#প্রিয়তমা♥️
#writer -সালসাবিল সারা
#সিজন_১
পর্ব-১৫
*
*
অনেকক্ষণ ধরে শুয়ে আছি কিন্তু এক ফোঁটাও ঘুম আসছে না চোখে…!!
আমার পাশে জুরাইন ঘুমে কাত..!!আর সাদিফ ভাইয়া সোফায় বসেই ঘুম..!!!মাও এই পর্যন্ত অনেকবার এসে চেক করে গেলেন আমি ঘুমাচ্ছি নাকি..!!
কিন্তু ফলাফল সেই শূন্য..!!বার বার এসেই আমাকে বেডে শুয়ে চোখ খোলা অবস্থায় দেখছে….!! রুম থেকে বের হতেই পারছিনা ….!!
কারণ একটাই সাদিফ ভাইয়ার কড়া নির্দেশ এই রুম থেকে বের হতে হলে উনার সাথেই বের হতে হবে….!!!
সাদিফ ভাইয়ার একটু আগের আচরণ টা জাস্ট অবাক করার মতো ছিলো….!!
উনার এই হুট করে আমাকে উনার কাছে টেনে নেওয়া জড়িয়ে ধরে আমাকে সরি বলা!! আমি জাস্ট বিশ্বাস করতে পারছিনা..!!!
উনাকে কোনো ভাবে ঠেলেও লাভ হচ্ছিলো না..!! একবিন্দুও নড়ছিলেন না উনি আমার ধাক্কায়..!!
সাদিফ ভাইয়া তো মাশাল্লাহ একটা পাহাড়ের সমান!! আর আমি উনার তুলনায় মাত্রই একটা ছোট্ট পাথর!!
তাও উনাকে দুই হতে ধাক্কাতে ধাক্কাতে বললাম…
“সাদিফ ভাইয়া প্লিজ ছাড়ুন…!!কেউ এসে যাবে…!!আমার হাড্ডি সব ভেঙে যাচ্ছে..!!আল্লাহ্”…!!!
কিন্তু উনি তো উনার মতই আছেন ….!! আমার ঘাড়ে নাক ঘষতে বিজি…!!আর কি সব বিড়বিড় করছেন….
“বুঝো না কেন আমাকে …!!কবে বড়ো হবা তুমি..!??পাপী বানাবো না তো”…!!
আমার মনে হচ্ছিলো উনি কোনো নেশার দুনিয়ায় চলে গিয়েছিলেন..!!আমার কথাও উনার কানে যাচ্ছিলো না..!!!
কি আর করার দাড়িয়ে ছিলাম ঐ অবস্থায়ই..!!!
কিন্তু আমাকে অবাক করে দিয়ে জুরু এসে সাদিফ ভাইয়ার পা জড়িয়ে বসে চিল্লাতে লাগলো…
“সাদি বাইয়া..!!আমকেও জরিয়ে দরও..!! ও সাদি বাইয়া..!!বাইইইয়া”!!
জুরুর সাথে আমিও চিল্লাতে লাগলাম…!!!
“সাদিফ ভাইয়া আমাকে ছাড়েন..!! জুরুকে কোলে নেন..!!ওকে জড়ায় ধরেন…!!!ভাইয়া”…!!
আমাদের চিল্লানোতে সাদিফ ভাইয়া তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিলেন…!!!এইবার উনার হুশ হলো..!!
উনি বলতে লাগলেন….
“উফফ তোমরা আমার কান ফাটিয়ে দিবে নাকি..!!এই শেফা এভাবে চিল্লাচ্ছো কেনো”???!!
এরপর উনি জুরুকে কোলে নিয়ে বললেন…..
“এই যে জুরাইন…!!তুমি তো ব্রো আমার এত ভালো মোমেন্ট টা নষ্ট করে দিলে…!! আর ইউ জেলাস”??!!
উনার কথা বেচারা ছোটো জুরু বুঝেই নি…!!!কিন্তু আবার সে ভাইয়াকে বলতে লাগলো….
“আমকে আপির মত জরিয়ে দরও..!!সাদি বাইয়া”..!!!
সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে হেসে দিলেন আর জুরুকে টাইডলি জড়িয়ে ধরলেন…!! জুরুও সাদিফ ভাইয়াকে জড়িয়ে ধরলো..!!!
“আপি তুমিও আসো..!!আমদের সাতে জরিয়ে দরও”..!!
জুরাইনের কথা শুনে আমি উনার দিকে তাকাতেই…
সাদিফ ভাইয়া উনার ঠোঁট চেপে ধরে আমাকে উনার কাছে যাওয়ার জন্যে ইশারা করলেন…!!
ইসস..!!কি বডি লেঙ্গুয়েজ..!!!
আমি “ধেত”বলে চলেই যাচ্ছিলাম…!!কিন্তু উনি আমার পেটের উপর হাত দিয়ে উনার কাছে টেনে নিলেন…!!
জুরাইন এখন উনাকে ছেড়ে আমাদের দিকে তাকালো..!! এতক্ষণ সে তার ভাইকে জড়িয়ে ধরে ছিল..!!
“একন কি আমলা একসাতে জরাই দরবো?”
“না ব্রো..!!এখন তুমি আর তোমার আপি রেস্ট নিবে”..!!!
“এই না..!!আমি বাইরে যাচ্ছি..!!আপুরা সবাই মজা করছে আমি ওদের কাছে যাবো”…!!
“আর ঐখানে গিয়েই তোর রূপ দেখাবি সবাইকে..!!এইতো”???
“আপনি সবসময় এমন করেন আমাকে..!!কেনো আমি কি করেছি..!! ঐ ভাইয়াটার সাথে কি আমি কথা বলেছি একবারও….???আপনি তো তাকিয়েই ছিলেন আমার দিকে..!!দেখেন নি আমি কি করছিলাম?? ঐ ভাইয়াটার জন্যে কত কথা শুনতে হলো আমার!!”…
সাদিফ ভাইয়া আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে বললেন…
“হুসসসস..!! বেশি বক বক করছো মনে হচ্ছে..??বকা দিচ্ছি না এখন..!!সেটা শোকর করো..!! নাহলে মুখে মুখে তর্ক করার মজা বুঝতাম..!!চুপচাপ বেডে শুয়ে পড়ো যাও”…!!!
উনার কোল থেকে জুরুকে নিয়েই শুয়ে গেলাম..!!আর উনি সোফায় শুয়ে হুকুম দিলেন…
“আমি উঠে যদি না দেখি তোমাকে এই রুমে..!!বিশ্বাস করো এক সেকেন্ডও রাখবো আর এখানে…!!সোজা আমার বাসায় নিয়ে যাবো..!!একা রুমে থাকবে তখন সেখানে..!!ঘুমাও একটু কষ্ট করে…!!নিজেকে রেস্ট দাও”…!!!
সেই রেস্টের জন্যে শুইলাম এখনো ঘুম আসছে না..!!আর উনি আর জুরু মনে হয় বিয়ে বাড়ির ঘুম দিচ্ছে..!!
🌸
চোখে পানি লাগাতেই ঘুমটা ছুটে গেলো…!! চোখ খুলে দেখি সাদিফ ভাইয়া পানির গ্লাস নিয়ে বসে আছেন আমার পাশে আর জুরাইন আমার মুখে পানি ছিটাচ্ছে..!!
“এই জুরু এই পঁচা বুদ্ধিটা কে দিলো”..!!??
“কে আর দিবে …!! তোর পাশে যে বসে আছে..!!মিস্টার সাদনান সাদিফ তিনিই এই প্ল্যান করেছেন আর এই পিচ্চিটাকে কাজে লাগিয়ে দিয়েছে”….!!!(ইতি আপু)
ইতি আপুর কথা শুনে উঠে বসলাম..!!দেখলাম ইতি আপু, জুমান আপু,লামিসা আপু,তাসফিয়া আপু আর মুন এখানের সোফাটায় বসে আছে…!!তারা সবাই হাসছে মুখ টিপে..!!শুধু তাসফিয়া আপুটা ছাড়া..!!!
উফফ!!! আমি কি জোকার নাকি…!!!?
সাদিফ ভাইয়াকে বলে উঠলাম…
“এই আপনি এখানে এত মেয়ের মাঝে যে বসে আছেন..!! আপনার কোনো লজ্জা লাগছে না..??আপনার কি কোনরকম লাগে না”…!!!
“কোনো মেয়ে বসে আছে না কি করছে আমার ম্যাটার না সেটা…!!আমি আমার কাজে এসেছি..!!সো তোকে এত উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমার..!! নাউ গেট আপ…!!সন্ধ্যা সাতটা বাজে..!!একঘন্টা ঘুমিয়েছিস”!!!
“কি!!!এতক্ষণ..!! আল্লাহ্..!!মামী সব কাজ একা একা করছেন মনে হয়!!!আগে আসবে না জুরু আপুকে ডাকতে”..!!!
“সাদি বাই দে নি দাত্তে”!!!
“তোকে এতো কাজ নিয়ে ভাবতে হবে না..!!বাইরে এনাফ মানুষ আছে..!!উঠে ফ্রেশ হও দেন নাস্তা করবা..!!সেই দুপুরে কি খেয়েছো আর খাওয়ার নাম নেই..!! গো ফাস্ট”..!!
কথাগুলা বলেই সাদিফ ভাইয়া চলে যাচ্ছিলেন তখনই
তাসফিয়া আপু বললেন….
“সাদিফ আপনি তো আমাদের সাথেও একটু টাইম স্পেন্ড করতে পারেন”…!!!
বাট উনি কথাটা শুনেছে নাকি কিজানি..!!কারণ উনি হন হন করেই রুম থেকে বেরিয়ে গেলেন…!!
আর তাসফিয়া আপু উনাকে ডিরেক্ট নাম ধরেই ডাকছেন??!! ওহ নো..!!!!তাহলে কি তাসফিয়া আপু…!!উফফ এসব পরে ভাববো..!!এখন আপাতত ফ্রেশ হয়ে রুমের বাইরে যাওয়া দরকার…!!!
ফ্রেশ হয়ে কিছুক্ষণ রুমে বসে ছিলাম…..!!! এরপর আপুদের সাথেই রুম থেকে বের হলাম…!!!
ওমাগো!! কতো মানুষ এসেছে..!!এত অচেনা মানুষ..!!আগে তো জানতাম না এতো মানুষ আসবে..!!!
তাড়াতাড়ি মাথায় ওড়নাটা দিয়ে দিলাম…!! নাহয়…. কখন যে সাদিফ ভাইয়া এসে চুলের মুঠি ধরে আছার মারে..!!!যাক এত রিস্ক নেওয়া যাবে না…!!!
মা,খালামণি,মামী,মামীর বোন-ভাইয়ের বউ সবাই বসে আড্ডা দিচ্ছে …!!!যেনো কারো কোনো কাজই নেই..!!
অবশ্য এখন জানলাম যে আজকের কাজের জন্যে মানুষ রাখা হয়েছে…!!!আমি গিয়ে বসতেই সাদিফ ভাইয়া এক প্লেটে বিভিন্ন নাস্তা নিয়ে হাজির…!!!
“চুপচাপ এগুলা ফিনিশ করো”..!!
কথা বাড়ালাম না আর প্লেটটা নিয়ে নিলাম নাহলে এত লোকের মাঝেও ঠাস ঠুস মেরে দিবে…!!!এই লোকের কোনো গ্যারান্টি নাই ভাই..!!!
আমি প্লেট নিতেই উনি হেসে চলে গেলেন….!!!
মামার বাসা আজকে চেনাই যাচ্ছে না..!!এত সুন্দর করে সাজিয়েছে…!!! পিংক আর হুয়াইট কালার কম্বিনেশন টা জাস্ট ওয়াও লাগছে..!!!
ড্রয়িং রুমের একপাশে সুন্দর করে একটা বার্বির থিম লাগিয়েছে….!!!এইখানেই মেবি কেক কাটবে…!!!
একটু পরেই দেখলাম সাদিফ ভাইয়া আর মামা মিলে একটা কেকের বাক্স নিয়ে বাসায় ঢুকছেন…..!!. এতো বড় কেক..!! অবশ্য মানুষও কম না..!!!
ইতি আপু আর আমি মায়ের পাশে বসে আছি..!!আর বাকি সবাই ছাদে বসে আছে…!!!আমারও অনেক ইচ্ছা করছিলো ছাদে যেতে..!!!!কিন্তু এই সাদিফ ভাইয়া আমাকে তা জীবনেও এলাউ করবে না..!!!
আমি একটা কথাই বুঝি না ইতি আপু, জুমান আপুকে উনি এত ছোটখাটো ব্যাপারের জন্যে বকা দেয় না…!!কিন্তু আমাকে!!একটু গড়বড় হলেই….শেষ!!!!!
*
*
জারাভি একটা সুন্দর পিংক গাউন পড়েছে…!!আর আমি ওর মাথায় একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছি..!! স্টোনের একটা ক্রাউনও সেটিং করে দিয়েছি ..!!!!
জারাভির সম্পূর্ণ সাজ আমিই সাজিয়েছি…!!কারণ ও আমি ছাড়া কাউকেই সাজাতে দিচ্ছিলো না…!!!
“মাশাল্লাহ জারাভি!!! তোমাকে অনেক সুন্দর লাগছে বাবু”…!!
“থ্যাংক ইউ আপি…!! তুমি সাজিয়ে দিয়েছো তাই তো সুন্দর লাগবেই”…!!!
“উহু আমার বোনুটাই এমন কিউট আর আদুরে”…!!
“শেফা তোদের হলে আয়..!!!সবাই ওয়েট করছে”…!!(মামী)
“হ্যাঁ হয়েছে!!!আসছি মামী”…!!!!
এরপর আমি আরেকটু লিপস্টিক, আইলাইনার আর পাউডার দিয়ে নিলাম….!!!
উফফ এই লিপস্টিক টা জাস্ট ওয়াও..!!!মাঝখানে সিতি করে সামনের কাটা চুল গুলা বের করে সেটিং করে নিলাম আর লম্বা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিলাম!!.
আর পার্স থেকে আমার কানেরদুল গুলো নিয়ে পড়ে নিলাম!!…. মাথায় ওড়নাটা আবার ঠিক করে দিলাম…!!!
বের হওয়ার আগে আরেকবার নিজেকে আয়নায় দেখে নিলাম…!!যাক ভালোই লাগছে..!!!
জারাভির হাত ধরে একসাথে রুম থেকে বের হলাম..!!!
একটু আগে যা একটু ফাঁকা ছিলো ঘর..!!এখন তো পুরাই মানুষে ভর্তি..!!!
মামী এসেই জারাভি আর আমার কপালে চুমু দিলেন.!!
আর মামা মামী একসাথে জারাভিকে নিয়ে কেক কাটতে গেলেন..!!
আমাকেও বলেছিলেন যেতে!!! কিন্তু ওদের ফ্যামিলির মাঝে আমি গিয়ে কি করবো..!!!
আমি গিয়ে ইতি আপু আর জুমান আপুর পাশে দাঁড়ালাম…..
“এই লিপস্টিকটা তোকে বেশ মানিয়েছে বেবি..!!এটা কার”..!!??(জুমান আপু)
“এটা জারাভির..!!!আমি ফ্রেশ হওয়ার সময় লিপস্টিক,মেকাপ সব চলে গিয়েছিল..!!তাই আরেকটু সেজে নিলাম আরকি….!!!! হি হি হি”..!!!
“হ্যাঁ আর এখন তুই এই রূপ দিয়ে ছেলে পটাবি..!!এই তো”??
পাশ ফিরে দেখলাম সাদিফ ভাইয়া???আবার এসব কথা বলতে চলে এসেছে..!!!!
“এই আপনার সমস্যা কি?? সবসময় এমন ফালতু কথা বলার কি মানে…!!!??আমি কিন্তু আর সহ্য করবো না”..!!(দাঁতে দাঁত চেপে)
“কি করবি তুই???হ্যাঁ”???(রাগী ভয়েজে)
“খালামণিকে বলে দিবো যে আপনি একটা ফাজিল..!!
আর আমাকে সবসময় ইনসাল্ট করেন তাও সেই ব্যাপারে যে ব্যাপারটা আমি নিজেও বুঝি না আর না কখনো করেছি”…!!!
এবার সাদিফ ভাইয়া আমার গা ঘেষে দাঁড়ালেন..!!আর আমার হাত চেপে ধরলেন..!!!
“উহহহ..!! ব্যথা লাগেতো..!!!ছাড়েন না হাত…!!আঙ্গুল ভেঙে গেলো ..!!ইতি আপুরে..!!!তোমার ভাইকে বলো না আমার হাতটা ছাড়তে”..!!!
“ভাই এখানে এসব করার কি মানে…!!ওকে দেখে এখানে সবচেয়ে ভদ্রমেয়ে মনে হচ্ছে..!!!আর তুই কিনা”?!
“এই ভদ্রটাই তো আমার জান নিচ্ছে..!! আশে পাশে দেখ!!!! সবাই কিভাবে তাকিয়ে আছে এই ভদ্রটার দিকে”..!!!
কথাটা বলেই উনি আমাকে টান দিয়ে পিলারের পিছে নিয়ে গেলেন…আর পিলারের সাথে চেপে ধরে রাগী গলায় বললেন…
“লিপস্টিকটা মুছ”..!!!
“এই কি শুরু করছেন এগুলা!!!সরেন..!!তো..!!!
মা খালামণি সবাই এসে যাবে এখন..!!কেক কাটা শেষ মনে হয়”!!!!
সাদিফ ভাইয়া আঙ্গুল দিয়ে উনার ঠোঁট স্লাইড করতে করতে বললেন….
“তুই মুছবি লিপস্টিক নাকি আমি ব্যবস্থা করবো..??আমার ব্যবস্থা কিন্তু তোর পছন্দ হবে না…!!পাপী হয়ে
যাবি তো আমি মুছে দিলে”…!!
আমি এবার আমার দুইহাতে আমার ঠোঁট চেপে বললাম….
“না ..না ..!!আমি যাচ্ছি …!!আপনি প্লিজ রুমের সামনে দাড়ান”..!!
কথাটা বলেই দৌড় দিলাম…
শেফালীর এমন কাণ্ডে সাদিফ হেসে হেসে আপন মনে বললো….
” তুমি না বললেও দাড়াতাম রুমের সামনে..!! ভীতুর ডিম যে তুমি!!!এত্ত আদুরে কেন”???!!
রুমে গিয়ে আমার আমার পার্স থেকে লিপগ্লস বের করে দিয়ে দিলাম ঠোঁটে…!!!
রুমের বাইরে সাদিফ ভাইয়া দাড়িয়ে ফোনে কথা বলছিলেন….
আমাকে দেখেই উনি ফোন রেখে দিয়ে আমার কাছে এসে বললেন….
“এটা কি দিয়েছো..!!এত চিক চিক করছে..!!ঠোঁটে কিছু না দিলে কি হতো??এমনিও তো পিংক তোমার ঠোঁট”…!!!
এবার মাথা বেশ গরম হয়ে গেলো…এক দমে উনাকে বললাম….
“এই একদম চুপ করেন আপনি..!!!এটা না ঐটা…!!ঐটা না এটা…!!!এত্ত মুড সুইং কেমনে হয় আপনার!!?
আমি আর কোনো কথায় শুনবো না …!!টাটা”…!!!
বলেই একদৌড় দিলাম…..
শেফালীর এই কথা শুনে সাদিফ অবাক হলেও সাদিফের বেশ হাসি পেলো…
🌸
দৌড়াতে গিয়েই এক ধাক্কা খেলাম..!!!তাকিয়ে দেখি তাসফিয়া আপু…!!!
আমার পিছে সাদিফ ভাইয়াকে দেখেই তাসফিয়া আপু নিজের পা চেপে ধরে বসে আমাকে বকা দিতে লাগলেন….
“এই মেয়ে দেখে চলতে পারো না…!!!আর এত ঢং করে দৌড়াচ্ছো কেনো..??উফফ আমার পা”..!!
সাদিফ ভাইয়া দ্রুত এসেই আমার দুই বাহু ধরে বললেন…
“ব্যথা পেয়েছো?? ঠিকাছো তুমি!!!?আর এই যে তাসফিয়া না কি?? তুমি ওকে কেনো বকছো..!!ওর ধাক্কায় তুমি পড়োনি!!!… সো স্টপ অ্যাক্টিং অ্যান্ড গেট আপ”..!!!
তাসফিয়া আপু এখনো ফ্লোরে বসে আছে..!!তাই আমি আমার হাত টা উনার দিকে এগিয়ে বললাম…
“আরে আপু উঠুন..!!সরি আমি খেয়াল করি নি আপনাকে”…!!
তাসফিয়া আপু আমার হাত ধরার আগেই সাদিফ ভাইয়া আমার হাত ধরে নিয়ে গেলেন…!!!কি মানুষ উনি…!!!উনাকে কিছু বলতে যাবো তখনই আমাকে বললেন….
“এই মেয়ে থেকে দূরে থাকবে…!!!মনে থাকে যেনো”..!!(রাগী ভাবে)
“হুম”
একে একে সবাই জারাভিকে উইশ করছে আর কেক কাটছে…!!!আপুরা আমার জন্যেই ওয়েট করছিলো..!!
আমি আসতেই আমরা একসাথে কেক কাটলাম আর জারাভিকে উইশ করলাম…!!
সাদিফ ভাইয়া আমাদের ছবি তুলছিলেন..!!
খালু,খালামণি,সাদিফ ভাইয়া,আপুরা,মা আর আমি সবাই মিলে একসাথেই জারাভিকে উইশ করে কেক কাটলাম…!!
আমরা যেতেই জুমান আপু সাদিফ ভাইয়াকে বললেন..
“ভাইয়া ..!!!তুমি আর শেফা দাড়াও!!…জারাভির সাথে একটা ছবি তুলি তোমাদের”…!!!
জুরাইন এসে আমার কোলে উঠতে নিলে সাদিফ ভাইয়া জুরুকে কোলে নিয়ে নিলেন আর আমাদের সাথে জুরুও অনেকগুলা ছবি তুললো….
*
*
আমরা সবাই একসাথে বসে আছি একপাশে..!!!আর চারদিকে অনেক মানুষ..!!তাই এইদিক টা একটু শান্তি লাগছে..!
সাদিফ ভাইয়া জুরাইনকে কোলে নিয়ে বসে আছেন আর ফোন কথা বলছেন…..!!
উনার গার্লফ্রেন্ড হবে হয়তো..!! নাহয় এত সুন্দর করে হেসে হেসে কথা বলতো!!!???
উফফ উনাকে যা হ্যান্ডসাম লাগছে না!!!আর উনার হাসিটা..!!অনেক সুন্দর…!!হাসলে উনার গেজ দাঁত গুলো দেখা যায়..!!!তখন তো উনাকে দেখলেই যেকোনো মেয়েই ফিট হয়ে যাবে..!!!
কিন্তু কেন জানি আমার থেকে উনার এই হাসিটা দেখে কষ্ট লাগছে..!!!!বুকের কোথায় যেনো অনেক ব্যথা হচ্ছে…!!না চাইতেও উনার গার্লফ্রেন্ডের ব্যাপারটা আমার হজম হচ্ছে না….!!!
হঠাৎ সাদিফ ভাইয়ার ভ্রু নাচিয়ে আমার দিকে তাকানো দেখেই ……আমি অন্য দিকে ফিরে গেলাম…!!
“ছি!! কি ভাবছে উনি???কতক্ষণ তাকিয়ে ছিলাম আল্লাহ্ ই জানে”…!!!
তাসফিয়া আপু আমার পাশে এসে বসলেন!!!…বসেই আমাকে বলতে লাগলেন…
“আচ্ছা আমার কাজিন আয়মানকে তোমার কেমন লাগে”?
উনার কথা শুনে আমি অবাক….!!!
“ভাইয়াটাকে আমি ভালো করেই দেখিনি…!!! আর এসব ছেলে দেখা ক্রাশ খাওয়াতে আমি নাই..!!আর যেগুলা ক্রাশ খাই সেগুলা কেউ চীনে কেউ পাকিস্তানে আর কেউ কোরিয়ায়”..!!!
“মানে”?
“মানে সবাই অ্যাক্টর…!!!হা হা হা”…!!!
“আসলে আয়মান তোমাকে অনেক পছন্দ করছে…!!
আয়মান অনেক ভালো ছেলে…!!অনেক বড় বিজনেস করে..!!আর তোমাকে অনে”…
আপুটাকে বলতে না দিয়ে বললাম….
“সরি আপু..!!!!এসবে আমি নাই…!!!আর প্লিজ এসব বলিয়েন না কাউকে..!! সাদিফ ভাইয়ার কানে গেলে উনি এখানে সবার সামনেই তামাশা শুরু করবে”..!!!
আমার কথা শুনে তাসফিয়া আপু বাঁকা হেসে চলে গেলেন…!!!
আর আমি এই আয়মানের বাচ্চার কথা ভাবছি…!এসব কোন ধরনের কথা..!!!একটু দেখেই পছন্দ হয়ে যায় নাকি??? ঢং সব..!!
ডিনার করে আপুরা আর আমি মিলে কথা বলছিলাম..
আপুদের ভার্সিটিতে নাকি প্রোগ্রাম হবে…আপুরা অনেক প্ল্যানিং করছেন…!!আমাকেও নাকি নিয়ে যাবেন…!!
ওয়াহ্!!! অনেক খুশি হলাম..!!আমার অনেক ইচ্ছা ছিল এমন প্রোগ্রামে যাওয়ার…!!!
তখনই সাদিফ ভাইয়া এসে আমাকে চেয়ার থেকে উঠিয়ে আমার গাল চেপে ধরে বলতে লাগলেন….
“তাসফিয়া মেয়েটা তোকে ঐ আয়মান কু*র কথা কি কি বলেছে সব বল”!!!!….
আমি আগা গোড়া সব কথাটা এক দমেই বলে দিলাম…আমি কি কি উত্তর দিয়েছি তাও বলে দিলাম..
কিছুই বাদ রাখিনি…!!!!
আমার কথা শেষ হতে তিনি আমার গাল ছেড়ে গালে হাত বুলিয়ে চলে গেলেন!!!….
একটু পর দেখলাম সাদিফ ভাইয়া তাসফিয়া মেয়েটার সাথে পিলারের ঐদিকে দাড়িয়ে কথা বলছেন…!!!
কি এমন কথা যে একেবারে পিলারের কাছে গিয়ে বলতে হচ্ছে…!!
ইতি আপুর ডাকে আপুর দিকে ফিরলাম!!….আপুর সাথে একটু কথা বলে আবার সাদিফ ভাইয়াদের দিকে ফিরতেই দেখি তাসফিয়া আপু গালে হাত ধরে দাড়িয়ে আছে আর আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছেন..!
আর সাদিফ ভাইয়া হাত নেড়ে উনাকে কি কি যেনো বলছেন….!!!!
আচ্ছা সাদিফ ভাইয়া কি তাহলে তাসফিয়া আপুকে চড় দিলো???
কিন্তু কেনো….!!??
চলবে….♥️