তোমার নেশায় আসক্ত – পর্ব ৪১

0
461

#তোমার_নেশায়_আসক্ত
#part:41
#Suraiya_Aayat

আজকে আরিশ আর কলেজে যাইনি কারন আজকে অফিসে অনেক কাজ আছে ওর ৷ তাছড়া এখন থেকে আরুর সম্পূর্ণ খেয়াল ওকে রাখতে হবে তাই একটু বেশি বেশি করে সময় দিতে চাই আরুকে ৷
|
অফিসে,,,,,,

__” আমার তোমার সাথে কিছু কথা ছিল দরকারি ৷”
|
__” তোর দরকারি কথা মানে খুবই গুরুত্বপূর্ণ ,তা তো শুনতে হবেই ,,,,,,,, তা কি কথা মাই সন ৷”
|
__” আরিশ চেয়ারে হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিল চেয়ারে ,নিজের ক্লান্তি দূর করে দীর্ঘশ্বাস নিয়ে বলল:
__”আমি আবার বিয়ে করতে চাই বাবা ৷”
|
আফজাল খান মুচকি হাসি দিয়ে বললেন:
__”তা কবে?”
|
আরিশ শান্ত দৄষ্টি নিক্ষেপ করে বলল:
__” খুব তাড়াতাড়ি,,,,,,আমি চাইছি আগামী 23 শে নভেম্বর ৷”
|
আফজাল খান আরিশের কাছ থেকে পুনরায় বিয়ের কথা শুনে অবাক হলেন না কারন উনি যানেন যে ওনার ছেলে এমন কিছু করবে না যাতে আরু কষ্ট পাই ৷
|
__” মুখে চিন্তার রেখা ফেলে আফজাল খান বললেন:
|
__”তাহলে আর বেশি দেরি নেই,এই কদিন পরেই ৷”
|
__”আমি চাই সানার বিয়েটাও আমাদের সাথে হোক ৷”
|
__”আরাভের বাড়ির সবাই কি তাতে একমত হবে?
|
__”আমার আরাভের সাথে কথা হয়েছে ওউ আমার সাথে একমত ,আর তাছাড়া ওর family ও চাইছে যে বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হহহোক, তাই আর দেরি করে লাভ কি!”
|
__” ওদের তো এখোনো এনগেজমেন্ট টাও হয়নি,তাহলে কেমন কি !”
|
__” আমাদের গায়ে হলুদের দিন ই ওদের এনগেজমেন্ট হবে ৷”
|
__” আচ্ছা তবে তাই হোক, আমি ও এতমত ৷”
|
__” আমি তাহলে সবকিছুর এরেনজমেন্ট করছি ,তুমি চিন্তা করোনা ৷”
|
__” তুই থাকতে আমার চিন্তা কিসের !”
|
__” আচ্ছা বাবা আমি এখন তাহলে আসি,আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নাহলে আরুপাখি রাগ করবে ৷”
|
__” ভালো করে যত্ন নিস আর যা চাইবে না করবি না ৷”
|
আরিশ মুচকি হেসে বেরিয়ে গেল ৷
|
|
|
আরূ বসে বসে আচার খাচ্ছে, আমের আচার ,সিজেন পার হয়ে গেছে তাই মুখে যেন বেশি ধরছে আচার টা ৷ আরুর আম্মু বানিয়ে রেখেছিলেন ওর জন্য সেটা দিয়ে গেছেন ৷
|
প্রতিবার আচারে কামড় দিচ্ছে আর চোখ মুখ টেনে ধরেছে আরু আচারটা প্রচন্ড টক তবুও ও খাবেই, মুখে ধরেছে বেশ ৷ আজকাল তো আর কিছুই খেতে পারে না তাই এখন যখন এটা ভালো লাগছে তখন সহজে আচারের বয়মটা রাখছে না ৷
|
আগের দিন আরোশী অভিমান করেছিল দেখে আরিশ আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে , বেশি বেশি করে খেয়াল রাখতে হবে ওকে ৷
|
আরিশ রুমে ঢুকতেই ভেবেছিল আরুশিকে দেখতে পাবে কিন্তু আরুশিকে দেখতে না পেয়ে নিচে গেল গিয়ে ওর মাকে জিজ্ঞাসা করল যে আরোশী কোথায়?
|
__”আরে আর বলিস না মেয়েটা সেই কখন থেকে ছাদে বসে আছে ৷”
|
__” এরকম টাইমে ছাদে বসে কি করছে?”
|
আসলে ওর আম্মু আচার বানিয়ে দিয়েছে সেটাই বসে বসে খাচ্ছে ৷ আমিও আর না করিনি , এই সময়ে যেটা মুখে ভালো লাগে সেটাই খাক ৷ সানাও গিয়েছিল,সানাকে জোর করে খাওয়াতে গেছে আচারটা , আর সানা রাগ করে নিচে চলে এসেছে, সানাতো এসব আচার একদমই পছন্দ করেনা ৷”
|
আরিশ আঙ্গুল দিয়ে চুলগুলোকে সামান্য আলতো করে বুলিয়ে বলল :
__”আচ্ছা আমি আসছি ৷”
|
অফিসের পোশাকটাও এখনো চেঞ্জ করেনি আরিস,অফিস থেকে বাড়ি ফিরে আরুশি কে না দেখতে পেরে মনটা ছটফট করছে এখন ৷
|
তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে ছাদে উঠল , তিন ধাপের সিড়ি এক ধাপে পার করেছে ও ব্যস্ততায় ৷
|
ছাদে উঠে সামান্য হাফছেড়ে সামনের দিকে তাকিয়ে দেখল আরোশী দোলনায় বসে পা দোলাচ্ছে আর আচার খাচ্ছে মনোযোগী হয়ে, কেউ যে সেখানে উপস্থিত সেটা যেন ওর চোখে ধরছেনা ৷
|
আরিস ফেরার সময় আজ আরুশির জন্য শখ করে লাল রঙের কাঁচের চুড়ি আর একজোড়া নুপূর কিনে এনেছে , অনেক দিনের ইচ্ছা ওর আরুশিকে এগুলো নিজের হাতে করে পরিয়ে দেবে , আর যেহেতু আজ তাড়াতাড়ি অফিস ছুটি হয়েছে তাই অফিস থেকে ফেরার পথে এগুলো কিনে এনেছে রাস্তার একটা দোকান থেকে ৷
|
চুড়িগুলো একটা প্যাকেট ছিল বলে সেটা ঘরে রেখে দিয়েছে কিন্তু নুপুরটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখেছিল ৷
|
আরিশ ধীরে ধীরে আরূর সামনে গিয়ে হাটু গেড়ে বসে আরূর পা টাকে নিজের পায়ের উপর রাখল রেখে নূপুরটা পরাতে শুরু করতেই হাতের স্পর্শ পেয়ে আরূ চমকে গেল ৷
এতক্ষণ ধরে দূরের ফ্ল্যাটে ছাদে দুটো পায়রাকে দেখছিল ও, পায়রাগুলো কে দেখে ওর আরাভদের বাড়িতে দৃশ্যের কথা মনে পড়ে গেছিল, সেটা নিয়েই এতক্ষণ গভীর ভাবনায় মগ্ন ছিল ও ৷
|
আরিশ নুপুরটা পরিয়ে দিচ্ছে যত্নসহকারে ৷
|
আরু আরিশকে ছাড়িয়ে উঠে দাঁড়াল, চমকে বলল,,,,,
__”এটা আপনি কি করছেন! আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন ? উঠুন !”
|
আরিশ রাগী চোখে আরুর দিকে তাকাল,,,,
|
__”চুপ করে বস যেমনটা আগে বসেছিলে না হলে আজকে তোমার খবর আছে ৷”
|
আরিসের চোখদুটো দেখে আর ওর গলার ভয়েস শুনে আরুর কাজ শেষ , ভয়ে ভয়ে চুপচাপ বসে পড়ল ও ৷ এই মুহূর্তে আরিশকে ওর কাজ থেকে ডিস্টার্ব করা ঠিক হবে না, ও যা করছে ওকে সেটাই করতে দেওয়া ভালো ৷
|
আরিশ আরুর এক পায়ে নুপুর পরিয়ে দিয়ে আর একটা পা ওর পায়ের উপর রেখে সেটাতো নুপুর টা পরিয়ে দিল, শেষে পায়ের পাতায় আলতো করে চুমু দিল ৷
|
আরিসের স্পর্শ পেয়ে আরুশির সর্বাঙ্গ কেঁপে উঠলো, সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে তার সঙ্গে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে ৷
|
আরিশ এবার উঠে আরুশির হাত ধরে ওর কাছে টেনে নিয়ে আসলো আর কোমরটা জড়িয়ে ধরেছে আলতো করে….
কাছে টেনে এনে আরুশির ঠোঁটের কোণে আলতো করে স্পর্শ করে দিল, সেখানে অল্প একটু আচার লেগেছিল সেটা আরিশ খেয়ে নিল ৷
|
আরুশি আরিসের জামার কলারটা জোরে চেপে ধরেছে , চোখ দুটো বন্ধ করে নিল ৷
|
আরিশ আরুর দিকে তাকিয়ে দেখল আরুশি চোখ মুখ খিচে দাঁড়িয়ে রয়েছে, আরিশ মুচকি মুচকি হাসতে লাগল….
|
আরুশি একটা চোখ খুলে দেখল আরিশ হাসছে তা দেখে ও নিজেও খানিকটা লজ্জায় পড়ে গেল তারপর তাড়াতাড়ি করে আরিশের কাছ থেকে সরে গেল….
|
__” আমার বউটা দেখি লজ্জা পেয়ে গেছে , জানো তো তোমাকে এখন লজ্জা পেতে দেখে পুরো গুলুগুলু লাগছে বলে আরশির গালদুটো টেনে দিল হালকা করে ৷”
|
আরুশি লজ্জা পেয়ে পিছন ঘুরে চলে যেতে নিলেই আরিশ আরুর হাতটা ধরে ফেলল,,,,,
|
__”বললেনাতো নুপুর টা কেমন লাগছে!”
|
আরুশি আরিশের কাছে ফিরে এসে ওর গলাটা জড়িয়ে ধরে বলল ,,,,,,,
__”আপনি ঠিক যেমন নুপুর টাও থেকে ঠিক তেমন…”
|
__”আচ্ছা তাহলে এখন একটু ভালোবাসি ৷”
|
বলে আরুশিকে কোলে তুলে নিল ৷
|
আরুশিকে কোলে করে ঘরে এনে খাটে বসাল…
|
আরুশি দাঁড়িয়ে আরিশের টাই টা খুলে দিতে লাগলো,
|
__”আরুপাখি আজকে বাবাকে বলেছি বিয়ের কথা ৷”

কথাটা শোনামাত্রই আরুশি থেমে গেল , তারমানে আরিশ সত্যিই নতুন করে আবার ওদের বিয়ের প্ল্যান করছে , ও ভেবেছিলাম হয়তো মজা করছে কিন্তু তা আরিশ যে এত সিরিয়াসলি নেব সেটা ও বুঝতে পারেনি ৷”

__”আর ইউ সিরিয়াস?”

__”আমাদের পরশুদিন হলুদ সন্ধা হবে তার সঙ্গে আরাভ আর সানার ও হলুদ একসঙ্গে হবে ৷”

আরু অবাক হয়ে বলল
__”ওদের এঙ্গেজমেন্ট?”

__”সেদিনই হবে৷”

__”ওহ আচ্ছা , তা না হয় ঠিক আছে কিন্তু আমাদের ভিয়েটা আবার না করলেই কি নয় !”

আরিশ বাঁকা চোখে তাকিয়ে,,,,,
__” কেন তোমার কি কোন সমস্যা আছে?”

আরু কিন্তু কিন্তু করে বলল,,,,,
__” ঠিক তা নয় মানে একবার বিয়ে হয়ে গেছে তারপরে আবার একবার বিয়ে করাটা কেমন একটা দেখায় না !”

__”তুমি তো জানো আই ডোন্ট কেয়ার টু এনিওয়ান, কে কী ভাবল না ভাবল আমার তাতে কোনো যায় আসে না ৷ কখনও ভাবিনি’ আর কখনো ভাববোও না, আই হোপ তুমিও ঠিক তেমন ভাবেই চলবে ৷”

__”হমমম ৷”

চলবে,,,,,,,

পরেরদিন থেকে বিয়ে,,,,,,,সবার দাওয়াত রইলো ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here