#একটুখানি_সুখ
#আনিশা_সাবিহা
পর্ব ৩৪
“তুমি এখনো আগের মতোই আছো। লাইক ড্যাশিং, স্মার্ট, হ্যান্ডসাম। নাকি বলব আরো হ্যান্ডসাম হয়েছো?”
বলেই স্বচ্ছের হাত ধরে হেঁসে দেয় রিয়ানা। স্বচ্ছও হালকা শব্দ করে হাসে। পাশেই নিরব ভূমিকা পালন করছে মোহ। তার ব্যান্ডেজে থাকা হাতটাও বার বার মুষ্টিবদ্ধ করে যাচ্ছে সে। ইচ্ছে করছে এখনি স্থান ত্যাগ করতে। হয়ত এখান থেকে চলে যাওয়াই উচিত। রিয়ানা নামক মেয়েটির সাথে সাক্ষাৎ এর পর স্বচ্ছ যেভাবে কথায় মগ্ন যেন মোহকে তার মনেই নেই। তার হয়ত মনেই নেই পাশে আরেকজন আছে। তাই যেই মোহের একটু আগেই এতো সুন্দর পরিবেশের কারণে হেঁসে উঠে শুধু বেড়াতে মন চাইছিল এখন তারই এসব ফেলে চলে যেতে মন চাইছে আবারও বাড়িতে। কেন এসেছিল সে? না এলে এই অসহ্যকর মেয়েটার সঙ্গে দেখা হত না। মোহ মনে মনে এটাও ভাবছে যে রিয়ানা কি আসলেই অসহ্যকর? নাকি শুধু তারই এমন লাগছে?
মোহ আবারও দৃঢ় দৃষ্টি দিয়ে পরখ করে নিল রিয়ানাকে। এমন আধুনিক ড্রেসআপের সাথে মাথায় উঠিয়ে রাখা সানগ্লাস। হাতে ঘড়ি। সেই সাথে বড় বড় নখে স্টাইলিশ নেইল আর্ট করা, চুলে ব্রাউন কালার করা সাথে একদম স্ট্রেট। আর চেহারাতেও বিদেশী ভাবে ছেয়ে আছে। হয়তবা বিদেশেই বড় হয়েছে। আর কথাবার্তাতে বড্ড স্পষ্ট। একেবারে স্ট্রেট কথা বলছে সে। কথা বলার ভঙ্গিটাও বেশ। সব মিলিয়ে রিয়ানাকে চমৎকার লাগার কথা! তবে মোহের রাগ বেড়ে চলেছে ভেতর ভেতর। ভেতরের রাগটা বাহির দিয়েও পরিলক্ষিত হচ্ছে এবার। কান আর নাকের ডগা লাল হয়ে রয়েছে। এক পর্যায়ে রক্তিম চোখে তাকায় মোহ স্বচ্ছের দিকে।
“ইউ অলসো লুকিং বিউটিফুল। তোমার মাঝেও পরিবর্তন এসেছে।”
“অথচ আমাদের দেখা মাত্র ২ মাস পর হচ্ছে। এতেই এতো পরিবর্তন নোটিশ করছি। হাউ ফানি অ্যান্ড সুইট!”
স্বচ্ছের জবাব কথাটি বলে খিলখিলিয়ে বসে ওঠে রিয়ানা। এবার মেজাজটা তুঙ্গে উঠে যায় মোহের। কান্না পায় তার রাগের চোটে। এই মেয়েটার সামনে নিজেকে কেমন জানি বেমানান লাগছে তার। সাথে স্বচ্ছের পাশেও বেমানান লাগছে। সব মিলিয়ে ভার মুখে রিসোর্টের দিকে ফিরে গটগট করে হাঁটা শুরু করে সে। হঠাৎই তাকে পিছু ডাকে স্বচ্ছ।
“এই মোহ! একা কোথায় যাচ্ছো?”
মোহ স্বচ্ছের দিকে না ফিরেই বাজখাঁই গলায় জবাব দেয়,
“কেন রিসোর্টে যাচ্ছি। আমার তো এখানে অন্যকোনো কাজ নেই।”
“আমাকে দেখো না তুমি? আমাকে না রেখেই গটগট করে চলে যাচ্ছো! কাম হেয়ার। তুমি একা এখানে আসোনি। আমরা হানিমুনে এসেছি। কোথায় আমার হাত ধরে রোমান্টিক ভাব নিয়ে রিসোর্টে ঢুকবে তা না করে একা চলে যাচ্ছে। কাম ব্যাক!”
মোহের রাগটা কমল না। চোখ রাঙিয়েই ঘাড় ঘুরিয়ে তাকালো। ইচ্ছে না থাকা সত্ত্বেও স্বচ্ছ ও রিয়ানার দিকে এগিয়ে আসতে হয় তাকে। মোহকে দেখার সঙ্গে সঙ্গে রিয়ানা অবিশ্বাস্য চোখে তাকিয়ে স্বচ্ছকে জিজ্ঞেস করে ওঠে,
“হু ইজ দিস, স্বচ্ছ? হাতভাঙা মেয়েটা কে হয় তোমার? হানিমুনে এসেছো এখানে? ইট মিনস… ”
“ইয়াপ। সি ইজ মাই ওয়াইফ মিসেস. মোহ।”
“ওহ হো! এই মেয়েটা তোমার ওয়াইফ? দেখে একদমই মনে হচ্ছে না। এমা হাত ভাঙলো কি করে?”
দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে মোহ। চোখ রাঙায় রিয়ানার দিকে। কেন রে মানুষের হাতে আঘাত লাগতে পারে না? এটা কি অস্বাভাবিক কিছু? এসব মনে মনে বকে চলেছে মোহ। কিন্তু জবাব দিল স্বচ্ছ।
“রিয়ানা, তোমার মনে হলো কি হলো না তাতে তো আমার কিছু করার নেই। সি ইজ মাই ওয়াইফ। হানিমুনে এসেছি এখানে। আর ওর হাতে একটু আঘাত লেগেছে। অনেক বড় মানসিক অশান্তিতে আছে তাই ওকে নিয়ে হানিমুনে এসেছি। তোমার এখানে আসার কারণ কি?”
“একচুয়ালি, তুমি তো জানো যে আমি এমন জায়গা খুব পছন্দ করি। সো বান্দরবান সম্পর্কে সব ভিউ দেখলাম ভালো লাগল। তোমার হয়ত মনে আছে যে আমি ডাক্তারি লাইনে পড়ছিলাম। এট লাস্ট আমার স্বপ্ন পূরণ হয়েছে। তাই ভাবলাম এখানেই শিফট হয়ে যাই। আমি আগেই চলে এসেছি দেশে এখানকার হসপিটালে শিফট হবো। এখন রিসোর্টেই উঠছি। পরে একটা ফ্লাটে উঠে যাব সব ঠিকঠাক হবার পর। বাই দ্যা ওয়ে তোমাদের ডিস্টার্বের রিজন আর না হয়! বাই বাই।”
মুচকি হেঁসে আগেই রিসোর্টে ঢুকে যায় রিয়ানা। সে যাবার পরই মোহও তড়িৎ গতিতে হাঁটা ধরে রিসার্টের দিকে স্বচ্ছকে কিছু না বলেই। তা দেখে স্বচ্ছও তার পিছু পিছু যায়।
রিসোর্টের বাহির থেকে দেখতে গ্রামীণ ঘরের মতো মনে হলেও ভেতরটা আধুনিক। যদিও এসি নেই তবুও ফ্যান চলছে। ঠান্ডা ঠান্ডা মরসুমে ফ্যানও লাগে না অনেক সময়। বেশ বড় একটা বেডে সাদা চাদর বিছিয়ে রাখা সাথে দুটো বালিশ। জানালার বাহির থেকে দেখা যায় মুগ্ধকর পরিবেশ। পাশেই অদ্ভুত সুন্দর ল্যাম্পশিট। ছোট্ট বেতের টেবিল সাথে বেতের চেয়ার। জানালার পাশেও ছোট্ট বেডের মতো ব্যবস্থা করে রাখা। বেডের বিপরীতে আলনা রাখা। সেটাও বেতের। দরজা খুললেই করিডোর। যা মিশে গিয়েছে অন্যসব ঘরের সাথে। খোলামেলা করিডোরে কোনোরকম গ্রীল নেই। রিসোর্টের মেইন রিসেপশনের বিল্ডিংটা পেছনদিকে। সব মিলিয়ে নিরিবিলি একটা পরিবেশ। যদিও কালই নীলগিরিতে যাবার উদ্দেশ্যে বের হবে স্বচ্ছ ও মোহ। সেখানে অন্য রিসোর্ট নেবে তারা। আজকের দিনটা এখানে রয়েছে।
মোহ আপনমনে লাগেজ থেকে কয়েকটা কাপড় বের করে রাখছে আলনাতে। মুখটা এখনো ভার। স্বচ্ছ বেডে আধশোয়া হয়ে মনোযোগ দিয়ে খেয়াল করছে মোহকে। মাঝে মাঝে ফোন ঘাঁটছে। এবার ফোনটা রেখে উঠে বসল সে। হালকা কেশে বলে ওঠে,
“রিয়ানা মেয়েটার সাথে আমার পরিচয় আমেরিকা থেকে। তুমি হয়ত জানো আমি আমেরিকাতে ছোট থেকে অনেক সময় সেখানেই কাটিয়েছি। ইভেন আমার ফ্যামিলিও বেশ কয়েক বছর সেখানে ছিল। সেখানেই রিয়ানার ফ্যামিলি আমাদেড ফ্যামিলি ফ্রেন্ড ছিল। সেখান থেকেই ওর সাথে আমার পরিচয়। বিদেশে বড় হয়েছে সো…”
“আমি কি আপনার কাছে থেকে রিয়ানার ব্যাপারে কিছু শুনতে চেয়েছি?”
স্বচ্ছের কথা সম্পূর্ণ না হতেই বেশ রাগের সুরে বলে ওঠে মোহ। স্বচ্ছ চুপ হয়ে যায়। ভাবতে থাকে মেয়েটার এমন করার কারণ কি? সকালে তো খুব খুশি ছিল। বেশ হাসিখুশি ছিল সে। হঠাৎ করেই এমন হওয়ার কারণ খুঁজে পেল না স্বচ্ছ। একটু ভেবে আন্দাজ করতে পারে সে। সে উঠে দাঁড়ায়। একপা দুইপা করে এগিয়ে আসে মোহের দিকে। মোহ তা পাত্তা না দিয়ে সরে যেতে চাইলে খপ করে স্বচ্ছ মোহের বাম হাত হেঁচকা টানতেই সে সোজা গিয়ে আঁচড়ে পড়ে স্বচ্ছের বুকে। রাগে, অভিমানে, হিংসেটে এবার ফেটে পড়ে মোহ। স্বচ্ছের বুকে কিছুক্ষণ বিড়ালছানার মতো মুখ লুকিয়ে রেখে আচমকায় স্বচ্ছের বুকে কিল মেরে সরে আসার চেষ্টা চালিয়ে বলে,
“সরুন। আমার সাথে এসব ফাইজলামি একদম করবেন না।”
“তো কার সাথে করব? আর কে আছে আমার সুন্দরী?”
“কেন আপনার ওই রিয়ানা!”
রেগেমেগে কটমটিয়ে বলে মোহ। স্বচ্ছ ভ্রু কিঞ্চিৎ বাঁকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। মোহের নাক একটু টেনে দিয়ে বলে,
“তো এটাই ম্যাডামের রাগের কারণ? সি ইজ জেলাস?”
থমকে যায় মোহ। চোখে রাগ মিশে গিয়ে দেখা যায় অস্বস্তির তীব্রতা। স্বচ্ছ এবার মোহকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে ওঠে,
“উমম… মাঝে মাঝে আমার বউকে হাসির চেয়ে বেশি হিংসুটে রিয়েকশনেও দারুণ লাগে। চোখেমুখে ওই স্ট্রবেরি ভাবটা ফুটে ওঠে। তো তার এখন বরকে নিয়ে ইনসিকিউর ফিলিং ও হয়! ও মাই গড… আই কান্ট বিলিভ।”
“আমি মোটেও জেলাস হচ্ছি না।”
“সেটা তো তোমার চোখমুখ বলে দিচ্ছে। আর কি যেন বললে? আমার রিয়ানা? সে আমার কবে থেকে হলো? আমি তো একজনকেই আমার বলে মনে করি। সে আমার একান্তই ব্যাক্তিগত! সে আমার মোহ।”
মোহ আলতো কেঁপে ওঠে। লজ্জার তীব্রতায় মুখ স্বচ্ছের শার্টের আড়ালে লুকাতেই আচানক মোহের কাঁধে বেশ কয়েকটা ঠোঁটের স্পর্শ লাগিয়ে দেয় স্বচ্ছ। আকস্মিক ঘটনায় যেন জমে বরফ হয়ে যায় মোহ। অদ্ভুত শিহরণ বয়ে যায় ভেতরে। শ্বাস প্রশ্বাস প্রগাঢ় হয় তার। আরো একবার মোহের কাঁধে নিজের ওষ্ঠদ্বয় মিলিয়ে দিলে স্বচ্ছের শার্ট খামছে ধরে মোহ। চোখ খিঁচে বন্ধ করে। মোহের কানের কাছে স্বচ্ছ ফিসফিসিয়ে বলে ওঠে,
“উপপস… মাই ওয়াইফ ইজ ব্লাশিং।”
ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে আকাশী রঙের টিশার্ট পরিহিত এক যুবক। তার চোখজোড়া দিয়ে যেন আগুন ঝরছে। এক হাতে ফোন শক্ত করে ধরে রাখা। পানির দিকে পর্যবেক্ষণ করছে সে একধ্যানে। এক পর্যায়ে দাঁতে দাঁত চেপে ব্রিজের রেলিংয়ে সব শক্তি দিয়ে হাত দ্বারা বেশ কয়েকবার আঘাত করে সে। হাত ফেটে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ে রেলিংয়ে। মুখ দিয়ে অস্ফুটস্বরে বলে,
“এতো সহজে বাঁচবে না মোহ। মরতে হবে তোমায়।”
রক্তাক্ত হাত দিয়ে নিজের ঝাঁকড়া চুল ঠিক করে নেয় সৌমিত্র। দ্রুত ফোন অন করে ফোন লাগায় কাউকে। ঘাড় বাঁকিয়ে অপেক্ষা করে ফোনটা রিসিভড হওয়ার। কিছুক্ষণ রিং হওয়ার পরেই ওপাশ থেকে কল রিসিভড হয়।
“আমি সৌমিত্র বলছি। মম, ভাইয়া কোথায়? খবর পেয়েছি মোহকে হানিমুনে গেছে?”
“তুই কোথায়? তুই কোথায় গেছিস সৌমিত্র? তোকে কত খুঁজেছি তুই জানিস? তোকে পাইনি। আমাকে না বলে কোথায় চলে গেছিস তুই?”
সৌমিত্র তার মায়ের প্রশ্নের তোয়াক্কা করে না। চিৎকার করে বলে,
“স্বচ্ছ কোথায়? কোথায় গেছে মোহকে নিয়ে? আমার সুখ কেঁড়ে নিয়ে কোথায় নিজেদের সুখী রাখতে গেছে? এই প্রশ্নের জবাব তুমি দেবে? নাকি সামনের এই নদীতে আমি সুইসাইড করব?”
চলবে….
[বি.দ্র. ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে এর কোনো ভিত্তি নেই।]