শেষ বিকেলের তুমি❤ #writer:নৌশিন আহমেদ রোদেলা❤ # part:5

0
497

#শেষ বিকেলের তুমি❤
#writer:নৌশিন আহমেদ রোদেলা❤
# part:5


গার্ডেনে,, বৃষ্টিতে ভিজছে রোদ,, কালো পাড়ের খয়েরী শাড়িটা ল্যাপ্টে আছে শরীরে….কোমড়ের নিচ পর্যন্ত নেমে যাওয়া চুলগুলো পিঠ ঢেকে আছে অগোছালোভাবে ।।বকুল ফুলের হেলে পড়া একটা ডাল ধরার অদম্য প্রয়াসে লাফালাফি করছে সে ক্রমাগত… শুভ্রর চোখ যেনো স্থির হয়ে আছে রোদের ঠোঁট জোড়াতে… ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে ওর পাতলা ঠোঁটজোড়া।।মেয়েরা যে এতোটা সুন্দর হতে পারে জানা ছিলো না শুভ্রর।।শুভ্রর কাছে মনে হচ্ছে এই বৃষ্টিতে ভেজার মতো আনন্দকর বস্তু হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই….শুভ্র যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছে,,নিজের চারপাশে রোদ নামক একটা মায়াজাল এঁটে সে পা বাড়ালো গার্ডেনের দিকে।।এদিকে রোদের চারপাশের কোনো খেয়াল নেই সে তো বকুল ফুল ঝরাতেই ব্যস্ত,,চারদিকের রহস্যময় পরিবেশে তার অগোছালো শাড়ির ভাজের এক ফাঁক দিয়ে বেড়িয়ে পড়া পেটের সেই কালো তিলটাকে যে কেউ মুগ্ধ চোখে দেখছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই।।হঠাৎ পেটে কারো স্পর্শে কেঁপে উঠলো সে…চমকে ওঠে পিছনে তাকাতেই দেখতে পেলো শুভ্রর মায়বি মুখ…চোখজোড়া রোদের মায়ায় আবদ্ধ,,, নিজেকে ছাড়ানোর অদম্য প্রচেষ্টা করেও যখন ব্যর্থ হতে হলো তখন তার পাতলা কাঁপা কাঁপা ঠোঁট নেড়ে বলে উঠলো,,

শুভ্র ভাই,,ছ,,ছাড়ো।।কি করছো??(ধাক্কা দিয়ে)

দূরে ঠেলে দিচ্ছিস কেন?আগে তো কখনো এভাবে সরিয়ে দিতি না।।(ঘাড়ে মুখ গুজতে গুজতে)

আগে কখনো কাছে আসো নি তাই দূরে ঠেলে দেওয়ার প্রয়োজন পড়ে নি,,,কিন্তু আজ পড়ছে তাই বলছি ছাড়ো,,,(কেঁপে ওঠে)

আজ তো এসেছি,,,,

আজ আর আমি চাইছি না,, সরো,,,

উহুম উহুম,,কি রে রোমান্স চলে??(দাঁত কেলিয়ে)

সাহেলের কথাটা শুনেই দুজন বিদ্যুৎ বেগে দুদিকে ছিটকে গেলো,,রোদ তো লজ্জায় লাল হয়ে দৌড়ে পালাল,,শুভ্রও মাথা চুলকাতে লাগলো…

কি দোস্ত? রোদকে দেখেই তোর মধ্যে যে লুইচ্চামো শুরু হয়ে যায় দেখছি।।কাহিনী কি বস??

শালা,,তুই এখানে কি করিস??

প্রেম করা দেখি গো প্রেম করা দেখি,,,তবে দোস্ত তোর জন্য ৩২০ ভোল্টের ঝটকা ওয়েট করছে…তুই গিয়ে ঘুমা যা….পরের একসপ্তাহ ঘুমুতে পারবি বলে তো মনে হচ্ছে না..(,দাঁত কেলিয়ে)

মানে??কিসের ঝটকা??(ভ্রু কুচঁকে)

সারপ্রাইজ বন্ধু,, সারপ্রাইজ…ওয়েট কর..আর মজা নে,,হাহাহাহা

আরে শোন তো….

শুভ্র আহাম্মকের মতো দাঁড়িয়ে রইলো,,আবার কিসের সারপ্রাইজ??এদের সারপ্রাইজ যে কি ভয়ংকর তা শুভ্রর বুঝা হয়ে গেছে,,আল্লাহ জানে এবার কি হবে তার সাথে,,জীবন থাকবে না যাবে??হো নোস??


ঘুম ভাঙতেই কেমন একটা অস্বাভাবিকতা টের পাচ্ছে শুভ্র।।তাদের শান্ত বাড়িটা যে সকাল সকাল কোলাহলে ভর্তি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে সে।।কিন্তু কারনটা কি??কোনো অকেশন তো নয় আজ, তবে??কোনো রকম আড়মোড়া ভেঙে রুমের বাইরে এসেই চক্ষু চরকগাছ,, একি?সারাবাড়ি এভাবে সাজিয়ে সং বানিয়েছে কেন??

মা মা??

কি চেঁচাস কেন?

এসব কি??এতো মানুষ আর এতো সাজ কেন??(অবাক হয়ে)

আজ তো রোদের এ্যাংগেজমেন্ট,,সাজানো তো হবেই।।

কিহহহ??কি বলছো এসব??রোদের এ্যসংগেজমেন্ট মানে কি??রোদ তো কিছু বললো না,,,আর হুট করে কিভাবে কি??(উত্তেজিত হয়ে)

হুট করে কই??বিয়ের জন্যই তো রোদ দেশে ফিরেছে নয়তো দশবছর পর দেশে কেনো ফিরবে হঠাৎ করে??সর তো এখন,, অনেক কাজ পড়ে আছে আর তুই ও যা তৈরি হয়ে নে ফটাফট।।

কিন্তু,,রোদ রাজি তো??মানে অন্য কাউকে ভালোবাসে না তো??

কি বলছিস এসব??ছেলেটা রোদকে অনেক ভালোবাসে এমন ছেলে এখন লাখে একটা,,, রাজী না হওয়ার প্রশ্নই উঠে না।।তুই এসব না ভেবে গিয়ে রেডি হো তো।।

শুভ্রর মাথায় যেনো আকাশ ভেঙে পড়লো,,কি হচ্ছে এসব??তবে কি সাহেল এই সারপ্রাইজটার কথায় বলছিলো??রোদ আমাকে তো একবারও বললো না,,,এটা হতেই পারে না।।রোদের বিয়ে আর অন্যকারো সাথে ইম্পসিবল।। হঠাৎই রোদকে গুনগুনিয়ে আসতে দেখে মেজাজ গরম হয়ে গেলো শুভ্রর।।কাছাকাছি আসতেই হাত টেনে ছাদে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো,,,

কি হচ্ছে এসব??ছাড়ো…যখন তখন এসব কি??আহ লাগছে তো…ছাড়ো বলছি..

তোর বিয়ে ঠিক হয়েছে অথচ আমায় বলিস নি কেনো??(জোড়ে চেপে ধরে)

তোমাকে বলাটা যে খুব জরুরি তা জানা ছিলো না,,তাই প্রয়োজনও বোধ করি নি,,এবার ছাড়ো।।

ঠাডায় দিবো একটা,, খুব বউ হওয়ার শখ জাগছে তাই না??(দাঁতে দাঁত চেপে)

না জাগারও তো কোনো কারন দেখছি না শুভ্র ভাই,,ছাড়ো আমায়।

কিসের ভাই??আগে তো জোর করেও ভাই ডাকাতে পারতাম না আর আজ ভাই হয়ে গেলাম??(আরো জোড়ে চেপে ধরে)

হ্যা হয়ে গেলে,,আগে যার জন্য জোর করতে তা পেয়ে গিয়ে তো তোমার খুশি হওয়া উচিত,,তবু এতো সমস্যা হচ্ছে কেন??

বুঝিস না তুই??এতোটাও অবুঝ না তুই যে বুঝতে পারছিস না যে আমার কি সমস্যা,,,

আমি বুঝতে চাইও না….তুমি প্লিজ সরো আমার উপর থেকে…এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর এটা একটা বিয়ে বাড়ি….আশেপাশে অনেক মানুষ আছে…কেউ দেখলে কেলেংকারী হয়ে যাবে।।বরের বাড়ি থেকেও মানুষ আসছে..আমি চাই না ওদের সামনে আমার ইমেজ নষ্ট হোক সো লিভ মি,,,

তাই??বিয়ে নিয়ে এতো টেনশন??(বাঁকা হাসি দিয়ে)

হওয়াটাই স্বাভাবিক,,, আর….

আর কিছু বলার সুযোগ হয়ে উঠলো না রোদের তার আগেই কারো ঠোঁটের স্পর্শে স্তব্ধ হয়ে গেলো সে।।প্রথমে বুঝতে না পারলেও,,, কিছুক্ষণ পরই শুরু হয়ে গেলো রোদের ছুটাছুটি,,কিন্তু শুভ্রর সাথে পেরে উঠলে তো!!এক পর্যায়ে বাধ্য হয়েই জোড়ে ধাক্কা দিয়ে বসলো রোদ….শুভ্র একটু সরে দাঁড়াতেই বসিয়ে দিলো একটা থাপ্পড়,,, শুভ্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এতোটাও আশা করে নি সে।।

কি সমস্যা তোমার??আমি তোমার বউ নই কথাটা কি ভুলে যাও তুমি??একটা মেয়ের সাথে এমন বাজে বিহেভ করতে রুচিতে বাঁধে না তোমার???(রাগী গলায়)

বউ নস,,বউ হতে কতক্ষণ??? (আবারো চেপে ধরে)

ছাড়ো আমায়,,,ঠিক বলেছো,,বউ হতেও বেশিক্ষণ দেরি নেই মাত্র তিন দিন তারপরেই বউ হয়ে অন্যের ঘরে থাকবো সো মাইন্ড ইট,,

বউ যদি হতেই হয় তো আমার বউই হবি তুই,,,ছোট বেলায় তো খুব বলতি “শুভ্র আমি তোমার বউ হবো,,বউ হবো” তো আজ কিসের এতো তেজ তোর??

সেটা ছোট বেলার আমি আর এখনের আমিতে অনেক পার্থক্য শুভ্র ভাই।ছোটদের মতো পুতুল খেলার বয়স এখন আর নেই।।পুতুল খেলার মতো ওসব ফালতু চিন্তা ভাবনাও ফেলে আসছি সেই ছোটবেলায়,,, সো প্লিজ এসব মনে করে ঢং করা বন্ধ করো।।আর তাছাড়া ছোটো বেলায় তো তুমিও বলতে,,”তোর মতো মেয়েকে আমি কখনো বিয়ে করবো না,,দরকার পড়লে বিয়েই করবো না তবু তোকে বিয়ে ছিহ্” তাহলে আজ আমায় বউ বানানোর এতো শখ??শরীরের নেশায় নাকি??(তাচ্ছিল্যের হাসি দিয়ে)

রোদদদদ(থাপ্পর দিয়ে)কি বলতে চাস তুই??শোনে রাখ,,নেশা হোক বা ভালোবাসা,,যা ইচ্ছা তাই হোক না কেন বউ তুই আমারই হবি।।তোকে আমার চায়ই চাই,,, সেটা যেভাবেই হোক।।অন্যকারো বউ হওয়ার চিন্তা করলে তাকে এবং তোকে দুজনকেই মেরে পুতে ফেলবো,,,(রাগে ফুঁসতে ফুঁসতে)

তুমি ভালো সাইক্রিয়াট্রিস্ট দেখাও শুভ্র ভাই,,তুমি পাগল হয়ে গেছো,,,জাস্ট পাগল হয়ে গেছো,,,

কথাটা বলেই রোদ দৌড়ে নিচে নেমে গেলো।।আর শুভ্র??সে তো দেয়ালে আঘাত করে চলেছে ক্রমাগত।।হ্যা পাগল হয়ে গেছে সে,,টোটালি পাগল হয়ে গেছে,,রোদের জন্য পাগল হয়ে গেছে,,,,জীবনে কখনো প্রেমে পড়ে নি শুভ্র,,উল্টো তার প্রেমেই পড়েছে কতো মেয়ে,, কাউকে ভালো লাগে নি তাই পাত্তাও দেয় নি কিন্তু আজ?এমন এক পিচ্চির প্রেমে পড়েছে যে তাকে পাত্তায় দিচ্ছে না,, ওয়াও অসাধারণ।। ক্যাম্পাস কাঁপানো ছেলে আজ একটা পিচ্চি মেয়ের প্রেমে কুপোকাত।।শেম অন ইউ শুভ্র।।শেম অন ইউ….

#চলবে❤

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here