তুমি হাতটা শুধু ধরো – পর্ব ২৩

0
761

#তুমি_হাতটা_শুধু_ধরো
#পর্বঃ২৩
#Jhorna_Islam

নোহার মনটা আজ বেশ ফুরফুরে। তাই নিজের মনে গুন গুন করে গান গাইছে আর কাজ করছে।

ঐ কু’ট’নি মহিলাকে জ’ব্দ করতে পেরেছে কিছুটা হলেও।আহা শান্তি শান্তি লাগছে।।

মানুষের একটা স্বভাব আছে দাড়াতে দিলে বসতে চায়।এই মহিলাটা ও এমনই হয়েছে।নোহা কিছু বলে না বলে,সব কিছু মুখ বুজে মেনে নেয় বলে পেয়ে বসেছে।

নোহা এখন বুঝতে পারছে।নিজে মুখ বুজে এসব সহ্য করলে কোনোদিন ও থামবে না এসব অত্যা’চা’র চলতেই থাকবে। নিজের জন্য নিজেকেই ল’ড়’তে হবে।

ভেবেছিলো সব মুখ বুজে সহ্য করলে একসময় সব ঠিক হয়ে যাবে।আর এতো অশান্তি হবে না। অথচ সবই ভুল মুখ বুঝে সহ্য করলে এই অশান্তি দিন দিন বাড়বে ছাড়া কমবে না।

অনেক হয়েছে আর না। এখন থেকে এদের প্রতিটা কাজের জবাব দিবে নোহা। এতোদিন কিছু বলেনি কারণ যদি নোহার সংসারটা ভেঙে যায় তাহলে সেই প্রভাব টা সোহার উপর পরতো।এখন আর কোনো ভ’য় নেই বোনটার বিয়ে হয়ে গেছে। এখন কেউ আর বোনকে কিছু বলতে পারবেনা।

নোহার ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাড়ি থেকে কল এসেছে।মনটা যেমন আরো ভালো হয়ে যায়। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে নিজের ঘরে চলে যায়।

— হ্যালো আসসালামু আলাইকুম।

— ওয়ালাইকুম আসসালাম। বড় আম্মা আমি বাবা বলছি।

— নোহা চুপ থাকে কিছুসময়। মনে মনে ভাবে অনেক মান অভিমান হয়েছে বাবার সাথে আর না। এবার সব ঠিক করে নিবে। তাই খুশি মনে বলে উঠে,,, হুম বাবা বলো।কেমন আছো তুমি? শরীর ঠিক আছে? মা কেমন আছে? তোমাদের কতো দিন দেখি না বাবা।একবার আসো না বাবা।

— নোহার বাবা নোহার এমন উৎফুল্ল মনে কথা শুনে কিছু সময় স্থব্ধ হয়ে যায়।চোখের কোণে পানি জমা হয়।কতোদিন পর তার মেয়ে তার সাথে এমন করে কথা বলছে। বাবা বলে ডাকছে। ধরা গলায় নোহার মাকে ডেকে উঠে রমিলা কই তুমি? দেখে যাও আমার বড় আম্মা আমারে দেখতে চায়।আমার সাথে ভালো করে কথা বলতেছে।

নোহা বাবার কথা শুনে বুঝতে পারে বাবার চোখে পানি জমেছে। নোহার চোখ দিয়েও পানি পরতে থাকে।এই মানুষটাকে কতো কষ্ট দিয়েছে।এই মানুষটার তো কোনো দোষ নেই।

বাবা তোমার বড় আম্মা এতোদিন তোমায় অনেক কষ্ট দিয়েছে তাইনা? ক্ষমা করা যায় না বাবা।আমি খুবই দুঃখিত।

এসব কি ধরনের কথা বড় আম্মা। আমি কিছু মনে করিনি।সব ভুলে যাও। এখন এইযে আমায় অভিমান ভেঙে বাবা বলে ডাক দিয়েছো আমার পরাণটা জুড়ায় গেছে।

তারপর এতো বছরের জমিয়ে রাখা কতো কথা বলতেছে।নোহা ও মন খুলে কথা বলছে একবার হাসতেছে তো আবার কাঁদতেছে।

নোহার মা দরজার পাশে দাড়িয়ে বাবা মেয়ের কথা শুনে মুখে হাসি ফোটে। তাদের মাঝখানে গিয়ে আর বিরক্ত করতে চায়নি।এতেদিনের জমানো মান অভিমান শেষ হয়েছে।বলুক কথা ওরা।

—————————————

মি. এলেক্স কে ফ্রেশ হওয়ার জন্য রুশ গেস্ট রুমে দিয়ে এসেছে।

দায়ান এবার সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসছে।সোহা ও রুশের দিকে তাকিয়ে বলে উঠে,,,

খুব হাসি পাইতেছিলো না আমার নাম শুনে? নাও নাও এবার হাসো। এখন মন খুলে দুটোতে হাসতে পারবা।কারণ তোমাদের নাম দুটো খুবই হা’স্যকর। দায়ান বলে উঠে।

দেখেন মোটেও আমাদের ম’জা নিবেন না।আমাদের দুইজনের নাম তো একা বলেনি।আপনার টা ও বলছে।বলেই সোহা মুখ ভেঙায়।

দায়ান থেকে ডা’য়া’ন।আর আপনি জানেন না ডা’য়া’ন কে কি বলে। ডা/ই/নী বলে বুঝলেন।আপনাকে সোজা কি বানিয়ে দিলো এবার ভাবেন।অবশ্য ঠিক জিনিসটাই বানিয়েছে।আপনার সাথে নামটা পার্ফেকট ম্যাচ করেছে আহা। আহা ডা’য়া’ন।

শাট আপ সোহা।

কেনো এখন চুপ করতে বলেন কেনো? নিজের উপর পরায় এখন খুব গায়ে লাগছে তাইনা?

রুশ সোহা আর দায়ানের ত’র্কা’ত’র্কি নিরব দর্শকের মতো হা করে দেখছে। দায়ান কথা বলার সময় দায়ানের দিকে তাকাচ্ছে।সোহা কথা বলার সময় সোহার দিকে তাকাচ্ছে।

দোস্ত,,,,,,,,, রুশ অবাক হয়ে দায়ান কে ডাক দেয়।

দু’জনেই রুশের দিকে তাকায়।

দোস্ত তুই কি আমার দোস্ত?

এটা আবার কেমন প্রশ্ন রুশ?

না মানে হয়েছে কি।তর তর্কা’তর্কি দেখে কনফিউজড হয়ে গেছি।তুই সত্যিই দায়ান কিনা।তরেতো এভাবে কখনে তর্ক করতে দেখিনি।স্পেশালি মেয়েদের সাথে।তুই মেয়েদের মতো পায়ে পা লাগিয়ে ঝ’গ’ড়া করছিস। ভাবা যায় এগুলা?

একটা প্রবাদ আছে জানিসতো রুশ? “সঙ্গ দো’ষে লোহা ভাসে।” এখন সামনা সামনি আমাকে দেখে তার সত্যতা দেখ।এই মেয়ের সাথে থাকলে মুখ বন্ধ রাখার উপায় আছে? ভালো মানুষকে ও বা’চা’ল বানিয়ে দেয় এই মেয়ে।যার জল’জ্যা’ন্ত প্রমান আমি তর চোখের সামনে।

সোহা এবার কোমড়ে হাত রেখে বলে উঠে,,,, এএএএ এখন যতো দো’ষ সব আমার হয়ে গেলো বললেই হলো নাকি? আমি আপনার থেকে শিখছি এরকম ত’র্কা ত’র্কি। আপনি না হুহ।

আমার থেকে শিখছো তুমি? লাইক সিরিয়াসলি সোহা?

হুম,,,একটু ভা’ব নিয়ে।

ভাই থাম। মেয়েদের মতো ঝগড়া লাগতেছিস কেনো আবার? আজিব কি হয়ে গেলো তোর ভাই। দায়ান কে উদ্দেশ্য করে রুশ জিজ্ঞেস করে।

দায়ান রুশের দিকে আ’ঙ্গুল তুলে জিজ্ঞেস করে,,,কি বললি তুই রুশ? আমি মেয়েদের মতো ঝ’গ’ড়া লাগি মানে? তোর কানের নিচে এমন এক থা’প্প’ড় লাগাবোনা।

একেবারে রুশ থেকে হুঁশ তারপর বেহুঁশ। বোনের হয়ে বন্ধুর সাথে লাগতে আসছে।

ভাই দয়া কর আমায় দুই হাত এক করে মাফ চাওয়ার ভঙ্গিতে বলে উঠে রুশ। তরা ঝগড়া শুরু কর আবার আমি সোফায় বসে হাত তালি দিয়ে তোদের উৎসাহ দেই।নে শুরু কর।কারো সাইড ই আমি নিবো না। তরা তোদের কাজ চালিয়ে যা।

সোহা এবার বলে শুনুন আপনারা। ঝ’গ’ড়া ঝাটি সব বাদ।এখনের জন্য পরে আবার এখান থেকেই শুরু করবো।মনে করিয়ে দিবেন কোথায় ছিলাম।

এখন আমি ঝ’গ’ড়া করতে পারবোনা।ঝ’গ’ড়া করার মেইন পয়েন্ট গুলা এখন ভুলে গেছি। পয়েন্ট গুলা আবার মিলিয়ে নেই তারপর আবার ঝ’গ’ড়া করবো। নয়তো আমার পরে খুব আফসোস হবে।কেনো ঐ পয়েন্ট গুলা বলতে পারলাম না। তাছাড়া খেয়ে দেয়ে নেই।এখন ঝ’গ’ড়া করার মতো একদম শক্তি নেই।

রুশ হা করে সোহার দিকে তাকিয়ে আছে। দায়ানের একটু কাছ ঘে’ষে বসে।কানের কাছে মুখ নিয়ে বলে,,,,,ভাই তুই এইটা কই পাইলি? তর জীবন যে ভবিষ্যতে তে’জপাতা হয়ে উড়ে বেড়াবে। আমার বোন বলে বলছিনা।পাইছোস এক খা’ন দোস্ত।

ওদের কথার মাঝেই মি. এলেক্স ফ্রেশ হয়ে বেড়িয়ে আসে।

তাই সবাই চুপ হয়ে যায়।

মি. এলেক্স এসে দায়ান ও রুশের পাশে বসে। অফিসিয়ালি কথা বার্তা বলতে থাকে ওরা।

সোহা তাই এখানে না দাঁড়িয়ে রান্না ঘরের দিকে চলে গেলো।মি.এলেক্স আসার আগেই সব রান্না শেষ করে রেখেছিলো।এখন পরিবেশনের পা’লা।
খাবার গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে নিয়ে রাখে। তারপর দায়ানকে উদ্দেশ্য করে বলে উঠে,,,, এই আপনারা এখন এসব কথা বার্তা বাদ দিন।লাঞ্চ করে নিন আগে। তারপর বইলেন।নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে।তাড়াতাড়ি আসেন খেয়ে নিন।

মি.এলেক্স লেটস গো। বলে দায়ান উঠে এসে ডাইনিং টেবিলে বসে পরে। রুশ আর এলেক্স ও এসে বসে।

সোহা সবাই কে খাবার বেড়ে দিচ্ছে।

দায়ান টেবিলে সব বাঙালি খাবার দেখে রুশের কানে কানে আস্তে করে বলে,,,,, রুশরে ব্লা’ন্ডা’র হয়ে গেছে।

কি? রুশ জিজ্ঞেস করে।

আমার তো মাথায় ই ছিলো না।মি., এলেক্স বিদেশি চাইনিজ খাবার খাবে।দেশীয় খাবার না। এখন এগুলা ইনি কি করে খাবেন? সব দোষ তো তোদের দুটোর। ঐ মেয়ে রান্না করার জন্য নাচতে শুরু করলো আর তুই হাত তালি দিয়ে তাকে উৎসাহ দিয়েছিস গা/ধা। এমনিতেই নাচনি বু’ড়ি তার উপর দিয়েছিস তুই ঢুলের বারি। লও এবার ঠে’লা সামলাও।তাড়াতাড়ি খাবার অর্ডার দে।যেনো বিশ মিনিটের মধ্যে পৌঁছায়। আমি দেখি মি. এলেক্স কে মেনেজ করার ট্রাই করি।

রুশ হ্যা বোধক মাথা নাড়ায়।

দায়ান কিছু বলতে যাবে মি.এলেক্স কে উদ্দেশ্য করে । তার আগেই,,,,,,,,

ওয়াও!! বেঙ্গলি ফুড? আই লাইক ইট ভেরি মাচ।

রুশ মাত্র খাবার অর্ডার দিতে নিয়েছিলো।মি. এলেক্স এর দিকে তাকিয়ে আবার দায়ানের দিকে তাকায়।

দায়ান আর রুশ একে অপরের দিকে তাকিয়ে স্বস্থির নিশ্বাস নেয়।

রুশ দায়ানের দিকে তাকিয়ে বলে দোস্ত তর কাটা হাত দিয়ে খাবি কিভাবে? চামচ ধরতে পারবি কি না সন্দেহ আছে।

আমি এখন খাবো না।খিদে নেই পরে খেয়ে নিবো।তরা খাওয়া শুরু কর।

কিন্তু,,,,,

কোনো কিন্তু না আপনারা খাওয়া শুরু করুন,,উনি আমার সাথে খেয়ে নিবে।সোহা বলে।

রুশ মজার ছলে বলে,,,,ওমাগোওওওও টুরু লাভ।

দায়ান চোখ পাকিয়ে তাকায় রুশের দিকে।

রুশ হাসার চেষ্টা করে খেতে শুরু করে। নয়তো এখন আর কিছু বললে খাবার টেবিলেই ধো’লা’ই দেওয়া শুরু করবে।

মি. এলেক্স এক চামচ খাবার মুখে নিয়েই বলে,,,,ইট’স রিয়েলি ইয়ামমি। মিসেস. চোহা গুড কুকিং।

সোহা মনে মনে বলল আবার আমায় চোহা বললে তরেই কুকিং করে ফেলবো।

মুখে বলল মাই নেইম ইজ সোহা।ইট’স সোহা।নট চোহা।

চোহা।(মি.এলেক্স)

সোহা।বলার চেষ্টা করুন।

মি. এলেক্স অনেক চেষ্টা করে ও বলতে পারলো না সোহার সঠিক নাম টা।

সোহা এবার বিরক্ত হয়ে বলে থাক অনেক হয়েছে বাদ দিন।নাম যখন নতুন করে রেখেছেন ই এবার আ’কী’কা টা দিয়ে দিয়েন কেমন?

মি.এলেক্স বুঝতে না পেরে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়।

তারপর আর কথা বাড়ায় না।খুবই মনোযোগ দিয়ে খাবার খেতে থাকে।

সোহা দায়ান ও রুশের মাঝখানে দাঁড়িয়ে আস্তে করে বলে,,,,আমার কি ইচ্ছে করছে জানেন?

দায়ান আর রুশ সোহার দিকে তাকিয়ে চোখের ইশারায় জানতে চায় কী?

আমার ঐই স্পেশাল ভর্তা এই ব্যাটারে খাওয়াই।কেমন হবে বলেন তো? বেশ হবে বলেন? দারুণ না আইডিয়াটা?

সোহার কথা শুনে রুশের গলা শুকিয়ে যায়। ঐদিনের দৃশ্য চোখে ভেসে উঠে। তাড়াতাড়ি পানি নিয়ে খেতে থাকে।

দায়ান বলে একদম না।

সোহা মুখ ভেঙায়।

সোহা মি. এলেক্স কে বলে,,,,,মি. গেলেস আপনার কিছু লাগলে বইলেন কেমন? একদম লজ্জা পাবেন না।খাবারের মাঝে আবার কিসের লজ্জা? আপনার সামনেই সব রাখা আছে সব।আপনি যতোটুকু খাবেন নিয়ে খান। ঠিক আছে মি. গেলেস?

দায়ান শুকনো কাশি দিয়ে জানতে চায়,, মি. গেলেস মানে? গেলেস কি সোহা?

আরে আপনি গেলেস চিনেন না? আমাদের দিকে গ্লাস কে গ্রাম্য ভাষায় গেলেস বলে।বুঝলেন? আর উনি আমাদের কতো সুন্দর সুন্দর নাম দিয়েছে।তাই ভাবলাম আমিও একটা দেই।আমি আবার কারো ঋণ রাখিনা।সুন্দর না নামটা গেলেস? নাম দিয়ে দিছি কিন্তু আ’কী’কা দিতে পারবোনা।উনারটা উনারে দিয়ে নিতে বলবেন আমার আবার এতো টাকা পয়সা নাই।

দায়ান অনেক কষ্টে দুই হাতে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে।

রুশ সোহার কথা শুনে খাবার নাকে মুখে উঠে বি’ষ’ম খেয়ে কাশতে লাগলো।

সোহা মিটমিটিয়ে হাসে এদের অবস্থা দেখে।

মি. এলেক্স বে’চা’রা খেতে খেতে এদের তিনজনের কান্ড দেখছে।এতোটাও বাংলা তিনি বলতে বা বুঝতে পারেন না।তাই বোধগম্য হয়নি।।ওরা কি বলেছে।বা কি নিয়ে এতো হাসাহাসি, কা’শা’কা’শি করছে।

#চলবে,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here