মেজেস্টার_স্বামী Part-16 Writer- Sarmin.

0
529

#মেজেস্টার_স্বামী
Part-16
Writer- Sarmin.

মেছেজ টা আমাকে অবাক করে দিলো একটা রং নাম্বার থেকে I Love You লিখা।

অবাক করা কান্ড হলেও অবাক হলামনা,হয়তো কেউ ভুলকরে দিয়েছে। এমন সময় স্যার এর আগমন,

>কি মেঘ ভারসির্টির প্রথম দিন কেমোন কাটলো।

ভালো তা আপনার আসতে দেরি হলো কেন।আমাদের নিয়ে আসার কথা ছিলো না আপনার।

> আসলে আমার একটা জরুলি মিটিং ছিলো তাই আসতে পারিনি, আমিতো নিসি কে কল করেছিলাম
তোমার মোবাইল না কি বাসায় রেখে গিয়েছিলে।

যাই হোক অনেক রাত হয়েছে খাবার খেতে চলেন।

খাওয়া শেষে ঘুম, ঘুম শেষে সকাল।

নিসি,,,,,ভাবি তুমি তারা তারি রেডি হও না হলে ভাইয়া আমাদের না নিয়েই চলে জাবে।

আমি রেডি হয়ে আসলাম গাড়ির সামনের সিটে বসলাম স্যার এর পাশে নিসি পিছনের সিটে।
স্যার আমার দিকে তাকিয়ে কিছুখন কি জেনো ভাবছে কিছুখন পরে ওনি যা করলেন তা আমি মোটেও ভাবতে পারি নি।

স্যার আমাকে একটা চুমু দিলেন। আমি অবাক হয়ে পিছনে নিসির দিকে তাকালাম নিসি মোবাইল টিপায়
ব্যস্ত তাই স্যার এর একান্ড দেখতে পায়নি।

আমি লজ্জায় নিচ দিকে তাকালাম স্যার গাড়ি চালাতে লাগলেন আমরা ভারসির্টির সামনে চলে আসছি।

স্যার আমাদের নামিয়ে দিয়ে চলে গেলেন। দু এক পা হাটতেই আবির এর সাথে দেখা। নিসি তো আবির এর সাথে হাগ করে নিলো ওনাদের নাকি মোবাইল নাম্বার আদান প্রদান করা হয়ে গেছে।

আবির আমার সাথে হাগ করতে আসে কিন্তু আমি সরে দ্বারাই।

আবির এর হাব ভাব দেখে বুঝা যায় ও কোন বড় লোকের ছেলে।.আর আমার আগে থেকেই বড় লোকের বকাটে ছেলে দের প্রতি এলাজির রোগ আছে।তাই আবির এর থেকে দূরে থাকাটা বেসিই ভালো।তবে আবির কে বকাটে টাইপের মনে হয় না।

যাই হোক ননদের ভালোবাসা বলে কথা তাই ভালো আছো বলাটা প্রয়োজন মনে করলাম।

তবে আবির আমাদের খুব খেয়াল রাখে। এক প্রকারের বন্ধু হয়ে গেছে আমাদের।

★*******************

এভাবে আমাদের প্রথম বর্ষ শেষ হয়ে জায়। আজ আবির এর জন্ম দিন এর পার্টিতে আমাদের ইনভাইট করেছে। আমি নিসি আর সাথে আমাদের মেজেস্টার সাহেব।

>ও আপনাদের তো বলতেই ভোলে গেছি সেই রং নাম্বর টা থেকে আমাকে প্রায় সময় ভালোবাসা নামক মেছেজ আসতো।কিন্তু আমি কল করলে বন্ধ বলত।

তবে স্যার আবির এর বাসায় জেতে রাজি হওয়ার মানিটা আমি ঠিক বোঝতে পারলাম না।নিসির কাছে পরে জানতে পারি।সবার আগে গল্প পড়তে গল্পগুলো ভালোবাসার পেজে লাইক দিন. নিসি আবির কে ভালোবাসে তা স্যার এর কাছে বলেছে তাই স্যার আবির কে আর ওর ফেমেলির সবাই কে দেখতে জাবে।

জাই হক অব শেষে আবির এর বাড়ির সামনে আমরা নামলাম একি এটা বাড়ি না রাজপ্রাশাদ ঠিক বোঝতে পারছি না।

সামনে জেতেই বেশি অবাক যে সবাই আমাদের জন্য ফুল নিয়ে দারিয়ে আছে।আবির এর বাবা মা ও।

চলবে,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here