গোধূলি বেলায় তুমি এসেছিলে – পর্ব ১৭

0
553

#গোধূলি_বেলায়_তুমি_এসেছিলে
#আনিশা_সাবিহা
পর্ব ১৭

নিজের ঘরের দরজা খুলে একটু বের হয়ে আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করছে রাগিনী। পুরো করিডরের এপ্রান্ত-ওপ্রান্ত বেশ ভালোভাবে দেখে নেওয়ার পর ঘাড় ঘুরিয়ে তাকালো সে। কোহিনূর সোফায় বসে ঘুমে ঢুলছে। চোখটা বন্ধ করছে আবারও খুলছে। মাথাটা ঘুমে নিচু হয়ে আসছে আবারও হুঁশ এলে সোজা হয়ে বসার চেষ্টা করছে। অতঃপর নিজের বিরক্তির শ্বাস ফেলে একহাতে নিজের চোখেমুখে হাত দিয়ে ডলে আবারও চোখ বন্ধ করে ফেলছে। রাগিনী আশ্চর্য হয়ে সব কাহিনী দেখছে। এতো ঘুম কই থেকে আসছে তার? সারারাত কি ঘুমাতে পারে নি? রাগিনী একটু ফিসফিস করে ডাকার চেষ্টা করল,
“চলে আসুন। রাস্তা ফাঁকা আছে। আপনাকে বাড়ির বাহিরে বের করতে পারলে তবেই আমার শান্তি।”

“কিন্তু আমার শান্তি হয় তোমায় অশান্তি দিয়ে মিস. রাগের রানী!”

কোহিনূরের নির্লিপ্তভাবে স্বীকার! চকিতে তাকায় রাগিনী। লোকটা যে তাকে ইচ্ছে করে জ্বালায় সেটা বুঝতে পেরেছে সে এর আগেই। কিন্তু এই জ্বালা যে তার আনন্দের সেটা হয়তবা কোহিনূর সাহেব এখনো বুঝতে পারেন নি। পারার দরকারও নেই। রাগিনী মুখে রাগের ছাপ এনে বলে,
“বের হন আমার ঘর থেকে।”

ঠোঁট বাঁকিয়ে কোহিনূর থমথমে গলায় উত্তর দেয়,
“যাচ্ছি যাচ্ছি। আমার এখানে আসারও কোনো ইচ্ছে ছিল না। নেহাতই আমার জন্যই তোমার…”

কথাটা অসম্পূর্ণ রেখে নিজের জবান বন্ধ করল কোহিনূর। হাই তুলতে তুলতে হেলেদুলে ঘর থেকে বের হলো। রাগিনী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল বাকি কথা শোনার জন্য। কী বলতে চাইলো লোকটা? পিছু পিছু বেরিয়ে এলো রাগিনী। হাঁটতে লাগল কোহিনূরের পেছন পেছন। কোহিনূর তার প্যান্টের দুই পাশের পকেটে হাত দিয়ে খুবই স্বাচ্ছন্দ্যে হেঁটে বড় বড় পায়ের ধাপ ফেলে যাচ্ছে। রাগিনী হতবাক তার কর্মকান্ডে। হঠাৎ করে কোহিনূর ঠোঁট দিয়ে শিষ বাজিয়ে ওঠাতে ধড়ফড়িয়ে উঠল রাগিনী। লোকটার হাবভাব যেন এমন যে সে তার নিজের বাড়ির করিডোর দিয়ে যাচ্ছে। শিষের শব্দ যেন কারোর কান অবধি না পৌঁছে তাই দ্রুত ছুটে গেল রাগিনী কোহিনূরের পিছু। কাছাকাছি আসতেই কোহিনূরের পরনের জামা টেনে ধরে পায়ের তালুতে ভর করে একটু উঁচু হয়ে ঝাঁপিয়েই পেছন থেকে কোহিনূরের মুখে হাত রেখে তার শিষ বাজানো বন্ধ করার চেষ্টা করল সে। আতঙ্কে নিজেরও যেন বোধবুদ্ধি লোপ পেয়েছে। এই মূহুর্তে কোহিনূরকে বাড়িতে দেখলে কাহিনীর শেষ হবে না। তা নিয়ে বেশ ভয়ে আছে রাগিনী। সে ধীরে ধমকে বলে ওঠে,
“চুপ, চুপ! নিজের বাড়ি পেয়েছেন নাকি? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি লুকিয়ে এসেছেন আর লুকিয়েই বের হতে হবে।”

বলা শেষে দূরে সরে আসে রাগিনী। তারপর ঘনঘন নিশ্বাস ফেলে শান্ত গলায় বলে,
“আমার পেছন পেছন আসুন।”

“এজ ইউর উইশ।”

রাগিনী কোহিনূরের পাশ কাটিয়ে সামনে হাঁটতে শুরু করে। আশপাশ নজরে রাখে। দোতলার করিডোরে কেউ নেই। তাই সিঁড়িতে পা রাখে সে। কিছুটা নেমে খেয়াল করে নিচের হলরুমে সৈয়দ কাজ করছে। প্রতিটা শোপিচ, সোফার হ্যান্ডেল সযত্নে মুছতে ব্যস্ত সৈয়দ। তা দেখে ফট করে পিছু ফিরে সিঁড়ি দিয়ে নেমে আসা কোহিনূরের দিকে তাকায় রাগিনী। আর চোখ গরম করে বলে উঠল,
“আর আসবেন না। নিচু হন। নয়ত আপনাকে দেখতে পেয়ে যাবে।”

“এতো মহা মুশকিল!”

“আপনিই তো ডেকে এনেছেন মুশকিল। নিচু হন।”

খানিকটা জোরে ঝাড়ি দেওয়ায় নিজেই থতমত খেয়ে সৈয়দের দিকে তাকায় রাগিনী। সৈয়দ রাগিনীর আওয়াজ পেয়ে সবে সিঁড়ির দিকে তাকিয়েছেন। তৎক্ষনাৎ কোহিনূর নিচু হয়েছে। রাগিনী অপ্রস্তুত হেঁসে নিচে চলে আসে। এসেই সৈয়দের উদ্দেশ্যে বলে ওঠে,
“কাকা, আসলে হয়েছে কি! বাবার রুমটার ফার্নিচারগুলোতে অনেক ময়লা পড়েছে। তুমি তো এখানকার জিনিস মুছে নিচ্ছো। তাহলে যদি সেখানকার জিনিসও মুছে নিতে। জানোই তো, বাবার অপরিষ্কার জিনিসপত্র পছন্দ না।”

“হ্যাঁ হ্যাঁ, এখনি যাইতেছি তাহলে পরিষ্কার করতে। এখন শরীর কেমন তোমার? ঠিক আছো তো?”

বেশ বিনয়ের সাথে প্রশ্ন করল সৈয়দ। রাগিনী মাথা ঝাঁকিয়ে উত্তর করল,
“হ্যাঁ, আমি এখন একদম ঠিক আছি।”

“যাক ভালো! আমিই ভয় পেয়ে গেছিলাম তোমার অবস্থা দেখে। ভালো মেয়েটা বাড়ি থেকে বের হয়ে এমন অবস্থায় ফিরলো! না জানি তোমার বাবা কতটা ভয় পেয়েছিল।”

বলতে বলতে রাশেদ সাহেবের রুমের দিকে চলে যায়। রান্নাঘরের দিকে চোখ যায় রাগিনীর। সেখানে সাহানা রান্না করছে। সাহানা এখানে না থাকলেও রান্না করার জন্য আসেন শুধুমাত্র। রান্না করে দিয়ে চলে যান। চোখে একটু কম দেখেন বয়স হওয়ায়। তাই রাগিনী পিছু ফিরে সিঁড়ির দিকে চেয়ে কোহিনূরকে ইশারা করে আসতে বলতেই কোহিনূর দ্রুত নেমে পড়ে। রাগিনী ফিসফিস করে বলে,
“এদিকে পেছনের দরজা। গিয়ে অপেক্ষা করুন। আমি আসছি।”

কোহিনূর দ্রুত পেছন দিকে এগোতেই সাহানা রান্না করতে করতে হঠাৎ করেই চেঁচিয়ে উঠলেন,
“কে? কে ওখানে?”

হকচকিয়ে উঠল রাগিনী। তার হয়েছে জ্বালা! যেদিকে যায় সেদিকেই বিপদ। রাগিনী সাহানাকে সামলাতে বলে ওঠে,
“খালা, আমি! এখানে আমি আছি।”

“তুমি না। মনে হইলো কোনো বেডা মানুষ দৌড়াইয়া পেছন দিকে গেল।”

“কই না তো। আমি তো এখানেই আছি। আমি তো কাউকে দেখলাম না। খালা! দিন যাচ্ছে তোমার দৃষ্টি এতোই প্রখর হচ্ছে যে তুমি ভুলভাল জিনিস দেখছো।”

সাহানার যেন বিশ্বাস হয় না। সে তো কিছুটা স্পষ্টই দেখেছে। তার উপরে শহরে এসেছে আত’ঙ্কবাদী। সাহানা সবসময় ভয়ে ভয়ে থাকেন। এসব নিয়ে তার রাজ্যের দুশ্চিন্তা! তিনি জলদি গ্যাসের চুলো অফ করে দিয়ে গরম খুন্তি নিয়ে এগিয়ে আসেন। রাগিনী থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। শেষ রক্ষা বোধহয় হলো না! রাগিনীর নিকট এসে এদিক ওদিক তাকিয়ে সাহানা আদুরে ভঙ্গিতে বলে উঠলেন,
“তুমি জানো না মণি! আজকাল আত’ঙ্কবাদীর উপদ্রব হইছে। আমার সত্যিই মনে হইতেছে কেউ ছুটে গেল চোরের মতো। তুমি দাঁড়াও আমি গিয়া দেখি।”

বলেই বাড়ির পেছন দিক ধরে হাঁটা শুরু করলো সাহানা। হাতে সাবধানে ধরে রেখেছেন গরম খুন্তি। পিছু পিছু ভয়ে ভয়ে হাঁটছে রাগিনী। মিনমিন করে বলে,
“খালা! তুমি ভুল কিছু দেখেছো। তোমার চোখে তো সমস্যা! যাও না রান্না করো।”

সাহানা রাগিনীর কথা কানেও তুলল না। বরং সামনে এগিয়ে গিয়ে পেছনের ছোট দরজার শেষ প্রান্তে এসে দাঁড়াল। কাউকে দেখতে না পেয়ে আশ্বস্ত হয়ে ফিরতে লাগলেন উনি। রাগিনীও কিছুটা ক্ষ্যান্ত হলো এই ভেবে যে কোহিনূর হয়ত বেরিয়ে গার্ডেনের পেছনের দিকে রয়েছে। কিন্তু তার ধারণা ভাঙলো। কোহিনূর নিচতলার বারান্দা শুরু হওয়ার দিকে যেই দরজা রয়েছে তার ফাঁকে লুকিয়ে। তা দেখে আপনাআপনি হেঁচকি উঠে যায় রাগিনীর। কাঁদো কাঁদো হয়ে সাহানার পানে চাইলো সে। উনি সোজা দৃষ্টি রেখে হাঁটছেন। নজরে আসেনি কোহিনূর। হেঁটে এসে হঠাৎ করেই বারান্দার কাছের দরজায় দাঁড়াল সাহানা। এই মূহুর্তে সাহানা দরজার এপাশে, কোহিনূর দরজার ওপাশে। আর কিছুটা সামনে দাঁড়িয়ে রাগিনী দুজনকেই দেখছে। হঠাৎ করেই সাহানার গরম খুন্তিটা দরজার ওপাশে থাকা কোহিনূরের বাম হাতে ঠেকল। শিরদাঁড়া যেন নড়ে উঠল কোহিনূরের। চোখমুখ লাল হয়ে এলো। হাতটা জ্বলে উঠল। চিৎকার দিতে নিল। কিন্তু সামনে থাকা রাগিনীকে দেখে আর চিৎকার করাটা হয়ে উঠল না তার। মেয়েটা আস্তে করে ইশারা করে তাকে মানা করছে চিল্লিয়ে উঠতে। হাতটা তৎক্ষনাৎ সরিয়ে আলতো করে ফুঁ দিতে লাগল কোহিনূর। সাহানা এবার তেমন না পেয়ে চলে গেল। হাফ ছাড়ল রাগিনী। দমটা যেন আঁটকে ছিল ছোট্ট কুঠুরির মধ্যে। কোহিনূরের হাতটা টেনে দরজার আড়াল থেকে বের করে বলল,
“একটু হলে কী ঘটে যাচ্ছিল জানেন? আপনাকে আর এক মূহুর্তও বাড়িতে রাখা যাবে না। বের হন! বের হন এক্ষুনি।”

কোহিনূর মুখটা কাঁচুমাচু করে বের হবার গেটের দিকে এগিয়ে গিয়ে বলে,
“যার জন্য চুরি করি সে-ই বলে চোর!”

রাগিনী ধুপধাপ করে হেঁটে এসে দরজার লক খুলে বলে,
“আমি চুরি করা জিনিস পছন্দ করি না। তাই চুরি করতে হবে না। দয়া করে চুরি করা বন্ধ করুন।”

বলে কিছুক্ষণের জন্য থামে রাগিনী। আর বাহিরের দিকে ইশারা করে ক্ষেপে উঠে বলে,
“এখন বাহিরে যান।”

কোহিনূর সেখানেই দাঁড়িয়ে থাকে। তার মুখভঙ্গি বদলায়। কেমন যেন ছড়িয়ে যায় মলিনতা। রাগিনীর ভ্রু উঁচিয়ে এমন পরিবর্তনের কারণ জানতে উৎসুক হয়। লোকটা কী তার কথায় রাগ করল? তবে রাগিনীকে ভুল প্রমাণ করে দিয়ে কোহিনূর একটু ঝুঁকে রাগিনীর কপালে আঙ্গুল রেখে মলিন সুরে বলে ওঠে,
“আই এম সরি, রাগিনী! এগেইন আই এম সরি।”

নড়চড় নেই রাগিনীর। কোহিনূর তাকে সরি কেন বলছে হঠাৎ? কারণটা রাগিনীর মাথায় এলো না কিছুতেই। পরক্ষণেই সোজা হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল কোহিনূর। নিষ্পলক চোখে তাকিয়ে রইল রাগিনী কিছুক্ষণ। মনে হলো, লোকটা বোধহয় লুকিয়ে এসে তার সমস্যা বাড়িয়েছে সেটা বুঝতে পেরে সরি বলল। এটা ভেবে নিয়েই রাগিনী দ্রুত পেছনের দরজা দিয়েই বের হয়।

গাড়ির ড্রাইভিং সিটে বসেছে রাগিনী। মনোযোগটা সামনের দিকে রাস্তায়। খুব সিরিয়াস মুখের ভাব। পাশে কোহিনূর বসে বসে একবার আশেপাশে আরেকবার রাগিনীর দিকে চেয়ে রয়েছে। দৃষ্টির ধরণটা অন্যরকম। রাগিনী ড্রাইভিং করছে। সেটা দেখে কিছুটা হতবাক কোহিনূর। রাগিনী কোনোরকম ঝুঁকি নিতে চায়নি। সে চায়নি ড্রাইভারকে নিয়ে যেতে কারণ রাশেদ সাহেবকে জানিয়ে দিতে তার সময় লাগবে না। কোহিনূর কন্ঠে বাচ্চা বাচ্চা ভাব এসেছে এবার।
“তুমি গাড়িও চালাতে পারো রাগের রানী?”

“উঁহু! শিখেছিলাম এর আগেরবার বাড়িতে এসে। কিন্তু এভাবে ড্রাইভ করা হয়নি। এখন আপনার জন্য সব করতে হচ্ছে। এখন যদি ভুলভাল কিছু হয়ে যায় আমার অদক্ষতার কারণে দায়ি থাকবেন আপনি বুঝলেন?”

“আমাকে কেন দোষারোপ করছো? কী করেছি আমি?”

রাগিনী চোখ বাঁকিয়ে আঁড়দৃষ্টিতে দেখে কোহিনূর মুখ ফুলিয়ে বাচ্চাদের ন্যায় করেছে। রাগিনী বলে,
“আপনি আবার কী করবেন? কিছুই না। এই শুধুমাত্র আমার বাড়িতে গিয়ে ছোটখাটো ব্লান্ডার করে এসেছেন।”

“আচ্ছা! মাথায় টাওয়াল পেঁচিয়ে ড্রাইভিং করতে হয়?”

কোহিনূরের উদ্ভট প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ে রাগিনী। স্টিয়ারিং থেকে আপনাআপনি এক হাত চলে যায় তার মাথায়। আসলেই তো! এখনো কোহিনূরের বেঁধে দেওয়া টাওয়াল তার মাথাতেই আছে। এতো টেনশনে সবটা গুলিয়ে গেছে তার। অমনোযোগী রাগিনীর হুঁশ ফেরে সামনে থেকে আসা তীব্র হর্ণের শব্দে। পাশ থেকে উশখুশ করছে কোহিনূর। মিনমিন করে বলছে,
“রাগের রানী, রাগের রানী! সামনে বড় গাড়ি। ধাক্কা দিয়ে দেবে তো।”

রাগিনী সামনে থাকা বড় ট্রাক দেখেই যেন সমস্ত শক্তি বেরিয়ে যায় শরীর থেকে। হাত-পা কাঁপতে থাকে। অনেকটা কাছে চলে এসেছে। মৃত্যু যেন অনেক কাছে। চোখ খিঁচে বন্ধ হয়ে আসে তার। স্টিয়ারিং ঘোরানোর শক্তি আর নেই। তখনি তার অনুভূত হলো একটা শীতল স্পর্শ। একটা ঠান্ডা হাতের ছোঁয়া। কানে এলো উত্তেজনার সাথে বলা দুটো কথা,
“ওহ শিট!”

নেত্রপল্লব আপনাআপনি খুলে গেল রাগিনীর। অস্পষ্ট দৃষ্টিতে স্টিয়ারিংয়ে আরো একটা হাত দেখল। তাকে আগলে রাখা অন্যহাতটাও নজরে এলো ঘাড় বাঁকিয়ে দেখতেই। অন্যপাশে ফিরে তাকাতে তাকাতে ততক্ষণে গাড়ি থেমে গেছে। কোহিনূরের দৃঢ় দৃষ্টি রাগিনী উপেক্ষা করতে পারে না। লোকটির মুখে টান টান উত্তেজনা। কোহিনূর এবার রাগ দেখিয়ে গাড়ির সামনে থাবা মে’রে বলল,
“যেটা করতে পারো না করতে যাও কেন রাগিনী? জানো এখনি কী হতে পারতো?”

বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় রাগিনী। আঁখির পলক থমকেছে। এ কোন কোহিনূর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। ভেতরে প্রশ্বাস ও নিশ্বাস প্রগাঢ় হয়ে উঠছে। দুটো সরু ঠোঁটের দূরত্ব বেড়ে গিয়ে হা হয়ে গিয়েছে। কোহিনূরও নিজেও স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। ঢক গিলে আশেপাশে তাকিয়ে বলল,
“এক্ষুনি আমরা ম’রে যেতে পারতাম। ভালো করে গাড়ি চালাও।”

রাগিনীর ভাবনার সুতো ছিঁড়ে যায়। অতি দ্রুত কোহিনূরের পরিবর্তন দেখে আরেক দফা অবাক হয়। তবে প্রকাশ করে না। রাগিনী মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দেয় আবারও।

মেন্টাল হসপিটালের সামনে পৌঁছে চুলের থেকে টাওয়াল খুলে ফেলে রাগিনী অতি দ্রুত। চুলগুলো একটু ঝেড়ে নিয়ে খেয়াল করে তার পাশে থাকা মানবটি চোখমুখ খিঁচে বসে রয়েছে। চোখেমুখে ফোঁটা ফোঁটা পানি দৃশ্যমান। তা দেখে তাড়াতাড়ি করে চুল ঝাড়া থামিয়ে বলে,
“সরি আমি খেয়াল করিনি।”

কোহিনূর চোখ খুলে ঠোঁট উল্টিয়ে চোখটা নরম করে রাগিনীর কাছে অনুনয়ের সাথে বাচ্চাদের মতো বলে ওঠে,
“কালকে আবার আসবে তো আমার কাছে?”

“হ্যাঁ আসব।”

কথা শেষ হতে না হতে আজিম আসে। কোহিনূরের উদ্দেশ্যে বলে,
“আবার পালাইছিলি? বের হ বলতেছি।”

কোহিনূর আর দেরি করে না। নেমে পড়ে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে বের হয়। রাগিনীর নজর এড়িয়ে যায় না এবার কোহিনূরের খুব অভিজ্ঞতার সাথে দরজা খোলার ব্যাপারটা। যেন সে ব্যাপারটায় অভ্যস্ত! রাগিনী এবার দৃষ্টি সরিয়ে আজিমের উদ্দেশ্যে বলে,
“দোষটা আপনাদেরই। উনার খেয়াল রাখবেন ভালো করে। এতো ইরেসপন্সিবলের মতো কাজ করলে আমি বাবাকে বলে আপনাদের কাজে রাখব না। এখানে পেশেন্টদের তো সেফটি নেই।”

“সরি ম্যাডাম। আর এমন হবে না।”
মাথা নুইয়ে বলল আজিম। আর কোহিনূরকে ভেতরে যেতে ইশারা করল। কোহিনূর হেলেদুলে ভেতরে যেতে গেলে আজিম তার হাত ধরেই ভেতরে নিয়ে চলে গেল। রাগিনী একধ্যানে শুধু চেয়েই রইল যতক্ষণ না মানুষটা তার দৃষ্টির অগোচর হলো!

সন্ধ্যা হয়েছে। নিজের বাম হাতটা নিয়ে আলতো ছুঁয়ে দেখছে নির্জন। সঙ্গে সঙ্গে আঁতকে উঠছে সে। বাম হাতের তালুর রঙ লাল টকটকে হয়েছে। কেমন যেন ফুলে উঠেছে। তার মনোযোগে ব্যাঘাত ঘটে হুড়মুড়িয়ে মেহরাজ কেবিনে ঢোকায়। চোখ তুলে তাকাতেই মেহরাজ দাঁড়িয়ে যায়। দাঁত কেলিয়ে হাসে। নির্জন ঘাড় বাঁকিয়ে শক্ত কন্ঠে বলে,
“গেট আউট!”

মেহরাজ থতমত খেয়ে বলে,
“ইয়েস স্যার। কিন্তু কেন স্যার?”

“আই সেইড গেট আউট। গিয়ে বাহিরের দরজায় টোকা দিয়ে সম্মানের সহিত বলবে, মে আই কাম ইন স্যার? তারপর আমি পারমিশন দিলেই ঢুকবে।”

হতাশা ভরা মুখে চেয়ে রয় মেহরাজ। বলার চেষ্টা করে,
“কিন্তু স্যার কথাটা অনেক জরুরি তাই…”

“যাবে নাকি লাগাব দুইটা?”

মেহরাজ দমে গিয়ে বলে,
“জি স্যার যাচ্ছি।”

বাহিরে গিয়ে দরজা বন্ধ করে টোকা দেয় মেহরাজ। গলা খাঁকারি দিয়ে নরম সুরে বলে,
“মে আই কামিং স্যার?”

“ইয়েস কাম ইন।”

মেহরাজ এবার সুরসুর করে ভেতরে আসে। টেবিলের সামনে দাঁড়াতেই মনে পড়ে কীভাবে নির্জন তার পেটে গুঁতো মেরেছিল তৎক্ষনাৎ সরে গিয়ে দাঁড়ায় সে। আর বলে,
“স্যার, মিস. আহমেদের খোঁজ পাইনি এখনো।”

“পাবে কি করে? ফ্লাইট মিস করেছে। নিশ্চিত এখনো কোনো লন্ডনের হোটেলে আছে।”

“এতো কিছু আপনি কি করে জানলেন স্যার?”

এবার বাম হাতের থেকে দৃষ্টি সরিয়ে মেহরাজের দিকে তাকায় নির্জন। হালকা মোটা গোলাপি এবং ধূসরের সংমিশ্রণের ঠোঁটে আসে বাঁকা হাসি। একদিকের দাড়ি সহ গাল ফুলে ওঠে। নির্জন বেশ নির্বিঘ্নে বলে,
“সী ইজ মাই সিস্টার! ওকে রগে রগে আমার চেনা। ও লন্ডনের বাড়িতে ফিরবে না। কারণ গার্ডরা ওখানে এখনো আছে। সমস্যা নেই তবে দেশে ফিরে ও আমার কাছেই আসবে। কারণ ওর সমস্ত ব্যাংকের কার্ড আমি ব্লক করে দিয়েছি।”

হা হয়ে যায় মেহরাজ। বিস্ময়ের সুরে বলে,
“ইউ আর সো স্মার্ট স্যার!”

নির্জন হাসি বজায় রেখে বলে,
“আই নো ইট। আর নতুন কিছু বলার থাকলে বলো।”

মেহরাজ জোরে মাথা ঝাঁকিয়ে দ্রুত একটা মোটা ফাইল এগিয়ে বলে,
“জি স্যার। একটা ইম্পরট্যান্ট ইনফরমেশন পেয়েছি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে জানা যায় যে রাগিনী তাজরীন নামে একটা নয় স্যার। দুটো টিকিট কাটা হয়েছিল। তাও দুটো টিকিট ভিন্ন ভিন্ন কোচের।”

নির্জন অবাক হয়। হাসি মুখটা জড়িয়ে আসে। চুল এলিয়ে থাকা ফর্সা কপালে জমে প্রগাঢ় ভাঁজ। ফাইল খুলতেই টিকিট বুক করা সব ব্যক্তিদের নাম চোখে ভাসে। এক পৃষ্ঠায় রাগিনী তাজরীনের নাম দেখলো নির্জন। তাও কোচ নম্বর ‘ছ’। আরেক পৃষ্ঠাতে গিয়ে অন্য রাগিনী তাজরীন নামটাও চোখে পড়ল। সেখানকার কোচ নম্বর ‘গ’। আসলে কি হচ্ছে? বুঝে উঠতে বেগ পেতে হলো নির্জনের।

চলবে…

[বি.দ্র. ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাল গল্প দিই নি তাই আজ বড় পর্ব দিয়েছি। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। অনেকেই রাগিনীর রহস্য জানতে অভার রিয়েক্ট করছেন। যারা আমার গল্প এর আগেও পড়েছেন তারা জানে আমি সরলভাবে কাহিনী এগিয়ে নিয়ে যেতে পারি না। কোথাও না কোথাও টুইস্ট রাখি। তাই যারা রহস্য রকম গল্প পছন্দ করেন একমাত্র তাদের জন্যই এটা। যারা বিষয়টা পছন্দ করছেন না তাদের জন্য নয়। এতে আমারও সমস্যা আপনাদেরও ওভার রিয়েক্টে মাথায় চাপ পড়বে। অতিরিক্ত ভেবে টেনশন করবেন না।☺️]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here