অভ্র নীল পর্ব-৩৫

0
591

#অভ্র_নীল
#শারমিন_আক্তার_বর্ষা
#পর্ব_35
______
পরেরদিন ভোরে সম্পূর্ণ সূর্যের আলো অভ্র আর নীল এর উপরে পরছে.!
দুজনেই উঠে সবার আগে রুমে চলে আসে আর ওদের কেউ দেখেও নাই।

সকাল ৯টায়..!

ব্রেকফাস্ট করে অভ্র তিয়া তিথি স্বপ্না আর নীল কে সাথে নিয়ে বেরিয়ে যায়। নীলকে কলেজ ড্রপ করে দিয়ে অভ্র তিয়া তিথি আর স্বপ্না কেউ ওদের বাড়িতে ড্রপ করে অফিসে চলে আসে।

২মাস পর….!

অভ্র আর নীল এর বিয়ের ৫মাস পূর্ণ হয়েছে। অভ্র আর নীল এর ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে একটু কমেনি বাড়ছে তো বাড়ছেই.! আগের ন্যায় প্রতিদিন অভ্র নীল এর চুল আঁচড়ে দেয় বেনি করে দেয় তেল দিয়ে দেয় মাঝে মাঝে নীল রাগ করে না খেলে অভ্র নিজ হাতে খাইয়ে দেয়। রাতে নীলকে নিজের মুখের মধ্যে নিয়ে ঘুমায় নীলকে জরিয়ে না ধরলে জেনো অভ্রর ঘুমই আসে না। আর নীল এর ও সেম অভ্রর বুকে মাথা না রাখলে জেনো ঘুমই আসে না।
মাঝে মাঝে অভ্র নীলকে কোলে তুলে নিয়ে রাতে সবাই ঘুমিয়ে গেলে পুরো বাড়ি হাঁটে.!
একদিন তো নীল জেদ করে আজ নীল অভ্রকে কোলে নিবে।
অভ্র লম্বা ৬’৪ ফুট আর ওয়েট ৭৪..!
আর নীল ৫’৪ ফুট আর ওয়েট ৫০..!
(এই মাইয়া এই হাতিরে কোলে নিবে কিভাবে কেউ আমাকে বোঝাও)
অভ্র হাজার বার বারণ করার পরও নীল কেনো কিছু শুনতে রাজি নয় কে শোনে কার কথা নীল কোলে নিবে তো নিবেই।
অভ্র- তোমার ভালোর জন্যই বলেছিলাম এখন তুমি যখন শুনবেই না তো নাও..!
নীল এক দীর্ঘ শ্বাস নিয়ে অভ্রকে কোলে নেওয়ার চেষ্টা করছে ১০ মিনিট হয়ে গেছে কোলে নেওয়া তো দূরের কথা একটু লড়াতেও পারছে না।
অভ্র- পারবে না আসো আমি তোমাকে কোলে নেই।
নীল- আমি তো নেবোই,,, হুহহহ আর নয়তো আমার নাম ও নীল নয়।।

নীল অনেক কষ্ট করে নিজের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে অভ্রকে একটু কোলে নিয়েছে সাথে সাথেই.!

নীল- ওরে মা গো ওরে বাবা গো. (চিল্লাচ্ছে কেনো বুঝতাছেন না তো বলছি শুনেন) অভ্রকে একটু উপরে তুলতেই নীল নিচে ফ্লোরে পরে যায় আর অভ্র নীল এর উপরে গিয়ে পরে।

তার ফল স্বরূপ।

নীল- আল্লাহ গো কি মোটু রে আল্লাহ গো আমি তো চেপ্টা হইয়া গেলাম রে ওরে আল্লাহ রে শরীরের সমস্ত হাড্ডি গুড্ডি ভাইঙ্গা গুঁড়া গুঁড়া হইয়া গেছে রে।

অভ্র নীল এর মুখ চেপে ধরে।
অভ্র- চুপচুপ এভাবে চিল্লালে কেউ চলে আসবে।
নীল অভ্র কে সরিয়ে দিয়ে। উঠে দাঁড়ালো।
নীল- এত বুটকু কেন তুমি?
অভ্র- আমি বুটকু না দেখাচ্ছি মজা!
নীল- কিসের মজা হাহাহা আমার কোনো মজা লাগবে না হিহিহি তোমার মজা তোমার কাছেই রাখো আমি তো গেলাম।

বলেই নীল পাশ কেটে চলে যেতে নিলে অভ্র নীল এর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নীল এর দুইগালে হাত রেখে নীল এর ঠোঁটে কিস করে বসে। নীলকে কোলে তুলে বেডে চলে যায় আর রুমের লাইটও অফ হয়ে যায়।

পরেরদিন সকালে আজও অভ্র নীলকে কলেজ ড্রপ করে দিয়ে অফিস আসে আর অফিস এসেই অভ্র আকাশ আর শুভর কাছ থেকে জানতে পারে অভ্র সহ আকাশ, ও শুভকেও অফিসের কাজের জন্য সিলেট যেতে হবে।

আর সেটা কালকেই.!
অভ্র অনেক আপসেট হয়ে যায় নীলকে ছেড়ে যেতে হবে ভাবতেই মুড অফ হয়ে যায়।

কলেজ শেষ হতে অভ্র নীলকে পিক করতে আসে কিন্তু প্রতিদিনের মতো আজ অভ্রর মুখে হাসি নেই আপসেট মনে হচ্ছে.!

নীল- অভ্র কি হয়েছে তোমাকে আপসেট দেখাচ্ছে?
অভ্র- নিশ্চুপ..!
নীল- কি হয়েছে বলো?
অভ্র রাস্তার পাশে গাড়ি পার্ক করে নেমে পরে নীল ও সাথে সাথে নেমে অভ্রর পেছনে হাঁটছে.

অভ্র নদীর সামনে এসে দাঁড়ালো পেছন থেকে নীল.!
নীল- কি হয়েছে বলো তো সাহি অভ্র.?
অভ্র নীল এর দিকে তাকিয়ে বললো।
নীল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্রর দিকে।
অভ্র- নীলপরী আমাকে কালকেই সিলেট যেতে হবে ১ সপ্তাহের জন্য অনেক জরুরি কাজের জন্য আমাকে আর আমার সাথে শুভ ও আকাশ কেও যেতে হবে।
নীল- ১ সপ্তাহের জন্য..?
অভ্র নীল এর চোখ বেয়ে পরা পানি মুছে দিয়ে।
অভ্র- আমার নীল পরীর চোখের পানি যে আমি একটুও সহ্য করতে পারি না নীলপরী আমি ১সপ্তাহ পর ফিরে আসবো তো।
নীল কেঁদেই ফেলেছে।
অভ্র নীলকে জরিয়ে ধরেছে আর আবোলতাবোল বলছে একটু নীলকে হাসানোর জন্য কিন্তু নীল কাঁদছে।
দু’জনেই আর বাড়ি ফিরে না সারাদিন বাহিরে ঘুরঘুর করে মৌমাছির মতো।

সন্ধ্যায় বাড়ি ফিরে আসে নীল এর মুড এখন ভালো নীলকে হাসতে দেখে অভ্র ও খুশি।

রাতে অভ্র সবাইকে জানিয়ে দেয় কালকে ওদের যেতে হবে এখন তো নীল সহ সবার মুড অফ..!
কিন্তু কিচ্ছু করার নেই।

রাতে অভ্র নীল এর মধ্যে আবারও দু্ষ্টামি শুরু হয়। হিহিহি

পরেরদিন সকালে,,,
অভ্র চলে যায়..!
নীল মুখ ফুলিয়ে রুমে দরজা বন্ধ করে বসে আছে ধ্যাত ভাল্লাগে না।

তারপর আর কি লিখমু ধ্যাত এখন আমারও ভাল্লাগে না।

২দিন পর রাতে..!
নীল শুয়ে শুয়ে বই পরছিলো হঠাৎ করেই নীল এর শরীর খারাপ করে।
মাথা ঘোরাচ্ছ কেমন জেনো লাগছে। তবুও সেদিকে পাত্তা না দিয়ে বই বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে।
রাত ২টা বাজে হঠাৎ নীল এর ঘুম ভেঙে যায়।
নীল বেডের উপর উঠে বসে। তারপর মুখ চেপে ধরে এক দৌঁড় দিলো ওয়াশরুমের দিকে..!
১০মিনিট পর নীল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নীল ঠিক মতো দাঁড়াতেও পারছে না।
কোনো রকম মাথায় হাত দিয়ে বেডের উপর বসলো কিন্তু নীল এর শরীর হঠাৎ করেই খারাপ কেনো হলে বুঝতে পারছে না নীল।
তারপর শুয়ে ঘুমানোর চেষ্টা করে কিন্তু অস্থিরতার জন্য নীল ঘুমাতেও পারছে না সাথে অসহ্যকর মাথা ব্যাথা মাথা ঘুরানো আর মাঝেমধ্যে ভমি ভমি ভাব.!
সারারাত পার হয়ে যায় নীল এর ঘুম আসে না। শরীর অনেক দূর্বল হয়ে যায় কারণ এরই মধ্যে নীল ৪/৫ বার ওয়াশরুমে গিয়েছিলো ভমি করার জন্য..
এদিকে ফজরের আজান দিচ্ছে নীল বেড থেকে উঠে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে ওযু করে বেরিয়ে আসে আর ৪রাকাত নামাজ আদায় করে নেয়।
নামাজ শেষ করে বেডে শুতেই নীল ঘুমিয়ে পরে।

সকালে নীল ঘুম থেকে উঠতে পারে না। মিসেস চৌধুরী ও নীলকে ডাকেন না কারণ আজ পর্যন্ত নীল লেইট করে ঘুম থেকে উঠে না আর আজ যখন উঠে নাই নিশ্চয়ই নীল এর শরীর ভালো না ভেবেই মিসেস চৌধুরী নীল কে ডাকে না।

নীল এর ঘুম ভাঙে সকাল ১০টায়.!
নীল ঘুমাচ্ছে পাশেই ফোন রিং হচ্ছে ৩বারের টাইমে নীল কল রিসিভ করে ফোনের ওপাশ থেকে।

অভ্র- গুড মর্নিং জানপাখি..!
নীল হাত দিয়ে চোখ ঢলতে ঢলতে
নীল- গুড মর্নিং.!
অভ্র- আজ এখনো ঘুম থেকে উঠোনি কেনো কলেজও যাওনি তোমার চোখ মুখ এমন লাগছে কেনো তুমি সুস্থ আছো তো নীলপরী?
নীল- আমি ঠিক আছি আমার আবার কি হবে?
(মিথ্যে বলতে বাধ্য হয়েছে কারণ নীল নিজেও জানে না ওর কি হয়েছে)
অভ্র- মিস করো আমাকে?
নীল- ২৪ঘন্টাই করি তো..! ইচ্ছে করে দৌঁড়ে তোমার কাছে চলে যাই.!
অভ্র- জানপাখি আমিও মিস করি তোমাকে অনেক বেশি এত দূরে আছি তবুও আমার মন তোমার কাছেই পরে আছে।
আচ্ছা তুমি কলেজ যাওনি কেনো আজ?
নীল- কয়টা বাজে কলেজ যাবো তো। হাত দিয়ে মুখের সামনে হাই তুলতে তুলতে বললো।
অভ্র- তোমার কলেজ যাওয়া সময় কি এখনো আছে দেখো তো কয়টা বাজে।
নীল- কয়টা বাজে আবার। বলেই মোবাইলে টাইম দেখতে ফোনের স্কিনে তাকালো।
নীল- ওত তেরি ১০ঃ২০ বাজে আর আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম আমাকে কেউ ডাক ও দিলো না।
নোট ফেয়ার।
অভ্র মুচকি হেসে।
অভ্র- তাহলে আজ আর কলেজ যাওয়া হলে না বাড়িতে থেকেই রেস্ট নাও..!
নীল- এই তুমি হাসবে না।
অভ্র- কেন কেন আমি হাসবো না কেন?
নীল- কারণ তোমার ওই দুষ্ট হাসি আমাকে পাগল করে দেয়। বলেই ফোন কেটে দেয়। বিছানার উপর ফোন রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়।
অভ্র

.
.
#চলবে …..?
.
“সবাই কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না..”
“হ্যাপি রিডিং”………
.
“কার্টেসী ছাড়া কপি করা নিষেধ”……… ❌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here