#গল্প_ব্ল্যাক_ভাইরাস
Writer:MD.Helal
পর্ব-০৯ (শেষ)
,
রিয়াদ তার মাকে মাকে বলে তুমি জানো ঐ মাইশা কে?
মা; আমাকে জানতে হবে না,কি লক্ষি একটা মেয়ে,,
রিয়াদ ; তুমি যা কে লক্ষি বলছো সে লক্ষি না,,,।
মা; এই সব কি বলছিস, আমার হবু
বউমা কে,,,,
রিয়াদ ; মা বুঝতাছো না,ও আসলে
মা; ও ব্ল্যাক ভাইরাস,জানি বলবি বউমা
বলে গেছে তুই এই সব বলবি,
রিয়াদ ; মা ও আসলেই ব্ল্যাক ভাইরাস,,
মা; তুই এখন যাবি এখান থেকে,,,
রিয়াদ রেগে যাচ্ছি, বুঝবা সময় হলে তার আগে না,,,,
রিয়াদ রেগে রুমে চলে গেলো,আর ভাবনার জগতে হারিয়ে গেলো,
আসলে মাইশা কি একাই এই কাজ গুলা করছে নাকি সাথে আরও কেউ আছে,,,
আর ওর এই সব করার পিছনে কারন টা কি কেনো করছে এই সব,,
এমন সময় ফোন টা বেজে উঠে,
আর রিয়াদ ভাবনার জগত থেকে ফিরে আসে,
ফোন টা রিসিভ করে,,,
–হ্যালো কে?
—আরে জামাই আমি মাইশা,,
–ফোন করেছো কেনো,
—প্রেম করতে,
–তোমার সাথে আমার হাসাবে না,,,।
–আমি হাসির কি এমন বললাম,,
–মাইশা তুমি আমার সাথে দেখা করতে পারবা,
—হুম তোমার মত তো আমি দুদু মিয়া,আমি দেখা করতে যাই আর তুমি জেলে ভরো আমাকে,,,,
—না তেমন কিছু করব না,শুধু কথা বলব,
।
–সেটা আমার মত করে নিবো,
—মানে?
–বলছি আমার সুযোগ বুঝে দেখা করব,,
–ওকে,,,,,,বলে রিয়াদ ফোন টা রেখে দেয়,,,,
রাত ৩ বাজে রিয়াদ ঘুমাচ্ছিলো হঠাৎ ঘুম টা ভেঙে যায়,ঘুম ভেঙে অনুভব করলো হাত পা বাধা,আর কেউ জরিয়ে ধরে শুয়ে আছে,,
রিয়াদ তার মা কে ডাকতে যাবে এমন সময় মুখ টা চেপে ধরে মাইশা,,,,,
মাইশা; এই চুপ আমাদের মাঝখানে মা কে ডাকছো কেনো,,,
রিয়াদ; তুমি এত রাতে এখানে,
মাইশা; জানি তুমি এটা ভাবতেও পারো নি আমি এত রাতে এখানে থাকবো,
তুমি যেটা ভাববে না সেটাই আমি করব,,
রিয়াদ ; আমাকে বাধার কারন?
মাইশা;আমাকে জেলে ভরতে পারো,তাই প্রটেকশন,
রিয়াদ; খোলে দেও আমার লাগছে?
মাইশা; প্লিজ বাবু সোনা একটু কস্ট করো না হয় আমার জন্য,,,,কি জন্য ডাকছো তাই বলো,
রিয়াদ; তুমি এমন কেনো,আমাকে কস্ট দিচ্ছো
মাইশা; আমি এমনি,,এটা কোন কস্ট না,,,
রিয়াদ;? তুমি আমার বাঁধন খোলে দেও,,আমি কিচ্ছু করব না,
মাইশা; না,
রিয়াদ; প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে কিছু করব না,
মাইশা; পুলিশ কে বিশ্বাস কোন দিন, বিশ্বাস তো সেদিন উঠে গেছে যে দিন ৫-৬জন মিলে আমাকে ধর্ষণ করেছিলো, গিয়েছিলাম পুলিশের কাছে বিচার চাইতে উল্টো পুলিশ আমাকে বলল আমার নাকি চরিত্র খারাপ,
আর পতিতার সাইনবোর্ড লাগিয়ে দিলো
ভুয়া মেডিকেল রিপোর্ট দিয়ে,
কথা গুলো শুনে রিয়াদ বাকরুদ্ধ হয়ে যায়,কিছু বলার ভাষা হারিয়ে ফেলে,
আমারও তো স্বপ্ন ছিলো ৮-১০টা মেয়ের ছোট্ট একটা সংসার হবে আমার,
কিন্ত তা কি কোন দিন পারব,,
হতে পেরেছি সেট ব্ল্যাক ভাইরাস,
হয়ে গেছি সাইকো অপরাধীর রক্তের গন্ধ নিতে আমার ভালো লাগে,
নেশা হয়ে গেছে,,,
আমি আমার কাজ করব রিয়াদ আমাকে বাঁধা দিতে আসবে না,
রিয়াদ ; তুমি কি এই লাইফ থেকে ফিরে আসতে পারো না,,,,,
মাইশা; আসতে পারি করবে আমাকে বিয়ে বলো বলো হাহাহহা,,
রিয়াদ তখন মুখ ফিরিয়ে নেয়,আর বলে আমরা বন্ধু হয়ে থাকবো,
মাইশা; দেখছো তুমিও মুখ ফিরিয়ে নিচ্ছো তাহলে ফেসবুকের কেন পোস্ট দেও আমি ধর্ষিতা কে বিয়ে করতে রাজি কিন্ত যে সেচ্ছায় ধর্ষিত হয় তাকে না,,,,,
বলো তাহলে এমন টা কেনো বলো,
রিয়াদ তখন বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি,,।।
মাইশা; কি বললা বিয়ে করবে আমাকে হাহাহহাহা আর হাসিয়ো না,,,খুব ভালো জোকস বলতে পারো,,,,
তখন রিয়াদের মা দরজার আড়াল থেকে বের হয়ে এসে বলে রিয়াদ মজা হাসাচ্ছে না আমি বলছি,,
রিয়াদ; মা তুমি,,,,
মাইশাও চুপ করে যায়,,,
মা; মাইশা তুমি কি রাজি,রিয়াদ কে বিয়ে করতে,,,,।
মাইশা; কিন্ত মা,
মা; কোন কিন্ত না,তোমাকে যা বলছি তার উত্তর দেও,
মাইশা; না,আমি রিয়াদের জীবন নস্ট করতে চাই না,সবাই যখন জানবে আমি ব্ল্যাক,,,,,,,,?.
মা; কেউ জানবে না,আমি বলছি,তুমি কি রাজি,,,,,
মাইশা; তারপরেও না, আমি রিয়াদ কে কি দিবো দেবার মত কিছু নেই আমার কাছে, আমার সুখের জন্য রিয়াদের,,,,,,,,
মা; তোমার বাসায় কে কে আছে,,,
মাইশা;আমার কেউ নেই ৬মাস আগে বাবা মারা গেছে তারপর থেকে আমি একা,
মা; দেখো মা এই ভাবে জীবন চলবে না,তুমি রাজি হয়ে যাও,আমার রিয়াদ তো রাজি,আমি রাজি,তাহলে সমস্যা কোথায়, আর আমরা সব জেনে বুঝে মেনে নিয়েছি,
তখন মাইশা চুপ করে আছে কোন কথা নেই,।
মা জিজ্ঞেস করলো আমি কি বিয়ের আয়োজন করব,
তখন মাইশা মাথা টা নাড়িয়ে বলল হে,,,।
।রিয়াদ; বিয়ে পড়ে আগে আমাকে এই বাঁধন থেকে মুক্ত করো,
অতঃপর,,,,,
আজ রিয়াদ আর মাইশার বাসর রাত,,
—আচ্ছা মাইশা আজ রাতে মানুষ কি করে,,,,
মাইশা ; রিয়াদ তুমি কিন্ত মাইর খাবা,
—আচ্ছা রিয়াদ কে?আমি দুদু মিয়া,
—এখন কিন্ত সত্যি,,,
মাইশার একদম কাছে গিয়ে কি মারবে আমাকে,,,,,
দুজনের ঠোঁট একদম কাছাকাছি আস্তে আস্তে দুজনের নিশ্বাস এক হয়ে যাচ্ছে,রিয়াদ তার ঠোঁট দিয়ে মাইশার ঠোঁটে ভালবাসার চিহ্ন একে দেয়,
মাইশা লজ্জায় মুহূর্তেই মুখ লুকিয়ে ফেলে,,,,
রিয়াদ বুঝতে পারে মাইশা লজ্জা পাচ্ছে তাই লাইট অফ করে দেয়,
তারপর তারপর (বাকিটা ইতিহাস)
বিঃদ্রঃ গল্পে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন,,,,আবার কোন নতুন গল্প নিয়ে খুব তারতারি হাজির হবো,আর সবার কথাই রাখলাম কেউ বলল শেষ করে দিতে,আবার কেউ বলল আর একটু লম্বা করতে,তাই মাঝামাঝি,,,,
ধৈর্য নিয়ে গল্প পড়ার জন্য সবাই কে ধন্যবাদ,,,
(সমাপ্ত)