#কাজের_মেয়ে
#Jannat_Mim
#পর্বঃ২
নাহ কিছু না।আচ্ছা বাবা তুমি থাকো আমি যাই।
।
বলে নাদিম নিজের ঘরে চলে আসলো। ঘরে এসে সে ভাবতে লাগলো,,
।
সেই কখন চা দিতে বলছি এখনো দেয়ার নাম নাই।ওর জন্য কি এখন অনন্ত কাল অপেক্ষা করতে হবে নাকি।কোনো কাজের না মেয়েটা।
।
মীম,, (জোরে)
।
হে এইতো।(রুমে এসে)
।
কখন বলছি চা দিতে??(রেগে)
।
আমি একবার আসছিলাম আপনাকে পাই নাই।
।
পাও নাই তো এদিক ওদিক দেখবা না?চা কি শুধু ঘরে বসেই খায় নাকি অন্য কোথাও খাওয়া যায় না?
।
আমি ভাবলাম ঘরে নাই তো বাইরে গেছেন হয়তো।আচ্ছা এ-র পর থেকে খেয়াল রাখবো।
।
হুম চা চেয়ে আমি বাইরে চলে যাব তাই না?আমিতো বুঝি এসব তোমার কাজে ফাকি দেয়ার বাহানা।আর কিছু নাহ।
।
।
[নাহ মীম একদম রাগবি না। একটু সহ্য কর।যা বলছে বলুক।তুই মাথা টা ঠান্ডা রাখ। এটা এখন করা তোর জন্য খুব দরকার।এই বারিতে থাকতে হলে যে এটুকু সহ্য করতেই হবে।]মনে মনে মীম
।
[আমার সাথে তুমি ভাব নাও তাই না।আমাকে তো চিনো নাই এখনো। তোমার এই ভাব যদি ভেঙে গুরিয়ে না দেই তো আমার নামও নাদিম না]
।
আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে।(মীম)
।
আর কখনো যেন আমি কিছু চাইলে দেরি না হয়।
।
আচ্ছা হবে না।
।
হুম চা টা রেখে যাও এখন।
।
।
মীম চা টা রেখে চলে যায়। তারপর ভাবতে লাগে তার জীবন টা কেন এমন হলো? এমন তো নাও হতে পারতো।কতোই না ভাল হতো যদি আগের মতো থাকতো সব।মন খারাপ করে এসব ভাবতে লাগলো। তখন কারো ডাক শুনতে পেল।আর কেও না নাদিম ডাকছে তাকে।
আবার কি হলো মাত্রই না আসলাম।উফ এ-র জালায় আর ভাল লাগে না।
।
নাদিম এ-র ঘরে গিয়ে,,
।
কি,,
।
চার কাপ টা নিয়ে যাও।
।
[এখনি নিয়ে যেতে হবে।পরে কি নেয়া যেতো না?আসলে ইচ্ছা করে করে এসব আমাকে জালানর জন্য।]
।
ওভাবে কি দেখছো।খেয়ে ফেলবে নাকি?
।
[তাই তো ইচ্ছে করছে।যদি সত্যি খেয়ে ফেলতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম।কিন্তু কিচ্ছু করার নাই আমি তো বাধ্য। ]
।
কিজে বলেন আপনি। (মীম)
।
মীম চার কাপ নিয়ে যেতে নিলে নাদিম ডাক দিয়ে ওঠে,,
।
চলবে,,
।