#বাবুইপাখির_অনুভূতি🕊️পর্বঃ১৮।

0
602

#বাবুইপাখির_অনুভূতি🕊️পর্বঃ১৮
#লেখিকা:#তানজিল_মীম🕊️

_________________

‘ Are you crazy Aunty?’ তোমার মাথা ঠিক আছে ওই মেয়েটার সাথে আমি।’

প্রচন্ড অবাক আর বিষন্ন ভরা কন্ঠ নিয়ে কথাটা বলে উঠল আদ্রিয়ান মিসেস লিনাকে। আর আদ্রিয়ানের কথা শুনে মিসেস লিনা মুখ চেপে হেঁসে উঠলেন। মিসেস লিনাকে হাসতে দেখে আদ্রিয়ান সিরিয়াসভাবে বলে উঠল,

‘ তুমি আবারো হাসছো আন্টি?’

‘ হাসবো না তো কি করবো তুমি যেভাবে বলছো তাতে তো সেটাই মনে হচ্ছে।’

‘ তুমি আমার বিষয়টা বুঝতে পারছো না আন্টি?’

আদ্রিয়ানের এবারের কথা শুনে মিসেস লিনা তার চেয়ার থেকে উঠে আদ্রিয়ানের সামনে দাঁড়িয়ে বললো,

‘ তুমি বুঝতে পারছো না আদ্রিয়ান। তুমি তো সেইভাবে কখনো কোনো মেয়ের সংস্পর্শে আসো নি তাই হয়তো প্রথম ভালোবাসার অনুভূতি হচ্ছে?’

‘ তোমার মাথা খারাপ ওই মেয়েটার সাথে আমার এমন কোনো কিছুই নেই।’

‘ এক কাজ করো আদ্রিয়ান মেয়েটাকে বিয়ে করে নেও আইথিংক মেয়েটাকে বিয়ে করলেই তোমার রাতের সমস্যা কেটে যাবে।’

‘ তুমি আমার সাথে মজা নিচ্ছো আমি আর বিয়ে তাও আবার ওই মেয়েটাকে। আমার এখানে আসাটাই ভুল হয়েছে, থাকো তুমি এখানে আমি যাচ্ছি?’

‘ আরে আদ্রিয়ান রেগে যাচ্ছো কেন আমি তো মজা করছিলাম তবে এখন কিছু সিরিয়াসভাবে বলছি তুমি যেভাবে বলছো তাতে আমার মনে হয় তোমার প্রবলেমের সমস্যার সমাধানটা ওই মেয়েটাই করতে পারবে।’

‘ কিন্তু সেটা ওই মেয়েটাই কেন,আন্টি?’

আদ্রিয়ানের কথা শুনে মিসেস লিনা বলে উঠল,

‘ এর পিছনে দুটো কারন থাকতে পারে,আদ্রিয়ান।’

আদ্রিয়ান বেশ খানিকটা সিরিয়াসভাবে বলে উঠল,

‘ সেটা কি রকম?’

‘ one you love her or two তোমার ছোটবেলার সেই ভয়ংকর অতীতের সাথে কোনোভাবে মেয়েটা জড়িত।’

‘ এখন আমার কি করা উচিত,তবে?’

‘ আপাতত বেশি কিছু নয় ওর সাথে মেশো কথা বলো দেন জানতে চেষ্টা করো ঠিক কি ভাবে মেয়েটা তোমার সাথে জড়িত।’

‘ But Aunty i don’t like her?’

‘ সেটা তো তুমি অন্য কোনো মেয়েকেও লাইক করো না, তুমি যদি তোমার সমস্যার সমাধান চাও তাহলে ওই মেয়েটার হেল্প তোমার লাগবে আদ্রিয়ান?’ আইথিংক তুমি আমার কথা বুঝতে পেরেছো।’

উওরে আদ্রিয়ান কিছুক্ষন চুপ থেকে বললো,

‘ ওকে আন্টি, আজ আমায় যেতে হবে বাকি কথা পড়ে হবে।’

‘ ওকে মাই সান।’

উওরে হাল্কা হেঁসে বসা থেকে উঠে দাঁড়ালো আদ্রিয়ান। তারপর আস্তে আস্তে চলে গেল সে। এই মুহূর্তে আদ্রিয়ান কোনো কিছুই ভাবতে পারছে না আর। ‘আহির হেল্প লাগবে তার’– কথা ভাবতেই কেমন লাগছে আদ্রিয়ানের।’

‘ সে এটাই বুঝতে পারছে না আহিই কেন আন্টি কথা যদি ধরি তবে প্রথমটা লাভ এটা হওয়ার চান্স একদমই নেই কারন সে মটেও আহিকে ভালোবাসে না এটা নিতান্তই মনের ভুল আন্টির আর সেকেন্ড তবে কি আহি কোনো ভাবে আমার অতীতের সাথে জড়িত।’– এমন সময় আদ্রিয়ানের ভাবনার মাঝখানে ফোনটা বেজে উঠল তার উপরে নিলয়ের নাম্বার দেখে বলে উঠল সে,

‘ হ্যালো।’

আদ্রিয়ানের হ্যালো শুনে অপরপাশে নিলয় বলে উঠল,

‘ কোথায় তুই?’

‘ কেন কি হয়েছে?’

‘ কি হয়েছে মানে মিস্টার আশিকের সাথে আজ যে আমাদের মিটিং আছে ভুলে গেছিস তুই?’

নিলয়ের কথা শুনে সত্যি বিষম খায় আদ্রিয়ান কারন সে সত্যি ভুলে গিয়েছিল। আদ্রিয়ানকে চুপ থাকতে দেখে নিলয় বেশ বুঝতে পেরেছে আদ্রিয়ান সত্যি সত্যি ভুলে গিয়েছিল। নিলয় বেশ খানিকটা বিষন্নটা নিয়ে বলে উঠল আদ্রিয়ানকে,

‘ ইদানীং তোর কি হয়েছে বলতো, শ্রীমঙ্গল থেকে ফিরে আসার পর থেকেই কেমন একটা হয়ে গেছিস তুই?’

‘ আরে কিছুই হয় নি?’

হঠাৎই আদ্রিয়ানের চোখ তার সামনে থাকা বাচ্চাদের ওয়ার্ডের দিকে। কারন তাঁর মনে হলো এইমাত্র সে আহিকে দেখলো। আদ্রিয়ানকে আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগলো।’

আর এদিকে আদ্রিয়ানকে চুপ থাকতে দেখে বলে উঠল নিলয়,

‘ কি হলো আবার কথা বলছিস না কেন?’

নিলয়ের কথা শুনে আদ্রিয়ান তাঁর ফোনটা ঠিকভাবে কানের পাশে ধরে বললো,

‘ তোর সাথে আমি পরে কথা বলছি,

বলেই ফোনটা কেটে দেয় আদ্রিয়ান আর নিলয় দু’বার হ্যালো হ্যালো করে নিরাশ হয়ে ফোনটা রেখে দেয় তার প্যান্টের পকেটে তারপর হাঁটতে লাগলো সে মিনিং রুমে উদ্দেশ্যে। তবে সে ভেবে নিয়েছে আদ্রিয়ানের সাথে দেখা হলে আজ জেনেই ছাড়বে ‘কি হয়েছে তাঁর?’

এসব ভাবতে ভাবতে চলে যায় নিলয়।’

___

হা হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ান আহির দিকে। কারন তাঁর সামনেই পাঁচ সাত বছরের কিছু ছোট ছোট ছেলেমেয়েদের সাথে বসে হাসি ঠাট্টা করছে আহি। তবে আদ্রিয়ান আশেপাশের বাচ্চাদের দেখে যা বুঝলো এঁরা সবাই সিক। হয়তো আহি এই বাচ্চাদের ওয়ার্ডে পার্ট টাইম জব নিয়েছে। আহি হাতে একটা গল্পের বই নিয়ে পড়ছে আর বাচ্চাগুলো মন দিয়ে তাঁর কথাগুলো শুনছে। মাঝে মধ্যে গল্পের আলোকে হাসাহাসিও করছে তাঁরা। আদ্রিয়ানের বেশ লেগেছে বিষয়টা আনমনেই মুচকি হাসলো সে। হঠাৎই তাঁর পাশে এসে হাতে ব্যান্ডেজ করা একটা ছোট্ট মেয়ে এসে ধরলো আদ্রিয়ানের আঙুল। আচমকা কারো হাতের স্পর্শ পেতেই কিছুটা চমকে উঠলো আদ্রিয়ান পরক্ষনেই পাশ ফিরে একটা ছোট বাচ্চা মেয়েকে দেখে নিচে বসে পড়ে সে। আদ্রিয়ান বসতেই বাচ্চা মেয়েটি বলে উঠল,

‘ তুমি কে?’

আদ্রিয়ান মেয়েটির কথা শুনে মেয়েটির গালে হাত দিয়ে বললো,

‘ আমি আদ্রিয়ান আর তুমি?’

‘ আমি আরুশি।’

‘ ওহ খুব সুন্দর নাম তো তোমার।’

‘ তুমিও কি আমার মতো ব্যাথা পেয়ে এখানে এসেছো?’

উওরে আদ্রিয়ান হাল্কা হেঁসে বললো,

‘ হুম।’

‘ তাহলে তোমার হাতে এটা নেই কেন (হাতের ব্যান্ডেজটাকে দেখিয়ে)

‘ কারন আমি হাতে ব্যাথা পায় নি।’

‘ তাহলে তুমি কোথায় ব্যাথা পেয়েছো, জানো পাশের রুমে একটা বড় ডাক্তার আছে আমায় ইয়া বড় বড় ইনজেকশন দেয়।’

‘ সত্যি?’

‘ হুম জানো এই মাত্র আমাকে দিতে চেয়েছিল আমি দৌড়ে পালিয়ে এসেছি।’

মেয়েটির এবারের কথা আদ্রিয়ান একটু উচ্চস্বরে হেঁসে ফেললো। মেয়েটা দেখতে যতটা ছোট কথাগুলো যেন পাকা বুড়ি একজন। আদ্রিয়ানকে হাসতে দেখে মেয়েটি ঘোমড়া মুখ করে বলে উঠল,

‘ তুমি হাসছো কেন?’

‘ তোমার কথাগুলো এত মিষ্টি যে আমার খুব হাসি পাচ্ছে।’

‘ তুমিও না খুব সুন্দর আমায় বিয়ে করবে?’

মেয়েটির এবারের কথা শুনে আদ্রিয়ানের চোখ বড় বড় হয়ে যায় অবাক হয়ে বলে সে,

‘ কি?’

‘ আমার কথা বুঝো নি?’

আদ্রিয়ান বেশ মজা করে বলে উঠল মেয়েটিকে,

‘ তুমি তো আমার থেকে খুব ছোট,

‘ তাতে কি হয়েছে আমি যখন বড় হয়ে যাবো তখন তোমায় বিয়ে করবো?’

আদ্রিয়ান মেয়েটির কথা শুনে হাসতে হাসতে মেয়েটির গাল টেনে বলে উঠল,

‘ এত পাকা পাকা কথা কোথায় শিখেছো তুমি?’

এরই মাঝে সেখানে উপস্থিত হলো একজন নার্স সাথে একজন মহিলা হয়তো আরুশির মা। আরুশির মা দৌড়ে এসে বললো আরুশিকে,

‘ তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস চল আমার সাথে।’

মায়ের কথা শুনে আরুশি দৌড়ে গিয়ে আদ্রিয়ানের পিছনে দাঁড়িয়ে বললো,

‘ না না আমি যাবো না গেলেই আবার আমায় ব্যাথা দিবে।’

মেয়ের কাজে কিছুটা লজ্জা পেয়ে বলে উঠল আরুশির মা আদ্রিয়ানকে,

‘ প্লিজ কিছু মনে করবেন না ও আসলে..

আরুশির মা আর কিছু বলার আগেই আদ্রিয়ান বলে উঠল,

‘ ইট’স ওকে।’

এতটুকু বলে ঘুরে আরুশির দিকে তাকিয়ে বললো আদ্রিয়ান,

‘ এত ভয় পেলে চলে জানো তো আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন আমিও ইনজেকশনের ভয়ে এখানে ওখানে পালাতাম।’

‘ সত্যি।’

‘ হুম তা নয় তো কি? কিন্তু জানো পরে আমার ব্যাথা জায়গায় আরো অনেক ব্যাথা করতো তারপর আমার মা আমায় বুঝিয়ে সুজিয়ে ইনজেকশন দিয়ে দিতো। আর ইনজেকশন দিলেই আমার ব্যাথা কমে যেত।’

‘ না তুমি মিথ্যে বলছো,

এবার আদ্রিয়ান মেয়েটির কানে কানে বলে উঠল,

‘ তুমি তখন আমায় বলেছিলে না আমি তোমায় বিয়ে করবো কি না, এখন তুমি যদি ইনজেকশন দিয়ে সুস্থ না হও তাহলে আমি তোমায় কি করে বিয়ে করবো।’

আদ্রিয়ানের কথা শুনে মেয়েটি আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললো,

‘ আমি ইনজেকশন দিলে তুমি আমায় বিয়ে করবে?’

‘ অনেকগুলো চকলেট দিবো।’

আদ্রিয়ানের এবারের কথা শুনে মেয়েটি খুশি হয়ে বললো,

‘ সত্যি দিবে।’

‘ হুম তুমি গিয়ে ইনজেকশন দেও আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি।’

‘ তুমি সত্যি আনবে চকলেট, প্রমিজ।’

বলেই নিজের ডান হাতের শেষের আঙুলটা এগিয়ে দিল আরুশি আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানও মেয়েটির কাজ দেখে মুচকি হেঁসে নিজের আঙুল লাগিয়ে বললো,

‘ প্রমিজ।’

সাথে সাথে মেয়েটি দৌড়ে তাঁর মায়ের কাছে গিয়ে বলে,

‘ চলো তাড়াতাড়ি আমি ইনজেকশন দিবো।’

মেয়ের কথা শুনে আরুশির মা হাল্কা হাসলো আদ্রিয়ানের দিকে তাকিয়ে তারপর বললো,

‘ থ্যাংক ইউ!’

উওরে আদ্রিয়ান বলে উঠল,

‘ কোনো ব্যাপার না ওকে নিয়ে যান।’

উওরে মহিলাটাও আর কিছু না বলে মেয়েকে কোলে নিয়ে চলে গেল। আরুশি আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললো,

‘ আনবে কিন্তু?’

উওরে আদ্রিয়ানও মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হেঁসে বললো,

‘ হুম।’

অল্প কিছুক্ষণ পর আদ্রিয়ান ছোট্ট শ্বাস ফেলে একপলক তাকালো আহির রুমে দিকে। উল্টোদিক ফিরেই আগের মতো হাসাহাসি আর গল্প পড়তে ব্যস্ত আহি। আদ্রিয়ান আর বেশি কিছু না ভেবে বেরিয়ে যায় হসপিটাল থেকে।’

আদ্রিয়ান যেতেই আহি তার পড়া বন্ধ করে দিয়ে তাকালো আদ্রিয়ানের যাওয়ার পানে। অনেক আগে থেকেই আহি দেখেছে আদ্রিয়ানকে যখন আদ্রিয়ান বাচ্চা মেয়েটার সাথে কথা বলছিল সাথে এতক্ষণ আদ্রিয়ানের কাজগুলোও দেখেছে সে। আহি ভেবেছে আদ্রিয়ান হয়তো তাকে দেখে রেগে যাবে তাই সে চায় নি আর আদ্রিয়ানের দিকে। তবে আদ্রিয়ানের কাজ দেখে যেন সে মুগ্ধ প্রায়।’

কিছুক্ষনের মধ্যেই পুরো হসপিটালের বাচ্চাদের জন্য চকলেট পাঠালো আদ্রিয়ান। সাথে ওই মেয়েটাকে আলাদাভাবে কিছু চকলেটের প্যাকেট দিয়ে আবারো বেরিয়ে যায় সে। কারন নিলয় তাকে আবারো ফোন করে বলেছে সে যেন দয়া করে হলেও অফিসে আসে। তাই তাকেও ইচ্ছে না থাকা সত্বেও যেতে হচ্ছে?’ পুরোটা সময় আহি লুকিয়ে লুকিয়ে দেখেছে আদ্রিয়ানকে যেটা আদ্রিয়ান খেয়াল করে নি।’

____

লাইব্রেরিতে বসে আছে অথৈ। আজ প্রায় দু’দিন পর ভার্সিটি এসেছে সে। এখনও হাল্কা হাল্কা জ্বর আছে তাঁর। এমন সময় সেখানে আসলো নীরব…
!
!
!
!
!
#চলবে…..

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, জানি আজকের পার্টটা হয়তো ছোট হয়েছে তার জন্য সরি। আর কাল গল্পে একটুখানি রহস্য বের করে দিবো সবাই অপেক্ষায় থেকো]

#TanjiL_Mim♥️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here