স্বর্ণাভ_সুখানুভূতি ~আফিয়া খোন্দকার আপ্পিতা পর্ব-৯

0
416

#স্বর্ণাভ_সুখানুভূতি

~আফিয়া খোন্দকার আপ্পিতা

পর্ব-৯

‘ রাফা, তোর হবু বরের নামটা বল তো?’ মুশরাফার হাতে মেহেদির কোণ ঠেকিয়ে বলল রথি।

সেই দুই ঘন্টা ধরে ফাইজা আর রথি মিলে মুশরাফার দুই হাতে মেহেদি লাগাচ্ছে। হাত মেলে বসে থাকতে থাকতে গা ঝিমিয়ে এসেছে। পরনের সবুজ হলুদ মিশেলের শাড়িটাও বেশ আঁটসাঁট। অস্বস্তি লাগছে। সোফায় হেলান দিয়ে চোখ বুজেছিল ক্লান্তিতে। চাচাতো বোনের কথায় চোখ মেলল। মাথা সোজা করে তাকাল হাতের দিকে। কনুই থেকে ভারি কাজের মেহেদি উঠে এসেছে হাতের তালুতে। ডিজাইনটা বেশ সুন্দর দেখাচ্ছে। রথি মেহেদির হাত দক্ষ বলা যায়। হাত থেকে চোখ সরিয়ে রথির দিকে তাকিয়ে প্রশ্ন করল,
‘কেন?’
‘তোর হাতে লিখব।’

‘আমার হাত, আমার নাম লিখ। অন্য কারো নাম লেখা লাগবে না।’ নামটা ইচ্ছাকৃত বলল না মুশরাফা। আবার না লজ্জার পসরা বইতে হয়। রথি ও কম যায় না। হেসে বলল,
‘ হাত তোর, জামাই ও তোর। অন্যকেউ না। নাম বল, লিখে দিই। কাল ভাইয়াকে দেখাস, খুশি হবে।’

বিব্রতবোধ করল মুশরাফা। কথা কাটাতে বলল,
‘মা বাবা কেউ বিয়েতে আসবে না?’

কৌতুকের মুডে ছিল রথি। মুখে হাসি ওর। মুশরাফার প্রশ্নে হাসি উবে গেল। মুশরাফার এত আনন্দের দিন কঠিন উত্তর দিতে ইচ্ছে করছে না । মুশরাফার মা বাবা কেউ আসেনি। সাফা আসবেনা সাফ জানিয়ে দিয়েছে। মিদহাদ ও খুব একটা আগ্রহ দেখায় নি। জায়ফা আর ফাইজা সমবয়সী। দুজনের সখ্যতা বেশ। ফাইজা ফোন দিয়ে জায়ফাকে আসতে বলেছিল। জায়ফা জানাল সে আসতে চেয়েছে, মা দেয়নি। মুশরাফার দুই চাচী, এক খালা এসেছে। সাথে তাদের মেয়ে, মাহি, রথি, সাজিয়া। সবাই এসে লায়লাকে খুঁজছে, ফোন দিয়ে কথা শুনাচ্ছে। এত পাষাণ কেন সে? আসার ইচ্ছে না থাকলেও লায়লা লোকলজ্জায় বলেছেন কাল আসবেন। রথি সে কথা জানে না।
চাচা চাচীর উপর ভীষণ রাগ হলো ওর। আপন বাবা মা এত নির্দয় ও হয়! সে এক দীর্ঘশ্বাস ছেড়ে ছোটো করে উত্তর দিল,
‘আসবে বোধহয় ।’

মুশরাফার বুঝতে বাকি রইল না, কেউ আসবে না।মা , ভাই বোন সবার ছবি ভেসে উঠল চোখের ক্যানভাসে। এই মানুষ গুলোকে কত ভালোবাসে সে। প্রতি মোনাজাতে এদের সুস্থতা কামনা করে। অথচ, এই মানুষগুলো তাকে আপন ভাবে না। কেন ভাবে না? একটু আপন ভাবলে কী হয়? সব মেয়ের বিয়ে বাবা মায়ের ভূমিকা থাকে চোখে পড়ার মতো। দৌড়াদৌড়িতে তাদের পা স্থির থাকে না। অথচ তার বাবা তার বিয়েতে উপস্থিত নেই। কোথা থেকে একঝাক আফসোস এসে ধরা দিল। মুশরাফাকে উদাস দেখাল। সেই উদাসীনতা স্থায়ী হলো না বেশিক্ষণ। নাজমুল সাহেব, এবং ফরিদা দুই পাশে বসে ওকে আগলে নিয়ে বললেন,
‘ আমরা আছি না? আর কারো প্রয়োজন নেই। ‘

আকস্মিক আসা উদাসীনতা আকস্মিকই উবে গেল। মামা মামীর দিকে চেয়ে ভালো লাগায় ভরে গেল মুশরাফার চোখ মুখ। কষ্টগুলো বুকের সিন্দুকে বন্ধক রেখে হাসল প্রাণবন্ত।

মেহেদী পরানো শেষ। ডানহাতের মেহেদি শুকিয়ে গেছে। ফাইজা উৎসাহী গলায় জানতে চাইল,

‘ মেহেদি কেমন হয়েছে? ‘

মুশরাফা এবার দুই হাতের মেহেদি দেখল। মেহেদি পরখ করতে গিয়ে তালুতে দৃষ্টি আটকাল। ভারি কাজের মেহেদির মাঝে লেখা, ‘Jawad’ লেখাটা কি জ্বলজ্বল করছে বেশি না কি ওর চোখে বেশি লাগছে কে জানে? সেকেন্ড দশেক চেয়ে রইল। তারপর ফাইজার দিকে তাকিয়ে গম্ভীরমুখে বলল,
‘এই নামটা না লিখলেও পারতি।’

‘কাল নীল কাগজে সই করে একে অপরের জীবনে নাম লিখে ফেলবে। আজ তোমার হাতে লিখে শুভসূচনা করলে দোষ কোথায়?’ ঠোঁট চেপে হেসে বলল ফাইজা।

উত্তর দেয়ার আগে ফোন বেজে উঠল। ফোনটা মুশরাফার পাশেই রাখা। স্ক্রিনে চোখ বুলাল ও। অচেনা নাম্বার। প্রথমবার এড়িয়ে গেল। বারবার বাজতে দেখে রিসিভ করে কানে দিয়ে ‘হ্যালো’ বলল। অপাশ থেকে কোন সাড়া শব্দ এলো না। বার কয়েক ‘হ্যালো, হ্যালো ‘ করে ফোন রাখল। আর ফোন এলো না অনেকক্ষণ।

আননোন নাম্বার। তবে আগের নাম্বার নয়, অন্য নাম্বার। মুশরাফা তীক্ষ্ম চোখে পরখ করল নাম্বারটা। তারপর কেটে দিল। আবার বাজল। এবারও কেটে দিল । মেহেদী রাঙা হাতে ম্যাসেজ করল,
‘আপনি এখনো আমার জন্য হারাম। বৈধতার আগে অবৈধভাবে স্বর কিংবা মন মেলানো নিষেধ। ‘

হলদেটে পাঞ্চাবির উপর গোল্ডেন কোটি পরে স্টেজে বসে আছে জাওয়াদ। তার বোন, ভাবি, বাসার বাচ্চারা সেজেগুজে ঘুরঘুর করছে। একটু পরপর একজন একজন স্টেজে উঠে জাওয়াদকে কেক খাইয়ে, হলুদ ছুঁইয়ে যাচ্ছে। বাসার ছাদে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঘরোয়াভাবে। ঘনিষ্ঠ আত্মীয়মহল উপস্থিত। সবার হলুদ লাগানোর ফাঁকে অবসর পেয়ে ফোন হাতে নিল জাওয়াদ। কল দিল প্রেয়সীকে। খানিক আলাপ সেরে নেয়া যাবে। জাওয়াদ মোটামুটি নিশ্চিত ছিল, মুশরাফা ওকে চিনবে না। নাম্বারটাও মুশরাফার অচেনা হবে। কাল বিয়ে, আজ দুটো কথা বলবে। তার ভাবনাকে সত্য প্রমাণ করল মুশরাফার ‘হ্যালো সম্বোধনে। ভূল প্রমাণ করল ম্যাসেজটায়। মেয়েটাকে ওকে চিনল কিভাবে! ও তো কথাও বলল না। আশ্চর্য! এই মেয়ে এত দূরদর্শী কেন?
ওর বিস্ময়ঘন মুহুর্তে জাওয়াদের ভাবি কাকন এসে দাঁড়াল স্টেজের কাছে। বলল,
‘ বিয়ের তত্ত্ব নিয়ে যাচ্ছে জাহিন আর সোহা। তোমার কোন বার্তা আছে দেবার?’ কাকনের স্বরে দুষ্টুমির আভা। সোহা জাওয়াদের বোনের মেয়ে।

জাওয়াদ ঘোর থেকে বের হলো। মনে মনে বলল, ‘এখনো হারাম হয়ে আছি। বার্তা ও গ্রহনযোগ্য হবে না। হালালের জন্য সব জমা থাক। একসাথে আদায় করব সব।’

মুখে বলল, ‘ বাচ্চারা বার্তার ভার বইতে পারবে না। ‘
কাকন হেসে বলল, ‘ বার্তা জমিয়ে রাখো। কাল একবারে বোনাস-সমেত দিও। ‘

মিনিট দশেক হলো মাগরিবের আজান হয়েছে। বাইরে আলো আঁধারির লুকোচুরি খেলা চলছে। সেই খেলায় তাল মিলিয়ে নাজমুল সাহেবের বাসায় ছোটোছোটো বাচ্চারা লুকোচুরি খেলছে। সবার গায়ে নতুন জামা। সেজেগুজে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তাদের হৈচৈ এর সাথে যোগ হয়েছে মুরুব্বি সমাজের হাসিঠাট্টার আওয়াজ। প্রতিটা রুমে রুমে মহিলারা গোল হয়ে বসে গল্পে মজেছেন। একদল মহিলা ব্যস্ত হাতে রান্নাঘরে হাত চালাচ্ছেন। পুরুষরা বসার ঘরে বসে আলাপ সারছেন। গল্পে মত্ত মানুষদের কারো হাতে পান, কারো হাতে মিষ্টি তো কারো হাতে শরবতের গ্লাস। পোশাক আশাকে সবাই ফিটফাট। বিয়ে বলে কথা। এশারের আযান হলেই পুরুষরা ছুটবে মসজিদে। নামাজের পরপর মসজিদে বিয়ে হবে। পাত্রপক্ষের পুরুষরা সরাসরি মসজিদে বসবে, মহিলারা বাসায় আসবে।

ফরিদা রান্নাঘরে মহিলাদের আপ্যায়নের ব্যবস্থা করছেন। মেহমানদের জন্য ফুডিং বানিয়ে রাখার সময় দু’টুকরো একটা প্লেটে তুলে নিলেন। তারপর মুশরাফার রুমের দিকে এগুলেন। দরজায় দাঁড়িয়ে দেখলেন ভেতরকার দৃশ্য। মুশরাফা ড্রেসিংটেবিলের সামনে বসে আছে। ফাবিহা সাজিয়ে দিচ্ছে ওকে। পরনে মেরুন বেনারসি। কনেপক্ষ থেকে কোন দাবি না থাকলেও বর পক্ষ নিজ থেকে বিয়ের তত্ত্ব পাঠিয়েছে। জাওয়াদের বোন বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন, মুশরাফার কী পছন্দ। ফরিদার থেকে জেনে নিয়ে কিনেছেন। মেরুন মুশরাফার পছন্দের কালার, সেটা মাথায় রেখেই কিনেছে শাড়িটা। মানিয়েছে শাড়িটায়। মেয়েটার চোখে মুখে আনন্দের রেখা। এই আনন্দ বিয়ের জন্য নয়। এই আনন্দ তার বাবা মায়ের আগমনের। বাবা মা ছোটো বোন এসেছে বিয়েতে। হয়তো লোকলজ্জায়। বাবা এসে বসার ঘরে বসেছেন, লায়লা অন্যরুমে বোন, জা’দের সাথে গল্পে মেতেছেন। মেয়ের দিকে নজর নেই। তবুও মেয়েটা কী খুশি! ফরিদা ভেতরে গিয়ে বললেন,
‘ দুপুরের পর তো কিছু খেলি না। আবার কখন খাবি তার ঠিক নেই। নে, এগুলো শেষ কর।’

ফাবিহা মুশরাফার চোখে গ্লিটারি আই লুক দিচ্ছিল। মায়ের কথা শুনে থেকে গেল। কড়া সরে বলল,
‘চোখ খুলবি না রাফা। মা, তুমি খাইয়ে দাও।’

আদেশ মাফিক নড়ল না মুশরাফা। ফরিদা খাইয়ে দিলেন ওকে। ফাবিহা আবার সাজানোতে মন দিল। মুশরাফা মনে করিয়ে দিল,
‘আপু লেন্স, আইলেস, টিপ, পলস নেইল এসব কিন্তু ইউজ করা যাবে না, ভ্রু প্লাক করা যাবে না। আর প্রোডাক্ট গুলো ভালো কিনা দেখো। যে প্রোডাক্ট স্কিনের ক্ষতি করে তা ইউজ করবা না। আল্লাহ আমাকে শাস্তি দিবেন। এসব বাদ দিয়ে সাজাও যতটুকু পারো। ‘

ফাবিহা বলল, ‘আচ্ছা বাবা, এসব করব না। এখন চুপচাপ বসে থাক। আমার কাজে ব্যাঘাত ঘটছে। ‘

বাকিটা সময় টু শব্দ করল না মুশরাফা। সাজানো শেষ। এবার শাড়ির সাথে হিজাব পরল। সবশেষে আয়নার সামনে দাঁড় করিয়ে ফাবিহা বলল,
‘মাশা আল্লাহ, ভীষণ সুন্দর দেখাচ্ছে তোকে।’

মুশরাফা নিজেকে আয়নায় দেখল। খারাপ দেখাচ্ছেনা। ফাবিহা ওর দিকে তাকিয়ে বলল,
‘ কাল সাজতে বললাম সাজলিনা। হলুদ মাখাতে চাইলাম, অনুমতি দিলি না। আজ নিজ থেকেই রাজি হলি কিভাবে?’

‘বর কনেকে হলুদ ছোঁয়ানোটা বিধর্মীদের সংস্কৃতি। এটা আমার জন্য নিষিদ্ধ। তাই রাজি হইনি। আর আজকের সাজ তো হালাল। ‘ মেপে মেপে উত্তর দিল মুশরাফা।
ফাবিহা জিজ্ঞেস করল,
‘ আজকের সাজ হালাল কিভাবে?’
‘মেয়েদের সাজসজ্জা একমাত্র স্বামীর জন্য।’

‘স্বামী তো হয়নি এখনো। আমি শুনেছি, দেখাদেখির পর্বর পর বিয়ে হওয়ার আগমুহূর্তে ও পাত্র পাত্রী একে অপরকে দেখা জায়েজ নেই। তবে?’ ফাবিহা ফুপাতো বোনকে প্রশ্নবাণে আটকাতে চাইল।

‘মসজিদে বিয়ে সেরে তবেই বাসায় আসবেন উনারা। তখন তো হালালই হবেন।’ লাজুক স্বরে উত্তর দিল মুশরাফা।

ফাবিহা পরাস্থ হলো। ওর লাজুকলতা মুখের দিকে তাকিয়ে বলল,
‘ লজ্জা পেলে তোকে সুন্দর দেখায়। জাওয়াদের সামনে বেশি বেশি লজ্জা পাওয়ান ভান করবি।’

ফাবিহা গিয়ে লায়লাকে ধরে আনল। বধূরসাজে বসে থাকা মুশরাফাকে দেখিয়ে বলল,
‘দেখো তোমার মেয়েকে, সুন্দর লাগছে না?’

লায়লা অনাগ্রহী চোখে পরখ করলেন এক পলক। পরপরই তার চোখে অবিশ্বাসের ছায়া দেখা গেল। সাজলে মেয়েটাকে কত সুন্দর দেখায়! মেয়েটা সাজে না কেন? না সেজে জংলির মতো থাকে। কেমন দেখায়। কত সুন্দর মায়াবী মুখ। একটা যত্ন নিলেই চমৎকার লাগবে। মেয়েটা বুঝে না। এই না বুঝাটাই তাদের মাঝে বিশাল একটা দূরত্ব তৈরি করেছে। তা চেয়ে ও গুছানো সম্ভব নয়। লায়লা মুগ্ধচোখে চাইলেন এক পলক। তারপর দৃষ্টি ফেরালেন। ধরা না দিয়ে দায়সারা উত্তর দিলেন,
‘খারাপ লাগছে না। তোর সাজানোর হাতটা দেখি ভালোই।’

ব্যস্ত ভঙ্গিতে আবার চলে গেলেন। মুশরাফা মায়ের সাথে দুটো কথা বলবে ভেবে উঠে দাঁড়িয়েছিল। সেই সুযোগ পেল। একটা চাপা শ্বাস ফেলে আবার বসে পড়ল।

সময় গড়াল। এশার আজান পড়ল। কাজী এলো। সম্মতি না নিয়ে এলো নাজমুল সাহেব। ভাগ্নীর পাশে বসে তার সম্মতি চাইলেন। মুশরাফা খুব একটা সময় নিল না। আল্লাহর নাম নিয়ে সম্মতি দিল। নাজমুল সাহেব কাজীকে নিয়ে চলে গেলেন বাসার কাছের মসজিদটায়। বিয়ে পড়ানো হলো। এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো তারা। আজওয়া খেজুর বিতরণ করা হলো, তারপর বরপক্ষ এলো বাসায়। বসার ঘরেই রইল পুরুষরা। জাওয়াদের মা বোন, ভাবি ভেতরের রুমে এসে দেখা করে গেলেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ পাত্রপক্ষের মুরুব্বিরা চলে গেলেন। জাওয়াদ থাকবে দু’দিন। তৃতীয়দিন বউ নিয়ে বাড়ি ফিরবে।


মুশরাফার রুমে খাটের বিপরীতদিকে একটা বেতের কাউচ রাখা আছে। মুশরাফা বধূবেশে কাউচে বসে আছে। বসার ভঙ্গিটা একবারে স্বাভাবিক। কোন লজ্জা অস্বস্তি নেই। শান্ত চোখে চারদিক চোখ বুলাল। দেয়াল ঘড়িটায় জানান দিচ্ছে, বারোটা বাজতে চলল। দরজার দিকে তাকাল বারকয়েক। তারপর টেবিল থেকে একটা বই তুলে নিয়ে তাতে চোখ ডুবাল।

অনিকের সাথে হাসিঠাট্টার পর রুমের দিকে পা বাড়াল জাওয়াদ। প্রিয় মানুষটাকে আপন করে পাওয়ার আনন্দ ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। চোখে মুখে খুশির ঝিলিক তুলছে। ঠোঁটের কোণে হাসি। প্রথম দেখায় ভালো লেগে যাওয়া মেয়েটা আজ তার স্ত্রী। নামযুক্ত একটা পবিত্র বন্ধনে আবদ্ধ তারা। মেয়েটাকে যখন তখন দেখার তৃষ্ণা ধামাচাপা দিতে হবে না, সবসময় কাছেপাশে বসে দেখতে পারবে। একরাশ খুশির মহরা নিয়ে রুমে প্রবেশ করল। নববধূকে বই পড়তে দেখে ভ্রু কুঁচকাল। বিয়ের দিন সব বউরা নাকি খাটে বসে স্বামীর জন্য অপেক্ষা করে। আর তার বউ কাউচে বসে বই পড়ছে! আশ্চর্য! মেয়েটা কি একটু বেশিই বেরসিক না? দেখাদেখির পর্বের মতো এখনো কি গম্ভীর মুখে কাটকাট কথা বলবে? নাকি বলবে, আপনি এখনো আমার জন্য হারাম!

জাওয়াদের আগমন টের পায়নি মুশরাফা। সে তখনো বইয়ে ডুবে আছে। আকস্মিক বই থেকে চোখ তুলতেই জাওয়াদের সাথে চোখাচোখি হয়ে গেল। সে চোখ বন্ধ করে আবার খুলল। তারপর বইটা বন্ধ করে উঠে দাঁড়াল। কোমল স্বরে বলল,
‘আসসালাতু আলাইকুম।’

জাওয়াদ ওর থেকে গম্ভীরস্বর আশা করেছিল। না পেয়ে অবিশ্বাস্য চোখে তাকাল। সালামের উত্তর নিল,
‘ওয়া আলাইকুমুস সালাম। ‘

থেমে বলল, ‘তা আমি কি এখন হালাল হয়েছি?’

বইটা মুশরাফার হাতেই। সে মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে হেসে ফেলল। জাওয়াদ ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল। কাছে এলো। ওর হাসি পরখ করল মুগ্ধ চোখে।
বলল,
‘উত্তর দাও? নাকি স্বরে স্বর মেলানোটাও নিষিদ্ধ? ‘

অস্বস্তিতে চেয়ে আছে মুশরাফার মুখ। অস্বস্তির সাথে পাল্লা দিচ্ছে লজ্জার আভা। ভীষণ সাহসী মেয়েটাও সাহস হারিয়ে নার্ভাস হয়ে পড়েছে। ও লাজুক স্বরে বলল,
‘ আপনি হালাল হয়েছেন। এখন স্বরে স্বর মেলানো যাবে।’

পকেট থেকে খাম বের করে মুশরাফার হাতে দিয়ে বলল,
‘আমাকে হালাল করার জন্য তোমার পুরষ্কার ।’

মুশরাফা খামটা নিল বিনাবাক্যে। আগে কেউ উপহার দিলে ও নিতে দ্বিধাবোধ করতো। আজ কোন দ্বিধা করল না। এটা ওর প্রাপ্য, আল্লাহ দ্বিধাহীনভাবে নিতে বলেছেন। যেখানে আল্লাহর কথা আসে, সেখানে বাকিসবের জায়গা নেই। খামটা বইয়ের মাঝে রেখে চমৎকার হাসল মুশরাফা।

জাওয়াদ বলল,
‘স্বর মেলানোর অনুমতি আছে শুধু?মন মেলানোর অনুমতি নেই?’

মুশরাফা মাথাটা আরও নিচু করে ফেলল। আকস্মিক এত লজ্জা কোথা থেকে এসেছে বুঝতে পারছে না সে। সে তো লাজুক নয়। ওকে পরখ করে জাওয়াদ অবিশ্বাস্য সুরে বলল,
‘ রাফা, তুমি লজ্জা পেতে ও জানো?’

মুশরাফা আরও নেতিয়ে গেল। জাওয়াদ বিস্মিত চোখে চেয়ে রইল। প্রথম আলাপের সেই গম্ভীর, কঠোর মুখভঙ্গির মেয়েটাকে খোঁজার চেষ্টা করল। পেল না। সেই দিনের মুশরাফার সাথে আজকের মুশরাফার কোন মিল নেই। সেদিন সে ছিল কঠোর, গম্ভীর। চোখে চোখ রেখে গম্ভীর মুখে কঠোর সব কথা বলে দিতে পারতো। সেদিন মেয়েটার মাঝে ছিল না কোন লজ্জা, অস্বস্তি।
আজকে সে কোমল নমনীয়। তার স্বরে কিংবা কথায় কাঠিন্যতা নেই। চোখে চোখই রাখেনা। আজকে মেয়েটার মাঝে ভরপুর লজ্জা। মুশরাফার এই কোমলরূপ অকল্পনীয় ছিল জাওয়াদের। সে মুগ্ধ চোখে চেয়ে রইল।

মুশরাফা নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকাল। জাওয়াদের দৃষ্টিতে দৃষ্টি আটকাল। কঠিন দৃষ্টি। সে তড়িৎ দৃষ্টি সরাল। জাওয়াদকে পরখ করল। মেরুন শেরওয়ানীতে মানুষটা সুন্দর লাগছে। মনে মনে বলল, ‘মাশা আল্লাহ। ‘
তারপর চোখে চোখ রেখে বলল,
‘লজ্জা পাওয়া আমার জন্য নিষিদ্ধ না কি?’
‘প্রথম আলাপে অন্তত তাই মনে হয়েছে।’

‘পরপুরুষের সামনে নারীরা নিজেদেরকে গম্ভীরভাবে উপস্থাপন করতে বলেছে ইসলাম। কোনভাবে নমনীয় আচরণ করা যাবে না। সেদিন আপনি পরপুরুষ ছিলেন।’

মুশরাফার স্বরে এখন লজ্জা নেই। চোয়ালে ও নেই। শান্ত, কোমল মুখভঙ্গি। দৃষ্টি জাওয়াদের দিকেই নিবদ্ধ। মুখের সাথে চোখে চোখে ও কথা হচ্ছে যেন।

জাওয়াদ ভ্রু নাড়িয়ে দুষ্টুমির স্থলে বলল,
‘এখন কি তবে আমাকে আপন মানুষের কাতারে ফেলেছো?’

মুশরাফার চোয়ালে উবে যাওয়া লজ্জার দল আবার হানা দিল। তড়িৎ দৃষ্টি সরে গেল। ঠোঁটে ভাসা হাসিটা চেপে রাখল। সদ্য আবিস্কৃত প্রেয়সীর লজ্জামাখা চোয়ালের মোহে পড়ে গেল জাওয়াদ। লজ্জার পসরা বিছাতে বলল,
‘ বধূবেশে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। আমার বারবার তাকাতে ইচ্ছে করছে। শুনেছি, বিয়ের দিন ইচ্ছেদের ফেরাতে নেই। তাই বারবার তাকাচ্ছি। তুমি একটু গুনো তো কতবার তাকিয়েছি। তুমি তো আবার গণনাতে পারদর্শী। সেদিনের মতো অন্যদিকে নয়, চোখেচোখ রেখে তাকিয়ে গুনবে। নাও, শুরু করো।’ বলে মুখ চেপে হাসল জাওয়াদ।

মুশরাফা অস্বস্তিতে কাবু হয়ে দাঁড়িয়ে আছে। লোকটাকে সেদিন জব্দ করেছিল বলে আজ কি প্রতিশোধ নিচ্ছে! এ তো দেখি মহা পাজি লোক। মুশরাফা নড়ল না। তাকাল ও না। ধবধবে সাদা টাইলস দেখে গেল। ওর কোন হেলদোল না দেখে জাওয়াদ আবার বলল,
‘তোমার ইচ্ছে না হলে থাক। বিয়ের দিন শতকিয়া নিয়ে বসাটাও বেমানান লাগবে। পরে আমাদের নাতিপুতিরা এই গল্প শুনলে হাসবে। ‘

মুশরাফা হাফ ছাড়ল। বিড়বিড় করে বলল,
‘জাযাক-আল্লাহু খায়রান (আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।)

এই অস্বস্তিঘন মুহুর্তে থেকে বাঁচতে নিজেকে স্বাভাবিক করে ধীর স্বরে বলল,
‘এশার নামাজ পড়া হয়নি। আমি কি নামাজ পড়তে যেতে পারি?’

প্রসঙ্গ ঘুরানোর চালটা ঠিকই ধরতে পারল জাওয়াদ। তবে পাকড়াও করল না। মলিন মুখে বলল,
‘অবশ্যই পার। তবে, যাওয়ার আগে ছোটো একটা কাজ করে যেতে হবে। ভীষণ বিপদে পড়ে গেছি। তোমার সাহায্য প্রয়োজন। ‘

সদ্য হওয়া স্বামীর মলিন মুখ দেখে আঁতকে উঠল মুশরাফা। কী হলো হঠাৎ! আল্লাহ রক্ষা করো। আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল,
‘কী সাহায্য লাগবে?’

জাওয়াদ নিষ্পাপ কন্ঠে বলল,
‘ আসোলে, আমার না বিশ্বাস হচ্ছে না, তুমি আমার জীবনে স্ত্রীরূপে এসেছো। মনকে বুঝাচ্ছি বারে বার, কিন্তু মন বিশ্বাস করতে নারাজ। মনের অবিশ্বাসের ফলে ভেতরে ঘোর বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। কিছুতেই শান্তি পাচ্ছি না। মনকে জিজ্ঞেস করলাম, কী করলে সে বিশ্বাস করবে। মন বলল, তুমি যদি তার সংস্পর্শে আসো তবেই সে বিশ্বাস করবে। এখন তুমি এদিকে এসে, জড়িয়ে টড়িয়ে ধরো। আমি নিশ্চিত এতে মন বিশ্বাস করবে।’

মুশরাফা বাকরুদ্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। লজ্জার মাত্রা বাড়ল। কাচুমাচু করে উঠল। জাওয়াদ শব্দকরে হেসে ফেলল। মুশরাফার গাল টেনে বলল,
‘লজ্জা ফেলে তোমাকে সুন্দর দেখায়। এই সৌন্দর্য পরখ করতে চাইছিলাম। যাও নামাজ পড়ে আসো।’

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here