Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী পর্ব,,,১৬

0
521

Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী

পর্ব,,,১৬

লেখক,,,junior

কি সর্বনাশ হয়েছে আঙ্কেল,,,, আপনাকে এমন দেখাচ্ছে কেন,,, আমি

অনিতা বিকেলে বিয়েটা ভেঙে দিয়েছে,,, ওর নাকি এই বিয়ে করবে না,,,, আঙ্কেল

কি বলছেন এসব,,, বিয়ে করবে কেন,, হঠাৎ কি হয়েছে,,, আমি

আমি সেটা জানি না,,, সবাইকে দাওয়াত দিয়েছি,,, এখন যদি বিয়ে না হয়,,, মানুষের কাছে মুখ দেখাতে পারবো না,,, তুমি কিছু একটা করো রাশেদ,,, অনিতা কে একটু বোঝাও,,,, আঙ্কেল

আচ্ছা আঙ্কেল,,, টেনশন করেন না,,,,, সব ঠিক হয়ে যাবে,,, আমি অনিতার সাথে কথা বলতেছি,,, আমি

তারপর আমি অনিতার রুমে গেলাম,,, দেখলাম ফোনে গেম খেলতেছে,,, দেখে মনে হচ্ছে ওর কোন চিন্তাই নেই,, বিয়ে ভেঙ্গে দিয়ে গেম খেলতেছে,, আজব মাইরি,,,,

এসব কি করতেছ তুমি,,,🤬🤬🤬 আমি

কই কি করলাম,,, আমিতো গেম খেলছি,,, চোখে দেখতে পাচ্ছ নাকি,,, মুচকি হাসি দিয়ে বলল,,,

ওর হাসি দেখে রাগটা আরো বেড়ে গেল,,,

আমি এটার কথা বলছি না,,, বিয়ে ভেঙ্গেছো কেন,,, আমি

আমার ইচ্ছা হয়েছে তাই,, তোমার কি,,, অনিতা

ইচ্ছা মানে,,, আঙ্কেলের কথা একবার ভাবলে,,, তোমার বিয়ের সব কাজ সেরে ফেলেছে আঙ্কেল,,,,, আর এই সময় বিয়ে ভেঙে দিচ্ছো,,, যখন যা ইচ্ছে তাই করবে নাকি,,, আমি

বাবার কিচ্ছু হবে না,,, বিয়ে যেদিন ঠিক করা হয়েছে সেই দিনই হবে,, শুধু বরটা চেঞ্জ হবে,,,,অনিতা

এসবের মানে কি,,, চেঞ্জ হবে মানে,,, আবার নতুন কাউকে পেয়েছ নাকি,,, আমি

নতুন পাইনি,,, তবে পুরনো টাই চালিয়ে নিবো,,,,, অনিতা

পুরনো মানে কি বলতে চাচ্ছো,,, সরাসরি খুলে বলতো,, আমি

তুমি কিছুই বোঝনা,,, তোমাকে বিয়ে করব আমি,,, করবে না বিয়া আমায়,,,অনিতা

কখনোই না,,, তোমার কি মনে হয়,,, আমি পুতুল,,, যখন যা করতে চাইবে তাই করবো,,,, আমি

আমার কথা শুনে অনিতা আমার পা জড়িয়ে ধরলো,,,,

প্লিজ রাশেদ,,, আমাকে মাফ করে দাও,,, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি,,, আমি তোমাকে এখন ও অনেক ভালোবাসি রাশেদ,,,, অনিতা

ভুলটা বুঝতে পেরেছ সেটা ভালো,,, কিন্তু বুঝতে অনেক দেরি হয়ে সরি আমি,,, আর কি যেন বললে,,, আমাকে অনেক ভালোবাসো তাই না,,, ভালো যদি বাসতে তাহলে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলে কেন,,, আমি

সব সব মিথ্যা রাশেদ,,, আমি কখনই ওকে বিয়ে করতাম না,,, তোমার উপর অভিমান করে এগুলো করছিলাম,,, তুমি প্লিজ বিশ্বাস করো,,, অনিতা

কি বিশ্বাস করবো,,, এতদিন যা অপমান করছ সেগুলো,,, নাকি আজকে বলছো এগুলো,,, তুমি সব পাগলামি বাদ দাও,,, আঙ্কেল আন্টি শুনলে অনেক কষ্ট পাবে ,,, আমি

বাবা মা কষ্ট পাবে না,, বাবা-মা ও চায়,,, আমার সাথে তোমার বিয়ে হোক,,, অনিতা

আমি কিছু বলতে যাবো ,, তার আগেই ফোনটা বেজে উঠলো,,, বের করে দেখলাম পিয়ালী ফোন দিয়েছে,,, অনিতা কে আর কিছু না বলে ছাদে চলে আসলাম,,,,,

কি ব্যাপার পিয়ালী,,,, হঠাৎ ফোন দিলে যে,,, কোন কিছু কি হয়েছে নাকি,, আমি

নাহ কি হবে,,, তোমাকে কি ফোন দিতে পারি না নাকি,,,, পিয়ালী

হুম ,, কেন পারবে না,,,, তা কেমন আছো,,, আমি

ভালো আছি,,, তোমাকে একটা কথা বলি,,, পিয়ালী

হুম বল,,,আমি

তুমি আমাকে বিয়ে করবে,,, পিয়ালি

পিয়ালীর কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করে উঠলো,,, কি বলবো বুঝতে পারছি না,,,, এমনিতেই মেয়েটা বাবা মা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে,,, এখন যদি আমিও না বলি,,, কি করবে আল্লাহ ই ভালো জানে,,,

কি ব্যাপার কথা বলছো না কেন,,, বিয়ে করবে না আমাকে,,, পিয়ালি

এখনই কিসের বিয়ে,,, এসব চিন্তা এখন বাদ দাও,,, আমি তোমার সাথে কাল এই বিষয়ে কথা বলবনি,,,, বাই ভালো থেকো,,, আমি

বলে ফোনটা কেটে দিলাম,,, কিন্তু পিছনে তাকিয়ে দেখি অনিতা দাঁড়িয়ে আছে,,, কথা বলার সময়,,, খেয়াল ই ছিলো না,,,,

অনিতা তুমি এখানে,,,, কখন আসলে,,, আমি

কিছু না বলেই,,, দিল দুইটা গালের উপর,,,

ঠাশশশ ঠাশশশশ,,,

কি হলো,,, মারলে কেন,,, আমি

তোকে মারবো না কি করব,,, তুই আমাকে ভালবাসতি না,,, কিছুক্ষণ আগেই তো বড় বড় কথা বললি,,, এই তোর আমাকে ভালবাসার নমুনা,,, আমি না হয় অভিমান করে এরকম করেছিলাম,,, কিন্তু তুই তো সত্তি পিয়ালী কে ভালবাসিস,,, অনিতা

আরে অনিতা পুরোটা না জেনে ভুল করছ কিন্তু,,,, এই ভুলের জন্য কিন্তু আমাদের মধ্যে এত ব্যবধান,,, আমি

কি ভুল করলাম,, তুই পিয়ালী কে ভালবাসিস না,,,,অনিতা

হুম বাসি ,,তোমার কোনো‌ সমস্যা,,, তুমি আসলে কখনো কিছু না জেনেই,,, যা তা করে বসো,,, আমি

আমার কোন সমস্যা নেই,,, আমি সত্যি তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি,,, আমি এতদিন এসব,,, আমাকে কষ্ট দেয়ার জন্য করেছিলাম,,, কিন্তু আমি কখনো দ্বিতীয় কাউকে ভালোবাসিনি তোমার মত,,,, অনিতা

প্লিজ অনিতা তুমি এখন যাও,,, আমার মাথা ঠিক নেই,,,, আমি

হুম যাচ্ছি,,, তবে মনে রেখো,,, আমার সাথে এটা ঠিক করলে না,,,, অনিতা কথাগুলো বলে চলে গেল

অনিতার কথা তীরের মত বুকের ভেতর বাধছিলো,,, কি করব আমি,,, আমি কিছুই বুঝতে পারছিনা,, একদিকে পিয়ালী আর অন্যদিকে অনিতা ,,,
এসব ভাবতে ভাবতেই চোখে জল এসে গেল,,,, অনিতা ও আমাকে অবিশ্বাস করছে এখন,,, কোথায় যাবো ,,,আমি,,, ওদিকে পিয়ালী অামাকে নিয়ে স্বপ্ন দেখতেছে,,, এখন একটাই সমাধান আছে,,,রাফিনের সাথে কথা বলতে হবে,,, এ বিষয়ে,,,,

কিছুক্ষণ পর রুমে গিয়ে শুয়ে পড়লাম,,, খেতে ইচ্ছা করছিল না,,, আন্টি অনেক বার ডাকলো,,, কিন্তু গেলাম না,,,

মাঝরাতে কারো কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল,,,, উঠে দেখি অনিতা আমার পাশে বসে কাঁদতেছে,,,, দরজা খোলাই থাকে তাই হয়তো এসেছে

কি ব্যাপার,,, তুমি এই মাঝ রাতে আমার রুমে কেন,,, আর এভাবে কাঁদতেছো কেন,, আমি

আমাকে মাফ করে দাও,,, তখন রাগের বশে চড়টা মেরেছিলাম,,,, প্লিজ কিছু মনে করো না,,,, আমি তোমাকে সত্যি অনেক ভালবাসি এখনো,,,, অনিতা

আমি কিছু মনে করিনি,,, তুমি এখন যাও,,, আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে,,,, আমি

খারাপ ভাববে না,,, তোমাকে একটা অনুরোধ করি রাখবে,,,, অনিতা

কি অনুরোধ বলো,,,, তাড়াতাড়ি,,, আমি

আজ রাতে তোমার সাথে আমি ঘুমাবো,,, অনিতা

কিইই,, পাগল নাকি তুমি,,, তুমি এখনো অবিবাহিত,,, তাছাড়া আঙ্কেল-আন্টি দেখলে অনেক কষ্ট পাবে,,, তুমি চাও তো তাড়াতাড়ি,,, আমি

বাবা মা কিছু মনে করবে না,,, প্লিজ তুমি না করো না,,, আর কোনদিন কিছু চাইব না ,,, অনিতা কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলল,,,,

আমি আর কিছু বললাম না,,,, সারারাত আমার বুকে ঘুমিয়ে থাকলো,,, এমন ভাবে জড়িয়ে আছে যে,,, কোনদিন ছাড়বেই না,,, কিভাবে বলবো,, আমি এখনো যে ওকে পাগলের মতো ভালোবাসি,,,, কিন্তু আমি নিরুপায় বলে কিছু বলতে পারছিনা,,,

সকালবেলা জেগে দেখি,,, এখনো আমার বুকের উপর শুয়ে আছে,,, ঘুম ঘুম চেহারায় অনিতাকে খুব ভালো লাগছিল,, ইচ্ছা করছিল অগোছালো চুল গুলো কপাল থেকে সড়িয়ে দেই,,,

কিছুক্ষণ পর অনিতার ও ঘুম ভেঙ্গে গেল,,,

আমাকে দেখে মুচকি হাসি দিয়ে উঠে গেল,,, আমি কিছু বললাম না,,,,

সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম,,,,

রাতে খেতে আসলে না কেন,,, কি হয়েছিল,,, এত ডাকলাম,,, আন্টি

এমনি ভালো লাগছিলো না তাই,,,, খুব ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম,,, আমি

ওহহহ,,, আচ্ছা খেয়ে নাও,,,, আন্টি

তারপর খাওয়া শেষ করে,,, রাফিনের সাথে দেখা করতে গেলাম ,,,

চলবে

ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন,,,

ধন্যবাদ সবাইকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here