গল্প_just_Friend Writer:MD.Helal uddin পর্ব-০৪

0
482

রিয়া তাহলে পরকিয়া করছে,, রাফির তা মনে প্রানে বিশ্বাস হয়ে গেলো কারন কয়লা ধুইলে কোন দিন ময়লা যায় না,
রাফির মনে একটাই চিন্তা এ আমি কি করলাম,
কিন্ত রিয়া কে এখন কিছুই বলা যাবে না,
এতদিন তাহলে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি,
এর চাই তে যদি পতিতালয় থেকে একটা পতিতা নিয়ে আসতাম হয়তো সে ভাল হয়ে যেতো,
কিন্ত কপাল খারাপ হলে যা হয় এদিকে একটা মেয়েও হয়ে গেছে,
রাফি খুব চিন্তিত হয়ে পড়ে, কি কএবে ভেবে পাচ্ছে না,
জীবন নামের হিসেবের গড়মিল নিয়ে সংসার করে যাচ্ছে,
রিয়ার ব্যবহার, বাবুর প্রতি কেয়ার নেই,
ঝগড়াঝাটি লেগেই থাকে,
২দিন পর,,,,,,
কলিং বেল টা বেজেই চলেছে,
রিয়া দরজা খোলতেই দেখে,,,
নয়ন (রিয়ার প্রেমিক) **নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: “নিঃস্বার্থ ভালোবাসা”**
রিয়া; ও জানু তুমি এত লেট করলে কেনো আসতে,আমি সেই কখন থেকে ওয়েট করছি,
নয়ন; সো সরি জান,তোমার স্বামী চলে গেছে,
রিয়া; ও তো সেই কখন বের হয়ে গেছে,
নয়ন ; এভাবে আর কত দিন, কবে জানি ধরা পরে যাই,
রিয়া; ধরা পড়বে না,আচ্ছা প্রটেকশন আনছো,,,
নয়ন হেসে ঐ টা ছাড়া কি আর কাজ
হবে,
রিয়া; চল তাহলে আমার তর সইছে না,
৩০মিনিট পর,,
নয়ন ; তোমার থেকে যে মজা পাই তা, আমার বউ কখনো দিতে পারে না,
রিয়া; তোমার বউ কি আর আমার মিত , যে দিবে,
নয়ন; তুমি এক কাজ কর, তুমি তোমার স্বামী কে ডিভোর্স দিয়ে দেও,এভাবে লুকিয়ে ভালো লাগে না,
রিয়া; ডিভোর্স দিতে পারব না বাবার জন্য,
নয়ন; তাহলে কি করবা,
রিয়া; অন্য কিছু করতে হবে আমাকে,
নয়ন ; কি করবা তুমি?
রিয়া; দুনিয়া থেকে সরিয়ে দিবো,
নয়ন ; কি বলছো, কোন ঝামেলা হবে না তো,
রিয়া; কে ঝামেলা করবে,এই শহরে ওর কেউ নাই,
ঐ দিকে সারাদিন পর রাফি অফিস শেষ করে বাসায় ফিরার পথে বাসার সামনেই একটা ফার্মেসিতে গেলো প্রটেকশন কিনতে,
রাফি; ভাই একটা প্রটেকশন দেন তো,
দোকানদার; আরে রাফি ভাই যে কেমন আছেন,
রাফি; এই তো ভাই ভালই আছি,আপনি কেমন আছেন,
দোকানদার; ভালো,ভাই একটা কথা বলতে চাই, যদি কিছু না মনে করেন,
রাফি; বলেন ভাই,
দোকানদার;ভাই একটা ছেলে কে দেখলাম সকাল ১১টার দিকে প্রটেকশন নিয়ে আপনার বাসার দিকে যেতে,
কথা টা শুনে রাফি হাসি খুশি মুখখানা কালো মেঘে ডেকে গেলো,
তাই দেখে দোকানদার বলল, ভাই মনে হয় দোতালায় গিয়েছিলো,
রাফি মুখ থেকে একটু হাসি বের করে হবে হয়তো,
রাফি মন মরা ভাব নিয়ে বাসায় প্রবেশ করলো,
রিয়া হাসি মুখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মন খারাপ
কেনো,,
রাফি; কিছু হয়নি,
রিয়া; এসে এভাবে বসে পড়লে যে,জুতা ড্রেস চেন্স করবা না,
রাফি; হুম যাও পানি নিয়ে আসো,
রাফি মনে মনে আমি কি ভুল বুঝতাছি
না তো রিয়া তো ভাল হয়ে গেছে,
একটুপর আসলো পানি আর মুনতাহা
কে নিয়ে,
রিয়া; এই তোমার মেয়ে কে নেও তো
বাবা বাবা করে পাগল হয়ে যাচ্ছে,
মুনতাহার মুখের দিকে তাকালে সব দুঃখ কস্ট ভুলে যাই,
কিন্ত রাফি রিয়া কে জিজ্ঞেস কিরে,।
রিয়া আজ নাকি তোমার বন্ধু এসে ছিলো,
রিয়া; হুম এসে ছিলো একজন কিন্ত বন্ধু নাই কাজিন,(হাসিমুখে)
রাফি মনে মনে কি ব্যাপার ও তো লুকানো না,
মিথ্যা বললে তো ভয় কাজ করতো,মুখ টা কালো হয়ে যেতো, জিজ্ঞেস করতো তুমি কি করে জানলে,
তা হলে আমি যা ভাবছি তা কি ভুল,
কিন্ত দোকানদার যে বলল, কেউ একজন এসে ছিলো,
তাহলে কি মিথ্যা বলল,
রাফি মুনতাহা কে কোলে নিয়ে এই সব ভাবছে,সব কিছু কেমন জানি লাগছে,
পরেরদিন রাফি অফিসে কাজ করছিলো,
এমন সময় ফোন টা বেজে উঠলো,
ফোনের দিকে তাকিয়ে রাফি অবাক হয়ে যায়,২বছর পর প্রিয় বন্ধু রাতুলের ফোন,
ফোন টা রিসিভ করে,
রাফি; কেমন আছিস রাতুল?
রাতুল; ভালো, তুই কেমন আছিস,
রাফি; ভালো,এত দিন পর কি মনে করে,
রাতুল; তুই তো খোঁজ নিবি না,তাই আমি নিলাম,
রাফি; কি করিস এখন কই তুই,
রাতুল; একটু টাংগাইল আসছিলাম,এখন আমি ভিক্টোরিয়া রোডে আছি বাড়ি চলে যাবো,
রাফি; তুই কই বললি?..
রাতুল; ভিক্টোরিয়া রোডে আছি,
(সব সময় গল্প গ্রুপে পোস্ট করা সম্ভব হয় না,তাই বাকি গল্প পেতে Add দিয়ে সাথে থাকুন)
রাফি; ওখান থেকে আমার বাসায় যেতে ৫মিনিট লাগবে, আমি ঠিকানা বলছি তুই যা আমি আসছি,
রাতুল; যাওয়ার ইচ্ছে নাই,
রাফি; রাতুল আমরা ভুল করছি ,
কিন্ত আমার মেয়ে টা কে দেখে যাবি না,ও তো কোন ভুল করেনি,
রাতুল এখন আর না করতে পারলো না, কি তোর মেয়ে আছে,,,,
রাফি; হুম
রাতুল; ঠিকানা বল,
ঠিকানা নিয়ে যায় বাসায় রাতুল কিন্ত বাসায় যেয়ে যা দেখে তা বলার মত না,
রাফি এসে দেখে রাতুল বাহিরে দাঁড়িয়ে আছে,
রাফি; কি রে বাসার ভিতরে যাস নি,
রাতুল; ভালই তো বেশ্যা খানা খোলেছিস দেখি,
ভালো ইনকাম হচ্ছে তো,
রাফি; কি বলছিস এই সব (রেগে)
রাতুল ; ভাগ্যিস আন্টি কে বাহিরে বসিয়ে রেখে গিয়ে ছিলাম,
না গলে কি লজ্জায় পড়ে যেতেতাম,
রাফি; মা আসছে?আর তুই এই সব কি বলিস,
রাতুল; ও আমরা তো মিথ্যা কথা বলি তাহলে ঐ বেশ্যা মাগী কে জিজ্ঞেস কর,,,ভিতরে গিয়ে দেখ,,,,
বিঃদ্রঃ অন্য রকম ভাষা ব্যবহার করা হয়েছে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
#গল্প_just_Friend
Writer:MD.Helal uddin
পর্ব-০৪
(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here