তোর দিওয়ানা শুধুই আমি😎 #My madness love😍 #লেখিকা_তামান্না #পার্ট_23(রহস্য উদঘাটন~01)

0
402

#তোর দিওয়ানা শুধুই আমি😎
#My madness love😍
#লেখিকা_তামান্না
#পার্ট_23(রহস্য উদঘাটন~01)

সালমান তামান্নার সাথে অনেকক্ষণ নদীর এখানে সময় কাটিয়ে নৌকা ঘুরিয়ে নে। তামান্নাও আর কিছু বলি নি কেনোই বা সালমান কাঁদতে চেয়েছিলো।

সালমান নৌকা মাঝের ধারে নিয়ে এসে বেঁধে দেয়। সে নেমে তামান্নার সামনে হাত উঠিয়ে দেয়। সেও সালমানের হাত ধরে নিচে নামে। কিছুক্ষণের মধ্যেই তামান্নাকে নিয়ে সে পুরাতন বাংলোর সামনে আসে। সে বাংলো টা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। কেননা বাংলোটা দেখতে খুবই ভয়ানক অন্ধকার,নোংরা তে ভরা।

তামান্না কাঁপাকাঁপা কণ্ঠে তাকে জিগ্গেস করে ::: আ…আমরা এখানে কেনো এলাম??

সালমান বুঝতে পারছে সে ভয় পাচ্ছে। কিন্তু সে তাই ই চাই এই মুহুর্ত এ। সে তামান্নাকে শক্ত করে ধরে বলে ::: এতো ভয় পেলেও হয়না জান (গম্ভীর কণ্ঠে চোখ ঘুরিয়ে বলে)

~তামান্না আজ তোমাকে তোমার ফেভারিট ডির্স খাওয়াবো(মুচকি হেসে সালমান বলে)

তামান্না ভ্রু কুচকে বলে ::: মানে??

সালমান নিজের মাথা নাড়িয়ে বলে ::: উহ হুম কিছু না চুপচাপ বসো। আমি আসছি!

এই বলে সালমান তাকে রেখে ভেতরে চলে যায়। তামান্না কি করবে বুঝতেছে না। অন্ধকারময় রুমে সে একলা বসে আছে। কেউই নেই। প্রায় এিশ মিনিট সেভাবেই থাকার পর হঠাৎ বাংলোর উপরের সাইড থেকে কারো আওয়াজ ভেসে আসতে থাকে।

তামান্না কিছুটা ভয় পেয়ে যায়। সে জোরে জোরে সালমানকে ডাকতে থাকে। কিন্তু কিচেনের সাইড থেকে কোনো আওয়াজ আসে না। সে ঘাবড়ে মনে মনে বলে….

~~ উপরের থেকে সাইন্ড আসতেছে কিন্তুু কিচেনের থেকে কারো সাউন্ড আসতেছে না কেনো? সালমান ঠিক আছে তো নাকি কেউ ওকে???(চিন্তিত হয়ে ) না না আমার যেয়ে দেখতে হবে।

তামান্না ব্যাগ থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আগে কিচেনের দিকে যায়। সেখানে যেয়ে দেখে পুরো কিচেন ফাঁকা। সবগুলো অগোছালো। কোনো ধরনের জিনিসই এখানে নেই।

তামান্না কিচেনের অবস্থা দেখে মনে মনে বলে ::: এ কি সালমান তাহলে কিচেনে কেনো এসেছিলো? আর আসলেও বের হয়ে গেলো কোথায়? কেউ কি কোনো গেইম খেলতেছে আমার সাথে?!

সালমান আড়াল থেকে তামান্নার পিছু নিচ্ছে। সে তামান্নার সব কথা শুনতে লাগে আর মনে মনে বলে ::: বেবি কষ্টের জন্যে রেডি হয়ে থাকো। আমি জানি তোমার খুব কষ্ট হবে। তবে তোমার কষ্ট দূর হওয়ার জন্যেই এমন করতেছি। চিন্তা করো না আমি তোমার সাথে আছি। কিছুই হতে দেবো না(বাঁকা হেসে একশ্বাস ফেলে)

তামান্নার হঠাৎ কটকা লাগলো। কেউ যেনো তাকে দেখছে তার কথা শুনছে। এমন অনুভূতি গ্রাস করতে থাকে তার মনে। সে পিছে ঘুরতেই সালমান নিজেকে হাইড করে ফেলে। সে পিছে ফিরে ডাক দেয়..

~~ সালমান আপনি কি ওখানে আছেন? দেখেন মজা করবেন না। আমি কিন্তু সিরিয়াস ! আপনি বের হোন নইতো আমি এখনই চলে যাচ্ছি।

সালমান আড়াল থেকে তামান্নার সব কথা শোনে মনে মনে বলে :: না না একে যেতে দেওয়া যাবে না। এতোবছর এই দিনটার অপেক্ষায় ছিলাম। সব সত্য তোমার থেকে জানতে হবে! আমি কে আর……(বাকিটা বলতে গিয়ে চোখজোড়া লাল হয়ে যায়। রাগী ভাবে বলে) সম্রাট কে কে এই মাফিয়া??

সালমান তার পকেট থেকে রিমোট কন্ট্রোলার বের করে উপরের দিকে তাকিয়ে রিমোটটা ক্লিক করে।

তামান্না সালমান যেখানে দাঁড়িয়ে ছিলো। সেখানে ধীর পায়ে হেঁটে আসতেছিলো। হঠাৎই উপরের দিক থেকে সাউন্ড বেড়ে যায় আর জোরে জোরে তামান্নার নাম ডাকতে থাকে। তামান্না সালমানের কথা ভেবে উপরের দিকে দৌড় দেয়।

🌿🌿

নীল মেয়েটাকে বলে ::: তুমি কে সত্যি করে বলো?? আর কেনোই বা আমার সাথে ডিল করতে চাও! টেল মি?

মেয়েটা এবার নিজের মাস্ক খুলে নীলের দিকে তাকায়। নীল মেয়েটাকে দেখে শকড হয়ে যায়। মেয়েটা শয়তানি হেসে বলে ::: এবার তো অবশ্যই চিনতে পেরেছো আমাকে??

নীল একরাশ আনন্দ হয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। মেয়েটাও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ::: তুই কেন ওই মেয়েটাকে ভালোবাসিস? সে তোর উপযোগী?

নীল তাচ্ছিল্যের হাসি দিয়ে মেয়েটাকে ছেড়ে বলে :: দোস্ত আমার প্রিয়া তুই এভাবে বলতে পারলি?? তুই জানিসই তো আমি কতো ভালোবাসি তামান্নাকে তাই এই সাতবছর ধরে কতো কিছুই না করলাম! এই সালমানকে মেরে ফেললাম। কিন্তু মারার পর দেখি আরো দুইজন নতুন শএু হাজির হলো। নিলা আর এই সম্রাট মাফিয়া।

প্রিয়া তার সামনে এসে বলে ::: মাফিয়া সম্রাট অন্যকেউ সে তামান্নার দিওয়ানা সালমান।

নীল শোনে তার দিকে ঘুরে রাগী কণ্ঠে বলে ::: ওয়াটটট?? এটা সম্ভব না ! সালমান মরার থেকে বাঁচতে পারবে না। তাকে নিজ হাতে মেরে শেষ করেছি। সে কিভাবে আসতে পারে??

প্রিয়া বাঁকা হেসে বলে ::: দোস্ত এটা দুনিয়া। এখানে মরতে যেমন টাইম লাগে না তেমন বাঁচতেও টাইম লাগে না। হয়তো তুই তাকে মেরে ফেলছিলে। কিন্তু অন্যকেউ তাকে বাঁচিয়েছে।

নীল রেগে গাড়ির গ্লাসের ঘুষি দেয় আর চিৎকার করে বলতে লাগে ~না না না সালমান ফিরে আসতে পারে না। সে আবারো আমাকে আর তামান্নাকে আলাদা করতে আসলো। নো নেভার। তখন বেঁচে গেছে কিন্তু এখন আর বাঁচবে। এবার গুটি আমি চেন্জ করে দেবো।

প্রিয়া নীলের কাছে এসে বলে ::: হাইপার হবি না। যা করবি চিন্তা ভাবনা করে করবি। আর আমি তোর সাথে আছি।

নীল নিজে নিজেই শয়তানি হেসে প্রিয়ার দিকে ঘুরে বাচ্চাদের মতো ফেস করে বলে :: হ্যাঁ রে দোস্ত। তুই না থাকলে আমি কিভাবে এতো দূর এগোতাম(মুচকি হেসে)। তুই তো আবার ঐ সালমানের রোয়েন এর সাথে…..(প্রিয়া স্টোপ করে বলে)

~ হুম বেডপার্টনার রোয়েনের আর সেই রাতের কথা ফাঁস করার আসল টাইম আসতেছে !(ডেভিল স্মাইল দিয়ে)

নীল ভ্রু কুচকে বলে ::: কোন টাইম??

প্রিয়া ::: তোর আর নিলার বিয়ের দিন।

নীল হু হা করে হেসে বলে ::: ওয়াও দোস্ত গ্রেট আইডিয়া। খেলা জম্মবে। আর আমিও দেখি নিলা কিভাবে আমার সাথে বিয়ে করে। তার সাথে কি হতে চলেছে। সে কল্পনাও করতে পারবে না(ডেভিল স্মাইল দিয়ে)

প্রিয়া নিজের মাথা নাড়িয়ে নীলের সাথে অট্টহাসি দেয়।

🌿🌿

মিসেস নাইমা নিজের রুমে বেডের মধ্যে বসে আছে। মুখটা উদাসীন করে। তিনি বার বার তার সামনে থাকা ড্রয়ারে তাকিয়ে যাচ্ছে। কিন্তু সাহস পাচ্ছে না সেখানে গিয়ে ড্রয়ারটা খুলতে।

মিস্টার আসহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মিসেস নাইমা কে উদাস বসে থাকতে দেখে উনার পাশে এসে বসে বলে ::::: কি হলো মিসেস খানের?? এভাবে রাণীটা মুখ খারাপ করে বসে আছে??

মিসেস নাইমা মিস্টার আসহানকে জড়িয়ে বলে ::: আমি তামান্নার কথা ভাবতেছি।

মিস্টার আসহান শুনে ভ্রু কুচকে চোখ রাঙিয়ে ::: তামান্নার ব্যাপারে কি ভাবতেছো আবার???

মিসেস নাইমা হাতের ইশারা করে ড্রয়ারের দিকে দেখিয়ে বলে :::: তামান্নার রিপোর্ট !

মিস্টার আসহান উনার মুখে আঙুল দিয়ে বলে ::: হুসসস। তামান্নাকে এ ব্যাপারে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না। ওর ব্রেনের অপারেশন। আর বিশেষ করে ওর আর…..(বাকিটা বলার আগে মিসেস নাইমা)

মিসেস নাইমা::: সালমান (মিস্টার আসহান রেগে বলে)

মিস্টার আসহান ::: এখন নাম নিয়েছো আর যাতে ওর নাম না শুনি।

তিনি উঠে বের হয়ে যান। যাওয়ার আগে বলে :::: সালমান অতীত সে নিজেই আমার মেয়েকে ঠকিয়ে চলে গেছে। ওর কোনো নাম নিসানা যাতে এই ঘরের মধ্যে না আসে। আমি অফিসে যাচ্ছি একটা মিটিং আছে। আসতে লেইট হবে।

মিসেস নাইমা উওরে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায়।

মিসেস নাইমা মিস্টার আসহানের যাওয়ার দিকে তাকিয়ে বলে :::: আপনি যতোবারই বলেন না কেনো! কিন্তু তামান্নার অতীততো তার কাছে ফিরে আসছে। আপনি হয়তো পার্টি তে ঐ সালমানকে বেশি ঘোরভাবে নেন নি। কিন্তু আমি জানি এই সালমানটাই তামান্নার সালমান।

~~ কিইইইইইইইই??? (একপ্রকার চিৎকার দিয়ে)

মিসেস নাইমা ঘাবড়ে যাওয়ায় কারো আওয়াজে। তিনি বেড থেকে উঠে দাঁড়িয়ে পিছে দেখে তাসনিম উনার রুমে চোখজোড়া গোল করে তাকিয়ে আছে।

মিসেস নাইমা ভয়ে ঘামতে থাকে তিনি মনে মনে বলে ::: তাসনিম আবার কিছু শোনেনি তো?? সে যদি কিছু একটু জানে তাহলে তামান্নার সব কথা জানতে বেশি টাইম লাগবে না(চিন্তিত প্লাস ভয়ে)

নিরু তার আম্মুর কাছে এসে বলে ::: তুমি কি সত্যি বলছো?? (সন্দেহের চোখে)

মিসেস নাইমা আমতা আমতাকরে বলেন ::: আ…আমি কি বলছি মামুনি?? তুমি যা শুনছো সব ভুল! আমি তো…..(বলার আগে নিরু মিসেস নাইমা কে জড়িয়ে ধরে বলে)

নিরু ::: ওওও মাই মম। আমি অনেক খুশি যে আপনিও বুঝছেন আপুর জন্যে সালমান ভাইয়াই পারফেক্ট।

মিসেস নাইমা নিরুর মুখে এই কথা শুনে মনে মনে বলে ::::: ওও আলহামদুলিল্লাহ। তার মানে নিরু এই কথা বলছিলো। আর আমি কিনা কি ভাবতেছিলাম!

নিরু তার আম্মুকে ধ্যানে হতে দেখে বলে ::: আম্মু তুমিও কি আপুর বিয়ের সাথে তোমার আর আব্বুর রিমেরেজ সেট করার কথা ভাবতেছো??(দুষ্টুমি হেসে )

মিসেস নাইমা চোখজোড়া বড় করে নিরুর কান চেপে ধরে বলে ::: কি বললি?? এই বয়সে নিজের বিয়ে? পাগলি কুকুরে কামড় দিয়েছে তোকে??(রেগে নিরুর কান মুচড়ে)

নিরু দুষ্টুমির ভান ছেড়ে বলে ::: ওকে ওকে সরি আর বলবো না। অনেক বড়ো ভুল করলাম(বাচ্চাদের মতো ফেস করে চোখজোড়া ছলছল করে উনার দিকে তাকিয়ে )

মিসেস নাইমা নিরুকে ছেড়ে বলে :: পাগলী একটা।

এই বলে তিনি কিচেনে চলে যান।

নিরু সাথে সাথে নিজের রুমে এসে লাফাতে থাকে আর বলে :::: দিই এবার জিজুর থেকে উরাধুরা টাকা মারবো। কিন্তুু??(গালে হাত রেখে ভাবার ভান করে) আমার বিয়ের কথাও তো বলা দরকার! আমাকে কি দিবে নাকি? আল্লাহ মালুম। যাই হোক রোয়েনকে সুখবর টা জানানো উচিত।

নিরু ফোন হাতে নিতেই অন্য আরেকটা কল চলে আসে। সে দেখে ফোনের স্ক্রিনে নিলা নাম ভেসে উঠতেছে।

নিরু ফোন কানে ধরতেই যা শুনে এতে তার হাত থেকে ফোন টা পড়ে যায়।

…………চলবে………….

[বিঃদ্র :::: নেন আপনাদের কনফিউশন দূর করে দিলাম। সালমানই হলো সম্রাট। কিন্তু মাফিয়া জগতে আসলো কি করে তারও ইতিহাস খুলবে নেক্সট পর্বে। আর প্রিয়ার কথাও আশা করি বুঝছেন। প্রিয়া সেই মেয়েটা যে রোয়েনের সাথে ক্লাবে ছিলো। সে আর নীল গল্পের মেইন ভিলেন হলেও আসল ভিলেন নীল। সবগুলো রহস্য যেনো আমাকে থুক্কু তামান্নাকে ঘিরে। তাই বাকি রহস্য জানতে পড়তে থাকুন। হেপ্পি রিডিং]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here