বাদলা_দিনের_কৃষ্ণচূড়া❤️-৬

0
374

#বাদলা_দিনের_কৃষ্ণচূড়া❤️-৬
#লেখনীতে:সারা মেহেক

প্রবাহমান হাওয়ার প্রবলতা বেড়ে চলছে। বৃক্ষরাজির পত্রপল্লব সে হাওয়ার তোড়ে সোঁ সোঁ শব্দে দুলুনি খাচ্ছে। চারপাশের বিস্তর ধানক্ষেতের অসংখ্য ধানগাছগুলো মধুর ধ্বনিতে নৃত্য করছে। প্রবাহমান হাওয়ার দাপটে উৎপন্ন শব্দসমূহ কানে এসে বাড়ি খাচ্ছে। বিস্তর অম্বরে মেঘপুঞ্জ গাঢ় বর্ণ ধারণ করেছে। যা আগাম সংবাদ হিসেবে বর্ষণের বার্তা বয়ে আনছে৷ মন জুড়ানো শীতল হাওয়ার স্নিগ্ধ অনুভবকে আশ্রিত করে ধানক্ষেতের আইল দিয়ে হেঁটে চলছে সুহানা ও নাজ। দুজনের মাঝে বিরাজ করছে বিস্তর নীরবতা। তারা দুজনে ব্যস্ত প্রকৃতির অপার মাধুর্যে মিশ্রিত শব্দধ্বনি উপভোগ করতে। সুহানা কান পেতে চারপাশে উৎপন্ন প্রতিটি ধ্বনি মনোযোগী হয়ে শুনছে। আর নাজ নতুনভাবে আবিষ্কার করছে প্রকৃতির অন্তরালে লুক্কায়িত কিছু শ্রুতিমধুর ধ্বনি৷ বেশ খানিক সময় পেরিয়ে গেলে প্রবাহমান হাওয়ার তোড় ক্ষণিকের জন্য শিথিল হয়ে আসে। সে সুযোগে সুহানার পিছু পিছু চলতে চলতে নাজ বললো,
” জানো সুহানা? শহরে এতো সুন্দর সুন্দর শব্দগুলো শোনার কোনো উপায় ছিলো না। কিন্তু গ্রামে এসে যে এতো দারুণ দারুণ শব্দ শুনে আমার অভিজ্ঞতার ঝুলি কিছুটা ভারী হলো। ”

নাজের কণ্ঠে ‘তুমি’ সম্বোধন শুনে খানিক বিরক্ত হলো সুহানা। তৎক্ষনাৎ ভারী অভিযোগের সুরে বলে উঠলো,
” আপনি আমাকে ‘তুমি’ বলে ডাকলেন কেনো? আমি কি আপনার পরিচিত?”

নাজ খানিক হাসার চেষ্টা করলো। ‘আপনি’ সম্বোধন উচ্চারণ করার অপারগতায় সে বললো,
” পরিচিত নও তো কি? আফটার অল আমরা সম্পর্কে বেয়াই হই। এখন প্রতিবার তোমার সাথে কথা বলার সময় কি ‘আপনি’ বলে কথা বলবো না কি? অদ্ভুত শোনায় না? আবার অল্পস্বল্প পরিচিতিতেও আমি কাউকে ‘আপনি’ বলতে পারি না। ‘আপনি’ সম্বোধন শুধু এক দেখার লোকদের জন্য আর মুরুব্বিদের জন্য। সো, সে হিসেবে তুমি এর কোনোটাতেই পড়ো না। তাই তোমাকে ‘তুমি’ বলে ডাকবো। ”

নাজের এ দীর্ঘ বক্তব্য শুনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো সুহানা। যারপরনাই হতাশার সুরে বললো,
” দুটো প্রশ্নের উত্তর হিসেবে এই লম্বা ভাষণ শুনতে চাইনি আমি। সংক্ষিপ্তভাবে বললেও হতো।”

সুহানার কথায় নাজ ঈষৎ লজ্জা পেলো। ঘাড়ে হাত বুলিয়ে সংকুচিত কণ্ঠে বললো,
” আসলে তোমাকে পুরোপুরিভাবে আমার কথা বোঝাতেই এতো লম্বা ভাষণ দিলাম। ইন শর্ট নিজের পক্ষে সাফাই গাইলাম আর কি। ”

নাজের শেষোক্ত কথায় সুহানা তৎক্ষনাৎ ফিক করে হেসে ফেললো। তবে আগ বাড়িয়ে বললো না আর একটি শব্দও। নাজ-ও কথা বাড়ালো না। কয়েক কদম যেতেই তারা ধানক্ষেত পেরিয়ে গ্রামে আধ পাকা পথে উঠে পড়লো। লাল লাল ইট দিয়ে গ্রাম্য রাস্তাটি তৈরী। হয়তো বছর পেরোতই এ পথটিকে রাস্তায় পরিণত হবে। গ্রামে লেগে যাবে আরেকটি শহুরে ছোঁয়া। যদিও আরো কিছুদূর যেতেই দেখা মিলবে নব্য শহুরে ছোঁয়া প্রাপ্ত গ্রাম্য রাস্তাটি। যে রাস্তা ধরে গড়ে উঠেছে গ্রাম্য বাজার। যে রাস্তায় চলাচল করে গ্রাম্য যানগুলো।

ইটের আশ্রয় গড়ে উঠা আধ পাকা রাস্তা ধরে হেঁটে চলছে সুহানা ও নাজ। আগে পিছে যানবাহনের দুঃশ্চিতা না থাকায় সুহানার পাশাপাশি হাঁটছে নাজ৷ তাদের গন্তব্য ঠিক কোথায় তা ঠাহর করতে না পেরে নাজ সুহানাকে জিজ্ঞেস করলো,
” আমরা এখন কোথায় যাচ্ছি?”

সুহানা খানিক ভেবে জবাব দিলো,
” যেদিকে চোখ যায় সেদিকে। ”

সুহানার এহেন জবাবে নাজ কিছুটা অপ্রতিভ হলো। জিজ্ঞেস করলো,
” গন্তব্যহীন যাত্রা?”

” হ্যাঁ৷ আপনার সমস্যা থাকলে বলুন। এখনই আমরা ফিরতি পথ ধরি। ”
এই বলে সে আড়চোখে নাজের দিকে চাইলো। মূলত সে চাইছে নাজ যেনো এ যাত্রা এখানেই থামিয়ে দিয়ে ফিরে যায়৷ কিন্তু তার এ ইচ্ছের উপর এক বালতি জল ঢেলে নাজ ভীষণ উদ্দীপ্ত গলায় বললো,
” অবভিয়েসলি নট। ফেরার কোনো প্রশ্নই আসে না৷ বরং এই গন্তব্যহীন যাত্রাই বেশি এঞ্জয় করা যাবে। ”

নাজের হেন কথায় ভড়কে গেলো সুহানা। চমকিত কণ্ঠে বললো,
” আপনার সত্যিই সমস্যা নেই? অনেকদূর হাঁটতে হবে কিন্তু। ”

নাজ মৃদু শব্দে হেসে উঠলো। বললো,
” আমার এতে কোনো সমস্যা নেই। আপনি যতদূর যাবেন, আমিও আপনার সাথে ততদূর যাবো।”

সুহানা মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করলো। অত্যন্ত নিচু স্বরে স্বগোতক্তি করে বললো,
” আচ্ছা মুসিবত ঘাড়ে চেপে বসলো দেখি!” এই বলে সে পায়ে চলার গতি বাড়িয়ে দিলো। নাজও নিজের গতি বাড়িয়ে দিলো।
আধপাকা সড়কের পাশ দিয়ে বেড়ে উঠেছে অসংখ্য আম গাছ। আম গাছগুলোয় অগণিত আম ঝুলে রয়েছে। হাওয়ার তালে তালে নিজেদের অবস্থাম শক্ত করে দুলছে তারা। সেই আম গাছের ফাঁকে ফাঁকে বেড়ে উঠেছে জারুল গাছ। সবুজ সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় দেখা মিলছে ঈষৎ গাঢ় বেগুনি রঙের ফুলের। নাম তার জারুল ফুল। কোমল ছয় পাপড়িতে গড়ে উঠা ফুলটি নাজের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হলো। সে তৎক্ষনাৎ গতিপথ থামিয়ে উৎসুকতার সহিত সুহানাকে জিজ্ঞেস করলো,
” এই ফুলের নাম কি? দেখতে তো ভীষণ সুন্দর! ”

সুহানা দাঁড়িয়ে গেলো। জারুল গাছের দিকে চেয়ে বললো,
” এই ফুলের নাম জানেন না আপনি? এটা জারুল ফুল। ”

” নাম শুনেছি। তবে আজই এর সাথে প্রথম দেখা। ইশ, এত্ত সুন্দর ফুলটা আগে দেখিনি কেনো!”

” দেখেছেন। তবে খেয়াল করেননি হয়তো। ”

” হয়তো বা। আচ্ছা, আমি যদি একটা ফুল ছিঁড়ে নেই তবে সমস্যা হবে?”

” কি সমস্যা হবে?”

” কেউ কিছু বলবে?”

” কে বলবে কিছু?”

নাজ প্রত্যুত্তর দেয় না। জারুল গাছের কাছে গিয়ে হাত উঁচিয়ে এক থোকা ফুল পাড়ার চেষ্টা চালায়। তার দেখে সুহানা বললো,
” সাবধান। ফুল ছিঁড়তে গিয়ে ভুল করে ফেলবেন না কিন্তু। একটু এদিক সেদিক হলেই আপনি সোজা ঐ জমিতে গিয়ে পড়বেন৷ আর জমির ধান নষ্ট হলে তার সব টাকা আপনাকে শোধ করতে হবে। শুনছেন আমার কথা?”

নাজ সুহানার কথাগুলো অগ্রাহ্য করে বরং নিজের কাজে মনোযোগ দিলো। হাত উঁচু করে শাখার ডগার প্রান্ত থেকে দু থোকা জারুল ফুল তুলে নিলো সে। ফুল তুলে এনে এক থোকা সুহানার সম্মুখ পানে ধরে বললো,
” নাও, এ ফুলটা তোমার।”

সুহানা ভ্রু জুগল কুঞ্চিত করলো। তৎক্ষনাৎ নাকচ করে বললো,
” আপনার ফুল আপনিই রাখুন। ”

” আমার কাছে এক থোকা আছে। আরেকটা তোমার জন্যই তো পাড়লাম। দেখো, তোমার হাতটা খালি খালি লাগছে।”

” খালিই থাকুক আমার হাত। যার ফুল তার কাছেই শোভা পায়। ”

” এখানে আমার নাম লেখা নেই৷ এতো কথা না বলে ফুলটা নাও তো। ”

নাজের জোরজবরদস্তিতে সুহানা বিনাবাক্যে জারুল ফুলের থোকাটি হাতে নিলো। অতঃপর নাজের অপেক্ষায় না থেকে হাঁটতে শুরু করলো। নাজ পিছন হতে দৌড়ে গিয়ে সুহানার পাশাপাশি হাঁটা শুরু করলো।

দূর গগনের গাঢ়ত্ব ক্রমশ বাড়ছে। মেঘপুঞ্জেরা দল বেঁধে একত্র হয়েছে। প্রবাহমান হাওয়ার দাপট পূর্বের তুলনায় কিছু বেড়েছে। ঝড়ের পূর্বাভাস দিচ্ছে বোধহয়। প্রকৃতির রূপ বদল দেখে সুহানা খানিক চিন্তিত হলো। ক্ষীণ উদ্বিগ্ন কণ্ঠে নাজকে বললো,
” ঝড় হবে বোধহয়৷ ফিরে যাবেন?”

নাজ জবাব দেওয়ার পূর্বে এক নজর আকাশের দিকে চাইলো। পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করে সুহানাকে বললো,
” এতো দূর চলে এসেছি। আবার ফিরে যেতে ইচ্ছে করছে না। ঝড়ের সময়টুকুতে অন্য কোথায় দাঁড়িয়ে থাকলে ভালো হতো। পরে না হয় ঘুরলাম।”

সুহানা নাজের কথা নিয়ে আর ঘাটাঘাটি করলো না। কারণ এ দমকা হাওয়ার ঝড়ে তার কোনো সমস্যা নেই। তবে শহুরে আদলে গড়ে উঠা নাজের দেহখানা এ ঝড় সইতে পারবে কি না তাই ভাবছিলো সে। তবে নাজ যেহেতু বলেছে তার কোনো সমস্যা নেই সেহেতু সুহানার আর কিছু করার নেই। তারা হাঁটতে হাঁটতে রাস্তা পেরিয়ে জমির মাঝে চলে এলো। হঠাৎ অদূর হতে মেঘের গর্জন শোনা গেলো। সুহানা তা কান পেতে শুনলো। তৎক্ষনাৎ সাগ্রহের সহিত নাজকে জিজ্ঞেস করলো,
” বিদ্যুৎ চমকানো শুনতে পেলেন?”

নাজ কান পেতে শুনতে চাইলো। কিন্তু পারলো না। বললো,
” নাহ। শুনতে পেলাম না।”

সুহানা খানিকটা বিরক্তি প্রকাশ করে বললো,

” এখন শুনতে পাবেন কি করে। কিছুক্ষণ আগেই তো হলো। আপনার মন কোথায় ছিলো?”

নাজ মাথা চুলকিয়ে
” ইয়ে মানে, আমি প্রথমবার শুনিনি আর কি। জমিটা দেখছিলাম তো। তাই ওদিকে মন দিতে পারিনি। ”

তৎক্ষনাৎ সুহানা সন্দেহাজনক কণ্ঠে জিজ্ঞেস করলো,
” জমি কেনার প্ল্যানিং করছেন না কি?”

নাজ সশব্দে হেসে বললো,
” কি যা তা বলছো। ভাইয়ের বিয়েতে এসে আমি জমি কিনতে যাবো কেনো? আমি তো এমনিই চারপাশের পরিবেশটা দেখছিলাম। ”

নাজের কথা শেষ হতে দেরি হলো তবে অকস্মাৎভাবে ঝড় আরম্ভ হতে দেরি হলো না। অঘোষিতভাবে প্রচণ্ড জোরে ঝড় আরম্ভ হলো। মনে হলো, দমকা হাওয়ার দাপটে মুহূর্তেই সবকিছু উড়িয়ে নিয়ে চলে যাবে। ঝড়ের তোড়ে সুহানা ও নাজ ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারলো না। আশ্রয়ের জন্য সুহানা অদূরে অবস্থিত টিনের চালের একটি বিরাট খেলাঘর দেখতে পেলো। সে নাজকে নিয়ে দ্রুত সেই টিনের চালের নিচে চলে এলো। মাটির উপর চারপাশে চারটি বাঁশ ও মাঝ বরাবর দুটো বাঁশ দিয়ে খেলাঘরটি ভারসাম্য নিয়ে দাঁড়িয়ে আছে। ঘরের পিছনের এক পাশে রয়েছে বাঁশের মাচা। যেটিতে বসার মতো জায়গা বানানো। ঘরের চারপাশে নেই কোনো বেড়া বা টিনের চাল। ফলে প্রলংকারী হাওয়া ঘরের এপাশ হতে ওপাশ অতিক্রম করতে পারছে। ফলে ঝড় হতে বাঁচার জন্য আশ্রয় নিলেও সে আশ্রয় প্রকৃত আশ্রয় হলো না।

এদিকে ঝড়ের তাণ্ডবে জমির মাঝে অবস্থিত আম গাছগুলো হতে আম পড়তে লাগলো। এতো আম পড়তে দেখে সুহানার আম কুড়ানোর বড্ড লোভ জাগলো মনে। তার এ লোভকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে তৎক্ষনাৎ তুমুল জোরে বৃষ্টি নামতে আরম্ভ হলো। বড় বড় ফোঁটার বৃষ্টি টিনের চালে পড়ার ফলে তা হতে উৎপন্ন শব্দে চারপাশ ভোঁতা হয়ে এলো। এদিকে দমকা হওয়ার শব্দ। ওদিকে বৃষ্টির শব্দ। নাজ বাতাসের তোড়ে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারলো না। এরই মাঝে সুহানা গলার স্বর উঁচু করে নাজকে জিজ্ঞেস করলো,
” আম কুড়াতে যাবেন? ”

প্রচণ্ড বৃষ্টি ও হাওয়ার দাপটে সুহানার কথা স্পষ্টরূপে নাজের কর্ণগোচর হলো না। সে সুহানার কথা শোনার চেষ্টায় বললো,
” কি বললে? শুনিনি। আরেকবার বলো। ”

সুহানা নাজের দিকে কিঞ্চিৎ এগিয়ে এসে নাজের কান বরাবর বললো,
” আম কুড়াতে যাবেন?”

” এই ঝড়ের মধ্যে? আম যদি গায়ের উপর ধুমধাম করে পড়ে?”

” এখন যাবো না। বাতাসের গতি একটু কমলে তবেই যাবো। ততক্ষণে সব আম নিচে পড়ে যাবে।”

নাজ প্রত্যুত্তর করলো না। দমকা হাওয়ায় তার পরনের পোশাক সম্পূর্ণ ভিজে গেলো। সুহানার অবস্থাও একই হলো। এরই মাঝে ধীরেধীরে কমে গেলো ঝড়ের গতি। তবে বৃষ্টির গতি পূর্বের ন্যায় রইলো। ঝড় কমতে দেখে সুহানা দৌড়ে খেলাঘরের সামনের আম গাছটির নিচে চলে এলো। তার পিছু পিছু চলে এলো নাজও। আম গাছের নিচে তাদের পৌঁছাতে পৌঁছাতে কোথা থেকে যেনো দু চারটা ছেলে মেয়ে ছুটে এলো আম গাছের নিচে। তাদের উদ্দেশ্য সুহানার মতোই। আম কুড়ানো। আগত বাচ্চাদের দেখে সুহানা দ্রুত ঝুঁকে আম কুড়াতে শুরু করলো। তার সাথে পাল্লা লাগলো বাচ্চাগুলোও। এদিকে প্রচণ্ড বর্ষণে ঝাপসা হয়ে আসছে চারপাশ। বৃষ্টির শীতল ছোঁয়ায় কেঁপে উঠছে নাজ। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিস্মিত নয়নে সে সুহানার ও সেই বাচ্চাগুলোর আম কুড়ানো দেখছে। সে এমন চাহনিতে চেয়ে আছে যেনো আম কুড়ানোর দৃশ্য এ পৃথিবীর আশ্চর্যপূর্ণ দৃশ্যগুলোর একটি।

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here