#তোমাকে পর্ব 2.1

0
451

#তোমাকে পর্ব 2.1

অনিমা দাঁড়িয়ে আছে পার্কিং লটে I পার্কিং পার হয়ে রাস্তার ওই পারে ক্যাম্পাসের মূল ভবন I অনিমা দূর থেকে মুনির কে দেখলো I মূল ভবনের বড় দরজা থেকে বেরিয়ে বিদায় নিচ্ছে অন্যান্য প্রফেসর থেকে I তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় এসে দাঁড়ালো I অনিমা দূর থেকে দেখল ওকে রাস্তা পার হতে I মুনির দেখতে আগের মতোই আছে I বলতে হবে আগের চেয়ে আরো সুন্দর হয়েছে I অনেক বেশি হ্যান্ডসাম আর ম্যানলি দেখাচ্ছে I আগে কখনো ওকে ফরমাল ড্রেসে দেখেনি অনিমা I আজি প্রথম দেখল I ব্রাউন প্যান্টের সঙ্গে সাদা শার্ট তার উপর ডার্ক ব্রাউন ওভারকোট I ল্যাপটপ ব্যাগ টা বুকের এর কাছ থেকে আড়াআড়ি ভাবে একপাশে ঝোলানো I অবাধ্য চুলগুলোএখনো আগের মতই কপালের উপর ছড়িয়ে আছে I ওকে এগিয়ে আসতে দেখে অনিমা হাত নাড়লো I মনির বোধহয় প্রথমে অনিমা কে দেখে চিনতে পারিনি I একটুখানি থমকে গেল তারপর কাছে এসে হাসলো I অনিমা লক্ষ করল মনিরের সেই চিরচেনা হাসিটা আর নেইI কেমন ম্লান দেখাচ্ছে I যে হাসিটা দেখে একসময় অনিমা ওর হার্টবিট মিস করত I অনিমা সানগ্লাস খুলে রেখে হাসল I
কেমন আছো মুনির?
ভালো
চলো যাওয়া যাক এখানে অনেক রোদ I
অনিমা মুনীরকে গাড়িতে উঠতে ইশারা করলো I তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল I

মুনির সত্যিই প্রথম অনিমাকে দেখে চিনতে পারেনি I কত বছর পর I তা প্রায় এক যুগ I 12 বছর তিন মাস 21 দিন I এই হিসাবটা মনির ইচ্ছে করে রাখে না I কি করে যেন প্রতিদিন একটা করে দিন যোগ হয় I আর সংখ্যাটা বদলাতে থাকে I শুধু ওর নিজেরই বদলানো হয় না I

বিগত দিনগুলোতে চাইলেই ও অনিমার সঙ্গে দেখা করতে পারতো I ইচ্ছে করে করিনি I কি দরকার পুরনো ক্ষত কে জাগিয়ে তোলার I কিন্তু এবার মনে হল এটা শেষ হওয়া উচিতI হয়তো অনিমাকে এখনকার রূপে দেখলে আগের দৃশ্যপট ঝাপসা হবে I সেই এক যুগ আগের অনিমা হারিয়ে যাবে কোথাও যাকে আর ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা হবে নাI
মনির অনেকবার কল্পনা করেছে এখনকার অনিমাকে I মোটাসোটা গিন্নি গিন্নি চেহারা গা ভর্তি গয়না I কিংবা প্রবাসে এসে হঠাৎ বিদেশি হয়ে যাওয়া মেয়েদের মত মোটা শরীর নিয়ে পাশ্চাত্য পোশাকের প্রহসন I

কিন্তু সত্যি বলতে অনিমাকে দেখে একটা ধাক্কা খেয়েছে মনির I আগের মতন এলোমেলো অগোছালো অনিমা আর নেই I ওর মধ্যে এসেছে এক ধরনের ধারালো সৌন্দর্য এবং প্রখর ব্যক্তিত্ব I অনিমা একটা সাদার উপর নীল স্ট্রাইপ লং শার্ট পড়েছিল সাথে স্কিনি জিন্স I মাথায় আকাশী স্কার্ফ চোখে সানগ্লাসI গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল I ওর ছিপছিপে শরীরের সঙ্গে দারুন মানিয়ে ছিলো পোশাকটা I মনিরকে দেখে ও যখন সানগ্লাসটা খুলল মনির আরেকটা ধাক্কা খেলো I ওর সেই গভীর কালো চোখ দুটো যার দিকে তাকালে একসময় ও হারিয়ে যেত আজও তেমনি আছে I আজও তার রহস্য এতটুকুও কমেনি I শুধু তার বিষাদ যেন আরো একটু গভীর হয়েছে I

আমরা কোথায় যাচ্ছি? অনেকক্ষণ পর নীরবতা ভেঙে মুনির জানতে চাইল I অনিমা পাশে তাকিয়ে একটু হাসলো
তুমিতো বাসায় যেতে চাইলে না তাই অন্য জায়গায় নিয়ে যাচ্ছি I ভয় নেই সময়মতো হোটেলে পৌঁছে দেবো I মুনির আর কিছু বলল না I

অনিমা যেখানে গাড়ী পার্ক করলো সেটা একটা ট্রেন স্টেশনের পার্কিং লট I মুনির একটু অবাক হলো I
পার্কিং লটের ওইপারে রেললাইনI তার ও ঐ পারে জলরাশি দেখা যাচ্ছে I অনিমা নেমে বলল এস I ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল I তারপর মাটির নিচে দিয়ে রেললাইন পার হয়ে অন্য পাশে চলে গেল I জায়গাটা একটা ট্রেল এর মতন I একপাশে রেললাইন তারপর ট্রেল তার অন্য পাশে বিশাল লেক I যদিও এটা লেক তবে দেখলে মনে হয় সমুদ্র I যতদূর চোখ যায় নীল জলরাশি আকাশের সঙ্গে গিয়ে মিশে যায় Iট্রেল এর ধার ঘেঁষে পাথরের বিচ নেমে গেছে জল অবধি I সবচাইতে আশ্চর্য জিনিস হচ্ছে কিছুদুর পর পর লম্বা পাথরের দ্বীপের মতন নেমে গেছে জলের ভেতর I খুব বেশি হলে হাত চারেক চওড়া আর লম্বায় প্রায় 30 হাত I এই রকম একটা দ্বীপের দিকে ওরা এগিয়ে গেল I ওই পর্যন্ত পৌঁছতে গেলে অনেকটা পাথুরে পথ পার হয়ে আসতে হয় I অনিমা অভ্যস্ত পায়ে এগিয়ে গেল I ওর কাঁধে ব্যাগ পায়ে স্যান্ডেল তারপরও ওকে বেশ স্বচ্ছন্দ মনে হল I বোঝা যাচ্ছে এখানেও প্রায়ই আসে I মনিরের পরনে ফরমাল সু I তবে ও গ্রামের ছেলে এধরনের চড়াই-উৎরাই পার হয়ে ওর অভ্যেস আছে I অনিমা বললো সাবধানে এসো I ওখানে পৌঁছে অনিমা জুতা খুলে বসলো I তারপর উপরের দিকে তাকিয়ে বলল বস I মুনির বসল I দুপুর হলেও মেঝেটা বেশ ঠান্ডা I হয়তো জলের ধারে বলে I

জায়গাটা অসম্ভব নিরব I আশেপাশের লোকজন তেমন নেই I অনেকক্ষণ পর পর দুএকজনকে দেখা যাচ্ছে ট্রেল এর মধ্যে জগিং করতে I ট্রেনের শব্দ ভেসে আসছে সেটা ও অনেকক্ষণ পর পর I শুধু সাদা সাদা গাঙচিলেরা ট্যা ট্যা শব্দ করে যেন নীরবতাকে আরো বাড়িয়ে দিচ্ছে I সামনে স্বচ্ছ নীল বিস্তৃত জলরাশি শেষ প্রান্তে গিয়ে মিশেছে আকাশের সাথে I আকাশে সাদা মেঘের দল ভেসে বেড়াচ্ছে I কখনো সূর্যকে ঢেকে দিচ্ছে I জলের উপর একপাশে রোদ অন্য পাশে ছায়া সে এক অপরূপ দৃশ্য I অনেকক্ষণ ওরা দুজন সামনের দিকে চেয়ে বসে রইল I মুনির লক্ষ করল অনিমা অন্যমনস্ক হয়ে বসে আছে I ওর মাথার স্কার্ফ সরে গেছে I কপালের পাশ দিয়ে চুলগুলো বাতাসে উড়ছে I নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম জমেছে I অনিমা সামনের দিকে তাকিয়ে বলল
কি অপূর্ব তাই না
মনির যেমন চেয়ে ছিল তেমনি চেয়ে থেকেই বললো
সত্যিই অপূর্ব
অনিমা পাশ ফিরে তাকালো I একটু লজ্জা পেলে কি I হয়তোবা I কিন্তু চোখ সরিয়ে নিলোনা I মনির বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না I চোখ সরিয়ে নিল I যে চোখের মায়া কাটাতে ও এসেছে আবার সে চোখের মায়ায় ও জড়াতে চায় না I

চলবে….

প্রথম পর্বের লিংক

https://www.facebook.com/groups/Anyaprokash/permalink/1299859230529101/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here