Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী পর্ব,,০৪

0
658

Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী

পর্ব,,০৪

লেখক,,, junior

অনিতা আমাকে দেখে এগিয়ে আসলো,,,আর বললো,,,,

আপনি এখানে কেন,,,,, অনিতা

অনিতা আমি তোমাকে কিছু বলতে চাই,,,,প্লিজ শুনো,,,,, আমি

কি শুনবো ,,, তোমার মতো বেইমানের কাছ থেকে,,,,কি ক্ষতি করেছিলাম আমি,,,যার জন্যে এত কষ্ট দিলে,,,, অনিতা,,

আমি ইচ্ছা করে এসব করিনি অনিতা,,,তখন আমার কিছু ই করার ছিল না,,,, আমি

আমি এসব কিছু শুনতে চাই না,,,,আর শোন,,,নেক্স টাইম যেন আমার ঘরে তোমাকে না আসতে দেখি,,,, অনিতা

আমি আর কিছু বললাম না,,,,কিই বা বলবো,, আমার কথা তো শুনতেই চাচ্ছে না,,,,

রুমে এসে শুয়ে পড়লাম,,,, ভালো লাগছিলো না,,,,
সকালে নিশিতার ডাকে ঘুম ভাঙ্গে,,,,

এতক্ষণ কেউ ঘুমিয়ে থাকে নাকি ,,, ভাইয়া,,,,কখন থেকে ডাকছি,,, নিচে সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে,,,, তাড়াতাড়ি নিচে আসেন,,,নিশিতা

নিশিতা কথাগুলো বলে গেল,,,ঘড়িতে তাকিয়ে দেখি আটটা বেজে গেছে,,, এতক্ষণ কোনোদিন ও ঘুমায় নি,,,আজ যে কি হয়েছিল ,, আল্লাহ ই ভালো জানে,,,,
তারপর তাড়াতাড়ি ফ্রেস হয়ে রেডি হয়ে নিচে গেলাম,,, সবাই দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে,,, আমাকে দেখে আন্টি বলল,,,

রাশেদ ,,কি হয়েছে,,,এত দেরি করে ঘুম থেকে উঠলে যে,,, শরীর খারাপ নাকি,,,, আন্টি

না,,, তেমন কিছু না,,,আজ এমনি তেই টের পাইনি,,,, আমি

ওহহহ,,,, আচ্ছা তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও অনিতার সাথে,,,, আন্টি

ঠিক আছে আন্টি,,, আমি

তারপর খাওয়া শেষ করে ,,, বাহিরে গাড়িতে গিয়ে বসলাম,,,

অনেকক্ষণ হলো বসে আছি,,,,অনিতার আসার কোনো নাম নেই,,,,এই মেয়ে দের এক স্বভাব ,,,সাজতে দিলে একযুগ পার করে দিবে,,,,

একটু পর অনিতা আসলো,,, নীল রঙের একটা শাড়ি পড়েছে,,,দেখতে পুরো পরির মতো লাগছিল,,, মনে হচ্ছে আবার এক্স গার্লফ্রেন্ড এর উপর ক্রাশ খেলাম,,,,

আমি তাকিয়ে ছিলাম,,,, তখন অনিতা আমার কাছে চলে এসেছিল,,,, তখন আমি নিজেকে সামনে নিলাম,,,,

অনিতা কিছু না বলে,,, গাড়িতে উঠে বসলো,,,, আমি গাড়ি চালাতে লাগলাম,,,,

অনিতা তোমার মনে আছে আগের সেই দিনগুলোর কথা,,,, আমি

কোন দিন গুলো,,,, আমারতো মনে নেই,,,, অনিতা

অনিতার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল,,,, তাই আর কিছু বললাম না,,,

কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম,,,, অফিসটা কাছেই ছিল,,,,

আমি আর অনিতা অফিসের ভেতরে গেলাম,,,, আমাদের দেখে রাফিন বলে উঠলো,,,,

কিরে রাশেদ,,, বিয়ে করলি কবে,,,, দাওয়াত ও দিলিনা,,, রাফিন (এ হলো অফিসে আমার একটা ভালো ফ্রেন্ড,,,)

আরে না,,,, কি বলছিস এসব,,, ইনি হচ্ছে আমাদের,,,, আর কিছু বলতে যাব তার আগেই রাফিন আবার বলল,,,
তোকে আর বলতে হবে না,,,, ভাবি টা দেখতে কিন্তু সেই মামা,,,, মানিয়েছে খুব,,,, রাফিন

আমরা রাফিনের কথা শুনে অনিতার দিকে তাকালাম,,, দেখলাম রেগে লাল হয়ে যাচ্ছে,,,,,

আরে শালা কি বলছিস এসব,,,, ইনি আমাদের বসের মেয়ে,,,, আমি

কিইইই,,,🤭🤭🤭🤭🤭,,,, বন্ধু থাক আমি গেলাম,,,, রাফিন,,

কথাগুলো বলেই দিলো দৌড়,,,,
আমি অনিতা কে কিছু বলতে যাব,,, তার আগেই অনিতা হনহন করে চলে গেল তার বাবার রুমের দিকে,,,,
আমিতো ভয় পেয়ে গেছিলাম,,,, আঙ্কেল কে সব বলে দেয় নাকি,,, দিলে তো আমি শেষ,,,, তাই অনিতার পেছন পেছন আমিও গেলাম,,,

অনিতা আঙ্কেলের রুমে ঢুকেই,,, চেচামেচি শুরু করে দিল,,,,

এসব কাদের কাজে রাখছো বাবা,,,, কোন ভদ্রতা নেই,,,, অনিতা,,

কেন কি হয়েছে,,, এত রেগে আছিস কেন,,,,, আঙ্কেল

রাগবো,না,,, কাউকে না চিনেই যা তা বলতে শুরু করছে,,,, অনিতা

কে কি বলছে রাশেদ,,,, হঠাৎ এভাবে রেগে গেল কেন অনিতা,,, আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলল,,,

একটা ভুল বোঝাবুঝি হয়েছে আঙ্কেল,,, রাফিন ম্যাডামকে না চিনেই অন্য কিছু বলে ফেলছে,,,,, আমি

অন্যকিছু মানে,,, আমি কি আপনার বউ হই নাকি,,, অনিতা

আরে ম্যাডাম রাগ করছেন কেন,,, ও তো জানে না,,, জানলে কি এরকম করত নাকি,,,, আমি

ঠিকই তো বলছে রাশেদ,,, ও জানত না বলেই এরকম করেছে,,,, তুই রাগিস না মা,,,, আঙ্কেল

আচ্ছা,,, এবারের মত মাফ করে দিলাম,,, নেক্সট টাইম হলে কিন্তু মাফ দেবো,,,, আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল অনিতা,,,, মনে হচ্ছে কাজটা আমি করছি,,,

আচ্ছা এখন এসব বাদ দে,,, চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই,,,,

তারপর আঙ্কেল অফিসের সবাইকে ডেকে অনিতার সাথে পরিচয় করে দিলো,,,, কাল থেকে নাকি অনিতাই বাসের চেয়ারে বসবে,,, আঙ্কেল আর আসবেনা,,,,

আমার তো আঙ্কেলের কথা শুনে,, ভয়টা আরো বেড়ে গেল,,,, কি যে হবে অফিসে,,, আল্লাই ভালো জানে,,,, অনিতা কে ভুলটা ভাঙ্গাতেই হবে,,, না হলে আমাকে শেষ করে ফেলবে,,,,

এইসব বলে আংকেল চলে গেল,,,,,
তখন অনিতা সবাইকে বলল,,,,

এতদিন বাবা কি করেছে জানিনা,,, তবে আমার নিয়ম টা আলাদা,,, আমার কাছে নিয়মটাই বড় কিছু,,, কেউ যদি নিয়ম ভঙ্গ করে,,, আমি কিন্তু তাকে ছেড়ে দেবো না,,,, সো সবাই বি কেয়ারফুল,,,,অনিতা

অনিতার কথা শুনে,,, সবার প্রায় গলা শুকিয়ে যাবার অবস্থা,, আঙ্কেল এতটা কঠোর ছিলেন না,,,, কিন্তু অনিতা হঠাৎ এমন কঠোর হবে,,,, আমি এটা ভাবতে পারিনি,,,,

তখন অনিতা আবার বললো,,,,
রাশেদ সাহেব,,,, আপনি আগে অফিসের কি পদে ছিলেন জানিনা,,, তবে আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি,,,,অনিতা

অনিতার কথা শুনে,,, সবাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে,,,, তাকিয়ে থাকার ই কথা,,, কারণ এর আগে আমি,, অফিসের ম্যানেজার ছিলাম,,,, কাজটা ভালোই পারছিলাম,,, তাই আংকেল খুশি হয়ে দায়িত্বটা দিয়েছিল,,,,

ম্যাডাম আমি তো,,, এর আগে অফিসের,,, ম্যানেজার ছিলাম,,, আমি

তাতে কি,,,, তাছাড়া আপনার ম্যানেজার হওয়ার কোনো যোগ্যতা নেই,,,, তাই আপনি যেটার যোগ্য সেই পদটাই দিলাম আপনাকে,,,,অনিতা

এটা কেমন কথা ম্যাডাম,,, যোগ্যতা না থাকলে কি স্যার এমনি দিয়েছে,,,, আমি
। আমি তো আগেই বলেছি,,, এর আগে যা হয়েছে সব ভুলে যান,,, এখন আমি যা বলব তাই হবে,,,,অনিতা

আমি আর কিছু বললাম না,,, অনিতা সবাই আরো অনেক কথাই বললো,,, তারপর

এখন সবাই যে যার মতো নিজের কাজে যান,,,,রাশেদ সাহেব আপনি এখন আমার সাথে আসেন,,, এক জায়গায় যেতে হবে,,অনিতা

কোথায় ম্যাডাম,,,,, আমি

সেটা কি আপনাকে বলতে হবে নাকি,,,, ভুলে যাইয়েন না আমি আপনার বস,,,, অনিতা

বালের বস তুমি,,, পাঁচ বছর আগে,,, আমার কথা ছাড়া উঠতে বসতে না,,, এখন আসছে বস হইতে,,,, মনে মনে বললাম কথাগুলো,,,

কি হলো দাড়িয়ে আছেন কেন,,, আসেন আমার সাথে,,,,অনিতা

বাহিরে গিয়ে দেখলাম,,,, অনিতা ড্রাইভার এর সাথে কি যেনো কথা বলছিলো ,,,, একটু পর ড্রাইভার চলে গেল,,,, আমি কিছুই বুঝলাম না,,,,

কি ব্যাপার ম্যাডাম,,, ডাইভার চলে গেল কেন,,,, আমি

আজ থেকে গাড়ি তুমি চালাবা,,,, তাই ড্রাইভার কে চলে যেতে বললাম,,,,,অনিতা

কিইইই,,, আমি কি ড্রাইভার নাকি,,, যে গাড়ি চালাবো,,, আমি

আগে ছিলে না কিন্তু এখন থেকে ড্রাইভার ই ,, তুমি,,, সো কথা না বলে গাড়ি চালাও,,,,অনিতা

আমি আর কিছু বললাম না,,, অনিতা এত খারাপ ব্যবহার করছে কেন,,, কিছুই বুঝতাছি না,,,,

গাড়ি চালানো শুরু করলাম,,,,,

আমার সাথে কি এরকম করা ঠিক হচ্ছে,,, আমি

কিরকম স্যার,,,, আমি তো কিছুই করিনি,,,,অনিতা

অনিতা প্লিজ,,,, এরকম করোনা,,,, বোঝার চেষ্টা করো,,,, আমি

কি বুঝবো হ্যা,,,, বুঝতে হবে এখন তোমাকে,,,, আমাকে যে কষ্ট গুলো দিয়েছিলে,,, এখন হাড়ে হাড়ে সবশোধ তুলব,,,অনিতা

ঠিক আছে,,, আমি আর কিছু বলবো না,,, তোমার যেটা ইচ্ছা সেটাই করো,,,, আমি

এইতো গুড বয়,,,অনিতা একটা হাসি দিয়ে বলল,,,,

কিছুক্ষণ পর,, অনিতা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বললো,,,,

এখানে কি করবে,,,,, আমি

সেটা তোমাকে বলতে আমি ইচ্ছুক নই,,,, এখন চলো ভেতরে,,,,অনিতা

আমি কেন যাব,,, আমি

আমি বলছি তাই যাবে,,,, ভুলে যেওনা আমি তোমার,,,,অনিতা
আর বলতে হবে না,,, বুঝে গেছি,,,, এখন চলেন,,, আমি

তারপর রেস্টুরেন্টের ভেতরে গেলাম,,,,
ভেতরে গিয়ে,,, অনিতা যা করল,,, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না,,,

আমার পায়ের মাটি সরে যেতে লাগছিল,,,

চলবে

ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন,,,,

ধন্যবাদ সবাইকে,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here