ভালোবাসার অনুভূতি – পর্ব ৫৪

1
1228

#ভালোবাসার_অনুভূতি
#লেখিকা‌ঃ_আরভি_আহিয়াদ_তিহু
#পর্বঃ54

রাতঃ12 টা

পুরো বাড়িটা নিস্তব্দ হয়ে আছে।একটা মানুষের মুখের টু শব্দও শোনা যাচ্ছে না।সবার মধ‍্যে কেমন একটা গুমোট ভাব।বেডের উপর মেঘের নিস্তেজ শরীর টা পড়ে আছে।ওর মাথায় ব‍্যান্ডেজ করা।হাতে পড়ানো ক‍্যানোলা দিয়ে স‍্যাল‍্যাইন এবং ব্লাড দেওয়া হচ্ছে।ফেইস,গলা,হাত, পায়ে কাটা ছেড়ার দাগ।ঠোট একদম শুকিয়ে শুস্ক হয়ে গেছে।শরীরের কোনো অংশ বিন্দু পরিমানও নড়ছে না।মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে।

প্রায় সাড়ে চার ঘন্টা ধরে মেঘ অজ্ঞান হয়ে আছে।তখন সিড়ি থেকে পড়ে যাওয়ার সাথে সাথে মেঘ সেন্সলেস হয়ে যায়।সবাই ওকে আর সাঈফা কে ধরাধরি করে উপরে রুমে নিয়ে আসে।তারপর মোনা খান,মিরা রহমান আর সাঈফার বাবা-মা মিলে মেঘ আর সাঈফার ট্রিটমেন্ট করেন।সাঈফার তেমন একটা কিছু হয়নি।শুধু মাথার পেছনে একটু কেটে গেছে আর পায়ে ব‍্যাথ‍্যা পেয়েছে।কিন্তু মেঘের কপাল টা অনেক খানিই কেটে গিয়েছে তাই অনেকটা ব্লাড লস হয়েছে।তাছাড়া ওতো উপর থেকে পড়ায় মাথায় বেশ ভালোই আঘাত পেয়েছে।তার উপর ভাঙা কাচের টুকরোয় শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে।শুরুতে অনেক ব্লিডিং হচ্ছিলো।সবাই ভেবে ছিলো মেঘকে হসপিটালে নিয়ে যেতে হবে।কিন্তু মোনা খান আর মিড়া রহমান মিলে অনেক কষ্টে ব্লিডিং হওয়া টা বন্ধ করেছে।আপাততো মেঘ আউট অফ ডেনঞ্জার।ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে তাই এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে।সাঈফা কেও ঘুমের ইনজেকশন দিয়ে ওর রুমে রেখে আসা হয়েছে।

মেঘের বেডের এক পাশে বসে নিশব্দে কাদছেন মোনা খান আর মিড়া রহমান।একটুর জন‍্য আজকে ওনাদের মেয়েটা মরতে মরতে বেচে গেছে।নাহলে যতোটা উপর থেকে পড়ে ছিলো তাতে এদিক ওদিক কিছু একটা হয়ে গেলে নির্ঘাত মেঘের মিত‍্যু হতো।মিড়া রহমান যখন মেঘের ড্রেস চেইঞ্জ করছিলেন তখন মনে হয়েছিলো কেউ ওনার কলিজা টেনে ছিড়ে নিয়ে যাচ্ছে।নিজের মেয়ের শরীরের এমন ক্ষত বিক্ষত অবস্থা দেখে ওনার মাথা ঝিম দিয়ে উঠেছিলো।ভেবে ছিলেন এখনি হয়তো ওনার প্রানটাও বেড়িয়ে যাবে।কিন্তু তবুও উনি বহু কষ্টে নিজেকে সামলে নিয়েছেন।মেয়ের প্রান বাচানোর জন‍্য উনি যে মেঘের মা সেটা ভুলে গিয়ে একজন ডাক্তারের ধর্ম পালন করেছেন।মেঘের ট্রিটমেন্ট করার সময় ওনি চোখের কোনে এক ফোটা পানিও আসতে দেননি।যথা সম্ভব নিজেকে শক্ত রেখেছেন।

মিড়া রহমান এক ধ‍্যানে মেঘের চেহারার দিকে তাকিয়ে ছিলেন।তখনই মোনা খান ওনার কাধে হাত রেখে ধীর কন্ঠে বললো

“বাইরে চল,দেখে আসি ওদের এখন কি অবস্থা!ওদেরও তো গিয়ে বলতে হবে আপাততো মেঘ সুস্থ আছে।জানিনা একেক জনের এখন কি হাল হয়েছে।”

মিড়া রহমান ভাঙা গলায় বললেন

“আমরা চলে গেলে মেঘের কাছে কে থাকবে?”

মিড়া রহমানের কথা শুনে মোনা খান চোখ দিয়ে সামনে ইশারা করলেন।ওনার ইশারা অনুসরন করে মিড়া রহমান সামনে তাকাতেই দেখলো দুইজন নার্স দাড়িয়ে আছেন।ওনাদের দেখে মিড়া রহমান একটু অবাক হলেন।ওনি ভাবনায় এতোটাই বিভোর ছিলেন যে কখন এরা এই রুমে এসেছে সেটাই ওনি টের পাননি।মোনা খান বসা থেকে দাড়িয়ে বললেন

“মেঘের জ্ঞান ফেরা না পযর্ন্ত ওকে প্রত‍্যেকটা সেকেন্ড অবজারব করতে হবে।তাই ওনাদের হসপিটাল থেকে ফোন করে আনিয়েছি।চল আমরা এখন ওদিক টা দেখে আসি।এখানে কোনো সমস‍্যা হলে ওনারা আমাদের ডেকে দিবে।”

কথাটা বলে মোনা খান বাইরে যাওয়ার উদ্দ‍্যেশে পা বাড়ালেন।ওনার পিছনে পিছনে মিরা রহমানও আসলেন।ওনারা রুমের দরজা খুলে বাইরে বের হতেই ওনাদের কলিজা ধক করে উঠলো।কারন রুমের দরজার সামনের ফ্লোরে আহান হাটু ভেঙে বসে আছে।ওর থেকে কিছুটা দূরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে আহির আর মিহির দাড়িয়ে আছে।ওদের সোজাসুজি অভি আর হিয়ান দাড়িয়ে আছে।সবাই একদম এলোমেলো আর বিধ্বস্ত হয়ে আছে।প্রত‍্যেকের চোখ লাল হয়ে ফুলে আছে।
__________________________
মেঘ যখন সিড়ির নিচে পড়েছিলো তখন আহান গিয়ে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেদে দিয়েছিলো।চারপাশে কি হচ্ছিলো সেদিকে আহানের কোনো খেয়ালই ছিলো না।’ও’ শুধু মেঘকে বুকের সাথে চেপে ধরে কেদে যাচ্ছিলো।আহির আর মিহির সিড়িতেই হতবম্ভ হয়ে বসে পড়েছিলো।মেঘের রক্তাক্ত শরীর দেখে ওরা আর মেঘের কাছে আসার সাহসই পায়নি।ওদের চোখ দিয়ে নিঃশব্দে পানি গরিয়ে পড়ছিলো।শব্দ করে কান্না করার চেষ্টা করেছিলো কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিলো না।

এদিকে বাড়ির সবাই মিলে আহান কে মেঘের থেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু আহান ওকে এতোটা শক্ত করে জড়িয়ে ধরেছে যে কেউ ছাড়াতেই পারছে না।রিয়ান আর অভি মাঝ সিড়িতে দাড়িয়ে আছে। ওরা কি যে করবে সেটাই বুঝতে পারছে না।একদিকে আহান পাগলের মতো করছে।আরেক দিকে আহির আর মিহির স্টাচু হয়ে গেছে।তার উপর সাঈফাও ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে।অবশেষে ওরা দৌড়ে নিচে চলে গেলো।তারপর দুজন আহানকে জোড় করে টেনে মেঘের থেকে দূরে সরালো।সেই সুযোগে হিয়ান মেঘকে কোলে তুলে নিয়ে উপরে রুমে চলে আসলো।সাঈফার বাবা সাঈফাকেও কোলে করে ওই রুমে নিয়ে আসলেন।মোনা খান,মিড়া রহমান আর সাঈফার মা-বাবা ওই রুমে ঢুকে ভিতর থেকে রুমের দরজা লক করে দিলেন।

অভি আর রিয়ান আহান কে কয়েক মিনিট আটকে রাখতে পেরেছিলো।তারপর আহান ওদের দুজন কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে উপরে চলে যায়।ওর পিছনে পিছনে অভি আর রিয়ানও দৌড়ে যায়।আহান ওই রুমের সামনে গিয়ে হাটু ভেঙে ফ্লোরে বসে পড়ে।আর “মেঘ পরী” “মেঘ পরী” বলে জোড়ে চিল্লিয়ে কান্না করতে থাকে।

অভি,রিয়ান,হিয়ান ওরা তিনজন মিলেও আহান কে শান্ত করতে পারছে না।ওদের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে।একদিকে ওরা আহান কে সামলানোর চেষ্টা করছে অন‍্যদিকে নিজেদের কান্না আটকানোর চেষ্টা করছে।মোনা খান,মিরা রহমান ওনারা সবাই রুমের মধ‍্যে বসে আহানের চিৎকার শুনেছে।আহান বারবার চিল্লিয়ে বলেছিলো

“আম্মু,মামনি প্লিজ আমাকে একটা বার মেঘের কাছে যেতে দাও।দরজাটা একটু খোলো প্লিজ।আমি ওকে একটু খানি দেখেই চলে আসবো।তোমরা একটু খানি দরজাটা খুলে দাও প্লিজ।”

আহানের এই চিৎকার গুলো সবাই শুনেছে।কিন্তু কারোরই কিছু করার ছিলো না।কারন রোগির ট্রিটমেন্ট করার সময় বাইরের কাউকে এলাউ করলে কাটা ছেড়া জায়গায় ইনফেকশন হওয়ার চান্স থাকে।আহান এভাবে অনেকক্ষন চিল্লাচিল্লি করার পর এক সময় চুপ হয়ে যায়।দেয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ ফ্লোরে বসে পড়ে।হিয়ান আর অভি গিয়ে আহির আর মিহির কে সিড়ি দিয়ে টেনে তুলে এখানে নিয়ে আসে।তার কিছু সময় পর সাঈফার বাবা-মা ওকে নিয়ে অন‍্য রুমে চলে যায়।দুজন কে এক রুমে রাখলে সমস‍্যা হবে এইজন‍্য।সাঈফা কে যখন নিয়ে যাচ্ছিলো তখন একটু সময়ের জন‍্য দরজাটা খুলেছিলো।কিন্তু আহান এক বারের জন‍্যও ভিতরে যাওয়ার চেষ্টা করেনি।যেখানে যেভাবে বসা ছিলো চুপচাপ সেখানে সেভাবেই বসে রইলো।ওকে দেখে মনে হচ্ছিলো’ও’ যেনো একটা পাথর হয়ে গেছে।
____________________________

মোনা খান আর মিরা রহমানকে বের হতে দেখে সবাই উদ্দীগ্ন চাহনিতে ওনাদের দিকে তাকালো।আহান বসা থেকে দাড়িয়ে মোনা খান কে উদ্দ‍্যেশ‍্য শান্ত কন্ঠে বললো

“মা মেঘের এখন কি অবস্থা?”

আহানের এমন শান্ত স্বরের প্রশ্ন শুনে মিরা রহমান আর মোনা খান দুজনেই বেশ অবাক হলেন।ওনারা ভেবেই পাচ্ছেন না,যে ছেলে এতোক্ষন এতো চিল্লাচিল্লি করেছে।সে হঠাৎ করে এতোটা শান্ত স্বরে কথা বলছে কিভাবে?তাহলে কি এটা ঝড় আসার আগের নিস্তব্দতা?ওনাদের এভাবে চুপ করে দাড়িয়ে থাকতে দেখে আহান বললো

“কি হলো মা?কথা বলছো না কেনো?”

আহানের কথায় ওনাদের দুজনের হুশ ফিরে আসে।মোনা খান একটু মলিন হেসে বলে

“আল্লাহর অশেষ রহমতে মেঘ এখন আউট অফ ডেনঞ্জার।আপাততো আর লাইফ রিস্কটা নেই।”

মোনা খানের কথা শুনে সবাই একটা শস্তির নিশ্বাস ফেললো।মিড়া রহমান আহানের কাছে এগিয়ে এসে ভাঙা গলায় বললেন

“বাবাই ভিতরে গিয়ে মেঘকে দেখে আয় যাহ।কিন্তু কোনো কথা বলবি না।ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে।’ও’ এখন ঘুমাচ্ছে।”

মিড়া রহমানের কথাটা কানে আসতেই আহানের চেহারায় স্পষ্ট রাগের ছাপ ফুটে উঠলো।’ও’ কাঠ কাঠ গলায় বললো

“আমি এখন মেঘের সামনে যাবো না মামনি।আমার পরীটার গায়ে যারা আঘাত করার স্পর্ধা দেখিয়েছে তাদের আগে উচিৎ শিক্ষাটা দিয়ে আসি।তারপর আমি আমার মেঘের সামনে যাবো।”

কথাটা বলেই আহান সামনের দিকে হাটা দিলো।ওর পিছনে পিছনে আহির,মিহির,অভি,হিয়ান ওরাও গেলো।মিড়া রহমান ওদের যাওয়ার দিকে তাকিয়ে ফোস করে একটা নিশ্বাস ছাড়লেন।উনি জানেন আহান এখন জেড়িন আর আবিরের সাথে কি করতে যাচ্ছে।অন‍্য সময় হলে হয়তো উনি আহান কে আটকে দিতেন।কিন্তু আজকে আহান কে আটকাবেন না।কারন জেড়িন এতোদিন যতো ভূল করেছে সব উনি মাফ করে দিয়েছেন।ভেবেছেন অল্প বয়স তাই হয়তো না বুঝেই ঝোকের বসে ভুল গুলো করে ফেলেছে।কিন্তু ভুল করতে করতে জেড়িন কিনা শেষ পযর্ন্ত ওনার মেয়েটাকে মেরেই ফেলতে চাইলো?ছোট বেলা থেকে উনি জেড়িন কে এতো স্নেহ,আদর, যত্ন দিয়ে বড় করলেন।অথচ জেড়িন এতো আদর,যত্ন,ভালোবাসার প্রতিদান কিনা ওনার মেয়ের রক্ত ঝড়িয়ে দিলো?
_____________________________

আহাদ খান,আজম রহমান সহ প্রায় সব আত্মীয় স্বজনেরা ড্রইং রুমে বসে আছে।সন্ধ‍্যা থেকে ওনাদের কারো পেটে এক ফোটা পানিও পড়েনি।মেঘের টেনশনে সবাই খাওয়ার কথা ভুলেই গিয়েছেন।এইমাএ মোনা খান আর মিড়া রহমান এসে জানালেন মেঘ এখন সুস্থ আছে।সেটা শুনে সবার টেনশন অনেকটা কমলো।আহাদ খান আর আজম রহমান বসা থেকে উঠে দাড়ালেন।উদ্দ‍েশ‍্য মেঘকে দূর থেকে একবার দেখেই চলে আসবেন।ওনারা সামনে এগিয়ে গিয়ে সিড়ি দিয়ে উপরে উঠতে যাবেন তার আগেই ওনাদের কানে চিৎকার চেচামেচির শব্দ ভেষে এলো।ওনারা চমকে সামনে তাকাতেই দেখলেন মিহির জেড়িনের চুলের মুঠি ধরে টেনে হেছড়ে নিচে নিয়ে আসছে।তার পিছনে আহির আবিরের কলার চেপে ধরে ওকে টানতে টানতে নিয়ে আসছে।আর ওদের পিছনে পিছনে নামছে হিয়ান,আহান আর অভি।আহানের হাতে একটা রিভলবার।ড্রইং রুমে উপস্থিত সবাই অবাক হয়ে বসা থেকে উঠে দাড়িয়ে গেলেন।মিহির আর আহির নিচে নেমে সবার সামনে আবির আর জেড়িনকে ফ্লোরে ছুড়ে মারলো।

জেড়িনের মা চিল্লিয়ে বললো

“এসব কি হচ্ছে?তোমরা কোন সাহসে আমার মেয়ে জামাইয়ের গায়ে হাত দিয়েছো?তোমাদের তো আমি পুলিশে দিবো।”

কথাটা বলে জেড়িনের মা দৌড়ে এসে জেড়িন কে ধরতে যাবে তার আগেই অভি এসে ওনার হাত ধরে টেনে নিয়ে গিয়ে দূরে ছুড়ে মারলো।তারপর দাতে দাত চেপে বললো

“যেখানে আছেন সেখানেই দাড়িয়ে থাকুন।একদম সামনে এগোনোর চেষ্টা করবেন না।”

অভি জেড়িনের মাকে এতোটাই জোড়ে ছুড়ে মেরেছে যে উনি ফ্লোরে পড়ে গিয়ে কোমরে ভিষন ব‍্যাথ‍্যা পেয়েছেন।উনি কোমরে হাত দিয়ে আজম রহমান কে উদ্দ‍্যেশ‍্য করে কাদো কাদো কন্ঠে বললো

“আজম এসব কি হচ্ছে?তোর সামনে ওরা আমাকে মারছে,আমার মেয়েকে মারছে আর তুই দাড়িয়ে দাড়িয়ে দেখছিস?ওদের কিছু বলছিস না কেনো?”

ওনার কথাটা শেষ হতেই আহান রেগে চিল্লিয়ে বললো

“আজকে কেউ কিচ্ছু বলবে না।অনেক শুনেছি সবার কথা।আজকে আমি বলবো আর সবাই আমার কথা শুনবে।সবাই নিজেদের জায়গায় দাড়িয়ে যেটা হচ্ছে চুপচাপ দেখে যাও।যদি কারো মুখ থেকে একটা টু শব্দও বেড়িয়েছে তাহলে সেটাকে এখানেই জ‍্যান্ত পুতে ফেলবো।”

আহানের চিৎকারে ওখানে উপস্থিত সব মানুষ কেপে উঠলো।সবার চোখে মুখে ভয়ের ছাপ।ওকে আগে কক্ষনো কেউ এতোটা রেগে যেতে দেখেনি।আহানের রাগ বেশি হলেও ‘ও’ সহজে নিজের রাগ প্রকাশ করে না।অত‍্যন্ত কঠিন পরিস্থিতিতেও ‘ও’ নিজের রাগ কে কন্ট্রোল করতে পারে।তবে একবার রেগে গেলে কাকে কি বলে নিজেরই হুস থাকে না।

অবির আর জেড়িন যেখানে পড়ে আছে আহান সেখানে গিয়ে ঠিক ওদের দুজনের মাঝখানে দাড়ালো।তারপর শান্ত স্বরে বললো

“তো মিসেস রহমান এন্ড মিঃ রহমান তখন ওই রুমে কি কি হয়েছিলো সবটা শুরু থেকে আমাকে বলুন।”

জেড়িন কিছু বলার আগেই আবির কাপা কাপা কন্ঠে বললো

“তেমন কিছুই হয়নি।আসলে ওই একটু আরকি!”

আবির কথাটা শেষ করতে পারলো না তার আগেই আহান জোড়ে ওর পেটে একটা লাথি মারলো।তারপর দাতে দাত চেপে বললো

“তেমন কিছুই হয়নি তাহলে ওর গায়ে এতোগুলো মারের দাগ আসলো কোথা থেকে?কে মেরেছে ওকে তুই?”

বলেই আহান আবিরের কলার ধরে দাড় করিয়ে ওর নাকের উপর পরপর দুইটা ঘুসি মারলো।তারপর চেচিয়ে বললো

“আজ অবদি আমি যার গায়ে একটা ফুলের টোকাও দেইনি,তুই কোন সাহসে তাকে এতোটা আঘাত করলি?”

আহান আবার মারতে যাবে তার আগেই আবীর চেচিয়ে বললো

“মেঘনা কে আমি মারিনি।ওকে জেড়িন মেরেছে।আর সিড়ি দিয়ে থাক্কাটাও জেড়িন দিয়েছিলো।”

আবিরের কথা শুনে কয়েকজন ছাড়া সবাই বেশ অবাক হলো।মেঘকে তখন ধাক্কা টা জেড়িন মেরেছিলো সেটা অনেকেই দেখেছে।কিন্তু এতো হুড়োহুড়ির মধ‍্যে ব‍্যাপ‍্যার টা সবার মাথা থেকে বেড়িয়ে গিয়েছিলো।

রুমের মধ‍্যে যা যা হয়েছিলো সব কিছু শুরু থেকে শেষ পযর্ন্ত আবির গরগর করে বলে দিলো।মানে বলা যায় যে এক প্রকার জেড়িনের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিলো।সবটা শুনে আহান আবির কে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে জেড়িনের দিকে একপা একপা করে এগিয়ে যেতে লাগলো।আহান কে এগিয়ে আসতে দেখে জেড়িন বসা অবস্থায়ই পিছাতে পিছাতে বললো

“আমি শুধু শুধু মেঘকে মারিনি।মেঘ অন‍্যায় করেছে তাই ওকে মেরেছি।”

জেড়িনের কথা শুনে আহানের পা দুটো থেকে গেলো।’ও’ জেড়িনের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললো

“মেঘ অন‍্যায় করেছে মানে?”

জেড়িন মনে একটু সাহস জুগিয়ে বললো

“মেঘ আবির কে বিয়ে করার প্রস্তাব দিয়েছে।বলেছে আবির আমাকে ডিবোর্স দিয়ে যেনো ওকে বিয়ে করে।আবির সেই প্রস্তাবে রাজি হয়নি তাই মেঘ ওকে চারটা চড়ও মেরেছে।শুধু তাই নয় আপনার ছোট ভাইয়ের সাথেও মেঘের অবৈধ সম্পর্ক আছে।”

জেড়িনের কথা শুনে আহান হো হো করে হেসে দিলো।হাসতে হাসতে গিয়ে সোফায় ধপ করে বসে পড়লো।ওকে দেখে মনে হচ্ছে কেউ ওর সামনে এই বছরের সেরা জোকস টা বলে দিয়েছে।আহান কে এভাবে হাসতে দেখে জেড়িন একটু ভ‍্যাব‍াচ‍্যাগা খেয়ে গেলো।’ও’ ভেবেছিলো আহান হয়তো মেঘকে ভুল বুঝবে।কিন্তু তা না করে উল্টে এভাবে পাগলের মতো হাসছে?

জেড়িন বসা থেকে দাড়িয়ে আহানের সামনে গিয়ে বললো

“আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তাইতো?এক মিনিট ওয়েট করুন,আমি আপনাকে প্রুফ দিচ্ছি।আমি নিজের চোখে সবকিছু দেখেছি আর পিকও তুলেছি।”

কথাটা বলেই জেড়িন আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক দৌড়ে উপরে চলে গেলো।আহিরের ইচ্ছে করছে এক্ষুনি জেড়িনের কলিজাটা টেনে ছিড়ে ফেলতে।শেষ পযর্ন্ত ওর কলিজার টুকরো বোনটার সাথে ওর নামের বাজে কথা রটাচ্ছে।এই মেয়েকে তো ‘ও’ আজকে কিছুতেই ছাড়বে না।

জেড়িন যেভাবে দৌড়ে গিয়েছিলো সেভাবেই আবার দৌড়াতে দৌড়াতে ফিরে এলো।ওর হাতে একটা লেডিস হ‍্যান্ড ব‍্যাগ।জেড়িন এসে আহানের সামনে দাড়িয়ে ব‍্যাগ টা খুলে কিছু পিক বের করে সেগুলো আহানের হাতে দিলো।পিক গুলো দেখে আহানের মাথায় রক্ত উঠে গেলো।’ও’ বসা থেকে দাড়িয়ে একটা একটা করে সব পিক দেখতে লাগলো।আহান কে এভাবে রেগে যেতে দেখে জেড়িন একটা বাকা হাসি দিলো।ওর ঔষধে কাজ দিয়েছে তাহলে।জেড়িন ওর চেহারার এক্সপ্রেশন টা অসহায়ের মতো বানিয়ে বিনয়ী কন্ঠে বললো

“দেখলেন তো আমি মিথ‍্যা কথা বলছিলাম না।মেঘ সত‍্যিই একটা বাজে মেয়ে।আমি নিজে ওইদিন ওকে আবিরের সাথে দেখেছি।তবে ওদের থেকে অনেক টা দূরে দাড়িয়ে ছিলাম তাই ওরা কি কথা বলেছে সেটা শুনতে পাইনি।মেঘ রুম থেকে বের হওয়ার পর আমি ওর পিছু নেই, এসে দেখি ও আপনার ভাইকে জড়িয়ে ধরে আছে।তার আগে আমি ওকে আপনার সাথেও ক্লোজ অবস্থায় দেখেছিলাম।সেই পিক গুলোও ওখানে আছে চেক করুন।তখন বিয়ে বাড়িতে অনেক লোক ছিলো তাই আমি নিজের রাগটা কন্ট্রোল করে নিয়েছিলাম।কিন্তু আজকে সন্ধ‍্যায় আবির যখন আমাকে ডিবোর্সের কথা জানায় তখন আমার ধৈর্য‍্যের বাধ ভেঙে গেছিলো।আমি রেগে গিয়ে ভাঙচুর শুধু করি।তখন আবির আমাকে বলে এগুলো নাকি মেঘ ওকে বলতে বলেছে।মেঘ নাকি ওকে হুমকি দিয়েছে।বলেছে যে আবির যদি আমাকে ডিবোর্স না দেয় তাহলে ‘ও’ সুইসাইড করবে।”

জেড়িনের কথা শুনে সবাই হতবাক হয়ে গেছে।জেড়িন কথা গুলো এমন ভাবে বলেছে যে কেউ কথা গুলো বিশ্বাস করতে বাধ‍্য হবে।আহান এখনো পিক গুলোর দিকে তাকিয়ে আছে।জেড়িন আবারও বললো

“আবিরের কথা প্রথমে আমার একদম বিশ্বাস হয়নি।কিন্তু মেঘের গলায় A অক্ষরের লকেট দেখে আমি ওর কথা বিশ্বাস করতে বাধ‍্য হই।তাই রাগের মাথায় মেঘকে মেরে ছিলাম।তখন কি করেছি আমি নিজেই জানি না।আর আপনি একবার এটা ভাবুন একটা মেয়ে কতোটা বাজে হলে একসাথে তিনটা ছেলের সাথে রিলেশন রাখতে চায়?”

জেড়িন কথাটা শেষ করার সাথে সাথে আহান ঠাটিয়ে জেড়িনের গালে একটা চড় মারলো।আচৎমকা এভাবে চড় মারায় জেড়িন ছিটকে ফ্লোরে পড়ে যায়।আহান রেগে চিল্লিয়ে বলে

“তোর সাহস হয় কি করে আমার সামনে দাড়িয়ে আমার মেঘকে বাজে মেয়ে বলার?তোকে তো আজকে,,,,,”

কথাটা বলেই আহান জেড়িনের দুই পায়ে দুটো শুট করলো।জেড়িন যন্থনায় চিৎকার করছে।ওর মা-বাবা দূরে দাড়িয়ে কাদছে।রক্তে ফ্লোর ভেষে যাচ্ছে।সবাই সবটা দাড়িয়ে দাড়িয়ে দেখছে কিন্তু কারোরই কিছু করার নেই।আহান চিল্লিয়ে বললো

“ওই A অক্ষরের লকেট আবিরের নামের নয় ওটা আমার নামের লকেট।ওই লকেট টা আমি মেঘকে কিনে দিয়েছিলাম।আর তুই কিছু না জেনে,না বুঝে আমার মেঘকে আঘাত করে ফেললি?এতো বড় কলিজা তোর?”

জেড়িনের পায়ের যেখানে গুলি লেগেছে আহান নিজের পা দিয়ে সেখানে চেপে ধরে বললো

“তোর কি আমাকে আবিরের মতো বলদ মনে হয়?যে তুই যা বলবি আমি তাই বিশ্বাস করে নেবো।চার বছর আগে তুই আমার মেঘকে সবার সামনে অপমান করেছিলি।কতোগুলা এডিট করা পিক দেখিয়ে মেঘকে দুশ্চরিএা প্রমান করেছিলি।আর সবাই তোর কথা বিশ্বাস করেছিলো।একটা বারও কেউ খোজ নিয়ে দেখার প্রোয়জন মনে করেনি যে ওই পিক গুলো আসল নাকি নকল?আর আবির তো আমার মেঘের গায়ে হাত পযর্ন্ত তুলেছিলো।তবে বিশ্বাস কর সে সবের জন‍্য তোদের দুজনকে আমি মাফ করে দিতাম।কিচ্ছু বলতাম না তোদের।কারন তোদের জন‍্যই আমি আমার মেঘ পরী কে আবার খুজে পেয়েছিলাম।কিন্তু তারপর তোরা যা যা করেছিস তার জন‍্য তোদের ক্ষমা করার প্রশ্নই উঠে না।আর কালকে তো সব লিমিট ক্রস করে ফেলেছিস।লাইফের সব থেকে বড় ভুলটা কালকে করে ফেলেছিস।আর এর জন‍্য তো তোদের শাস্তি পেতেই হবে।”

জেড়িন পায়ে ব‍্যাথ‍্যায় চিল্লিয়ে কাদছে।আহান ওর পায়ের উপর থেকে নিজের পা সরিয়ে আহিরের সামনে গিয়ে দাড়ালো।তারপর শক্ত কন্ঠে বললো

“জেড়িন যে পিক গুলো আমাকে দিয়েছিলো ওগুলো একদম রিয়েল। আর আবিরের সাথে কথা বলে রুম থেকে বের হবার পর মেঘ সবার প্রথমে তোর সাথে কথা বলেছে।তার মানে ওইদিন আবিরের সাথে মেঘের কি কথা হয়ে ছিলো সেটা তুই কিছুটা হলেও জানিস।আর পিক গুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তুই কিছু একটা নিয়ে ভিষন রেগে আছিস।এইবার বল ওই দিন কি হয়েছিলো।দেখ আমি মেঘকে অনেক বিশ্বাস করি।আমি জানি ‘ও’ কখনো কোনো ভুল কাজ করতে পারে না।কিন্তু এখানের কোনো মানুষ যাতে আমার মেঘের দিকে আঙুল তুলতে না পারে তাই সত‍্যিটা সবার শোনাটা জরুরি।”

আহানের কথা শুনে সেদিন যা যা ঘটেছিলো সবটা আহির বলে দিলো।সবটা শোনার পর আহান আরো রেগে গেলো।’ও’ আবিরের কাছে গিয়ে ওকে ইচ্ছে মতো মারতে লাগলো।তারপর ওর গার্ড কে ফোন করে এনে আবির আর জেড়িন কে নিয়ে ওদের গোডাউনে চলে গেলো।সাথে মিহির,আহির,অভিও গেলো।
____________________________

সারা রাত কেউ ঘুমাতে পারেনি।সবাই ড্রইং রুমেই ওভাবে বসে ছিলো।সকাল সাতটার দিকে আহান,আহির,মিহির আর অভি বাড়িতে ফিরে এলো।এসেই আহান কোনো কথা না বলে টিভি অন করলো।টিভি অন করতেই সবার কানে ভেষে এলো

“ভোর চারটার সময় পুলিশ একটা গোডাউন রেড দিয়ে প্রায় কয়েক কোটি টাকার ড্রাগস আটক করে।সাথে অবৈধ আর্মস আর বোম বানানোর ফর্মূলাও ছিলো।গোডাউন টা আর কারো নয় বিজনেস ম‍্যান আবির রহমানের।গোপন সূএে জানা গেছে আবির রহমান এবং তার স্থী বহু বছর ধরে ওই গোডাউনে বসেই ওনাদের অবৈধ বিজনেস চালাতেন।কালকে রাতে পুলিশের কাছে সব প্রমান আসার পর ওনারা গিয়ে গোডাউনে অ‍্যাট‍্যাক করেন। আবির আর ওনার স্থী পুলিশের হাত থেকে পালাতে চেয়েছিলেন কিন্তু তার আগেই পুলিশের গুলিতে ওনারা আহত হন।পুলিশ এখনো ইনবেষ্টিকেশন চালিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে এর সাথে আর কারা কারা যুক্ত ছিলো।”

এইটুকু শোনার পর সবাই টিভির স্কিনের দিকে চোখ রাখলো।দেখলো জেড়িন আর আবিরকে ষ্ট্রেচারে করে এ‍্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে দুজনের অবস্থাই ভিষন খারাপ।ওদের সারা শরীরে মারের দাগে পুরো নীল হয়ে গেছে।ওদের দেখে সবাই আৎতকে উঠলো।এই টুকু সময়ে কি অবস্থা হয়েছে দুজনের।আবির মা আর জেড়িনের মা হাউমাউ করে কেদে দিলেন।আহান টিভি টা অফ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো

“হয়তো তোমাদের মনে হতেই পারে ওদের আমি ফাসিয়েছি।হ‍্যা এই সব কিছু আমার করানো কিন্তু ড্রাগসের ব‍্যাপ‍্যারটা একদম সত‍্যি।”

আহানের কথা শুনে সবাই অবাক চোখে ওর দিকে তাকালো।আহান বললো

“আবিরের উপরে আমার অনেক আগে থেকেই টার্গেট ছিলো।আমি যাষ্ট ওর থেকে ছোট খাটো একটা প্রতিশোধ নিতে চেয়ে ছিলাম।তাই ওর পিছনে লোক লাগিয়ে ছিলাম।কিন্তু এভাবে কেচো খুরতে যে কেউটে বেড়িয়ে যাবে সেটা একদমই ভাবিনি।কিছুদিন আগে আমার লোকেরা এসে জানায় আবির চার বছর ধরে ড্রাগসের বিজনেস করছে।বাহিরের দেশ থেকে ড্রাগস এনে এই দেশে সাপ্লাই করে।এন্ড এইসব কিছুর সাথে জেড়িনও যুক্ত আছে।তারপর থেকে আমি ওদের বিরুদ্ধে প্রমান যোগার করতে থাকি।আর একে একে সব কিছু পেয়েও যাই।ভেবেছিলাম সব প্রমান সহ ওদের দুজনকে পুলিশে দিয়ে দিবো।কিন্তু ওরা এমন একটা কান্ড করে ফেললো যে ওদের না মেরে পাড়লাম না।”

আহানের কথা শুনে সবাই মাথায় হাত দিয়ে বসে রইলো।ওরা দুজন মিলে এতোবছর ধরে এসব করে যাচ্ছে আর ওনারা কেউ কিছু জানতেই পারলেন না?আহান একটা বাকা হাসি দিয়ে বললো

“বাই দা ওয়ে আর্মস এবং বোমের ফর্মুলা গুলো আমার সাজানো।আসলে ভাবলাম ওরা ড্রাগসের ব‍্যাবসা করে এতো মানুষের ক্ষতি করেছে।কতো মায়ের কোল খালি করেছে।কতো শতো ষ্টুডেন্টদের জিবন ধংস করে দিয়েছে।ওদের সামান‍্য কয়েক বছর জেল খাটালে কিছু হবেনা।তাই ট্রেরোরিষ্ট সাজিয়ে জাবত জিবনের জন‍্য কারাগারে পাঠানোর ব‍্যাবস্থা করলাম।”

#চলবে,,,,,,,,,,,,,

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here