মনে প্রেম মুখে লাজ তাই তো?”

অনিমা মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল,

— ” সেরকম কিছু না..”

স্নিগ্ধা ভ্রু কুচকে বলল,

— ” সেরকম কিছু না মানে কী? ভালোবাসিস না তুই আদ্রিয়ানকে?”

অনিমা মাথা নিচু করে ইতস্তত করে বলল,

— ” নাহ মানে হ্যাঁ ।”

স্নিগ্ধা একটা শ্বাস ফেলে বলল,

— ” হুমম। তোর না মানে হ্যাঁ এর মানে খুব ভালোভাবে বুঝে গেছি আমি। বলেছিস ওনাকে এখনো? ”

অনিমা না বোধক মাথা নাড়ল। স্নিগ্ধা একটা হতাশাজনক চাহনী দিয়ে বলল,

— ” তুইও না। এক ছেলে তোকে এতো ভালোবাসে। ইনফ্যাক্ট তুইও ওকে এতো ভালোবাসিস অথচ বলতেই পারলি না।”

অনিমা কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে বলল,

— ” আমার টা ছাড় তোরটা বল। তুইও তো রিক কে ভালোবাসিস তাইনা?”

স্নিগ্ধা হালকা ব্লাস করার সাথে সাথে মুচকি হাসিও দিলো। তারপর অনিমার দিকে তাকিয়ে বলল,

— ” ছোটবেলা থেকেই। কিন্তু তোর মতো আমার ভাগ্যটা এতো ভালো না। আমি ওকে খুব বেশি ভালোবাসলেও ও আমাকে ভালোবাসেনা। ও তো তোকে ভালোবাসে।”

অনিমা মাথা নিচু করে ফেলল। কী আর বলবে? একটু আনইজি ফিল হচ্ছে ওর। স্নিগ্ধা মুচকি হেসে বলল,

— ” তবে আমি এটুকুতেই খুশি যে রিক দার যদি কোনো বেস্ট ফ্রেন্ড থেকে থাকে সেটা আমি। ”

অনিমা স্নিগ্ধা দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল,

— ” একজন বেস্ট ফ্রেন্ডই কিন্তু একজন বেস্ট লাইফ পার্টনার হতে পারে।”

স্নিগ্ধা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল,

— ” ও কোনোদিন আমাকে ভালোবাসতে পারবেনা রে। ওর মনে শুধু তুই আছিস। ওকে আমি যতোদূর চিনি ও কোনোদিন তোকে ভুলতে পারবেনা। ”

অনিমা মুচকি হাসি দিয়ে বলল,

— ” কাউকে ভালোবাসা মানে এটা নয় যে নতুন করে কাউকে ভালোবাসা যাবে না। নতুন কাউকে ভালোবাসার জন্যে আগের ভালোবাসাকে ভোলার কোনো প্রয়োজন হয়না। পুরোনো ভালোবাসাকে মনের এককোণে রেখে দিয়েও নতুন কারো জন্যে জায়গা তৈরী করা যায়। আর তুই চাইলেই পারবি রিকের মনে জায়গা করে নিতে।”

স্নিগ্ধা হেসে অনিমাকে একটা হাগ করলো। অনিমাও স্নিগ্ধাকে জরিয়ে ধরে রেখে একটা শ্বাস ফেলল আর মনে মনে প্রার্থনা করলো যাতে রিক খুব তাড়াতাড়ি স্নিগ্ধাকে বুঝতে পারে। আর ওর সাথেই নতুন করে সব শুরু করতে পারে।

_____________________

তীব্র অফিসের কাজ সেরে সবে ঘুমিয়েছে, হঠাৎ করে ফোন বেজে ওঠাতে বিরক্ত হয়ে উঠে ফোন হাতে নিয়ে দেখলো স্নেহার ফোন। এইসময় হঠাৎ স্নেহার ফোন পেয়ে বেশ অবাক হলো তীব্র। তবুও রিসিভ করে দুষ্টুমি করে বলল,

— ” খুব মিস করছিলে বুঝি?”

স্নেহা অস্হির কন্ঠে বলল,

— ” বাবা আমার বিয়ে ঠিক করছে তীব্র।”

তীব্র একটু মজা নিয়ে বলল,

— ” ওয়াও। খূব তাড়াতাড়ি একটা দাওয়াত পাবো তাহলে?”

স্নেহা কান্নামিশ্রিত কন্ঠে বলল,

— ” মজা করা বন্ধ করো। আ’ম সিরিয়াস।”

তীব্র বুঝতে পারলো যে স্নেহা যথেষ্ট সিরিয়াস ও মোটেও মজা করছেনা। তাই ঠিক করে উঠে বসে সিরিয়াস কন্ঠে বলল,

— ” মানে?”

স্নেহা কাঁদতে কাঁদতে বলল,

— ” বাবা আমার জন্যে ছেলেও দেখে ফেলেছে। ওনার অফিস ক্লাইনটের ছেলে। খুব তাড়াতাড়ি বিয়ের ডেইট ও ফিক্সট করে ফেলতে চাইছে।”

এটুকু বলে স্নেহা আবার কেঁদে দিলো। তীব্র উত্তেজিত হয়ে বলল,

— ” প্লিজ স্নেহা কান্না বন্ধ করো। বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে হয়নি এখোনো। তুমি কী আমাদের ব্যাপারে আঙ্কেল কে কিছু বলেছো? তোমার ভয় করলে বলো আমি নিজে কথা বলছি ওনার সাথে। ”

স্নেহা অস্হির কন্ঠে বলল,

— ” আমি বলেছি তীব্র। উনি আমাদের সম্পর্কটা মানছে না। বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমাকে ওনার দেখা ছেলেকেই বিয়ে করতে হবে।”

কথাটা শুনে তীব্র কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো,

— ” তুমি কী চাইছো এখন?”

স্নেহা নিচু কন্ঠে বলল,

— ” আমি আমার আব্বুর মতের বিরুদ্ধে কিছু করতে পারবোনা তীব্র।”

তীব্র ভ্রু কুচকে বলল,

— ” তারমানে তোমার বাবা বললে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে?”

স্নেহা ইতস্তত কন্ঠে বলল,

— ” আমি বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু..”

তীব্র একটা শ্বাস ফেলে বলল,

— ” তাহলে আর কী? ওল দা বেস্ট ফর ইউর ফিউচার ম্যারিড লাইফ।”

— ” তীব্র আমার কথা..”

স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিলো তীব্র। মেজাজ প্রচন্ড খারাপ হয়ে আছে ওর। নিজেকে কিছুতেই শান্ত করতে পারছেনা। এখন ওর নিজের ওপরই রাগ হচ্ছে যে ভালোবাসা নামক এই প্যারায় কেনো ফেঁসে গেলো?

_____________________

আজ সকালেই বাংলাদেশের ল্যান্ড করেছে আদ্রিয়ান, অনিমা, রিক, স্নেহা, আদিব আর অভ্র। ওরা সবাই একসাথেই ফিরেছে আর এয়ারপোর্ট থেকেই যে যার যার গন্তব্যে চলে গেছে। রিক অনিমাকে বিশেষ কিছু বলেনি তবে আসার সময় শুধু হাতটা ধরে বলেছিলো ‘ভালো থেকো।’ অনিমার রিকের দিকে তাকাতেই খারাপ লাগছিলো কিন্তু ওর কিছুই করার ছিলোনা।

রাতে আদ্রিয়ানের বাড়ির ছাদে বড় দোলনার ওপরে হেলান আছে আদ্রিয়ান। আর অনিমা ওর বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। খুব বেশি মিস করছিলো একে ওপরকে একয়দিন তাই আজ একে ওপরকে এতো কাছে পেয়ে মুহূর্তটা মনের মতো করে উপভোগ করছে। অনিমা চোখ খুলে আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে বলল,

— ” আপনি কিন্তু বলছিলেন যে ওখান থেকে ফিরে আপনার বাবা মার কাছে যাবেন আর সব ঠিক করে নেবেন।”

আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল,

— ” এসব কথা পরে বলি না।”

অনিমা জেদ ধরে বলল,

— ” নাহ আমি কোনো অজুহাত শুনবো না। ইউ প্রমিসড মি আদ্রিয়ান।”

আদ্রিয়ান মুচকি হেসে বলল,

— ” আচ্ছা ঠিকাছে। কালকেই যাবো আর ওনাদের হবু বউমাকেও ওনাদের দেখাতে হবে তাইনা?”

অনিমা আদ্রিয়ানের কথায় হালকা লজ্জা পেলো তাই চুপ করে মাথা নিচু রইলো। আদ্রিয়ান অনিমার চুলগুলো কানের পিঠে গুজতে গুজতে বলল,

— ” তুমি এতো লজ্জা কেনো পাও বলোতো? জানো তোমার এই লজ্জা পাওয়া মুখটা আমার বুকে গিয়ে লাগে? আর তুমি যদি আমাদের ফার্স্ট নাইটেও এরকমি লজ্জা পেতে থাকো তাহলেতো আমি তোমার এই মুখ দেখেই হার্টফেইল করবো।”

অনিমা উঠে চলে যেতে নিলেই আদ্রিয়ান ওর হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে বলল,

— ” কাল আমার বাড়িতে গিয়ে কিন্তু আরেকটা জিনিসও ঠিক করবো।”

অনিমা ভ্রু কুচকে বলল,

— ” কী?”

আদ্রিয়ান অনিমার কানের কাছে ফিসফিসয়ে বলল,

— ” আমাদের বিয়ের ডেট।”

অনিমা কিছু না বলে মাথা নিচু করে আদ্রিয়ানের বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে লাগল। আদ্রিয়ান অনিমার আলতো করে জরিয়ে ধরে বলল,

— ” আই লাভ ইউ।”

অনিমা কিছু না বলে চোখ বন্ধ করে ঐ ম্যাজিক্যাল তিনটে ওয়ার্ডকে উপভোগ করলো, কিন্তু আজকেও কোনো এক জড়তার কারণে বলতে পারলোনা না যে ‘ আই লাভ ইউ টু।’

_____________________

মিস্টার রঞ্জিত আর কবির শেখ মিস্টার রঞ্জিতের বেডরুমে বসে আছে। রিক দরজার কাছে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল,

— ” ডেকেছিলে?”

মিস্টার রঞ্জিত গম্ভীর কন্ঠে বললেন,

— ” ভেতরে এসো।”

রিক ভেতরে গিয়ে সোজা সোফায় গিয়ে বসলো। কবির শেখও গম্ভীরভাবে বসে আছে। মিস্টার রঞ্জিত রাগী কন্ঠে বললেন,

— ” কী শুরু করেছো কী তুমি?”

রিক আলসেমি ঝেড়ে অত্যন্ত নরমাল ভাবেই বলল,

— ” কী করেছি আমি সেটাতো বলবে?”

কবির শেখ এবার মুখ খুললেন। উনিও গম্বীর কন্ঠে বললেন,

— ” তুমি হাসান কোতয়ালের মেয়েকে ঐ আদ্রিয়ানের কাছে দিয়ে আসোনি?”

রিক এবারেও স্বাভাবিকভাবেই বলল,

— ” হ্যাঁ তো?”

মিস্টার রঞ্জিত ছেলের খাপছাড়া ভাব দেখে ভীষণ রেগে গিয়ে বললেন,

— ” ঐ মেয়েকে ছেড়ে দেওয়া মানে কী বুঝতে পারছো? ওর খোলা ঘুরে বেড়ানোটা আমার জন্যে কতোটা রিস্কি জানো না তুমি? ”

রিক ভ্রু কুচকে বিরক্তিকর কন্ঠে বলল,

— ” হ্যাঁ জানি।”

মিস্টার রঞ্জিত এবার আর বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়িয়ে রাগে ফুসতে ফুসতে বললেন,

— ” কী পেয়েছো কী তুমি হ্যাঁ? সবকিছু এতো নরমালি নিচ্ছো? অামাদের কথা চিন্তাও করছো না? আর তুমি নাকি ভালোবাসো ঐ মেয়েকে? তার কী হলো? উবে গেলো নাকি সব ভালোবাসা? আর আমার ছেলে হয়ে তুমি এতো সহজে হার মেনে নিলে?”

রিক এবার শব্দ করে হেসে দিলো। জোরে জোরে হাসছে ও। মিস্টার রঞ্জিত, কবির শেখ অবাক হয়ে তাকিয়ে রইলেন। রিক কোনোরকমে হাসি থামিয়ে বলল,

— ” কাম অন ড্যাড। তোমার কী মনে হয়? আমি এতো সহছে হার মেনে নেবো? আমি তোমার আর মামার দেওয়া শিক্ষায় বড় হয়েছি ড্যাড! যা করি ঠান্ডা মাথায় প্লান করেই করি। দেখো অনিমাকে এমনিতেও আটকে রাখতে পারতাম না আমি। তাই প্লান করে ওদের টিম জয়েন করলাম। যাতে ওরা কী করছে কী প্লান করছে কী চাল চালছে সবটাই বুঝতে পারি আমি। ওদের টিমে থেকেই ওদের মাত দেওয়াটা খুব সহজ হবে তাইনা? ওরা মাত হলেই তো সবকিছু আমাদের। আদ্রিয়ানও মরবে, প্রমাণ ও লোপাট হবে আর অনিমাও আমার হবে। ওরা না হয় বোকা তাই আমার নাটকটা বুঝতে পারলোনা, বিশ্বাস করে নিলো আমায় । বাট এই ছোট্ট বিষয়টা তোমাদেরও মাথায় ঢুকলোনা?”

মিস্টার রঞ্জিত আর কবির শেখ অবাক হয়ে তাকিয়ে রইলেন রিকের দিকে। এরপর দূজনেই হেসে দিলেন। মিস্টার রঞ্জিত হাসতে হাসতে বললেন,

— ” আমি তোমাকে বলেছিলাম না কবির ও আমার ছেলে। ওরকম বোকামি ও কোনোদিনও করবে না। দেখলেতো? ঠিক সেটাই হলো?”

কবির শেখ ও একটা স্বস্তির নিশ্বাস ফেলে বললেন,

— ” আরেহ আমি তাইতো বলি যে বাবাই এমন কেনো করবে? আমার আগেই বোঝা উচিত ছিলো যে এটা রিক চৌধুরী।”

রিক হেসে দিয়ে বলল,

— ” এক্সাক্টলি। তোমাদের আগেই বোঝা উচিত ছিলো আমি রিক চৌধুরী। রঞ্জিত চৌধুরীর রক্ত বইছে আমার শরীরে আর কবির শেখ এর শিক্ষা। কাউকে ছেড়ে দেই না আমি, কারো কাছে হার মানাতো দূরের কথা। আর এখনো তো অনেক হিসেব মেটানো বাকি।”

বলেই ওনাদের দিকে তাকিয়ে একটা হাসি দিলো রিক। মিস্টার রঞ্জিত আর কবির শেখ একই ভঙ্গিতে হাসলেন। যেটাকে বলা হয় বিজয়ের হাসি।

#চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here