#ভালবেসে_অবশেষেপর্ব: ৪
#নুশরাত_জেরিন
পরদিন সকালে ঘুম থেকে উঠেও মিলি একই দশা দেখতে পেলো। তার হাত পা আজও সিয়ামের ওপর তুলে দেওয়া। বেচারা ঘুমের ঘোরে তার হাত থেকে বাঁচতে হয়ত বিছানার কোনে আশ্রয় নিয়েছিল, তবু শেষ রক্ষা হয়নি৷ বিছানার একেবারে কিনারায় সিয়াম শুয়ে আছে, আর একটু হলেই ধপ করে নিচে পরবে। মিলি নিজের মাথায় গুতো দিলো। তার ঘুমোবার অভ্যাস খুবই বাজে। রাতে ঘুমালো সারা বিছানা জুরে ফুটবল খেলে বেড়ায়, এইজন্য নীরা কখনও তার সাথে শুতে রাজী হতো না। তারা দুজন ঘুমোতে দু’রুমে।
মিলির ঘুমোনোর এই অভ্যাসের জন্য নীরা প্রায়ই মজা করতো। বলতো, ”
বিয়ের পর বরকে লাথি দিয়ে মেরে দিস না যেনো! রাগী স্বামী কপালে জুটলে গালে দু’একটা পড়লেও পড়তে পারে।”
তখন কথাগুলো শুনে রেগে গেলেও এখন তার মর্ম হারে হারে বুঝতে পারছে মিলি।
এরই মাঝে সিয়ামের ঘুম ভেঙে গেলো। নিজের অবস্থান বুঝতে সে কিছু সময় থম মেরে রইলো। কাল রাতেও মিলি একই কান্ড করেছিল। তখন বুঝেও না বোঝার ভান করেছিল সিয়াম। কিন্তু আজ তাড়াতাড়ি উঠতে হবে। নামাজের সময় হয়েছে।
মিলির ভাবনার মাঝেই সিয়াম ঘুমজড়ানো গলায় বলল,
“গায়ের ওপর থেকে হাত পা সরাও, উঠবো আমি!”
সিয়ামের আওয়াজ পেয়ে তড়িৎ গতিতে উঠে পড়লো মিলি। অসস্থিতে তার শরীর ঝিমঝিম করছে।
সে ইতস্তত ভঙ্গিতে বলল,
“আপনি কিছু মনে করেননি তো?”
সিয়ামও উঠে বসলো।
‘না।”
“কিছুই না?”
সিয়াম তীক্ষ্ণ নজরে তাকালো।
মিলি আমতা আমতা করে বলল,
“না মানে আমি কিন্তু গায়ে পড়া টাইপ মেয়ে নই, আসলে একা একা ঘুমানোর অভ্যাস তো, তাই আরকি…..”
সিয়াম বিছানা ছেড়ে ততক্ষণে উঠে দাড়িয়েছে।
“হুমম, বুঝতে পেরেছি।”
কথাটা বলে সে আর দাড়ালো না। ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। মিলির নজর তখনও তার দিকে নিবদ্ধ।
….
এ বাড়িতে সকালে একেকজন একেক সময় নাস্তা করে। সিয়ামের সবকিছুই রুটিন মাফিক, তার সময়ের এদিক ওদিক হয় না। সে অফিস যাবার আগে নাস্তা সেরে ধীরে সুস্থে বাড়ি ছেড়ে বের হয়।
সৌরভ অফিস যায় দৌড়াতে দৌড়াতে। প্রায়ই তার ঘুম থেকে উঠতে লেট হয়। সে নাস্তা করে আর ড্রেস পরে একসাথে।
এ নিয়ে নীরার সাথে প্রায়ই সৌরভের ঝগড়া লেগে যায়। তাদের ঝগড়া থামান রেনু বেগম। তিনি বরাবরই বউয়ের সাপোর্ট নেন।
এ নিয়ে সৌরভের আক্ষেপের শেষ নেই। সে হতাশ সুরে বলে,
“বউমা পেয়ে ছেলেকে পর বানিয়ে ফেলে এমন শাশুড়ি বোধহয় তুমি একপিসই আছো মা! আসো ঝটপট তোমার পায়ের ধুলো দাও, নিজেকে ধন্য করি।”
মিলি নিজেও এ দুদিনে বুঝতে পেরেছে রেনু বেগমের মতো শাশুড়ী পাওয়া ভাগ্যের ব্যাপার। কী মিষ্টি সম্পর্ক তার আর নীরার। মিলিকে তিনি আপন করে নিয়েছেন।
কী ভালো ব্যবহার….
বিকেলে সৌরভ অফিস থেকে ফেরার পর মিলি তাদের রুমে গেলো। দরজায় নক করে বলল,
“আসবো সৌরভ ভাই।”
সৌরভ একগাল হেসে বলল,
“আরে বোনভাবি যে, এসো এসো।”
নীরা পাশেই বসে জামা কাপড় আলমারিতে তুলছিলো। মিলি কিছু বলার আগে সে বলল,
“বোনভাবি আবার কী?”
সৌরভ ব্যাখা করার সুরে বলল,
“বুঝলে না? তোমার বোন মানে আমার শালি হিসেবে তো মিলি আমার বোন হয় তাই না? এদিকে ভাইয়ের বউ হিসেবে ভাবি। তো একসাথে বোনভাবিই তো হলো বলো?”
নীরা ক্ষেপে উঠলো।
“কেনো? কাল ও যে তোমায় বলল ভাবী না ডাকতে! তবু কেনো বলবে? ফাইজলামি করো তাই না? সবসময় ফাইজলামির মুডে থাকা বের করছি তোমার। আর একবার এসব ফালতু ফাইজলামি করে দেখো…..”
নীরার ধমকে সৌরভ একটু চুপসালো। মাথা চুলকে বলল,
“আমি তো মহা জ্বালায় পড়লাম রে বাবা, ভাবী ডাকলে তোমরা রাগ করো আর বোন ডাকলে ভাইয়া রাগ করে। আমি কোনদিকে যাবো বলতো।”
মিলি বিস্মিত হয়ে হা করে তাকিয়ে রইলো।
নীরা বলল,
“কোন ভাইয়া রাগ করে সিয়াম ভাই?”
“তো আমার আর কয়টা ভাইয়া আছে শুনি?”
নীরা নিজেও অবাক হলো খুব। তবে মনে মনে খুশিও হলো। যাক সিয়াম ভাই একটু তো সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হচ্ছেন। নাহয় আস্তে ধীরেই হোক ক্ষতি কী! ওমন বিষাক্ত অতীত থেকে বেরুতে একটু তো সময় লাগবে।
মিলি নিজেও বেশ খুশি হলো। তবে প্রকাশ করলো না। বলল,
“যে যাই বলুক আপনি আমাকে মিলি বলেই ডাকবেন সৌরভ ভাই। ওসব উল্টো পালটা নামে মোটেও ডাকা চলবে না।”
একটু বাদেই সৌরভের ঘরে মিলির আবার ডাক পরলো।
নীরা বলল,
“তখন কী বলতে এসেছিলে বোন? না বলেই তো চলে গেলি।”
মিলি চেয়ার টেনে বসলো।
“ঘরে বসে বোর হচ্ছিলাম আপা, চল না একটু ঘুরে আসি? রাস্তার মোড়টায় একটা ফুচকার দোকান বসে জানিস?”
সৌরভ প্রায় লাফিয়ে খাট ছেড়ে নামলো।
“আরে এ কথা আমায় আগে বলবা না, ফুচকা আমার কত পছন্দ জানো? কলেজ লাইফে ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় কেউ আমায় হারাতে পারতো না।”
“কী আশ্চর্য! আপনি ফুচকা খান সৌরভ ভাই? আপনি না পুরুষমানুষ?”
নীরা ঠোঁট টিপে হাসলো। সৌরভও খানিক অপ্রস্তুত হাসলো।
“ফুচকার গায়ে পুরুষ, মহিলা লেখা থাকে নাকি শালিকা?”
মিলি নিজেও এবার হেসে উঠলো।
….
সিয়াম সিঙ্গেল সোফাটার উপর বসে ল্যাপটপ ঘাটছে। টি-শার্ট, টাউজারেও তাকে বেশ দেখাচ্ছে।
মিলি মিনিট দুয়েক দরজার কাছে দাড়িয়ে তাকে দেখলো।
সিয়াম সেদিকে না তাকিয়ে বলল,
“কিছু বলবে?”
মিলি হকচকিয়ে বোকা হাসলো। রুমে প্রবেশ করে কিছুটা দিধাদন্দ নিয়ে বলল,
“আমরা ফুচকা খেতে বাইরে যাচ্ছি, মানে আমি, আপা আর সৌরভ ভাই।”
সিয়াম ল্যাপটপ থেকে চোখ সরালো। চোখে সূচালো দৃষ্টি। বলল,
“আচ্ছা। ”
মিলি হতাশ হলো। লোকটা সবসময় এত অল্প কথা বলে….এভাবে কথা এগুনো যায়? আচ্ছা বলার পর কী বলা যায়? মিলি ভাবতে লাগলো।
সিয়াম বলল,
“আর কিছু?”
“আপনি যাবেন আমাদের সাথে?”
সিয়াম বেশ কিছুক্ষণ মিলির মুখপানে তাকিয়ে থাকলো। মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে অথচ এখন শীতকাল। ভয় পাচ্ছে নাকি? কাকে দেখে? সে সাথে গেলে মেয়েটা ঠিকমতো ইনজয় করতে পারবে তো? তাকে দেখলেই কেমন তটস্থ হয়ে থাকে।
সিয়াম আবার ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল,
“না, আমার কাজ আছে।”
মিলির কী যে খারাপ লাগলো। মুখের ওপর কেউ এভাবে না বলে? তাও আবার নতুন বউকে? ঠিক এইজন্যই মিলি আসতে চাইছিলো না, নীরাই জোর করলো। বলল, “সিয়াম ভাইকে একবার বল, একসাথে সবাই ঘুরে আসা হবে। দেখবি খুব ভালো লাগবে। সিয়াম ভাই তো কখনও এভাবে বেড়ায়নি, তেমন একটা বন্ধু বান্ধব ও নেই। সেইজন্য এমন গম্ভীর হয়ে থাকে। আমাদের সাথে গেলে তার মনটাও ভালো হবে।”
মিলি নীরাকে বকতে বকতে বেরিয়ে এলো। রেনু বেগম ড্রয়িং রুমেই ছিলেন। মিলির মলিন মুখ দেখে বললেন,
“মন খারাপ কেনো রে মা, নীরা বলল তোরা বাইরে ঘুরতে যাবি? তুই কী যেতে চাইছিস না?”
মিলি বলল,
“আমি না আন্টি, তোমার ছেলে যাবে না। আমি বললাম তবু না করে দিলো।”
রেনু বেগম মিষ্টি হাসলেন।
“এই সামান্য কারনে মন খারাপ করতে আছে? দাড়া, এক্ষুনি মন ভাল করার ব্যবস্থা করছি।
….
রেনু বেগম কী করলেন বোঝা গেলো না। তবে তিনি সিয়ামের রুম থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই সিয়াম রেডি হয়ে বেরিয়ে এলো। গম্ভীর গলায় বলল,
” চলো, কোথায় যাবে।”
,
চলবে…..