#মন_বাড়িয়ে_ছুঁই ❤
#পর্বসংখ্যা_২৭.
#ফাবিয়াহ্_মমো .
বিয়ের পরপরই বিচারের জন্য পন্ঞ্চা;য়েতে চলে গেলো মাহতিম। পন্ঞ্চা;য়েতের মাঠে ক;ঠোর একটা বি;চার করা হবে, যে বি;চারে ক;ঠোর শা;স্তি;র বিধান করা হয়েছে। মাহতিম সেখানে পৌঁছে যেতেই গ্রামের সুপরিচিত পন্ঞ্চা;য়েত মাঠটা দেখতে পেলো, ‘ পন্ঞ্চায়েত ‘ বলা জায়গাটার কাছে প্রচুর মানুষের ঢল দেখা যাচ্ছিলো। গ্রামের প্রায় সত্তর শতাংশ মানুষ সেখানে উৎসুক মুখে তাকিয়ে আছে। আজ এখানে কি ধরনের বি;চার করা হবে, সেটা দেখার জন্য অপেক্ষার প্রহর গুণছে। মোল্লা হান্নান অনেকক্ষণ যাবৎ মৌন অবস্থা পালন করছেন। মাহতিম এবং তরুণের অপেক্ষায় চুপ হয়ে আছেন, এদিকে তাঁর ডানে-বামে বসে আছে মুরুব্বি মতোন ব্যক্তিরা। হান্নান শেখ তর্জনী তুলে মাহতিমের দিকে তাক করলেন, সাথে-সাথেই ইশারা করলেন ডানদিকের চেয়ারগুলোতে বসে পরতে। মাহতিম মৃদ্যুভঙ্গিতে মাথা নাড়িয়ে ‘ হ্যাঁ ‘ সূচকটা বুঝিয়ে দিলো, চুপচাপ ভঙ্গিতে ডানপাশের চেয়ারগুলোতে বসে পরলো। বি;চারকার্য শুরু হতেই পুরো ঘটনা পন্ঞ্চায়েতের কাছে ব্যক্ত হলো। মাহতিম এক-এক করে সব ঘটনা সবিস্তারে উল্লেখ করে দিলো, সবাই সেসব পণ্ড-কাহিনী শুনে কানাকানি করতে থাকলো, কেউ কেউ গর্জে উঠলো তরুণকে মে;রে ফেলার জন্য। এমন বৈরি অবস্থা সৃষ্টি হতেই ক্ষণিকের মধ্যে ক্ষি;প্ত হয়ে উঠলো গ্রামবাসী, ক্ষু;দ্ধ হয়ে উঠলো যুবক-পুরুষ-বূজুর্গ ব্যক্তিরা। হান্নান শেখ দ্রুত তাদের ঠাণ্ডা করে নিজ-নিজ জায়গায় শান্ত হতে বললেন, যোগ্যমতো বিচারের জন্য তরুণকে সবার সামনে হাজির করলেন। তরুণের অবস্থা এতোটাই করুণ ছিলো, তাকে গাড়ি থেকে নামানোর জন্য চারটে মানুষ লেগেছে। মাহতিম যা যা বলেছিলো, তরুণ ভয়ের চোটে সব কথা স্বীকার করে নিয়েছে এক লহমায়। এমতাবস্থায় কিছু শক্ত নিয়ম তৈরি করে তরুণকে জে;লে দেওয়ার চিন্তা করলেন হান্নান শেখ। আ;ই;ন নিজের হাতে তুলে গ;র্হি;ত কাজ করার চিন্তা স্থগিত রাখলেন তিনি। তরুণ একটু সুস্থ হলে সদর হাসপাতাল থেকে পু;লি;শের হাতে চলে যাবে, এরপর যা করার সেটা পু;লি;শই করবে। দরকার পরলে শ;ক্ত রোলারের ডলা দিয়ে আবার পি;টা;নোর ব্যবস্থা করবে পু;লি;শ। পুরো কার্যাদি সম্পন্ন করতে-করতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। কিছু সরকারি কাগজপত্রের জন্য বেশ দেরি হতে থাকে। এই উছিলায় গ্রামে একটা নতুন নিয়ম যুক্ত হয়, কোনো পর-পুরুষ যদি মেয়েদের ইজ্জ;তে হাত দিতে আসে, তাকে খোলা ময়দানে উ;ল;ঙ্গ করে পাথর দিয়ে ঘায়েল করা হবে। সেই ঘায়েলের চোটে যদি ন;রপ;শুটা মা;রা যায়, সেটার দায়ভার খারিজ করা হবে নিশ্চয়ই।
বৃষ্টি শেষে আকাশটা চমৎকার হয়ে আছে। গাছের পাতাগুলো ধুয়ে-মুছে সজীব দেখা যাচ্ছে। নাকে ভেসে আসছে মাটির কাদাটে গন্ধ, শ্যাওলাজনিত মিশ্র ঘ্রাণ, মধুযুক্ত ফুলের মিষ্টি-মিষ্টি সুভাস। গ্রামের লোকজন ধীরে-ধীরে নিজেদের গৃহের ফিরার পথ ধরলো, সবাই কেমন জৌলুস মুখে হাসিখুশি ভঙ্গিতে চলে যেতে থাকলো। মোল্লা হিসেবে হান্নান শেখ কতোটা ভরসাযোগ্য ব্যক্তি, সেটা সহজ-সরল গ্রামবাসীর চেহারা দেখে বুঝতে পারলো মাহতিম। আকাশটা এখনো কালোরূপে অন্ধকার হয়ে আছে, রাতে যে আবাল মুষলধারে ঝুম বৃষ্টি নামবে সেটা সুনিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে। মাহতিম বুকভর্তি নিশ্বাস টেনে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঠটার শেষপ্রান্তে যেই বিশাল বটগাছটা দাঁড়িয়ে থাকে, সেটার নিচে এসে বৃষ্টিস্নাত প্রকৃতি দেখছে। ঠাণ্ডা হাওয়ার ক্ষণস্থায়ী ঝাঁপটায় গাছের পাতাগুলো দুলে উঠছে খুব, সেই পাতা থেকে টপটপ করে পানি পরছে মাহতিমের সাদা শার্টটায়। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন আজ, যেই দিনটার কথা সে কোনোদিন ভুলবেনা। বিয়ের ব্যাপারটা নিয়ে প্রচুর চিন্তা করতো মাহতিম, হয়তো স্বপ্নেও সে ভাবতে পারেনি এখানে এসে এভাবে বিয়ে করে ফেলবে। মন ও মস্তিষ্কের উপর এভাবেও অনুভূতির ছোঁয়া লেগে যাবে। মাহতিম আকাশে তাকানো অবস্থায় চোখ বন্ধ করে নিলো, তখনই গায়ের উপর বয়ে গেলো প্রকৃতির ঠান্ডা বাতাস। শীতল হওয়া মনটা তার পরশ পাওয়ার জন্য আক্রান্ত, তেমনি শান্ত মস্তিষ্কটা তার চিন্তায় বিভোর। বয়সটা অল্প হলেও আগলে রাখার সময় এখন, স্বামী হিসেবে অধিকার খাটানোর চাইতে এইমূর্হুতে তাকে যত্ন করা উচিত। তার ছোট্ট মনের দরজাটা ধীরে-ধীরে উন্মুক্ত করে জড়তা কাটানো দরকার। সেই দরজা যখন সঠিক সময়ে খুলে যাবে তখন ভালোবাসার মুঠো নিয়ে বিশেষ আবেদন করতে দেরি করবেনা মাহতিম। সেদিনই হয়তো অধিকার খাটাতে বাধা কাজ করবেনা, মনের কাছে অন্যায়-তুল্য অপরাধ বোধ হবেনা। হান্নান শেখ সবকাজ শেষ করে হঠাৎ আশেপাশে তাকাতে লাগলেন, মাহতিম একটু আগে সাথে ছিলো, হুট করে কোথাও গায়েব হলো? হান্নান শেখ ব্যতিব্যস্ত হয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছিলো, হয়তো মাহতিম চলে গেছে সেটা ভেবে নিজেও গন্তব্যের দিকে ছুটছিলো। কিন্তু পথিমধ্যে চোখদুটো বটগাছটার দিকে আঁটকে গেলো, চিন্তিত মুখটা নিমিষের মধ্যেই হাসিতে উজাড় হলো। তিনি দ্রুতপায়ে হেঁটে গেলেন গাছটার দিকে, সেখানে পৌঁছানো মাত্রই পেছন থেকে মাহতিমের কাধে হাত রেখে দিলেন। শক্ত-পোক্ত কাধে হঠাৎ ভার টের পেয়ে মুখটা ডানে ঘুরালো মাহতিম, কাধটার দিকে আড়চোখে তাকিয়ে বৃদ্ধ হাতটা দেখতে পেলো সে। কাধ থেকে চোখ সরাতেই সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো হান্নান শেখের দিকে। হান্নান শেখ কাধ থেকে হাত সরিয়ে মাহতিমের মোটা বাহুতে দুটো আলতো চাপড় মারলেন, ঠোঁটে মুখে হাসি ফুটিয়ে প্রফুল্ল গলায় বললেন,
– বাড়ি যাওনি তাহলে?
মাহতিম বৃদ্ধের হাসি দেখে নিজেও খানিকটা হেসে দিলো। মাথাটা ডানেবামে ‘ না ‘ সূচকে দুলিয়ে হাসি মুখে বললো,
– আপনাকে ছেড়ে গেলে আমার মান-ইজ্জত থাকবেনা নানা। আপনার নাতনীগুলো খুবই ফাজিল, আমাকে একদম শূন্য করে দিয়েছে। পকেটে ছিটেফোঁটা টাকা নেই, আমি একদম ফতুর। আপনার নাতনীর জন্য কিভাবে শাড়ি কিনি বলুন? স্বামী হিসেবে কিছুই দিতে পারছিনা, কি লজ্জার কথা!
হান্নান শেখ হোহো করে হেসে দিয়ে সঙ্গে আসতে বললেন। সেখানকার সবচেয়ে বড় মার্কেটের দিকে শাড়ি কিনতে নিয়ে গেলেন। মাহতিম এদিকে শাড়ি পছন্দ করতে ব্যস্ত হলে হান্নান শেখ টুপ করে পান্ঞ্জাবীর দোকানে ঢুকে গেলেন। বাড়িতে সবাই কঠিনরূপে দুজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে, কখন মাহতিম এসে স্বস্তির খবর শোনাবে সেটা নিয়ে তীব্র চিন্তায় ডুবে আছে। সকালের সেই ঘটনার পর সুরাইয়া রুমের বাইরে আসেনি, শেফালী যদিও নানা ছুতো দেখিয়ে তীক্ষ্ম দৃষ্টি ছুঁড়েছে, কিন্তু সুজলার চোখ রাঙানি দেখে ভয় পেয়ে দ্রুত কেটে পরেছে। আজ বাড়িতে কেমন ঝড় উঠবে সেটা হয়তো কেউই জানেনা, সদ্য বিবাহিত দম্পতি নিয়ে মুখর অবস্থা সবার। মেহনূর একা-একা রুমের মধ্যে বসে আছে, জানালার ধারে হেলান দিয়ে প্রকৃতির মায়ায় প্রচণ্ড নিঃসঙ্গ অনুভব করছে। আজকের ঘটনার জন্য নিজেকে সমানভাবে দায়ী ভাবছে মেহনূর। সে যদি ওদের সাথে রেসোর্টে না যেতো, তাহলে আজ এরকম ঘটনার সম্মুখীন হতো না নিশ্চয়ই। একে-একে সবাই কষ্ট পেয়েছে ওর ঘটনার জন্য। শেফালীর কূটনীতি থেকে শুরু করে সবার আচরণে কষ্ট পেয়েছে দাদাভাই। মানুষটা সবার সামনে শক্ত হয়ে থাকলেও নিজের বিছানায় গেলে দুঃখী হয়ে যায়। প্রচণ্ড ভারাক্রান্ত মনে পরপারে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন, একদিন হুট নিরালা-ভুক্ত হয়ে যাবেন। চলে যাবেন সকলের অগোচরে, সকল মায়া-বন্ধন ত্যাগ করে যাত্রা করবেন, কিন্তু স্মৃতি রেখে যাবেন অনেক।
রাতটুকু গভীর হওয়ার জন্য ঘড়িতে আটটা বাজলেই চলে। এর মধ্যে যদি ঝুম বৃষ্টির কবল হয় তাহলে তো কথাই নেই। সৌভিকরা ক্ষুধা সহ্য করতে না পেরে রাতের খাবারটা খেয়ে নিয়েছে, সাময়িক বিশ্রামের জন্য সাবার রুমে এসে আড্ডা বসিয়েছে। সেগুন কাঠের খাটটা জুড়ে গোল হয়ে বসেছে সবাই। জানালাগুলো বন্ধ থাকা সত্ত্বেও বৃষ্টির প্রবল ঝাপটায় ভূতুড়ে আওয়াজ হচ্ছে। বাড়িতে পিনপতন নিরবতা ছেয়ে থাকলেও সাবার রুম থেকে বেশ শোরগোল শোনা যাচ্ছে। ফারিন বিছানার হেডসাইডে পিঠ ঠেকিয়ে কোলে বালিশ তুলে নিলো, সবাই ওদিকে হাসাহাসি করে আড্ডা দিতে থাকলে ফারিন নীতির কানে নিচুস্বরে বললো,
– ভাই দেরি করছে কেনো? ওদিকে যদি মেহনূর ঘুমিয়ে যায় তখন?
ফারিনের আওয়াজটা নিচুস্বরে হলেও নীতির কান ডেঙিয়ে সেটা সিয়ামের কানেও গেলো। সিয়াম কথাটা শুনতে দেরি ওমনেই নীতিকে কঠিনভাবে থামিয়ে দিলো। নীতি ভ্রুঁ কুঁচকে তাকিয়ে থাকলে সিয়াম ওকে অগ্রাহ্য করে ফারিনের উদ্দেশ্যে বললো,
– ওই ফারিন! তোরে বলছিনা ছোট মানুষের মতো থাকবি? এট্টুখানি বয়সে পাকনা পাকনা কথা বলোস ক্যান? বড় ভাই কি করবো না-করবো ওইসব নিয়া কোন্ সাহসে টাল্টু-বাল্টু করোস? থাপড়ায়া একেবারে চাপার দাঁত খুইলা ফেলমু।
সিয়ামের কথায় আড্ডা থেমে গেলো সবার। সবাই কৌতুহল দৃষ্টিতে ভ্রুঁ কুঁচকে তাকিয়ে আছে। ফারিন তখন ভেঙচি কেটে বিরক্ত মুখে বলে উঠে,
– তুমি আমাদের কথায় নাক গলাচ্ছো কেনো? তোমার নাকের গলনাঙ্ক কি বেশি? বেশি হলে সেটা কেমিষ্ট্রি ল্যাবে লাগাও, আমাদের মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছো কেনো?
সিয়াম ওর কথা শুনে ক্ষুদ্ধ গলায় কিছু বলবে ওমনেই বিপরীত দিক থেকে তৌফ বলে উঠলো,
– ও মামু, তুমি এতো খুচাখুচি করতাছো ক্যান? খাওয়ার চাপ লাগছে? কলাপাতা আনুম?
সিয়াম এবার দারুণ ভাবে রেগে গেলো। কিন্তু তৌফকে পালটা কিছু শুনানোর পূর্বেই সুজলা এসে দরজায় দাঁড়ালো। মাহতিমের আগমন নিয়ে খবর দিতেই সবাই হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলো, একদম নিচে নেমে আঙিনায় এসে দেখলো, হান্নান শেখ ও মাহতিম দুজনেই কাকভেজা হয়ে এসেছে। দুজনের হাতেই সাদা রঙের দুটো পাস্টিকের ব্যাগ দেখা যাচ্ছে। মাহতিম ভেজা চুলগুলো আঙ্গুলে ঝারতে-ঝারতে নীতিকে কাছে আসতে বললো, হান্নান শেখ চৌকির উপর ব্যাগ রেখে ক্লান্ত শরীরে বসে পরলেন। সুজলা ও মারজা দুজন এসে হান্নান শেখ ও মাহতিমের কাছে দুটো গামছা দিলো, মাহমুদা রান্নাঘরে খাবার গরম দিতে চলে গেলো। হান্নান শেখ পোশাক পাল্টে খাবার টেবিলে বসে পরলেন। মাহতিমের হাতে নতুন কেনা পান্ঞ্জাবী তুলে দিয়ে ওকে পোশাক বদলাতে বলে দিলেন। মাহতিম শার্ট-প্যান্ট পালটে নিচে খেতে চলে এলো, নীতিকে দিয়ে মেহনূরের রুমে নতুন শাড়িটা পাঠিয়ে দিলো। হান্নান শেখ ও মাহতিম একসাথে রাতের খাবার শুরু করলো, সুজলা ইচ্ছে করে মেহনূরকে রুম থেকে বের করে আনলো। মেহনূর লজ্জায় কারো দিকে চোখ তুলে তাকাতে পারছিলো না, এর মধ্যে বড়মার জোড়াজুড়িতে সে নিচে আসলো ঠিকই, কিন্তু মাহমুদার পেছনে আড়াল করে দাঁড়িয়ে রইলো। মাহতিম খাওয়ার মাঝপথে চোখটা একটু নিচু রেখে মেহনূরের অবস্থানটা বুঝে নিলো, লাল শাড়ির লাল আঁচলটার অস্তিত্ব দেখে আবার খাওয়ায় মনোযোগ দিলো। প্লেটে লোকমা পাকাতেই হান্নান শেখের উদ্দেশ্যে বললো,
– নানা, আজকে আমি আপনার সাথে ঘুমাবো। আমার রুমটায় তৌফ ঘুমাবে বলেছে। আপনার সাথে শুলে কি কোনো সমস্যা হবে?
মাহতিমের কথা শুনে দোতলা থেকে হা করে তাকালো সবাই। একযোগে সবাই তখন হাপিত্যেশ দৃষ্টিতে তাকিয়ে আছে। তৌফ চোয়াল ঝুলানো অবস্থায় চোখ বড় করে ফেললো। দুইমিনিট স্তব্ধ দৃষ্টিতে নিরবতা পালন করে আশ্চর্য কন্ঠে বলে উঠলো,
– ভাই, আমারে একটু বিষ দে তো। আমি একটু বিষ খাই। শালায় এইটা কি বললো ভাই? আমি কবে ওর রুমে ঘুমাইতে চাইলাম? ওর বিছানা কি মধু লেপ্টায়া আছে? আমি থাকতে চাইলাম কবে?
তৌফের কথার সূত্র ধরে সাবির তখন বলে উঠলো,
– ভাই যে ভাবীর রুমে ঘুমাতে চাচ্ছে, এটা তুমি বুঝো না? স্বাভাবিক হও। আর বিষ খেতে চাইলে এখানকার টয়লেট থেকে এক চামচ হলুদ পদার্থ তুলে খাও। এই বিষের মধ্যে সব ভিটামিন তো পাবাই, সাথে গন্ধের ঠেলায় আগেই মরে যাবা।
সাবিরের পক্ষ নিয়ে সিয়াম এবার বলে উঠলো। আশ্চর্যের সীমা অতিক্রম করে স্বাভাবিক কন্ঠে বললো,
– সাবির ঠিক বলছে মামু। ওমাগো বইলা মরার চেয়ে ওমাগু বইলা মইরা যা। জানোস? জীবনে আমি বহুত পাপ করছি, কিন্তু এই ধরনের মিথ্যা কথা বলিনাই ভাই। নিজেরে আমি কুটনামি অফিসের হেড ভাবি, অথচ এই হারামি আমারেও ছাড়ায়া গেছে। কি ধরনের মিথ্যা গো বাবা!
সৌভিক ও নীতি নিজেদের মধ্যে হতাশা ভঙ্গিতে নিশ্বাস ছাড়লো। দুজনেই একসাথে কপালে হাত রেখে ওদের কথাবার্তারধরন দেখে হাহুতাশ করতে লাগলো।
হান্নান শেখ মাহতিমের কথাটা শুনতে পেয়ে ফাজলামির আচঁটা ধরে ফেললেন। ভাজা মাছ থেকে ক্ষুদ্র অংশ ভেঙ্গে নিতেই বড় কাঁটাটা চোখে পরলো তাঁর, তিনি কাঁটাটা বাঁহাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে চেপে তুলে ফেললেন। মেহনূর যে ভীষণ লজ্জায় আরো চুপসে যাচ্ছে, সেটা ওর নড়াচড়া দেখেই বুঝতে পারলেন। ভাতের শেষ লোকমায় মাছ পুড়ে হাসির সুরে তিনি বললেন,
– আমার দাদুর রুমে ঘুমাতে গেলে সে-তো তোমায় তাড়িয়ে দিবে না। এখন বাকিটা তোমার ইচ্ছা। আমার খাওয়া তো হয়ে গেলো, এখন একটু বিশ্রামে যাই।
হান্নান শেখ মিনিটের মধ্যেই হাত ধুয়ে রুমের দিকে চলে গেলেন। খাওয়া পর্ব শেষ হয়ে গেলে মাহতিম নীতিকে ডেকে চুপিচুপি ওকে কাজ দিয়ে দিলো। শানাজ ও সাবার হাতে আরো কিছু নোট গুঁজিয়ে মেহনূরকে সাজানোর জন্য পাঠিয়ে দিলো। মাহতিম নিজের রুমে ফিরে বিছানায় গা ছেড়ে দিলে হঠাৎ ওর পকেট থেকে ফোন বাজতে লাগলো। সাদা পান্ঞ্জাবীর পকেট থেকে ফোন বের করে সেটা রিসিভ করে বললো,
– হ্যালো,
কলের এপাশ থেকে উত্তর পেতেই অপর পাশ থেকে বলে উঠলো,
– আপনি আর ভ্যাকেশান পাবেন না মাহতিম আনসারী। আমরা দুঃখিত, আপনি শীঘ্রই আপনার ফিল্ডে জয়েন করুন। এটা হেড অফিসের নির্দেশ, আপনার মেইলে নোটিশ পত্র পাঠানো হয়েছে।
মাহতিম কথাটা শোনার সাথে-সাথে আশাহত ভঙ্গিতে চোখ কুঁচকে ফেললো। ঠোঁট গোল করে চোখা করতেই শব্দ করে নিশ্বাস ছাড়লো। ওপাশ থেকে ‘ হ্যালো হ্যালো ‘ করতে-করতে কলটা একপর্যায়ে কেটে গেলো, কিন্তু মাহতিম কান থেকে ফোন সরালো না, চোখ খুলেও তাকালো না। ওইভঙ্গিতে বিছানায় শুয়ে চুলে হাত ঢুকিয়ে রাখলো সে।
পুরো মোল্লাবাড়ি নয়টার ভেতর সুনশান হয়ে গেছে। সারাদিনের ধকল শেষে সবাই রুমে ঘুমিয়ে পরেছে। বাইরে এখন তুখোড় বৃষ্টি নেই, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির মতো এখনো টুপটাপ পানি পরছে। বিছানায় নতুন বউয়ের বেশে বসে আছে মেহনূর। গায়ে সাদা রঙের জামদানী শাড়ি, যার চওড়া পাড়টা টকটকে লাল। মাহতিমের অপেক্ষায় সময় গুজরান করতে-করতে মাথার ঘোমটা সরিয়ে বৃষ্টি দেখছে মেহনূর। ঘন্টাখানেক ধরে ঘুমে ঢুলু চোখে জেগে থাকার চেষ্টায় আছে। মায়ের কড়া নির্দেশ স্বামী না আসা পযর্ন্ত ঘুমাতে নেই। সেজন্য না চাইতেও জেগে থাকতে হচ্ছে। জবুথবু হয়ে বসে থাকতেই কানে দরজা খোলার আওয়াজ আসে, সেই আওয়াজের সাথে ভেসে আসে ইশারাসূচক কাশির শব্দ। মেহনূর ওর আগমন বঝতে পেরে তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে নিলো, লম্বা ঘোমটায় মুখ ঢেকে বসলে ছিটকিনি লাগানোর আওয়াজ পেলো। আদৌ কি মাহতিম এসেছে? মনের মধ্যে এমন প্রশ্ন উদয় হলে মেহনূর ঘোমটার আড়ালে খুব সাবধানে মাহতিমকে দেখার চেষ্টা করে। ভয়-লজ্জা-জড়তার জন্য মেহনূর শুধু এটুকু বুঝতে পারলো মাহতিম ধবধবে সাদা পান্ঞ্জাবী পরে এসেছে। লম্বাটে মানুষটা খুব আস্তেধীরে বিছানায় উঠে ওর দিকে এগিয়ে আসছে। মাহতিমের ওমন নিঃশব্দ অগ্রসর বুকের হৃৎপিণ্ড ধুপ করে বেড়ে গেলো ওর, বক্ষস্থল পযর্ন্ত শুষ্ক হয়ে উঠলো মেহনূরের। বারবার ঢোক গিলতে থাকলে ততক্ষণে মাহতিম ওর কাছে এসে বসে, হাতদুটো এগিয়ে ঘোমটার দুইপ্রান্ত ধরে ধীরে-ধীরে উপরের দিকে তুলে ফেলে। মেহনূর চোখাচোখি হওয়ার ভয়ে তাড়াতাড়ি চোখ বন্ধ করে মাথা নত করে। সেকেন্ডের ভেতর আবার চোখ খুলে নিজেকে শান্ত রেখে মাহতিমের দিকে কাঁপা-কাঁপা হাতদুটো বাড়িয়ে দেয়। মাহতিম কোনো কিছু বুঝতে না পেরে ওর হাতের দিকে তাকায়, পরক্ষণে ওর নিচু করা মুখটার দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করে। মেহনূর মায়ের কাছে যে পারিবারিক নির্দেশ পেয়েছিলো, সেটা ঠিকঠাক মতো পালন করার জন্য মাহতিমের দিকে বাড়িয়ে রাখলো। মাহতিম কিছুটা কৌতুহলী মনে মেহনূরের ছোট হাতদুটোতে নিজের হাতদুটো মিলিয়ে দিলো। মেহনূর বড় একটা ঢোক গিলে জড়তাপূর্ণ অবস্থায় মাহতিমের হাতদুটো ধরলো, সেই হাতদুটো ধীরগতিতে কাছে টেনে নিজের দুচোখের পাতায় ছুঁইয়ে নিলো। মাহতিম অবাক হয়ে মেহনূরের কাজগুলো দেখছিলো, চরম বাকশূন্য হয়ে তাকানো ছাড়া কোনো উপায় ছিলোনা তখন। মেহনূর খুবই কোমলভাবে আঁকড়ে ধরা হাতদুটো চোখ থেকে নামিয়ে ফেলে, সম্মানসূচকে হাতদুটোয় সজ্ঞানে ঠোঁটের উষ্ণচাপে চুমু দেয়। মাহতিম ঘটনার চরম আকস্মিকতায় তৎক্ষণাৎ বুক ফুলিয়ে লম্বা নিশ্বাস টানে, অস্বাভাবিক হয়ে থমকে যায় সে। মেহনূরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেহনূর ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলে। হাতদুটো ছেড়ে দিয়ে নিচু করা মাথাটা মাহতিমের দিকে তুলতে থাকে, স্বচ্ছ দৃষ্টিটা ধীরেসুস্থে উপরে তুলতেই ফ্যালফ্যাল ওর দিকে তাকিয়ে থাকে। মাহতিম কিছুক্ষণ স্তব্ধ অবস্থা কাটানোর পর মেহনূরের উদ্দেশ্যে বলে উঠে,
– নিচে যাবে চলো।
মেহনূরের ফ্যালফ্যাল চাহনিটা তৎক্ষণাৎ প্রশ্নবিদ্ধ হয়ে গেলো। মাহতিমকে পালটা প্রশ্ন না করে চুপ করে তাকিয়ে রইলো। মাহতিম ওর কোলটার দিকে হাত এগিয়ে ডানহাতটা শক্ত করে ধরলো, বিছানা থেকে নামার জন্য তাগাদা দিয়ে ফেললো। মেহনূর শেষমেশ কৌতুহল আঁটকাতে না পেরে প্রশ্ন করে বললো,
– নিচে যাবেন কেনো?
প্রতিউত্তরে মাহতিম শুধু হাসি ফিরিয়ে দিলো। মেহনূর কোনো উত্তর না পেলেও মাহতিমের আদেশ মেনে ওর হাত ধরে নিচে নেমে এলো। মাহতিমের পিছু-পিছু হেঁটে এসে দেখলো, মাহতিম সদর দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছে। মেহনূর আবার ওকে প্রশ্ন করলে এবারও শূন্য উত্তরে ফিরে আসে। মাহতিম ওকে খুব সাবধানে কলপাড়ে নিয়ে গেলো, মেহনূর কোনোভাবেই ভেবে পাচ্ছেনা, এই লোক কলপাড়ে কেনো আনলো? মাহতিম ওর হাতে একমগ পানি তুলে দিয়ে এতোক্ষন পর বললো,
– অযু করো মেহনূর আফরিন। উত্তমরূপে অযু করো।
এমন কথা শুনে যেনো আকাশ থেকে পরলো মেহনূর। ভ্রুঁদুটো মারাত্মক কুঁচকে বিষ্ময় নিয়ে তাকালো, এদিকে পান্ঞ্জাবী দুইহাতা তুলে কাজ শুরু করেছে মাহতিম। সেই দৃশ্য দেখে কিছুক্ষণ নিরব থেকে অযু করে ফেললো মেহনূর। অযুর পর্ব শেষ করে দুজনেই রুমে ফিরে এলো, মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে একটায় দাঁড়ালো মাহতিম। আরেকটায় মেহনূরকে দাড় করিয়ে মাথায় ঘোমটা টেনে দিলো। নব-জীবনের সূচনা হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে দুই রাকাত সালাত আদায় করলো। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার জন্য পবিত্র সত্ত্বার নাম নিলো দুজনই।
মেহনূর এখনো আশ্চর্য হয়ে আছে, আশ্চর্য মুখেই বিছানায় বসে মাথা নিচু করে আছে। মাহতিম রুমের লাইট নিভিয়ে জানালা দুটো খুলে দিয়েছে, অন্ধকার আকাশটা বজ্রপাতের আলোতে দিনের উজ্জ্বলে আলোকিত হয়ে উঠছে। রুমটা অন্ধকার করতেই অজানা ভয়ে আতঙ্কগ্রস্ত হলো মেহনূর। মাহতিমের আগমনটা আবারও নিঃশব্দে হতেই মাহতিম ওর গালদুটো ধরে ছোট্ট মুখটা উপরে তুলে ফেললো। ড্যাবড্যাবে চাহনির মাঝে আকাঙ্ক্ষীত দৃষ্টি মিলিয়ে শান্ত সুরে বললো মাহতিম,
– তোমাকে আমি সময় দিতে প্রস্তুত মেহনূর। তোমার কাছে শুধুমাত্র একটা আবদার করবো। তুমি কি আমার কথাটা রাখবে?
কন্ঠের আকুল রাখা ব্যকুল সুর শুনেই ঢোক গিললো মেহনূর। কি উত্তর দিবে সেটা নিয়ে চিন্তা করার আগেই মাহতিম ওর দিকে আরেকটু এগিয়ে এলো, মেহনূর আচঁলটা খামচে ধরতেই মাহতিম বলে উঠলো,
– কোমরের কাটা জায়গাটায় একটামাত্র চুমু খাবো মেহনূর। আমাকে শুধু এইটুকু অধিকার দিয়ে দাও।
– চলবে
#FABIYAH_MOMO
#নোটবার্তা : সন্ধ্যায় দেওয়ার কথা ছিলো, কিন্তু রাতে দেওয়ার জন্য আমি দুঃখিত 💔। নষ্ট ফোনটার জন্য একটু বেশি সময় লাগলো। রিচেক দেইনি।