কাগজের_তুমি_আমি #দ্বিতীয়_অধ্যায় #৪র্থ_পর্ব

0
452

#কাগজের_তুমি_আমি
#দ্বিতীয়_অধ্যায়
#৪র্থ_পর্ব

বারান্দায় দাঁড়িয়ে নিজের হিসাব মিলাতে যখন ব্যস্ত ধারা তখন পাশ থেকে শুনতে পায়,
– সেদিনও বলেছিলাম যা কুকাম করার তাতো করেই ফেলেছিস। এখন কেঁদে ভাসালেও কিছুই হবে না। তবুও তুই সেই ফ্যাছফ্যাছানি কান্না লাগিয়েই রেখেছিস। সারাটাজীবন আমার এখন তোর এই মরা কান্নাই দেখতে হবে।

অনলের কথা কানে আসতেই পেছন ফিরে তাকায় ধারা। একটা সাদা শার্ট এবং কালো জিন্স পড়ে বেশ আল্লু আর্জুনের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে অনল। অনল দেখতে অনেকটাই সাউথের হিরোদের মতো, ছয় ফুট লম্বা, সুঠাম দেহী, শ্যাম বর্ণের একটি ছেলে। যেকোনো মেয়ে দেখলে ক্রাস খেয়ে যেতে পারে। চুলগুলো চোখের উপরে এতো সুন্দর ভাবে পড়ে থাকে যা তাকে আরো হ্যান্ডসাম এর কোটায় ফেলে। এতো সুন্দর মুখে সবচেয়ে মাতাল করা হলো তার উদাসীন চোখ জোড়া। সেখানে কাউকে হারিয়ে ফেলার বেদনা লক্ষ্য করা যায়। কিন্তু মুখ খুললেই যে কারোর ইম্প্রেশন খারাপ হয়ে যাবে। ধারার তো মনে হয় তার ফুপি অনলকে কোনোদিন মধুই ছোয়ায় নি। করলার মতো কড়া আর তেতো বুলি শুনতে পাওয়া যায়। মুখটা ঘুরিয়ে দৃষ্টি বাহিরে দিয়ে উদাস কন্ঠে ধারা বলে,
– মজা নিতে এসেছো?
– জীবনটা আমাকে একটা মজা বানিয়ে রেখে দিয়েছে, আমি কার মজা নিবো বল?

অনলের কথাটা খুব যে বোধগম্য হলো তা নয়, কিন্তু উত্তর দিতে ইচ্ছে করছে না ধারার। তার জীবনটাও একটা “জোক অফ দ্যা ইয়ার” হয়ে বসে আছে। সে অন্যের জীবন নিয়ে কি আর চিন্তা করবে আর কি টিপ্পনী দিবে! ধারার উদাসীনতা দেখে অনল আবারও বললো,
– তোর নাগরকে জানিয়েছিস?
– এবোর্শন করাতে বলেছিলো, আমি রাজী হই নি। কিন্তু এখন মনে হচ্ছে এটা হলেই ভালো হতো
– করাতে হবে না, ওকে ফোন দিয়ে বলে দিস সামনের সপ্তাহে তোর বিয়ে। বিয়েটা খেয়ে যেতে
– মানে?

ধারার কন্ঠে উদ্বিগ্নতা স্পষ্ট জানান দিচ্ছে সে জানে না এই বিয়ের ব্যাপারে। অনল দীর্ঘশ্বাস ফেলে বাহিরে শুন্য দৃষ্টি দিয়ে বলে,
– অনেক ভেবেছি, চিরকুমার থাকাটা আমার দ্বারা আর হবে না বুঝলি? এবার সংসারটা করতেই হবে। বাহিরের কোনো পিস ঘাড়ে তুলার থেকে তোকে বিয়ে করাটা সোজা। সাথে ফ্রি বাচ্চা ও আছে। স্কিমটা খারাপ না। আমি ও বিয়ে নামক ঝামেলা থেকে মুক্তি পাবো তুইও এই সমাজের চোখে সম্মানের সাথে বাঁচতে পারবি। একটা বিয়ে সবাইকে বাঁচিয়ে দিবে।

অনলের কথাশুনে ধারার নিঃশ্বাস আটকে রাখার জোগাড়। উদ্বিগ্ন হয়ে বলতে লাগে,
– তুমি ভেবে বলছো তো? তুমি অন্য কারোর পাপের ফসল কেনো নিজের ঘাড়ে বয়ে বেড়াবে? এখন হয়তো তুমি ভাবছো এটা ঝামেলা থেকে তোমাকে মুক্তি দিবে কিন্তু ইন দ্যা এন্ড যখন মানুষ তোমাকে বারবার মনে করিয়ে দিবে এটা তোমার বাচ্চা না, আমি একটা নষ্ট মেয়ে পারবে, পারবে মেনে নিতে? এতো সোজা না অনল ভাই, এতো সোজা না
– আচ্ছা একটা কথা বল তো, মানুষ কি আমাকে দুইবেলা খাওয়াবে? নাকি তারা আমাকে চ্যালচালায়ে বেহেশতে নিয়ে যাবে? শোন এসব মানুষের কথায় আমার কোনো কালে কিচ্ছু যায় আসে নি, আসবে ও না। আমার মাকে যখন বাবা ডিভোর্স দিয়ে অন্য কারো কাছে চলে গেছিলেন আমাকে মানুষ দেখে নি। আমি যখন ড্রাগের অভারডোজ করে আই.সি.উ তে ছিলাম তখন মানুষ আমাকে বাঁচায় নি। সুতরাং এই ঢং এর আলাপ আমাকে দিস না।

ধারার বুঝতে বাকি রইলো না এ মানুষকে বুঝানো তার কম্য নয়। সে যা ভালো বুঝবে তাই করে এসেছে এবং তাই করবে। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো ধারার। ক্লান্ত কন্ঠে বললো,
– তুমি আমাকে বিয়েটা কেনো করতে চাচ্ছো এখনো সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমার মতো কলঙ্কিনীকে বিয়ে করে নিজের জীবনটা অন্ধকারে ভাসিয়ে দেয়া ছাড়া আর কিছুই হবে না। আমার ভাগ্যে যা আছে আমি সেটা মাথা পেতে নিয়েছি। প্লিজ আমাকে দয়া করে নিজের জীবনে অভিশাপ ডেকে আনবে না অনল ভাই!
– তুই তো বেশ বড় হয়ে গেছিস ধারা! অবশ্য যে কান্ড ঘটিয়েছিস তাতে এই ব্যাপারটা প্রমাণিত। তুই আমাকে নিয়ে ভাবিস না। তোর সাথে বিয়ে নামক বস্তুটা আমার কাছে কেবল কাগজের একটা সই আর তিন অক্ষরের একটা শব্দ মাত্র। আমার কাছে এই জিনিসের কোনোই মূল্য নেই। থাকবেও না। তোর কাছে এই বিয়েটা যেমন সকল ঝঞ্জাট থেকে পরিত্রাণের উপায়। আমার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। নিছক মায়ের ইচ্ছেটুকু পূরণ করা মাত্র। মা যা বলে সর্বদা মেনে এসেছি, এখনো মানবো। তাই এই বিয়েটাও করবো। কিন্তু চিন্তা করিস না আমার মতো অগোছালো লোকের কাছে এটা একটা কাগজের লিখিত ঠুনকো সম্পর্ক মাত্র। বিয়ের পর আমি কেবল তোর কাগজের স্বামী আর তুই আমার কাগজের স্ত্রী। আমি তোর জীবনে কখনোই হস্তক্ষেপ করবো না তদ্রুপ তুই ও আমার জীবনে কখনোই হস্তক্ষেপ করবি না। আমাদের সম্পর্কটা কেবল এবং কেবল কাগজের। আমরা কাগজের তুমি আমি হয়েই থাকবো।

অনলের ঠান্ডা গলার কথাটা শুনে ধারা আর কথা বাড়ায় না। একটা প্রশান্তি মনে জাগে, সে অন্তত সমাজের হাহাকার থেকে মুক্তি পাবে, তার সন্তানটি বেঁচে থাকবে। অনলের মতো একটা বটবৃক্ষের ছায়া পাবে, তার দূর্ভাগ্যের জীবনে এটা জ্যাকপটের ন্যায়। কিন্তু একটা কাগজের সম্পর্ক টেনে নেওয়াটা সহজ হবে! চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। আরো কি কি দেখা বাকি কে জানে_____

সকাল ১১টা,
ক্যাম্পাসে বাইক পার্ক করে সারাকে খুজতে লাগলো দিগন্ত। আজ দুদিন ধারা তার ফোন রিসিভ করছে না। ব্যাপারটা খুব ভাবাচ্ছে তাকে। যদি ইমোশোনাল হয়ে কোন একটা স্টেপ নিয়ে নেয়, তখন কি করে দিগন্ত। সারা ধারার খুব ভালো বান্ধবী সে ধারা বিষয়ে সব তথ্য রাখে। সারাকে খুজে পেলেই ধারার নিউজ পাবে দিগন্ত। একটা জিনিস মোটেই মাথায় ঢুকছে না তার, একটা বাচ্চাই তো। এতো ইমোশোনাল হওয়ার কি আছে? একবার তার চাকরি হয়ে গেলে, ক্যারিয়ার গড়ে গেলে ধারাকে বিয়ে করে নিবে সে। তখন সারাটা জীবন পরে আছে তাদের। এখন এই খাল কেটে কুমির আনার কোনো মানেই নেই। আর এই বয়সে এই ভুল গুলো হওয়াটা খুব ন্যাচারাল। তাও তো রিলেশনের আড়াই বছর বাদে ধারা তাকে ছুতে দেওয়ার পারমিশোন দিয়েছে, কই তার বন্ধুদের বেলায় তো এমন হয় নি। আসলে এসব ব্যাকডেটেড মেয়ের সাথে প্রেম করলে এমন ই হয়। এখন বাচ্চা রাখার জন্য কান্নাকাটি বাধিয়েছে। দিগন্তের মাথা ফেটে যাচ্ছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। সত্যি বলতে সে বেশ ঘাবড়ে গেছে। সে ধারাকে ভালোবাসে, কিন্তু দায়িত্ব নেওয়ার ইচ্ছে এখন তার নেই। কেবল মাত্র ২৬ বছর তার। এখন কোথায় মজা করার সময়, ইঞ্জয় করার সময়। এখন বিয়ে করা মানেই একটা বোঝা কাধে নেওয়া। ক্যাম্পাসের ক্যান্টিনে সারাকে দেখেই ছুটে যায় দিগন্ত তার কাছে। উদ্বিগ্ন কন্ঠে তাকে বলে,
– সারা, তোমাকেই খুজছিলাম
– কেনো গো দিগন্ত ভাই?
– আচ্ছা ধারা কি কলেজে আসছে না? ওকে আমি দুদিন ধরে খুজে পাচ্ছি না
– ও এই সপ্তাহে কলেজে আসবে না, সামনের সপ্তাহে আসে কি সেটাও বলতে পারছি না
– কেনো বলোতো?
– ওর বিয়ে ঠিক হয়েছে, এই শুক্রবার ওর বিয়ে

সারার নির্বিকার ভাবে বলা কথাগুলো দিগন্তের কানে যেতেই মাথাটা ফাঁকা হয়ে যায় তার। বিয়ে মানে টা কি? আর ধারা বিয়ে করছে এটা তাকে জানানোটা প্রয়োজন মনে করলো না ধারা। আর এখন ধারার যে অবস্থায় আছে তাতে তাকে কেউ বিয়ে করতে চাওয়ার ই কথা না। এটার একটাই মানে হয় ধারা নিশ্চয়ই বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে, এখন নিশ্চয়ই কোনো বড়লোক পটিয়ে তার সাথে বিয়ে করে সুখে সংসার করার কথা চিন্তা করছে। রাগে গা রি রি করছে দিগন্তের। চোয়াল শক্ত হয়ে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে রাগ সামলানোর চেষ্টা করছে সে। এই মূহুর্তে আর দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছে না তার। তড়িৎ গতিতে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলো সে।

বিকেল ৫টা,
বারান্দায় দাঁড়িয়ে আছে ধারা, আগামী পরশু তার এবং অনলের হলুদ। দিগন্তের সাথে একটাবার কথাও হয় নি সেদিনের পর থেকে। শেষবারের জন্য একটাবার কথা বলতে ইচ্ছে করছে। জানাতে ইচ্ছে করছে তার বাচ্চাকে বাঁচানোর উপায় খুঁজে পেয়েছে ধারা। কথাটা ভাবতেই ফোনটা হাতে নিলো ধারা। এতোদিন ফোন অফ করে রেখেছিলো ধারা। ফোনটা অন করতে না করতেই মোবাইল স্ক্রিনে দিগন্তের নামটি ভেসে উঠলো। ফোন রিসিভ করতেই………………

চলবে

[পরবর্তী পর্ব ইনশাআল্লাহ আগামীকাল রাতে দিবো। দয়া করে কার্টেসী ব্যাতীত কপি করবেন না]

মুশফিকা রহমান মৈথি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here