# কাজের মেয়ে (💗cute love story 💗)
#jannat’s storeys
#পর্বঃ০৯
পুরো রুমের ১২ টা বাজায় দিছে।নাদিম তো একাই কম না তার ওপর গুটেছে এই জংলী গুলা। এসব কে গুছাবে?? কে আবার তাকেই তো গুছাতে হবে।ভাবতেই কান্না কান্না পাচ্ছে তার।কাঁদো কাঁদো মুখ নিয়ে চার পাশ দেখছে মীম তখনি,,
।
।
সবার জন্য চা আর কিছু নাস্তা নিয়ে আসো।(নাদিম)
।
হুম [হে তাতো বলবিই। আমার ভাল কি আর তোর সহ্য হবে।আমার আর ভালো লাগে না এ্যা,,,,]
।
মীম চলে গেল রান্না ঘরে।এদিকে সাজিদ (নাদিম এ-র ফ্রেন্ড),,কে রে মেয়েটা? অনেক কিউট।
।
কাজের মেয়ে।
।
হোয়াট!!
।
আসলে বেপার টা হলো (সব বুঝিয়ে বললো)।
।
ও আচ্ছা। অনেক বিপদে পরে এমন করতে বাদ্ধ হচ্ছে। তাছাড়া হয়তো ওর জীবন টা অন্য রকম হতো।
।
অন্য আর কি হতো। যেখানে ছিলো তার থেকে তো ভালই আছে।তোর এতো আফসোস এ-র কি হলো বুজলাম না।
।
রাগ করছিস কেন।যেভাবেই থাকুক তাও তো নিজের পরিবার এ-র সাথে থাকতো।
।
দেখ আমার ভাল লাগছে না বাদ দে ওর কথা।
।
ওকে কুল।
।
।
ওরা কথা বলতে বলতে মীম নাস্তা নিয়ে চলে আসলো।মুরি,পেয়াজো,চপ আর চা। সেগুলো নিয়ে রাখতে রাখতে চোখ গেলো টিভিতে।মুখ ভরা হাশি নিয়ে তাকিয়ে আছে। খেলা চলছে। ফুটবল খেলা।তার সব ঘুম যেন গায়েব হয়ে গেলো।হঠাৎ বলে উটলো,,
।
।
আমি কি এখানে একটু বসতে পারি??
।
নাদিম কিছু বলার আগেই সাজিদ বলে উটলো হুম অবশ্যই। এখানে বসো। হাত দিয়ে ইশারা দিয়ে।নাদিম আর কিছু বলতে পারলো না তার আগেই মীম বসে গেলো।নাদিম আর ওর ২ মেয়ে ফ্রেন্ড এক পাসে মীম আর ৩ ছেলে ফ্রেন্ড এক পাসে বসে আছে।হঠাৎই মীম সহো ৩ ছেলে ফ্রেন্ড চিল্লায়া উতলো এএএএএএ(জোরে)
।
তুমিও এই দল এ (সাজিদ)
।
হুম (মীম)
।
নাদিম অবাক হলো। ও আবার ফুটবল খেলেও দেখতো। গ্রামের মেয়েরা ফুটবল খেলা দেখে??মনে মনে বলছে আর ওদের দিকে তাকাচ্ছে।
।
তূমি গ্রামে ফুটবল খেলা দেখতে?? (নাদিম)
।
কেন গ্রামের মানুষের খেলা দেখা নিশেদ নাকি?(মীম)
।
সোজা কথা সোজা ভাবে বলতে পারো না?
।
নাহহ।(মাথা নেরে)এসব কথা পরে হবে আগে খেলা দেখেন।
।
।
নাদিম এ-র রাগ উটলো কিন্তু সবার সামনে কিছু বলল না।[সবার সাথে তো ঠিকি কথা বলো শুধু আমি কিছু বললেই তোমার বিরক্ত লাগে তাই না?দাড়াও তোমাকে তো আমি পরে দেখছি।]
নাদিম আর ২ মেয়ে ১ টিমে আর ওরা ৪ জন এক টিম এ।সবাই নাস্তা খাচ্ছে আর খেলা দেখছে।মুহুর্ত টা জমজমাট। মীম সাজিদ কে এটা ওটা এগিয়ে দিচ্ছে সাজিদ এ-র কথা তেই। এক পর্যায় মীম,,,,
।
।
চলবে..