#নেশাক্ত_ভালোবাসা
#লেখিকাঃ Tamanna Islam
#পর্বঃ ৫৬
.
.
.
.
২ বছর পর~~
এন্ড দি বেস্ট বিজন্যাস টাইকুন”স এওয়ার্ড গোস টু “মিসেস. আব্রাহাম আহমেদ চৌধুরী”।
বিশাল এক স্টেজের ওপর সুউচ্চ গলায় এটা এনাউন্সমেন্ট হতেই চারিদিকে জনগণের চিল্লাপাল্লার আওয়াজ শোনা গেলো। পরিবেশ টা সবার দুই হাতের মাধ্যমে করতালিমুখর হয়ে ওঠে। চারিদিকে মানুষের হৈচৈ এর আওয়াজ কানে এসে বাজছে। স্টেজের ফোকাস লাইট এসে আইরাতের ওপর পরেছে। যেন আইরাতই এখন পুরো এওয়ার্ড শো-এর মূল কেন্দ্রবিন্দু। আইরাত এতোক্ষন চুপচাপ বসে ছিলো। তারপর সে উঠে সামনের দিকে হাটা ধরে। যেখান দিয়ে আসছিলো সেখানের সবাই এক চোখে তার দিকে তাকিয়ে ছিলো। সবার হাতের তালি যেনো থামার আর নাম নিচ্ছে না। আইরাত কোন দিকে না তাকিয়েই সোজা স্টেজে এসে পরে। এখানে ফরেইন বা বাংলাদেশি সবাই রয়েছে। তারপর একজন মাঝবয়েসী লোক সসম্মানের সাথে আইরাতের হাতে এওয়ার্ড টা তুলে দেয়। পাশেই একজন বিদেশী মেয়ে দাঁড়িয়ে ছিলো আইরাত তার সাথে সৌজন্যের খাতিরে হাগ করে। তারপর মাউথপিসের সামনে গিয়ে দাঁড়ায়।
আইরাত;; I really Don’t know that what should i speak now.. But this award means a lot for me and i really honoured by this.. I never thought that i got this award.. And the whole credit gose to my husband Abraham bcz this is his company.. He was an amazing business tycoon and i can never be like him.. Thanks to the whole employees of my company for work hard.. Thank you so much everyone ❤️…
এই বলেই আইরাত মুচকি হেসে এসে পরে। আইরাত এসে আবার আগের জায়গাতেই বসে পরে।
রাশেদ;; Congratulations ma”am!!
আইরাত;; Thanks..
রাশেদ;; গত কিছু বছর যাবত আপনিই এওয়ার্ড পেয়ে যাচ্ছেন। এবারও তার ব্যাতিক্রম না।
আইরাত;; হুমম।
আইরাতের এই কথা বলতেই আইরাতের পাশ দিয়ে ছুটে আসে একটা মেয়ে। চিকন গরনের, ফর্সা। এসেই আইরাত কে পাশ থেকে জড়িয়ে ধরে।
তনয়া;; কংগ্রেচুলেশন”স এন্ড সেলিব্রেশন”স।
আইরাত;; আরে হয়েছে তো।
তনয়া;; আরে আমি ভাবতে পারবো না কি যে খুশি লাগছে তোর জন্য।
আইরাত;; হয়েছে তো।
তনয়া;; ট্রিয় দিতে হবে কিন্তু।
আইরাত;; আমি রাজি।
এই হলো তনয়া রহমান। আসলে এর নিজেরও কোম্পানি আছে তবে তা আইরাতের কোম্পানির আন্ডারে। তনয়া আর আইরাত সমবয়সী হওয়ায় তারা বন্ধুই। খুব ভালো আর তুই-তুকারি সম্পর্ক ওদের। আর আইরাত, সে যে আসলে ঠিক কতো টা পরিবর্তন হয়েছে তা তো বুঝাই যাচ্ছে। যে মেয়ে আগে একটা ফাইল অব্দি অফিসের বুঝতে গিয়েবহিমশিম খেতো সে এখন পুরো অফিস, পুরো কোম্পানিকে একা লিড করে। যার রিভলবার হাতে নিলেই প্রায় জ্বর এসে পরতো সে এখন রাত দিন চব্বিশ ঘন্টা এগুলো অস্ত্র নিয়েই থাকে। আইরাত আগে থেকে অনেক টা বদমেজাজি হয়ে গেছে, কেনো জানি তার মাঝে এই ইগো টা অনেক বেশি পরিমাণে কাজ করে। যার ফলে অনেকে আইরাতকে এরোগেন্ট বা ইগোস্টিক ও বলে। কি আর করার, পরিস্থিতিই আইরাতকে এমন বানিয়ে দিয়েছে। রাগ যেনো নাকের ডগায় থাকে। হাসেও খুব কম। অর্থাৎ সে নিজের পরিবারের কাছে এক রকম আর বাইরের দুনিয়ার কাছে আরেক রকম। আইরাত আগে আব্রাহাম কে বলতো যে সে এমন বদমেজাজি কেনো বা এমন রাগি কেনো। কিন্তু সেই সব বিষয়ই যখন আইরাতের ক্ষেত্রে কাজ করেছে তখন সে বুঝেছে যে আব্রাহাম আসলে কেনো এমন ছিলো। আব্রাহামের ওপর যে মাফিয়া ট্যাগ টা ছিলো সেটা আইরাত যেনো এখন নিজের ওপর নিয়ে নিয়েছে। নিয়ে নিয়েছে বলতে এসে পরেছে। কেননা সেখানে অনেক ভেজাল, আর যে পরিমাণ টাকা সেই সবে ব্যয় করা হতো তাতে তো এতো সহজে ছাড়া যায় না এইসব। অনেক বাধা-বিপত্তি এসেছে অনেক কিছু সহ্য করতে হয়েছে। অতঃপর এগুলোকে পাড়ি দিয়ে আজ আইরাতের অবস্থান এখানে। আইরাতের বর্তমান পরিচয় ওই নুজাইফা বিনতে আইরাত নামক একটা অতি সাধারণ মেয়ে না। তার বর্তমান আইডেন্টিটি এ সাকসেসফুল বিজন্যাস ওম্যান টাইকুন। আগের আইরাত আর এই আইরাতের মাঝে আকাশ-পাতাল তফাৎ। আইরাতের কাছে মডেলিং এর অফারও এসেছে কিন্তু সেইসব করার আর সময় কই। এমনিতেই সে এখন এক পাবলিক ফিগার। ছেলেরা এক কথায় মরে যায় আইরাতের ওপর। কিন্তু আইরাত যেনো চোখ ফিরিয়েও দেখে না। সবকিছুই পালটে গেছে সব, শুধু আইরাতের মনে আব্রাহামের জন্য ভালোবাসা টা পালটায় নি।
সবাই শান্তিপূর্ণ ভাবে স্টেজেই বসে ছিলো। হঠাৎ করেই তখন গুলি করার আওয়াজ আসে। একসাথে বেশ কয়েকটা গুলি বর্ষণ হয়ে যায়। সবাই তো যার যার জায়গা থেকে উঠে পরেছে। মূহুর্তেই চারিদিকে গোন্ডগোল লেগে গেলো। সবাই নিজ নিজ জায়গা থেকে উঠে দৌড়িয়ে চলে আসছে। বাইরে যে গার্ড রা ছিলো তারা এসে আইরাত কে সাপোর্ট দিতে শুরু করে। পুলিশ অফিসার রাও দ্রুত ভেতরে এসে পরে। আইরাত সেখান থেকে চলে আসে তনয়া কে নিয়ে। যেই না বাইরের রাস্তার দিকে যেতে ধরবে তখনই একজন লোক মুখে কালো মাস্ক পরে আইরাতের সামনে আসে। হাতে গান নিয়ে আইরাতের দিকে তাক করে রয়েছে। আইরাত আস্তে করে তনয়ার হাত টা ছেড়ে দেয়। তনয়া ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। আর আইরাতের সামনে থাকা লোকটি আস্তে আস্তে করে তার ট্রিগারে চাপ দিচ্ছে। লোকটি যেই না শুট করতে যাবে তার সাথে সাথে আইরাত কিছুটা নিচে ঝুকে তার পায়ে পরে থাকা শু-এর সাইড থেকে একদম চিকচিক ধারালো একটা ছোট ছুরি বের করে চোখের পলকেই গিয়ে লোকটার গলায় এক ঘা বসিয়ে দেয়। খুব দ্রুত করেছে কাজ টা আইরাত। সামনে থাকা লোকটি আর কিছুই করতে পারলো না। একদম তার শ্বাস নালি বরাবর গিয়ে লেগেছে চাকু টা। শরীর টা নিস্তেজ হয়ে নেতিয়ে পরে যায়। তনয়া ড্যাবড্যাব করে তাকিয়ে ছিলো। তখন আইরাত তাকে নিয়ে দ্রুত বের হয়ে পরে বাইরে এসেই সোজা গাড়িতে বসে পরে। তখন রাশেস এসে আইরাতের গাড়ির জানালার কাছে দাঁড়ায়।
আইরাত;; রাশেদ, সব কটা কে আটকাও। একটাও যেনো বাদ না যায়। সব গুলোকে ধরে আনো।
রাশেদ;; জ্বি ম্যাম আপনি যান।
আইরাত গাড়ি ড্রাইভ করা শুরু করে দিলো। তার পাশেই তনয়া। তনয়া কে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আইরাত বলে ওঠে….
আইরাত;; আরে এভাবে তাকিয়ে আছিস কেন?
তনয়া;; এখন বুঝলাম যে তুই সবসময় উঁচু শু পরে কেনো থাকিস।
আইরাত;; কেনো থাকি?
তনয়া;; এই যে এই সব চাকু-টাকু লুকানোর জন্য আর কি।
আইরাত;; হুমম। তুই কি বাসায় নামবি?
তনয়া;; হ্যাঁ।
আইরাত গিয়ে তনয়া কে তার বাসায় সামনে ড্রপ করে দিয়ে এসে পরে। এখন প্রায় রাতের সময়। ২২ তালা একটা বিল্ডিং আর তার ২১ তালার কোন একটা রুমে আইরাত বসে বসে ম্যাগাজিন পড়ছে। তার পাশে থাকা একটা রুমেই কতো গুলো মানুষ কে কুকুরের মতো করে পেটানো হচ্ছে। বাকি সব গুলো আধা মরা আর এগুলোর যে মাস্টার মাইন্ড ছিলো তাকেও তুলে আনা হয়েছে। আর এরাই তখন মানুষ ভর্তি শো তে গুলি চালিয়েছিলো। আইরাত তার এক হাত কপালের পাশে ঠেকিয়ে ম্যাগাজিনের দিকে চোখ দিয়ে রেখেছে। আর পাশের রুম টা থেকেই মানুষের আত্নচিৎকার ভেসে আসছে। এই চিল্লা-পাল্লা আর যেনো আইরাতের ভালো ঠেকছে না তাই সে তার সামনে টেবিলের ওপর রাখা রিভলবার টা নিয়ে সোজা ওই রুমে চলে যায়। গার্ড রা আইরাতকে দেখে সাইডে সরে যায়। আর আইরাত গিয়েই কোন প্রকার কোন কথা না বলেই ধাই ধাই করে যতো গুলো বুলেট ছিলো সব কটা ওই লোকটার বুকে শুট করে দেয়। ক্ষত-বিক্ষত হয়ে যায় তার বুক টা। নিঃশব্দ রুমে লোকটার নিথর দেহো নিচে লুটিয়ে পরার আওয়াজ টা কানে এসে লাগে।
রাশেদ;; ম্যাম মারলেন কেনো?
আইরাত;; কারণ ভালো কথার মানুষ না এই। যে টর্চার গুলো করা হয়েছে বলার হলে এতোক্ষণ সবকিছু বলেই দিতো। যেহেতু বলবিই না তাহলে মরে।
রাশেদ;;
আইরাত;; বাকি যারা বেচে আছে তাদের দ্রুত হস্পিটালে এডমিট করো। আর এর লাশ এমন জায়গায় ফেলে রেখে এসো যেনো কাক-পক্ষী অব্দি টের না পায় ওকে?!
রাশেদ;; জ্বি ম্যাম।
এই বলেই আইরাত মুখে মাস্ক টা পরে বের হয়ে পরে। বাইরে এসে লিফটে উঠে পরে। তারপর একদম বাইরে এসে গাড়ি করে বাড়ি চলে যায়। বাড়ি যেতেই আবার অয়নের ফোন আসে আইরাতের কাছে।
আইরাত;; হ্যালো!
অয়ন;; বউমনি! ঠিক আছো তুমি?
আইরাত;; হ্যাঁ, আমার আবার কি হবে?
অয়ন;; রাশেদের কাছ থেকে জানতে পারলাম এওয়ার্ড শো তে নাকি গুলি চালানো হয়েছে?
আইরাত;; হ্যাঁ কয়েকটা।
অয়ন;; কে করেছে এইসব জানতে পেরেছো?
আইরাত;; পরপারেও পাঠিয়ে দিয়েছি।
অয়ন;; এখন কোথায় তুমি?
আইরাত;; এইতো সবেমাত্র বাসায় আসলাম। আর ভাইয়া প্লিজ দাদি যাতে এইসব কিছুই না জানতে পারে সেইদিকে খেয়াল রাখবে। নয়তো অযথা চিন্তা করবে।
অয়ন;; হ্যাঁ আচ্ছা।
আইরাত;; রাখি।
আইরাতের ভেতরে যেতেই রনিত দৌড়ে আসে। আইরাতও তাকে কোলে তুলে নেয় অবশ্য খুব কষ্টে।
রনিত;; এওয়ার্ড পেয়েছো?
আইরাত;; পেলাম।
রনিত;; কেনো পেলে?
আইরাত;; নিজেও জানি না। কেনো যে দিলো ওরা আমাকে। ওহহ হ্যাঁ মনে পরেছে ওরা আমাকে বললো যে এটা গিয়ে বাসায় রনিত কে দিবে তাই।
রনিত;; এটা আমার তাহলে 😃?
আইরাত;; হ্যাঁ 😅।
ইলা;; রনিত দুধ খেয়ে যা।
আইরাত;; তুই এখনো দুধ খাস নি?
রনিত কিছু না বলে শুধু তার মাথা দুই পাশে নাড়ায় অর্থাৎ না।
আইরাত;; জলদি যা দুধ খেয়ে আয়।
রনিত ইলার সামনে বসলে ইলা রনিতের দিকে দুধ এগিয়ে দেয়। আর আইরাত ধপ করে সোফাতে বসে ওপরের হুডি টা খুলে ফেলে।
ইলা;; অনেক ক্লান্ত হয়ে গেছিস তাই না?
আইরাত;; নাহ তেমন কিছু না।
ইলা;; কি হয়েছে মন খারাপ?
আইরাত;; না আসলে মন খারাপ না তবে ভালোও লাগছে না।
ইলা;; কেনো?
আইরাত;; আজ এই এওয়ার্ড টা আব্রাহাম পেতো।
ইলা;; আব্রাহাম পেলো বা তুই পেলি সেটা একই কথা তো হলো।
আইরাত;; হুমম।
ইলা;; জানিস আমি না মাঝে মাঝে তোর আগের ছবি গুলো দেখি।
আইরাত;; কেনো বলতো?
ইলা;; আগে তুই জামা পরতি মাঝে মাঝেই শাড়ি পরতি কিন্তু এখন তো এত্তো স্মার্ট স্মার্ট ড্রেস পরিস। আগে যা ইচ্ছে খেতি আর এখন, লাস্ট কবে তুই এই ফুচকা আইসক্রিম খেয়েছিলি তোর মনে আছে কি?? অনেক পালটে গেছিস তুই। আগে যারা তোকে চিনতো ওদের যদি না বলা হয় যে এই ই আইরাত তাহলে ওরা তোকে ধরতেই পারবে না।
আইরাত;; রিলেক্স দাদি প্লাস্টিক সার্জারি করাই নি আমি। শুধু একটু বেশ-ভুষায় চেঞ্জ এনেছি এই যা।
ইলা;; কাল কি মনে আছে তো?
আইরাত চোখ তুলে তার দাদির দিকে তাকায়।
আইরাত;; আমি কি করে ভুলতে পারি।
ইলা;; ওপরে যা ফ্রেশ হো।
আইরাত;; হুমম।
আইরাত ওপরে চলে যায়। ওপরে গিয়ে নিজে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফেলে। আইরাতের হঠাৎ মনে পরে ইলার কথা। আসলেই অনেক দিন হয়েছে আইরাত আগের মতো আর গোল জামা বা শাড়ি পরে না। আইরাত কাবার্ড থেকে একটা সাদা ধবধবে জামা বের করে পরে নেয়। আইরাত গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। বুকের ভেতর টা কেমন যেন মোচড় দিয়ে উঠে। আগের মতো লাগছে তাকে দেখতে। আইরাতের কেনো জানি মনে হতে লাগলো যে এই হয়তো তার আব্রাহাম তাকে এসে জরিয়ে ধরবে কিন্তু এটা একটা স্বপ্ন মাত্রই। আইরাত ঘড়ির দিকে তাকায় দেখে বারো টা বাজার আর মাত্র ২০ মিনিট বাকি আছে। তখনই আইরাত নিচে চলে যায়। ইলা হয়তো এখন মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে তাই আইরাত নিচে নেমেছে নয়তো এই জামাগুলো পরে আইরাত আর কখনোই না নিচে নেমেছে আর না ই নামতো। আইরাত তার গুটি গুটি পায়ে কিচেনে চলে যায়। কিচেনে যেতেই দেখে একটা কেক কে কাচের ঢাকুন দিয়ে ঢেকে রাখা হয়েছে। আসলে কেক টা আইরাত নিজেই বানিয়েছে শুধু স্টাফ দের বলে সেখানে রেখেছিলো। যাই হোক আইরাত খুব সাবধানে কেক টা নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়েই দরজা লাগিয়ে দেয়।
আইরাত কেক টা বেডের ওপরে রেখে হাতে চকোলেট র্যাপার আনে। তারপর তা দিয়েই কেকের ওপর নাম লিখে দেয়। ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা মোমবাতি লাগানো হয়েছে। আইরাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর মাত্র এক মিনিট বাকি বারো টা বাজার। সে খুব সাবধানে বিছানা থেকে নেমে গিয়ে রুমের লাইট অফ করে দেয়। আর তার সাথে সাথে বিছানা সহ সারা ঘরে ছোট ছোট মরিচ বাতির মতো সাদা-নেভি ব্লু কালারের বাতি জ্বলে উঠে। দেখেতে ভারি সুন্দর লাগছে। আইরাত গিয়ে কেকের সামনে বসে পরে।
টিকটিক আওয়াজ করে বারো টা বেজে গেলো। আইরাতের মুখে আপনা আপনিই হাসি ফুটে ওঠেছে। আইরাত আস্তে আস্তে হাততালি দিয়ে বলে ওঠে…
“” Happy birthday to you, Happy birthday to me, happy birthday happy birthday,, happy birthday to you & me “”
আইরাতের চোখের পানি গুলো চিকচিক করছে আর মুখে ফুটে ওঠেছে গাঢ় হাসির রেখা। আজ ৫ সেপ্টেম্বর।
আর অবাকের বিষয় হলো এটা যে আজ আব্রাহামের সাথে সাথে আইরাতেরও বার্থডে। অর্থাৎ আব্রাহাম আর আইরাতের বার্থ ডেট একটাই। গত বছর গুলো ধরে এমনই হয়ে আসছে। আইরাত নিজের বার্থডে একা কখনোই সেলিব্রেট করে না। দুজনের টা একসাথে। এমনকি আইরাত তো এটাই ভুলে যায় যে এই দিন টাতে তার নিজেরও বার্থডে। সে শুধু আব্রাহামের কথা মনে রাখে। আইরাত চোখে অশ্রু মুখে হাসি নিয়ে একা একা কেক কাটে। সামনে আব্রাহামের আর তার একটা ছবি আছে।
আইরাত;; হ্যাপি বার্থডে জামাইজান। আজ আপনার বার্থডে। ঘুড়ে ঘুড়ে আবার এই দিন টা এসেই গেলো তাই না। আপনি জানেন আমি আপনাকে কত্তো কত্তো মিস করি। আপনি তো মিস করেন না আমি জানি। খুব ইচ্ছে করছিলো শাড়ি পরার কিন্তু পরি নি। পারি না তো তাই। আচ্ছা আপনি এখন কি করছেন? আপনার কি মনে আছে যে আজ আপনার সাথে সাথে আমারও জন্মদিন। আচ্ছা ছাড়ুন বলুন কি গিফট লাগবে? আচ্ছা দাড়ান আমার কাছে একটা জিনিস আছে আপনার জন্য।
এই বলেই আইরাত নেমে গিয়ে কাবার্ড থেকে একটা বক্স বের করে আনে। তারপর সেটা খুলে বসে। ওটার ভেতরে একটা ব্লেক ওয়াচ, একটা ওয়ালেট, একটা পারফিউম, একটা কালো পাঞ্জাবি, হ্যাঁ আর একটা রিভলবারও।
আইরাত;; এগুলো আমি আপনার জন্য কিনেছি। জানি গিফট টা খুব বেশিই সিম্পল কিন্তু আমি নিয়েছি। এবার আমার গিফট দিন।
আইরাত এটা বলেই আব্রাহামের ছবির দিকে তাকায়।
আইরাত;; গিফট না হলেও অনেক বড়ো সড়ো একটা ঝটকা আমায় ঠিকই দিয়েছেন আপনি দুই বছর আগে। যেটা মরার আগ পর্যন্ত ভুলা সম্ভব না আমার পক্ষে। আব্রাহাম, চলে যাওয়া টা কি খুব বেশিই দরকার ছিলো?!
আইরাত মায়া ভরা দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকায়। আইরাত হেসে দেয় আর তখনই টুপ টুপ করে চোখ থেকে পানি গড়িয়ে পরে। এটা নতুন কিছু না, এভাবেই কেটে আসছে আইরাতের দিন গুলো। আর তাদের দুজনের বার্থডের দিন তো যেনো পুরোনা ঘা গুলো আবার তরতাজা করে দেওয়ার জন্য আসে। আইরাত এভাবেই আব্রাহামের সাথে কথা বলে একা একাই। নিজেকে কোন ভাবে আশ্বাস, না না আসলে মিথ্যে আশ্বাস দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। আইরাত বিছানার এক কোণাতে গিয়ে আব্রাহামের ছবি টা নিয়ে ঘুমিয়ে।পরে। এভাবেই রাত টুকু কেটে যায়।
।
।
।
সকালে আইরাত সিড়ি বেয়ে নিচে নামছে আর হাতে ঘড়ি পরছে। তবে আজ আইরাতকে কেমন যানি একটু ভিন্ন রকমের লাগছে। কালো পেন্ট,, ভেতরে এশ কালারের শর্ট টপ আর ওপরে ব্লেক কালারের জেকেট পরেছে। আইরাতকে এতো দ্রুত নিচে নামতে দেখেই ইলা বলে ওঠে।
ইলা;; এসেছিস?
আইরাত;; হ্যাঁ জলদি যেতে হবে।
ইলা;; এখন তাড়াতাড়ি নাস্তা করতে বোস।
আইরাত;; না না তা করার সময়ও নেই আমার কাছে। জলদি যেতে হবে। তনয়া ফোন করেছিলো আগামী প্রজেক্ট নিয়ে নাকি মিটিং করতে হবে। তাই জলদি যাচ্ছি।
ইলা;; কিছু তো খেয়ে যা।
আইরাত;; না না এখন খেতে বসলেই দেরি হয়ে যাবে। অফিসে খেয়ে নিবো আমি। এখন যাই, রনিত টাটা।
ইলা;; এই হ্যাপি বার্থডে (কিছুটা জোরে)
আইরাত;; হ্যাঁ হ্যাঁ।
রনিত;; হ্যাপ্পি বার্থডে আর আসার সময় চকোলেট।
আইরাত;; আচ্ছা।
আইরাত এই বলেই বের হয়ে পরে গাড়ি নিয়ে। তবে অফিসে যেতেই আইরাত অবাক। কেননা সব স্টাফ রা যার যার মতো কাজ করছে কিন্তু তনয়া তাকে বলেছিলো যে সবাই নাকি কনফারেন্স রুমে।
সে যাই হোক আইরাত তার কেবিনে চলে যায়। তখনই রোদেলা আসে আর তার সাথে তনয়া নিজেও।
তনয়া;; ভেতরে কি আসবো ম্যাডাম?
আইরাত;; আয় এদিকে তোর কানের বোটা ছিড়ি এদিকে আয়।
তনয়া;; যাহ বাবা আমি আবার কি করলাম?
আইরাত;; সকালে ফোন করে কি বলেছিস আমাকে। সবাই কনফারেন্স রুমে তাই না। এই তোর মিটিং?
তনয়া;; আরে ছাড় না। বাই দি ওয়ে হ্যাপি বার্থডে।
আইরাত;; হুম হয়েছে।
রোদেলা;; হ্যাপি বার্থডে।
আইরাত;; থ্যাংক্স।
তনয়া;; চল।
আইরাত;; কোথায়?
তনিয়া;; শোন একটা কনসার্ট আছে বুঝলি। মানে কি যে বলবো আমি এত্তো সুন্দর সেটা, অনেক জমজমাট। আর বিশাল বড়ো সড়ো করে হবে। হাজার হাজার মানুষ আসবে সেখানে। আমার তো আর তর সইছে না চল আমরাও যাই।
আইরাত;; অফিস রেখে এই সকাল সকাল কনসার্টে যাবো আমি!
তনয়া;; আরে না এখন না। রাতে। মানে অফিস শেষ করেই আমরা বের হবো আরকি। তবে আমরা কিন্তু যাবোই। অনেক মজা হবে। আর সবাই সেখানে যাওয়ার জন্য যাস্ট পাগল হয়ে পরেছে।
আইরাত;; ওকে ফাইন যাবো। বাট আগে কাজের কাজ করতে দে। আর তুই যা। এই ফাইল গুলো নে সব করে দে।
তনয়া;; কিইই এত্তো গুলা ফাইল?
আইরাত;; তুই কি চাস তোর কোম্পানির সাথে আমি কাজ ছেড়ে দিই?
তনয়া;; এই না না না।
আইরাত;; তাহলে এগুলো নিয়ে যা আর হ্যাঁ যতো তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করবি ততো তাড়াতাড়ি আমরা বাইরে যাবো বুঝলি।
তনয়া;; আচ্ছা।
দেখতে দেখতে সময় পার হয়ে গেলো। এর মধ্যে আইরাত বিকেলের দিকে রাশেদের সাথে অনাথ আশ্রমে গিয়েছিলো। সেখানে গিয়ে সব বাচ্চাদের অনেক কিছু দিয়েছে। এই কাজটা আইরাত প্রতি বারই করে। তারপর আবার বিকেলের শেষ সময়ে আইরাত অফিসে আসে। আর অফিসে আসতেই তনয়া ঝাপটে ধরে তাকে।
তনয়া;; এই কোথায় ছিলি?
আইরাত;; তুই জানিস না আমি প্রতি বছর এইদিনে এই সময়ে কোথায় থাকি?
তনয়া;; ওহহ সরি সরি মাই মিস্টেক। আচ্ছা এখন চল যাই।
আইরাত;; না গেলে হয় না কনসার্টে?
তনয়া;; এটা তো কথা ছিলো না আমাদের।
আইরাত;; আচ্ছা খানিক পর যাচ্ছি। গার্ড দের নিতে হবে সাথে।
তনয়া;; সে তুই যাকে ইচ্ছে সাথে নিতে পারিস।
একটা সময় আইরাত আর তনয়া চলে গেলো কনসার্টে। আইরাত একদম হুডি পরে মুখে মাস্ক লাগিয়ে এসেছে কেননা এখানে কেউ তাকে দেখে ফেললে আরেক ঝামেলা বাধবে। কারণ সে এমন সাধারণ পাবলিক প্লেসে বের হয় না বেশি একটা। যাই হোক এখানে অনেক মানুষ। সবার চোখে-মুখে উল্লাসের তীব্র ছাপ। আইরাতের চারিপাশেই গার্ড রা আছে কিন্তু কিছুটা দূরত্ব ম্যানটেইন করে যেনো কেউ না বুঝে। কনসার্টের এক পর্যায়ে এসে সবার মাঝে যেনো আরো হৈচৈ শুরু হয়ে গেলো। আর তনয়া এগুলো বেশ ইনজয় করলেও এখন আইরাতের এগুলো কেমন যেনো বিরক্তিকর লাগছে।
।
।
।
।
চলবে~~
{দুঃখিত, আগামীকাল কিছু ব্যাস্ততার কারণে গল্প দিতে পারবো না। আর প্লিজ সবাই একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে।}