মন পাথরে হঠাৎ ঝড় – পর্ব 16

0
409

#মন_পাথরে_হঠাৎ_ঝড়
#পর্ব_১৬
Tahrim Muntahana
আদরের মামা-মামি এসেছে গ্রাম থেকে। সাথে পরশ রোহানি। অসুস্থতার খবর পেয়েই ছুটে চলে এসেছে তারা। গ্রাম থেকে আদরের পছন্দের বিভিন্ন রকম আচার, পিঠা, ফল সবকিছু নিয়ে সন্ধ‍্যা নাগাদ এসে পৌঁছেছে। বেশ ক’দিন থাকবে তারা। আদর তো আনন্দে আত্মহারা। মামির মাঝে সে মা মা গন্ধ পায়। মামিও তো একজন মাটির মানুষ। দুনিয়ার সব ভালোবাসা যেন তার মধ‍্যেই উপর ওয়ালা ঢেলে দিয়েছে।
তারা তো আদরের আসল মামা-মামি না!আতইয়াবের মামা-মামি তবুও এতটা দিন আদর কে ভালোবেসে আসছে! বুঝতেও দেয়নি আদর ওদের কেউ নয় বরং সবসময় এটা বুঝাতে চেয়েছে আদর ছাড়া ওরা অচল।
বিশ্রাম করছে সবাই। মাগরিবের নামাজ আদায় করে আদর ছাদে দাড়িয়ে আছে। ভালো লাগছে না হঠাৎ করে। মন টা কেমন করছে। মনে হচ্ছে আবার খারাপ কিছু হবে। হঠাৎ রাস্তায় চোখ যেতেই আদর ভয় পেয়ে গেলো। কয়েকটা লোক আবছা আলোয় রিভলবার নিয়ে পায়চারি করছে। বার বার এদিক ওদিক তাকাচ্ছে। আদর এক দৌড়ে নিচে চলে গেলো। এই ভয়টাই সে পাচ্ছিলো! নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে আদর। ভয়ে হাত পা কাঁপছে তার। ভয়টা তাকে নিয়ে না গ্রাম থেকে মামা-মামি কাজিন রা এসেছে ওদের কিছু হয়ে গেলে। কি করবে মাথায় ঢুকছে না। হৃদানের কথা মনে হতেই ফোন লাগালো। রিং হয়ে কেটে যাচ্ছে!
ল‍্যাপটপে কাজ করছিলো হৃদান। কাল ইমপরটেন্ট একটা মিটিং আছে। ফোনটা বিছানায় পড়ে আছে। সেদিকে খেয়াল নেই তার। হঠাৎ কাজের মাঝেই আদর কে দেখতে যাওয়ার ভুত মাথায় চাপলো। মামা-মামি আসছে নিশ্চয়ই মেয়েটা খুব খুশি। এখন কি যাওয়া ঠিক হবে? ভেবেই সিসি ফুটেজ অন করলো আদরদের বাড়ির। হঠাৎ ই আদর কে এতটা বিচলিত হয়ে কাউকে ফোন করতে দেখে চমকে উঠে হৃদান। ল‍্যাপটপ টা পাশে রেখেই ফোন খুঁজতে থাকে। কোথায় রেখেছে ফোন! কিছুক্ষণ খুঁজার পর বালিশের নিচে ফোনটা পেয়ে যায়। তখনো ফোনের উপরে আন্ডাবাচ্চা নামটা জ্বল জ্বল করছে। ধরার আগেই কেটে গেলো। ১৩ টা মিসড কল উঠে আছে। হৃদানের ভয় হলো। ফোন দেওয়ার আগেই আবার ফোন আসলো। ঝটপট ফোনটা ধরেই বলতে লাগলো,
হোয়াট হেপেন্ড আন্ডাবাচ্চা? এমন করছো কেন? এতটা বিচলিত কেন তুমি? কি হয়েছে? প্লিজ সে!
আদর জোরে জোরে নিশ্বাস নিয়ে বলে উঠলো,
হৃদ, হৃদ আমাদের বাড়ির সামনে কারা যেন রিভলবার নিয়ে ঘুরছে। ভয় লাগছে আমার। প্লিজ সেইভ আস হৃদ। ওরা ক্ষতি করতেই এসেছে। প্লিজ কাম হৃদ। আমি বাঁচতে চাই আপনার সাথে। অনেকটা বছর একসাথে বাঁচতে চাই। আপনাকে ভালোবাসতে চাই। প্লিজ কামমমমম হৃদ!
মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লো হৃদান। এর জন‍্য এমন করছে আদর! পরক্ষণেই গার্ডদের উপর রাগ হলো তার। বলেছে লুকিয়ে পাহারা দিতে; রাস্তা দিয়ে ঘুরছে তারা? যার জন‍্য তার প্রেয়সী এমন করছে! এতটা ভয় পাচ্ছে! হৃদান ফুস করে দম নিলো। শান্ত স্বরে বলে উঠলো,
কুলডাউন আদুপরী! ওরা আমার লোক! গার্ড দিচ্ছে তোমাকে। রিস্ক আছে জানোতো। এতটা হাইপার হচ্ছো কেন? ভালো করে খেয়াল করবে না? আ’ম সরি আন্ডাবাচ্চা তোমাকে আগেই বলা উচিত ছিলো। সুযোগ ই পাইনি।
আদর কিছুক্ষণ চুপ করে রইলো। কতটা ভয় পাচ্ছিলো। পরক্ষণেই ফুঁসে বলে উঠলো,
আপনাকে ক‍্যাবলাব্রিটিশ এমনিই বলি?বোকার হদ্দ, প‍্যাঁচার পোনা, ইউ বেটা খ! বি! শ! কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আপনার ধারণা আছে। কত কি ভেবে ফেলিছিলাম যে আমার চল্লিশায় কে কে আসবে, কে কে দোয়া করবে, কে কে বিনা দাওয়াত অন্ন ধ্বংস করতে আসবে, কে কে মজা করতে আসবে; আমার চল্লিশা আমি খেতে পারবো কিনা! আমার অনুপস্থিতে আপনি অন‍্য মেয়ের সাথে লুতুপুতু করবেন কিনা, যাতে লুতুপুতু না করতে পারেন তার ব‍্যবস্থাও করতে যাচ্ছিলাম। আমার মাথায় সব বুদ্ধি আপনি নিয়ে নিলেন। আপনার সাথে ১১ ঘন্টার ব্রেকআপ!
টুস করে ফোনটা কেটে দিলো আদর। আর হৃদান সে হা করে আদরের সব ভাবনা শুনছিলো। এই টুকু সময়ে এই মেয়ে কতকি ভেবে ফেলেছে। তার উপর বলছে তার বুদ্ধি নাকি আমি নিয়েছি! ভাবা যায় এসব? আবার ১১ ঘন্টার ব্রেকআপ! সকালের আগে আর কথা হবে না এজন‍্যই যে বলেছে হৃদান বুঝতে পেরেছে। হাইরে হৃদান চৌধুরী তোর এই দিন আসলো! হালকা হসলো হৃদান। আবার ল‍্যাপটপ টা হাতে নিয়ে যেইনা সোফায় বসবে ওমনি দরজা থেকে ডাক পড়লো,
খাবার দেওয়া হয়েছে; বিশিষ্ট‍ ব‍্যবসায়ী হৃদান চৌধুরী যেন খেতে আসে! বিনা পয়সায় কামলা তো একটা পেয়েছে, যে যার মতো খাটিয়ে যাচ্ছে। আমার কি কোনো দাম আছে? কামের বেটি সকিনার মতো খেটেই যাচ্ছি। এই দিন দেখার আগে তুলে নিলে না কেন আল্লাহ!
হৃদান ভ্রু কুচকে দরজার দিকে তাকালো। পেছন ঘুরে তারিম চেঁচিয়ে কথা গুলো বলে চলে যাচ্ছে। বুঝলো না হৃদান, কি হয়েছে হঠাৎ করে। রেগে আছে দেখেই বুঝা যাচ্ছে। তাই আর দেরী করলো না। হাটা ধরলো। ডাইনিংয়ে বসে আছে পান্চু, পিয়াস।। পান্চু কাচুমাচু হয়ে বসে আছে। সে আসতেই চায়নি। তারিম ধমকে নিয়ে এসেছে। বড় হয়ে ছোটদের কে ভয় পেয়ে পান্চুর নিজের উপরেই বিশ্বাস উঠে গেছে। ভবিষ্যতে বউয়ের ঝারি খেয়েই তাকে বাঁচতে হবে নাকি! হৃদান কে আসতে দেখেই পান্চু উঠতে যাবে তারিম ধমকে উঠলো,
চুপ করে বসো। আমার পারমিশন নিয়েছিলে উঠার আগে? সাহস কত বড়। একদম চাকরি থেকে বরখাস্ত করে দিবো। এখন থেকে বাড়িতে শুধু হৃদযা চৌধুরীর হুকুম চলবে। কোনো হৃদান পৃদানের খাওয়া নেই। সবাই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। বাড়ির বস আমি, তাকে দেখে উঠার কিছুই নাই। চুপচাপ খেতে বসো!
তারিমের ধমকে পান্চু আর উঠার সাহস করলো না। কে জানে ধাম করে কয়েকটা দিয়ে বসলে। মেয়ের রাগ সাংঘাতিক। অন‍্যদিকে হৃদানের মাথায় কিছুই ঢুকছে না তার শান্তশিষ্ট বোনটার হঠাৎ কি হয়েছে? এতটা রেগে আছে কেন? তার দিকে তাকাচ্ছেই না! হৃদান বসতে যাবে তার আগেই তারিম নিচের দিক তাকিয়ে বলে উঠলো,
আপনাকে আমি বসতে বলেছি? এই বাড়িতে যা করতে হবে সব আমার পারমিশন নিয়ে করতে হবে। প্রথমবার তাই ক্ষমা করলাম এরপর ভুল হলে বাড়িতেই ঢুকতে দিবো না!
হৃদান এবার নত স্বীকার করে বলে উঠলো,
আপনার মেহেরবানিতে আমি কি বসতে পারি রানীসাহেবা!
হৃদানের এমন অবস্থা দেখে পিয়াস মিটমিটিয়ে হাসছে। পান্চু তো হা করে সব দেখছে। কি দিন আসলো তার বসের। কিন্তু তার খুব একটা খারাপ লাগছে না হৃদানের এমন অবস্থা দেখে। এতদিন আমাদের হুকুম দিয়ে আসছে এখন নিজে কিছুটা হুকুম পালন করুক। হা হা হা বেশ হয়েছে! হৃদানের এমন কথায় তারিমের হাসি পেলেও মুখটা গম্ভীর করে হাত দিয়ে ইশারা করলো বসার জন‍্য। তিনজনকে খাবার দিয়ে সে রান্না ঘরের দিকে যেতে নিবে হৃদান হাত ধরে পাশের চেয়ারে বসিয়ে দিলো। কিছু বলার আগেই এক লোকমা ভাত মুখে ঢুকিয়ে দেয়। তারিম চোখ রাঙিয়ে খেতে থাকে। এহ এখন ডং দেখানো হচ্ছে। তখন এতবার বলল কাল একটু ঘুরতে যাবে তখন তো হু হু ছাড়া মুখ দিয়ে কিছু বের হলো না এখন দরদ দেখাতে আসছে! তারিম কে খাইয়ে নিজে খেয়ে নিলো হৃদান। তারিম গম্ভীর মুখে সবকিছু গুছিয়ে রাখছে। হৃদান যাওয়ার আগে মুচকি হেসে বলে,
কাল বিকেলে রেডি থেকো। মিটিং শেষে ঘুরতে নিয়ে যাবো!
বলেই চলে যায় হৃদান। এদিকে তারিম সে তো খুশিতে আত্মহারা হয়ে পান্চুর টাক মাথায় ঢোল বাজাচ্ছে। আর ব‍্যাচারা পান্চু চোখ মুখ কুচকে সবটা সহ‍্য করছে।
_____________________
আদর এখন মোটামুটি সুস্থ। পরশ রোহানির সাথে সময়টা তার খুব ভালো কাটছে। আতইয়াব ও কিছুটা চিন্তামুক্ত হয়ে হসপিটালে ডিউটি করছে। হঠাৎ করেই রোহানি বায়না ধরেছে ঘুরতে যাবে। সাথে সাথে পরশ ও সায় জানালো। পরশ জানে আজ আতইয়াবের হসপিটালে অপারেশন আছে তাই অনেক জোর করেছে আতইয়াবকে যাওয়ার জন‍্য! মিথ‍্যা জোর আরকি। আতইয়াব বোনের খুশির জন‍্য সায় দিলেও গার্ড নিয়ে যেতে বলেছে। আদর ও না করেনি। তার জীবন এখন হুমকির মুখে সে জেনেও তো ইগনোর করতে পারে না!
বিকেল হতেই তিনজনে বেরিয়ে পড়ে। পরশ অনেক খুশি। কারণ আজ রাইসাও আসবে। অনেক দিন দেখা হয়না তাদের। ম‍্যাসেজে টুংটুং কথা বলেই যাচ্ছে। আদরের মনটা হালকা খারাপ। রোহানির তাড়ার জন‍্য হৃদান কে বলেও যেতে পারছে না। পরে জানলে কেমন রিয়েক্ট করবে কে জানে।
গাড়ি থামলো গ্রামের একটি ব্রিজের উপর। হৃদান কে নিয়ে ভাবতে ভাবতে আদর খেয়াল ই করেনি। গ্রাম দেখে আদর বিস্মিত হয়ে গেলো। কত সুন্দর গ্রামটা। মাঝারি সাইজের নদী, নদীর পাড় টা উঁচু করে বাঁধা; সম্ভবত বন‍্যা থেকে বাঁচার প্রচেষ্টা, নদীর পাড়গুলোতে অনেক গাছগাছালি!ক্লান্ত পথিকরা এখানে অনায়েসেই বিশ্রাম নিতে পারবে, কি স্নিগ্ধ বাতাস। ব্রিজটি নতুন দেওয়া হয়েছে দেখেই বুঝা যাচ্ছে। কিছুটা দূরে কয়েকটা দোকান দেখতে পেলো আদর। আরো অবাক হলো সে। এখানে দোকান। খদ্দের ও আছে দেখছি। আদরের মনটাই ভালো হয়ে গেলো এরকম পরিবেশে এসে। আদর নামতে নিবে রোহানি বাঁধা দিয়ে বলল,
চুপচাপ বস, একটু পর নামতে হবে।
আদর ভ্রু কুচকালো। গাড়িতে বসে থাকবে কেন? একটু অপেক্ষা করতেই আরো দুটো গাড়ি এসে ব্রিজের উপর থামলো। রোহানি ধপ করে নেমে গেলো। পরশ আগেই নেমে ছবি তুলছে। হাতে ক‍্যামেরা। আদর গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই বিষ্ময়ে হা হয়ে গেলো। কি দেখছে সে? হৃদান এখানে? হৃদান ও তেমন! আদর কে এখানে এক্সপেক্ট ই করেনি সে। তার বুঝতে সময় লাগলো না সব তার বোনের কারসাজি। যাই বলুক বোন একটা ঠিক কাজ করেছে। খুশিতে তারিম কে জড়িয়ে ধরলো হৃদান। তারিম তো হিহি করে হেসে দেয়।
হৃদানের পড়নে সাদা পাঞ্জাবি; কালো সুতার কাজ করা। ঠিক আদর ও সাদা
লং গ্রাউন পড়ছে। তারিম আগে থেকেই প্ল‍্যান করে রেখেছিলো। এগিয়ে গেলো হৃদান। আদরের তো চোখ চিকচিক করছে খুশিতে। কি অসাধারণ লাগছে হৃদান কে। এই প্রথম সে পাঞ্জাবিতে দেখছে; এর আগে দেখবে কেমন করে হৃদান শুধু পাঞ্জাবি তার বাবা-মায়ের মৃত‍্যবার্ষিকীতেই পড়ে তাও চুপিচুপি। একসাথে হয়েই তারিম রোহানি চিল্লিয়ে বলে উঠলো,
সারপ্রাইজজজজজ!
ওদের চিৎকারে পিয়াস পান্চু কান হাত দিয়ে চোখ ছোট ছোট কে চেয়ে থাকে। আর আদর হৃদান তো একে অপরের দিকে তাকিয়েই আছে। পরশ ছবি তোলা অফ করে এগিয়ে এসে হৃদানের সাথে কথা বলে। পিয়াস দোকানের দিকে যাওয়ার তাড়া দিতেই পরশ বলে উঠে,
তোমরা হাটতে থাকো আমি একটু পর আসছি। রাইসা এখনো আসেনি।
পরশের কথায় সায় দিয়ে ওরা হাটতে থাকে। হৃদান আদরের ডান হাতটা নিজের বাম হাতের মুঠোয় নিয়ে হাটছে। বাম হাত ধরেনি যদি ব‍্যাথা পায়। খুব সতর্ক সে! পিয়াস বার বার রোহানির দিকে তাকাচ্ছে। সে তারিমের সাথে হেসে হেসে কথা বলছে। পিয়াসের কেন জানি মেয়েটাকে বেশীই ভালো লেগেছে। হঠাৎ করেই রোহানির ফোন আসায় সবাই চুপ হয়ে যায়। ফোন ধরে কানে তুলতেই অপর পাশের কথা শুনে রোহানি রেগে বলে উঠে,
রেগিং করেছে মানে? প্রপোজ রিজেক্ট করেছে বলে রেগিং দিবে? দাড়া কালকে আসছি ভার্সিটি। কয়েকদিন ছিলাম না ক্ষমতা হাতে পেয়ে গেছে? ওই মাইনকারে যদি কাল ভার্সিটির সবার সামনে মেয়েদের মতো না কান্না করিয়েছে আমার নাম রোহানি ইসলাম না!
রোহানির কথায় আদর হাসলো। সে ভাবছে কাল ছেলেটার কি হবে। কেন যে সেধে সেধে মানইজ্জত খোয়াতে আসে কে জানে। পিয়াস তো চরম লেভেলের শকড। এই মেয়েকে তো সে শান্তশিষ্ট ভেবেছিলো এতো পুরাই আগুন। নাহ পিয়াস নাহ! আর এগোস না! সাবধান! এই মেয়ে জীবনে আসলে জীবন তেজপাতা হয়ে যাবে। রোহানির কথা শুনে হৃদান বুঝলো কোন ঝামেলা হয়েছে। তাই বলল,
একা একা ঝামেলা করতে যেয়ো না। কাল পান্চু গিয়ে ছেলেটাকে দেখে নিবে। হাজার হোক আমার সার্ভিস পাওয়া তোমার শালীগত অধিকার!
হৃদানের কথায় রোহানি জোরে হেসে দিলো। ভাব নিয়ে বলে উঠলো,
আরে নাহ জিজু। এইসব আমার পাঁচ মিনিটের কাজ। বেশ নামডাক আছে ভার্সিটিতে! এক নামে চিনে সবাই। ভয়ে থরথর করে কাঁপে। আমিই সামলে নিতে পারবো!
রোহানির কনফিডেন্সে হৃদান হাসলো কথা বললো না। আর পিয়াস তো ক্রাশ নামক বাঁশটা আবার খেলো। নাহ তার মায়ের জন‍্য এমন একটা বউমাই লাগবে। যেমন মা তেমন বউ হবে। বউ-শাশুড়ি খাপেখাপ।
দোকানের দিকে এসে পৌঁছেছে ওরা। বেশ ভালো পরিবেশটা। কিছু কিছু ছেলেমেয়ে সময় কাটাচ্ছে নিজেদের মতো। একটা ছোট পার্ক সাইট ও বলা চলে। চায়ের দোকান, ফুচকা, ঝালমুড়ির দোকান, আইসক্রিমের দোকান, কসমেটিকসের দোকান ও আছে! আদর তো লাফিয়ে উঠলো এসব দেখে। রোহানি দৌড়ে গিয়ে ফুচকা অর্ডার দিলো। আদরের ঝালমুড়ি খুব পছন্দ। ফুচকা ওতটাও পছন্দ না; তবুও খুব একটা খারাপ লাগে না। রোহানি দোকান থেকে চেঁচিয়ে বলে উঠলো,
আজ তোমার পকেট ফাঁকা করে ছাড়বো জিজু!
হৃদান হাসলো। কতই খাবে আর। হৃদান আর আদর ঘাসের উপর বসেছে। কথা বলছে আর হাসছে দুজনে। এর মধ‍্যে পান্চু দু প্ল‍্যাট ঝালমুড়ি এনে দিতেই আদর লুফে নিয়ে খেতে শুরু করে। প্রথমে টের না পেলেও কয়েক চামচ খাওয়ার পর যখন ঝালে চোখ মুখ লাল হয়ে যায় তখন খাওয়া থামিয়ে দেয় আদর। একদম ঝাল খেতে পারেনা সে। এতটা ঝাল হবে ভাবেনি। হৃদান একটু একটু করে খাচ্ছে। সে ভালোয় ঝাল খেতে পারে। প্রথমে নাক ছিটকালেও আদরের খাওয়া দেখে লোভ সামলাতে পারেনি। মুখে দিতেই নিজেরো ভালো লাগে। হঠাৎ আদর কে খাওয়া থামিয়ে হাঁপাতে দেখে ফট উপর আদরের দিকে তাকায় হৃদান। আদরের চোখ মুখ লাল দেখে ভয় পেয়ে যায়। চেঁচিয়ে পানি আনতে বলে।
পান্চু সবাই কে দিয়ে কেবল একটা ফুচকা মুখে দিচ্ছিলো বসের চেঁচানো তে তেতুলের পানি শার্টে পরে শার্ট ভিজে যায়। সেদিকে না তাকিয়ে পানি নিয়ে দৌড়ে এগিয়ে যায়। ঢকঢক করে পানি গিলে আদর। ঝাল একটু কমলেও হৃদানের রাগ কমলো না। সব রাগ গিয়ে জমা হলো ঝালমুড়িওয়ালার উপর। রেগে গিয়ে বলে উঠলো,
ঝাল দিতে বারণ করা হয়েছিলো না। এত ঝাল দিয়েছেন কোন সাহসে। ঠিক ভাবে বানাতে পারেন না। স্টুপিড!
ঝালমুড়িওয়ালার মুখটা মলিন হয়ে যায়। আদরেরও খারাপ লাগে। এগিয়ে গিয়ে হৃদানের হাত ধরে অনত্র নিয়ে আসে। পিয়াস গিয়ে লোকটাকে সরি বলে। সাথে এও বলে হৃদান পাগল। পান্চু তো পিয়াসের কথায় হেসে খুন। লোকটার মন ভালো করতে পিয়াস হৃদানের নামে উল্টাপাল্টা বলেই যাচ্ছে। একবার যদি হৃদান জানতে পারে পিয়াসের কি হবে আল্লাহ মালুম! লোকটাও হেসে দেয় একসময়। রোহানি সবটা দেখে ফুচকা খেতে খেতে। ব‍্যাপারটা বেশ ভালোলাগে তার!
আদর গম্ভীর মুখে হৃদানের দিকে তাকিয়ে আছে। হৃদান মাথা নিচু করে আছে। মনে হচ্ছে বেশ ভয়ে আছে। আদর শান্ত সুরে বলে উঠলো,
আপনি জানেন উনার কত কষ্ট লেগেছে। ভুল হতেই পারে তাই বলে এমন করবেন। আপনারা এমন করেন বলেই উনারা ভাবে গরিব বলে উনাদের সাথে এমন করা হয়। সব ধনীদের এক ভাবে উনারা। এরপর এমন করলে আপনার খবর করে দিবো। যাওয়ার সময় সরি বলবেন। এমন পাগলামি করার মানে আছে!
আদরের কথায় মুগ্ধ হয় হৃদান। সে এমন কখনোই ভাবেনি। আদরের ভাবনা সত‍্যিই আলাদা। আদরের চোখের দিকে তাকিয়ে বলে উঠে,
আমি প্রেমে পাগল, তাই পাগলামি করি!
উন্মাদনা ছাড়া পাগলামি বুঝাতে পারিনা!
কারণ আমি,
ব‍্যকুলতায় উদ্ভাসিত কবিতা
রচনা করতে পারিনা!
আমি কবি নয়, প্রেমিক আমি!
এক ভয়ংকর পাগল প্রেমিক!
যার সূচনা হয়েছিলো তুমিতে!
তেমনি,
তোমার ভুমিকাতেও আমি,
উপসংহারেও আমি!
উপসংহারের শেষটাও হবে আমাকে ঘিরে,
শুধুই আমি!
চলবে…?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here