তিমিরে ফোটা গোলাপ পর্বঃ ১১

0
692

তিমিরে ফোটা গোলাপ
পর্বঃ ১১
Writer Taniya Sheikh

তীর্যক সূর্যালোক চোখের উপর পড়তে ঘুম ভাঙল ইসাবেলার। পিটপিট করে চোখ খুলতেই আলোকরশ্মি খুব লাগল চোখে। কষ্ট হলেও খুলল চোখজোড়া। অনেকদিন অন্ধকারে থাকার পর আলোতে এলে যেমনটা বোধ হয়, তেমনই লাগছে। কতদিন ধরে ঘুমিয়েছিল তবে সে? প্রশ্নটা ভুলে গেল উঠে বসতে গিয়ে। সর্বাঙ্গ ব্যথায় টনটন করছে। একটা ব্যথাতুর কাতরানি বেরিয়ে এলো ওর গলা দিয়ে।

“আহ!”

হাতদুটোর দিকে তাকাতে অবাক হলো। সাদা ব্যান্ডেজে মোড়ানো হাত। পরনের কাপড়ও নতুন, পরিষ্কার। নতুন কাপড়! ইসাবেলা চকিতে তাকায় পরনের সাদা মেক্সি ড্রেসটার দিকে। কে বদলেছে এই ড্রেস? নিকোলাসের নামটা স্মরণ হতে লজ্জায় শরীর অবশ হওয়ার উপক্রম। পরক্ষণেই ভীষণ রাগ চেপে যায় মাথায়। সামনে পেলে খুনই করে ফেলত নিকোলাসকে বুঝি ও। কানে এলো ঝকঝক ট্রেনের শব্দ। ট্রেনের একটি কেবিনে শুয়ে আছে ইসাবেলা। মাথার কাছের জানালাটা বন্ধ। কিন্তু ওর শার্সির সামান্য ফাঁক দিয়ে বাইরের প্রখর রোদ গলে পড়ছে কেবিনে। ভেতরের অন্ধকারে সেই আলো বেশ সুবিধা করে উঠতে পারছে না। ইসাবেলা কষ্টে শিষ্টে উঠে বসে। শরীরের ব্যথাটা বেড়ে গেল তাতে। গাল বেয়ে কয়েক ফোঁটা উষ্ণ জলের ছোঁয়া টের পেল। এই কদিনে শারীরিক, মানসিকভাবে ব্যথা পেয়েছে অনেক। আজ হয়তো সেই কারণে ব্যথাটাকে প্রশ্রয় দিলো না। কেবিনটার এদিক ওদিক তাকিয়ে দেখল। কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকারে। ট্রেনের ঝকঝক শব্দটাই কেবল শুনতে পাচ্ছে সে। একটু শান্ত হয়ে কান পাতলো। না, মানুষের শোরগোল নেই। এর আগেও ইসাবেলা কয়েকবার ট্রেনে চড়েছে। মায়ের সাথে গ্রামের বাড়ি গিয়েছিল তখন। কতশত মানুষ দেখেছে প্লাটফর্মে, ট্রেনে। কত শব্দ! এই কামরাতে ইসাবেলা নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। একটু যেন গা ছমছম করে। সাহস করে গলা ঝেড়ে ক্ষীণ স্বরে প্রশ্ন করল,

“কেউ আছেন? শুনছেন কেউ আমাকে?”

ওর কথার আওয়াজ একটা শব্দ তরঙ্গ তুলল যেন। প্রতিধ্বনিত হয়ে অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে। নীরবতা ভেঙে কিছু নড়ে উঠল সেই সাথে। কেবিনের গায়ে গায়ে ঝুলে আছে অসংখ্য বাদুড়। এতক্ষণ সেগুলো চোখে পড়েনি ওর। অন্ধকারে মিশে ছিল। কয়েকটা ডানা ঝাপটে আবার স্থির হয়ে রইল। ভয়ে বেরিয়ে আসা চিৎকারটাকে মুখে হাত চেপে রুদ্ধ করে ইসাবেলা। এত এত বাদুড় দেখে ভীত সে। মন বলছে এগুলো ভালো নয়। খারাপ কিছু ঘটতে পারে যে কোনো মুহূর্তে। ইসাবেলার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। সেদিন ওই শয়তানগুলোর সামনে, বিশেষ করে নিকোলাসের সামনে এত সাহস কী করে দেখিয়েছিল জানে না। অতি শোক, ভয়ই হয়তো সাহসী করে তুলেছিল। কিংবা নিজের স্বাভাবিকতা ভুলে বসেছিল। সেসব নিয়ে এখন ওর ভাববার সময় নেই। মস্তিষ্ক শান্ত করে বসল। যে করেই হোক এখান থেকে পালাতে হবে। ভ্যালেরিয়ার শেষ কথাগুলো স্মরণ করে নীরবে চোখের জল বিসর্জন দিলো। প্রিয়জন হারিয়ে শোকে কাতরই হয় না মানুষ, পাথরও হয়ে যায়। পাথরের কী ভয়, ডর থাকে? যদি কিছু থাকে তবে তা হলো আঘাত করার ক্ষমতা। পাথরের ধর্মই আঘাত করা।

জনমানবশূন্য কামরা। এক ইসাবেলা ছাড়া এতে আর কেউ নেই। হঠাৎ সেদিনের কথা মনে পড়ল। জ্ঞান হারানোর আগে নিকোলাসের শেষ কথা মনে পড়তে অন্তর আত্মা শুকিয়ে একটুখানি হয়ে যায়। তবে কী নিকোলাসের বন্দি সে? নিকোলাসের প্রতি প্রচণ্ড রাগ ওর। একটা অকৃতজ্ঞ, প্রতারক নিকোলাস ওর কাছে। মাদামের পাগল হয়ে যাওয়া, ইসাবেলার মৃতপ্রায় অবস্থা, ভ্যালেরিয়ার মৃত্যু সবকিছুর মূলে যে নিকোলাস তাকে সে ঘৃণা করে। প্রাণী হত্যা পাপ। জীবনে কখনও কোনো জীবকে হত্যা করেনি ইসাবেলা। কিন্তু নিকোলাসকে হত্যা করার প্রতিজ্ঞা নিয়েছে। তাতে যত পাপ হয় হোক। নিজের এই বদলে যাওয়া রূপকে ঘৃণা করে ইসাবেলা। ভাগ্যকে বার বার শুধায় কোন পাপে তার এই শাস্তি? কেন পাপের পঙ্কিলতায় ডুবে যাচ্ছে ওর নিষ্পাপ জীবন?

ইসাবেলা দূর্বল পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল কামরার শেষের দরজার দিকে। একটু একটু করে এগোচ্ছে আর বাদুড়গুলোকে দেখছে সতর্কে। ভ্রম হচ্ছে এই বুঝি ছুটে এসে ঝাঁপিয়ে পড়বে ওই নেকড়েগুলোর মতো। দরজার কাছে পৌঁছে গেল কিছু সময়ের মধ্যে। মোটা কাঠের হাতলে আস্তে টান দিলো। কিন্তু খুললো না। আরেকটু জোরে তারপর সর্ব শক্তি দিয়ে টানলো। খুলতেই পারছে না। এদিকে ওর শরীরের অবস্থা শোচনীয়। মাথা ভনভন করছে, দৃষ্টি ঝাপসা হয় আসে থেকে থেকে। পা দুটো কাঁপছে। সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। দরজায় কপাল আর দুহাত রেখে জোরে জোরে শ্বাস টানে। হঠাৎ ডানা ঝাপটানোর শব্দে চকিতে ফিরে তাকায় পেছনে। আঁতকে ওঠে ইসাবেলা। বাদুড়গুলো বুভুক্ষু দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তে। কী করবে ইসাবেলা এখন? বাদুড়গুলো ওকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়েছে। একসাথে নয়। ঝাঁক থেকে একটা দুটো হুটহাট এসে শরীরের এখানে ওখানে কামড়ে দিচ্ছে। খেলছে যেন ওকে নিয়ে। চিৎকার করছে ব্যথায় ইসাবেলা,

“আহ! কে আছো বাঁচাও আমাকে। শুনতে পাচ্ছ কেউ। কে আছো দরজাটা খুলে দাও, বাঁচাও আমাকে প্লিজ।”

দরজায় সজোরে করাঘাত করে ইসাবেলা। কিন্তু কেউ আসে না বাঁচাতে। এভাবেই মরে যাবে তবে? বাদুড়গুলোর আক্রমণে নাস্তানাবুদ হয়ে হাঁটু মুড়ে মুখটা আড়াল করল তাতে। দু’হাতে তাড়ানোর চেষ্টা করছে কিন্তু সেই হাতই ওরা কামড়ে রক্তাক্ত করে ফেলেছে। রক্ত দেখে ওদের মধ্যে চাঞ্চল্য আরো বেড়ে গেল। হিংস্র হয়ে উঠল। ইসাবেলা এভাবে মরতে চায় না। নিকোলাসকে জিততে দেবে না সে। ভ্যালেরিয়ার মৃত্যুর প্রতিশোধ সে নেবেই। কিন্তু তার আগে বাঁচাতে হবে নিজেকে। শরীরের ব্যথা আর ভয় উপেক্ষা করে সেই মুহূর্তে মাথা ঠাণ্ডা করে কিছু ভাবাটা মুশকিল। হাল ছাড়ল না। উঠে দাঁড়ায়। দুহাতের সাথে পা-টাকেও কাজে লাগায়। কিন্তু এই দূর্বল শরীর নিয়ে কতক্ষণ পারবে লড়াই করতে? মনে পড়ল দিদার কথা। একবার গল্পচ্ছলে বলেছিল বাদুড় নিশাচর। এখনও তো অন্ধকারেই রয়েছে। কেবিন অন্ধকার হওয়ার এটাই কী কারণ? চট করে একটা বুদ্ধি চলে এলো মাথায়। একটু দূরে একটা জানালা। ওটা খুলতে হবে। ইসাবেলা দূর্বল পায়ে কোনোমতে হুড়মুড় করে দৌড়ে গেল জানালার দিকে। বাদুড়গুলো যেন কিছু আন্দাজ করল। একসাথে সবগুলো ঝাঁপিয়ে পড়বে ঠিক তখনই ধুলো জমা জানালার শার্সি খুলে দিলো ইসাবেলা। ঈশ্বরের আশীর্বাদ রূপে সূর্যালোক প্রবেশ করে কামরার দরজার দিকটাতে। সেখানেই ইসাবেলা দাঁড়িয়ে। বাদুড়গুলোর আর্তনাদ শুনতে পেল ইসাবেলা। অন্ধকারে সরে গেল ওরা। কিন্তু কয়েকটা সে সময়টুকু পেল না। সূর্যালোকের আলো ওগুলোর শরীরে পড়তে পুড়ে ছাই হয়ে হাওয়ায় মিশে যায়। হতবিহ্বল হয়ে দেখল ইসাবেলা। এমন দৃশ্য এই প্রথম সে দেখছে। নিশাচর বলেই কী সূর্যালোকে পুড়ে গেল, না কি অন্য কোনো ব্যাপার লুকিয়ে আছে? বাদুড়গুলো অন্ধকারে দাঁত খিঁচিয়ে ওঠে। কী ভয়ানক দৃষ্টি ওদের! নিজের শরীরের দিকে চোখ পড়তে মাথা ঘুরে ওঠে ইসাবেলার। দরজার পেছনে ঠেস দিয়ে বসল। কাঁপছে ইসাবেলা। এই তিলে তিলে মরার চেয়ে একেবারে মৃত্যুও বুঝি ভালো ছিল। ভ্যালেরিয়ার জায়গায় সে মরলেও ভালো হতো। বেঁচে থেকে এই বিভৎস অত্যাচার আর সহ্য করতে পারছে না। হাত থেকে একে একে রক্তাক্ত ব্যান্ডেজ খুলে ফেলল। শুকনো ক্ষত আবার দগদগে হয়ে উঠেছে। রক্ত বেয়ে পড়ছে ক্ষত থেকে। ব্যান্ডেজের কাপড়ে রক্ত মুছে নিলো। মুখের কয়েক স্থানেও আঁচর দিয়েছে। বাদুড়গুলো এখনও এদিকেই হিংস্র জ্বলজ্বলে চোখে চেয়ে আছে। ইসাবেলা রাগে ক্ষোভে ওদের দিকে রক্তমাখা ব্যান্ডেজ ছুঁড়তে উদ্যত হলো। রক্ত দেখে হুড়মুড় লেগে গেল ওগুলোর মধ্যে। ক্ষিপ্ত কণ্ঠে বলল,

“রক্ত খাবি? আয়, আয়। এই তো হাত বাড়িয়েছি। আয়!”

আলো ওদের এবং ইসাবেলার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। তাজা রক্তের গন্ধে উন্মাদ হয়ে উঠেছে ওগুলো। ইসাবেলার এখন ভয় থেকে আনন্দই হচ্ছে বেশি। শত্রুর অসহায়ত্ব দেখে নিজেকে নতুনভাবে আবিষ্কার করল সে। প্রতিটি মানুষের মধ্যেই বুঝি লুকিয়ে থাকে একটা করে অপ্রকৃতিস্থ রূপ। ব্যান্ডেজের দলাপাকানো কাপড় সামনে রেখে আয়েশ করে বসল। ঘুম ঘুম পাচ্ছে ফের। জানালার কাছে সরে বসে। সিটে গা এলিয়ে দিলো সম্পূর্ণভাবে। আশপাশের কোনো স্টেশনে ট্রেনটি থামলে ইসাবেলা নেমে পড়বে। আদৌ কী কোনো স্টেশন পাবে সে? বাইরে তাকাল। কোনো জনপদের মধ্যে নয়, ট্রেনটি চলছে উপত্যকার ওপর দিয়ে। শোঁ শোঁ শব্দ করে সরে যাচ্ছে পাশের লম্বা লম্বা গাছের সারি। দূরে সমতল ভূমি, নদী। কিন্তু বরফ আচ্ছাদিত নয়? এতক্ষণে অনুভব করল শীত শীত লাগছে না। গায়ে পাতলা মেক্সিড্রেসেও ঘামছে সে। কোথায় এই মুহূর্তে ও? কতদিন ঘুমিয়ে ছিল এখানে? এসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম নেমে এলো বুঝতেই পারল না। ঘুম ভাঙল দরজার খ্যাচ খ্যাচ আওয়াজে। ধড়ফড়িয়ে উঠে বসল। অন্ধকার কামরাতে ইসাবেলার পাশের জানালা দিয়ে চাঁদের আলো লুটিয়ে পড়েছে। ভারী পায়ের আওয়াজের উৎসের দিকে চকিতে তাকাল। দরজা পেছনে বন্ধ করে সোজা হয়ে দাঁড়িয়ে নিকোলাস। পরনে রাজকীয় জমকালো দামি পোশাক। আজ ওর মুখের ভাব শান্ত হলেও তাতে রাজকীয় জৌলুশ আর প্রতাপের ছাপ। দৃষ্টিতে তীক্ষ্ণতা। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। নিকোলাসের সত্যিটা জানা না থাকলে ওই হাসিতে বিমোহিত হয়ে যেত ইসাবেলা, ওই চোখে সম্মোহিত হতো। আজ গা জ্বালা করে উঠল। ওর ক্ষুব্ধ চাহনি দেখে নিকোলাসের ঠোঁটের ক্ষীণ হাসি আরো দীর্ঘায়িত হয়। হাতের বাতিদানটা নিয়ে এগিয়ে এলো সামনে। ইসাবেলা তড়াক করে উঠতে গিয়ে শরীরে ব্যথা ঝিলিক দিয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে জানালা ঘেঁষে দাঁড়ায়। নিকোলাস এক পা বাড়াতেই আঙুল তুলে বলে,

“কাছে এগোবি না শয়তান। যদি এগোস জানালা দিয়ে লাফ দেবো আমি।”

“সত্যি!”

তারপর বিদ্রুপের সুরে শঙ্কিত হয়ে বলল,

“না, না, এমনটা করো না বেলা। তোমার কিছু হয়ে গেলে আমি যে ভীষণ কষ্ট পাব।”

ইসাবেলা ভ্রু কুঁচকে তাকাতেই দাঁত বের করে হাসল নিকোলাস। এগিয়ে ওর বাহু চেপে ধরে কর্কশ গলায় বলে,

“তোমার মৃত্যু আমার হাতে। সুতরাং ওসব লম্ফঝম্প দেওয়ার প্লান করে কোনো লাভ হবে না।”

ইসাবেলা বাহু ছাড়াতে গেলে আরো জোরে চেপে ধরে নিকোলাস। ব্যথায় মুখ চোখ খিঁচে বন্ধ করে ইসাবেলা। অশ্রুপাত হয় বন্ধ চোখের পাতার নিচে দিয়ে। নিকোলাস অপেক্ষা করে ওর চোখ খোলার। অপেক্ষা করে ভয়, আতঙ্ক দেখার। আরক্ত সিক্ত চোখে কোনো ভয়, আতঙ্ক নেই। আছে কেবল ঘৃণা। আশাহত নিকোলাসের চোয়াল শক্ত হয়ে ওঠে। কিন্তু একটু পরেই শান্তভাবে বলল,

“এসো খাবে।”

ওর বাহু টেনে দরজার দিকে পা বাড়ায় নিকোলাস।

“কী খাব মানুষের রক্ত?”

ইসাবেলার কথা শুনে নিকোলাস মুচকি হেসে ঘুরে তাকায়,

“তুমি ভারী মজার মেয়ে তো।”

ইসাবেলা বাহু ছাড়িয়ে চোখ রাঙিয়ে আগের স্থানে ফিরে যাবার জন্য ঘুরতে নিকোলাস ফের ওর বাহু টেনে ধরে। নিজের দিকে ঘুরিয়ে কানের কাছে ঝুঁকে বলে,

“মানুষের নয় বাদুড়ের রক্ত। খাবে?”

আর্ত হয়ে ওঠে ইসাবেলা। কেবিনের এদিক ওদিক চেয়ে বিস্মিত হলো। কোথায় সেই বাদুড়ের দল? নিকোলাস টানতে টানতে নিয়ে এলো অন্য একটি কেবিনে। বিলাসবহুল হোটেলরুমের মতো এই কামরাটি। মাথার উপর ঝাড়বাতি, ডানপাশে বড়ো লাল সোফা পাতা, সামনে ছোটো টেবিল। পায়ের নিচে কারুকার্য করা লাল কার্পেট। নিকোলাস ওর হাত ছেড়ে রাজার ভঙ্গিতে সোফাতে গিয়ে বসল। ইসাবেলা জড়োসড়ো হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তর্জনী তুলে ডাকল নিকোলাস,

“এদিকে এসো বেলা।”

ইসাবেলা না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে। নিকোলাস খেঁকিয়ে ডাকল,

“বেলা”

ইসাবেলা কেঁপে উঠল সামান্য। কিন্তু কোনো প্রত্যুত্তর করল না, এক পা-ও এগোয় না।

“আমাকে রাগিয়ো না বেলা। শেষবার বলছি এদিকে এসো।”

নিকোলাসের মুখ বদলে গেছে। চোয়াল শক্ত হয়ে উঠেছে। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এলো সূচালো সাদা দাঁত দুটো। গলা শুকিয়ে যায় ইসাবেলার। নিকোলাসকে আর বেশি রাগালে হিতে বিপরীত হবে জেনে এগিয়ে গেল। এ ঘরের দেয়ালে নগ্ন নারীমূর্তির ছবি। কয়েকটাতে আবার নর-নারীর অন্তরঙ্গ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সেসব দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে ওঠে ইসাবেলা। চিবুক স্পর্শ করে বুক। নিকোলাস লক্ষ্য করল। ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যভরে বলল,

“সতী! ইন্টারেস্টিং।”

রাগে জ্বলে ওঠে ইসাবেলা। নিজেকে সামলে মুখ তুলে কঠিন স্বরে বলে,

“ঈশ্বর আমাকে শক্তি দান করুক তোমাকে শেষ করার। সেদিন তোমার ঠোঁটের শয়তানি হাসি যদি মুছে না দিয়েছি তো আমার নামও ইসাবেলা নয়।”

নিকোলাস হাওয়ায় মিশে এসে দাঁড়াল ওর একদম নিকটে। হাত দ্বারা ওর কোমর বেষ্টন করে বুকের উপর টেনে আনে। নিকোলাসের এই আকস্মিক সান্নিধ্যে ঘাবড়ে যায় ইসাবেলা। ওর হাত অজান্তে থামল নিকোলাসের বুকের উপর। নিকোলাসের ঠোঁটে তখন সম্মোহনী মৃদু হাসি। সেই দাঁত দুটো এখন আর নেই। কে বলবে এ মানুষ নয়, রক্তপিপাসু? নিকোলাসের চোখের নীল সমুদ্রে চেয়ে ইসাবেলার মন নরম হয়। নিকোলাসের মুখ আস্তে আস্তে ঝুঁকে এলো ওর মুখের উপর। দুজনের ঠোঁটের মাঝে কয়েক ইঞ্চি তফাৎ। ইসাবেলার চোখের পাতা বার বার পড়ছে। নিকোলাসের ঠোঁটে চেয়ে ঢোক গিলল কয়েকবার। নিকোলাসের অন্য হাত কোমর ছেড়ে ধীরে ধীরে ইসাবেলার পিঠ ধরে উন্মুক্ত স্কন্ধে এসে থামে। চুলগুলো কাঁধের একপাশে গুছিয়ে রাখল। আলতো করে স্কন্ধের নগ্ন কোমল ত্বক ছুঁয়ে দিচ্ছে নিকোলাসের আঙুল। শিরায় শিরায় রোমাঞ্চ অনুভব করে ইসাবেলা। এতক্ষণ শক্ত করে চেপে ধরা পদ্মের ন্যায় ঠোঁটদুটো ঈষৎ ফাঁকা হয়। ওর ঈষৎ ফাঁকা ঠোঁট দুটো কাঁপছে বাতাসে দোদুল্যমান পদ্ম পাপড়ির মতো। নিকোলাসের ঠোঁট নেমে আসে ইসাবেলার ঠোঁটের তীরে। চুম্বন দিতে কাঁপুনি দিয়ে জমে যায় ইসাবেলার শরীর। সেই সুযোগে ইসাবেলাকে আরো নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নিলো। ইসাবেলার বুক মিশে গেল নিকোলাসের কঠিন উদরে। কোনো পুরুষ এভাবে আগে স্পর্শ করেনি ওকে। এত কাছেও যায়নি কোনো পর পুরুষের। পিটারেরও নয়। হৃৎস্পন্দনের গতি বেড়ে গেল ইসাবেলার। নিকোলাস ওর ঘাড়ের সেই ক্ষততে আলতো চুমু খেয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল,

“তোমার ঈশ্বরের কাছে আগে নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তিটুকু চাও। তারপর না হয় আমাকে মেরো, নির্বোধ বেলা।”

ঘোর কাটল ওর। ঠেলে সরিয়ে দিতে চাইল নিকোলাসের শরীর। কান্না ঠেলে এলো। মাথা নুয়ে ফেলে লজ্জায়, অপমানে। ওকে ছেড়ে পুনরায় বসল সোফার উপর নিকোলাস। ভাব ভঙ্গি এমন যে একটু আগে কিছুই ঘটেনি। বিরক্ত গলায় বলল,

“বসো নিচে।”

বিনা প্রতিবাদে কার্পেটের উপর বসে ইসাবেলা। নিকোলাস সামনের টেবিলের উপর থেকে কাপড় সরাতে সুস্বাদু সব খাবার দেখা গেল। গরম ধোঁয়া বের হচ্ছে খাবারগুলো থেকে। ইসাবেলা মাথা নুয়ে ফুঁপিয়ে কাঁদছে। নিকোলাস বলল,

“খেয়ে নাও।”

ইসাবেলা খায় না। তেমনই কাঁদছে। নিকোলাস নরম গলায় বলল,

“খেয়ে নাও বেলা। নয়তো জোর করে খাওয়াতে বাধ্য হব আমি। আমার জোর তোমার পছন্দ হবে না, হবে কি?”

ইসাবেলা অগ্নিদৃষ্টিতে চেয়ে চেঁচিয়ে বলল,

“তুই একটা শয়তান, শয়তান।”

“আমি জানি বেলা। এখন খাও।”

ক্ষীণ হাসি দেখা গেল নিকোলাসের ঠোঁটে। ইসাবেলা রাগ চেপে হঠাৎ জোরপূর্বক মুচকি হেসে বলল,

“আমাকে খাওয়াতে এত পীড়াপীড়ি করছ কেন, হুম? আমি না খেয়ে থাকলে কষ্ট হবে তোমার? কেন? আমার উপর মায়া জন্মে গেছে বলে? না কি আমার প্রেমে পড়েছ?”

নিকোলাস শব্দ করে হেসে পরক্ষণেই কঠিন মুখে ঝুঁকে বসে বলল,

“তোমার প্রেমে নয়, তোমার রক্তের প্রেমে পড়েছি আমি। ওই প্রেমের খাতিরে বাঁচিয়ে রাখতে হবে তোমাকে। এখন তুমি খাবে, একটু পরে আমি।”

দেখতে দেখতে নিকোলাসের ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এলো সূঁচালো শুভ্র চকচকে দাঁত।

চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here