একটি_নির্জন_প্রহর_চাই #WriterঃMousumi_Akter. #পর্ব_৬৩

0
514

#একটি_নির্জন_প্রহর_চাই
#WriterঃMousumi_Akter.
#পর্ব_৬৩

বাইরে বেরিয়ে দেখি কিচেনে আরিয়ান ভাই বিরিয়ানি নাড়াচাড়া করছে। আমাদের দু’জনকে দেখে উনি মৃদু হেসে বললেন, ‘তোমাদের বিরিয়ানি খাওয়া হলো?’
আমি তার কথা শুনে ড্যাবড্যাব করে তাকিয়ে রইলাম। রোশান স্যার আমার দিকে তাকিয়ে আবার আরিয়ান ভাই-এর দিকে তাকিয়ে বললেন,
‘রান্না করছিস?’

‘রান্না না করলে হবে? তোমরা তো অন্য বিরিয়ানি খাচ্ছিলে ভেতরে। আমার তো আর বিরিয়ানি খাওয়ার সুযোগ নেই। তাই এই বিরিয়ানি রক্ষা করছি।’

আরিয়ান ভাইয়ের কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম। কী অসভ্য কথা! উনি আমাকে বললেন,’ সারাহ তুমি দ্যাখো আমি আরয়ানের সাথে কথা বলি।’

‘আচ্ছা।’

উনারা দু’জন সোফায় বসে গল্প করছেন।আমি বিরিয়ানি নামিয়ে রেখে চা করতে দিলাম। কান রয়েছে উনাদের কথা বার্তার দিকে।
আরিয়ান ভাই বলছেন, ‘আমার ফোন নাম্বার ব্লক লিস্টে রেখেছিস কেন রোশান? আর ফোন তুলিস না কেন?’

‘না হলে সারাহ বুঝে যেত। আর আমি চাচ্ছিলাম না, সারাহ নতুন করে এসব ভেবে কষ্ট পাক।’

‘আমি একটিবার সারাহ’র কাছে ক্ষমা চাওয়ার জন্য কথা বলতে চেয়েছিলাম। তুই দিলি না কেন? কী ভেবেছিলি আমি সারাহকে কেড়ে নেব বা নতুন করে সারাহকে পাওয়ার চেষ্টা করব?’

‘না সেসব ব্যাপার না।’

‘আমি জানি সেসব ব্যাপারই। সারাহ কি এমন মেয়ে যে আমি চাইলেই আমার কাছে আবার চলে আসবে? ভ**য় পাচ্ছিলি তাই না রোশান?’

‘মিথ্যা বলব না, পাচ্ছিলাম। আমি কোনো ভাবে চাচ্ছিলাম না সারাহ তোর সাথে যোগাযোগ করুক। যদি পুরনো অনুভূতি জেগে ওঠে। একচুয়ালি আমি সারাহকে ছাড়া ভীষণ অসহায়, আরিয়ান।’

‘আমি তোর সংসার ভাঙতাম না রোশান।কখনোই না। এমন ইচ্ছা আমার ছিল না।তবে সত্যি আজ অবাক হয়েছি। সারাহ’র চোখে আমি তোর জন্য যে ভালোবাসা আর ভ**য় দেখেছি তা আমার জন্য কোনদিন দেখিনি। আমার জন্য ছিল জাস্ট ভালো লাগা। এর বাইরে কিছুই না। আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তাই অনুতপ্ত।একটা বার ক্ষমা চাওয়ার জন্য কথা বলতে চাইছিলাম।’

‘বুঝলাম। তোর ডেইজি কোথায়?’

‘সব মেয়ে তো সারাহ’র মতো ভালবাসে না ভাই। আমি ভুল করেছিলাম। আমাকে নিঃস্ব করে অন্য একজনের সাথে পালিয়ে গেল।’

‘আরিয়ান, আমরা হিসাবে অনেক ভুল করি অনেক সময়। সব শিক্ষিত মেয়েই যে ভালো হবে সেটা নয়, সব সুন্দরী মেয়ের যে চরিত্র খারাপ সেটা নয়, সব সুন্দরী মেয়েরা যে ছেলেদের মন নিয়ে খেলা করে সেটা নয়, সব কালো মেয়েই যে ভালো চরিত্রের হয় এটাও কিন্তু নয়। সব শ্রেণির মানুষই দনিয়াতে আছে। তবে আমাদের খুঁজে খুঁজে বেছে নিতে হবে জীবনের শ্রেয়সীকে। গায়ের রং, শিক্ষা, ধনী, গরিব এসব বিচার করে ভালোবাসা যাবে না।’

‘আজ আমি সেটা বুঝতে পারছি রোশান।’

আমি চা নিয়ে টি- টেবিলে রাখলাম।আরিয়ান ভাইয়েরটা টেবিলে রেখে দিলাম আর উনারটা উনার হাতে দিলাম। আরিয়ান ভাই বোধহয় একটু অপমান বোধ করলেন।তবুও হাসলেন। হেসে বললেন,
‘এখন তুমি চা বানাতে পারো সারাহ!

আরিয়ান ভাইয়ের কথা শুনে আমি রোশান স্যারের দিকে তাকালাম। কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। রোশান স্যার বুঝতে পারলেন বিষয়টা। চা-এ চুমুক দিয়ে বললেন, ও এখন সব পারে।’

আরিয়ান ভাই কেমন যেন তীক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। তাকানোতে অন্য কিছু আছে। এভাবে আগে উনি আমার দিকে তাকাননি কখনো। আমি জায়গা পরিবর্তন করলাম। ডায়নিং-এ খাবার এনে রাখছি। রোশান স্যারের ফোনে কল এসেছে উনি ফোন নিয়ে বেলকনিতে গেলেন। এ সময়ে আরিয়ান ভাই বললেন, ‘তুমি সাদা মূলা এটা জানতাম। বাট এত অপূর্ব সৌন্দর্য আমার চোখ কেন খেয়াল করল না, সারাহ?’

‘এসব বলার মানে কী এখন, আরিয়ান ভাই?’

‘আমার কথা শুনলে কী রা’গ হচ্ছে তোমার?’

‘সেটা আপনার বুঝে নেওয়া উচিত, রা’গ হচ্ছে না কি ভালো লাগছে।’

‘আই আম স্যরি সারাহ। সেদিন আমি ভুল করেছিলাম, তোমাকে কষ্ট দিয়েছিলাম।’

‘ভাগ্যিস দিয়েছিলেন; না হলে এই চমৎকার মানুষকে কোথায় পেতাম!’

‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ।’

আমি কোনো কথা বললাম না। আরিয়ান ভাইয়ের কথার ইঙ্গিত বুঝলাম।
আরিয়ান ভাই আবারও বললেন, ‘তোমাকে নিজেই আমার লাইফ থেকে সরিয়ে দিয়েছিলাম অথচ নিজেই তোমাকে না পাওয়ার যন্ত্রণায় ছটফট করেছি। কী অদ্ভুত না! নিয়তি এমনই। তবে তোমাকে মুখ ফুটে চাওয়ার অধিকার নেই। চাইবও না।’

এসব শুনতেও ভালো লাগছে না আমার।

সেদিন আরিয়ান ভাই খাওয়া শেষ করে উনার সাথে গল্প করে চলে গেলেন। অনেক চেষ্টা করেছিলেন আমার সাথে কথা বলার।আমি কোনো কথাই বলিনি। কেন জানি না রুচিতে আসেনি। পৃথিবীর কোনো পুরুষের সাথেই কথা বলতে আর ভালো লাগে না আমার। একমাত্র উনি ছাড়া আমার মনে প্রশান্তি জাগে না।

__________________

প্রায় বছর ঘুরে এসেছে। ছোঁয়ার একটা ইয়ার গ্যাপ গিয়েছে। আমরা ফাইনাল ইয়ারে উঠে গিয়েছি। অনেক কিছুই সময়ের সাথে সাথে বদলে গিয়েছে। শ্বশুরকে অনেক বুঝিয়ে শান্ত করা হয়েছে। শাশুড়ি এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছেন। শ্বশুর-শাশুড়ি আর দাদু এখন আগের বাড়িতেই আছেন।রোশান স্যার একটা মেয়েকে ঠিক করে দিয়েছেন, শাশুড়ির কাজে সাহায্য করার জন্য। যদিও আমাদের সাথে থাকতে বলেছি কিন্তু উনারা বলেছেন দু-চার বছর পর থেকে আমাদের সাথে থাকবেন। আমাদের একান্তে সময় কাটাতে দেওয়ার জন্য আমাদের সাথে এসে থাকছেন না। রোজ বৃহস্পতিবার বাড়িতে যাই আর শনিবার রাতে ফিরে আসি। শাশুড়ি মা প্রায়শই তরীর কাছে ফোন দেন এখন। তরী কথা বলে না। ফোনটা রিসিভ করে রোহানের কাছে ধরিয়ে দেয়।তরী এখন আর আগের মতো নেই। অনেক চেঞ্জ হয়েছে। এখন আর দেখে বোঝা যায় না যে এটা সেই গ্রামের মেয়ে। আল্লাহ চাইলে সবই সম্ভব হয়। কারো সাহায্য তরী খুব অল্প সময়ে ব্যবসায়ে অনেক এগিয়ে গিয়েছে।কেউ আড়ালে থেকে ওকে সাহায্য করছে।আর আমি জানি এটা মৃন্ময় ছাড়া কেউ না।তরীকে সুন্দর জীবন দিতে মৃন্ময় প্রথম কয়েকবার ওর আম্মুর থেকে অনলাইন বিজনেসের নামে টাকা নিয়ে সব গহনা কিনে নিয়েছে। ওর বাবাকে বলেছে সব বিক্রি হয়েছে। মৃন্ময় অনলাইন বিভিন্ন পেইজে তরীর গহনা নিয়ে পোস্ট দিয়েছে ফেইক আইডি দিয়ে। বিভিন্ন দোকানে দিয়েছে, নিজেদের দোকানে রেখেছে, অনলাইন বিভিন্ন মাধ্যমে যেভাবেই হোক তরীর গহনা বিক্রি করে দিয়েছে। তবে জিনিস সুন্দর হলে আল্লাহ সহায় হলে তাকে আর পেছন ফিরে তাকানো লাগে না। তরীর গহনা সত্যি নজর কাড়ার মতো। যে দেখেছে সুলভ মূল্য পেয়ে গিয়েছে। খুব অল্প দিনে তরী বিজনেসে অনেক এগিয়ে গিয়েছে। এখন দুজন মেয়েকে রেখেছে সাহায্যর জন্য। তরীর গহনা একটা ব্রান্ড হয়ে গিয়েছে। এত পরিমান অর্ডার থাকে ওর নিজস্ব একটা শপের দরকার। কিন্তু তরী যখন জেনেছে এত কিছুর পিছে মৃন্ময়ের হাত। তরীর মৃন্ময়ের প্রতি কোনো অনুভূতি জেগেছে কি না কেউ জানে না তবে সিদ্ধান্ত নিয়েছে সে সারাজীবন মৃন্ময়দের দোকানেই গহনা দিবে। তরীর জন্য এখন মৃন্ময়ের দোকানে ব্যবসায়ে অনেক উন্নতি হচ্ছে। এসব কারণেই মৃন্ময়ের বাবার তরীর প্রতি আলাদা একটা টান কাজ করে। তরীকে অন্য চোখে দেখে এখন। উনার কাছে তরী এখন ভীষণ প্রিয়। কথায় আছে আল্লাহ যখন দেন এত কিছু দেন বান্দা নিয়ে পারে না। আজ তরীকে দেখেও তাই মনে হয়। মৃন্ময়ের মতো ছেলের ভালোবাসা, ওর পারিবারিক ভালোবাসা, নিজের ব্যাবসায়ে প্রচুর লাভ। সব মিলিয়ে তরীর জীবন অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছে। শুধু মৃন্ময়কে একসেপ্ট করলেই জীবনে পূর্ণতা আসত।

এই তো কিছু দিন আগে তরী দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে। মৃন্ময় ওখান দিয়েই যাচ্ছিল।তরীর দিকে বড়ো একটা রজনীগন্ধার মালা ছুঁড়ে মেরে বলল, ‘এই যে মায়াবিনী শাড়ি পরেছেন খোপা করেছেন; অথচ খোপায় ফুল নেই। ফুল ছাড়া খোপা বড়ো বেমানান।’

তরী মালাটা ধরে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, ‘এটা আপনার বউকে দিন, যান।’

‘বউকেই তো দিলাম।’

‘আমি আপনার বউ কবে থেকে হলাম?’

‘অনেক আগেই মনে মনে বিয়ে করে নিয়েছি আমি।’

‘এক সন্তানের মা আমি, ভুলে যান কেন?’

‘আমিও একটা মাত্র প্রেমিকের প্রেমিক তোমাকেও সেটা বুঝতে হবে। আমারও একটাই মন তোমাকে সেটা বুঝতে হবে।’

‘আমার বোঝার দরকার নেই। আমাকে নিয়ে যা ভাবছেন তা কখনোই পূরণ হবে না। তাই বিয়ে করে নিন।’

‘তুমি আমার না হলে আমি ইহকালে যেমন তোমার পিছে ছুটছি, পরকালেও ছুটব।’

চলবে….

👉👉 পরবর্তী পাট পড়তে পেজটি Follow করুন অবসর সময়ে হ্যাপি রিডিং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here