কাজের মেয়ে – পর্বঃ11

0
691

#কাজের মেয়ে
Jannat Jahan
#পর্বঃ১১
কাছাকাছির গিয়ে নিরা মীমকে বললো,,

নাদিম এ-র থেকে দূরত্ব বজায় রাখবা।আমার জিনিস এর দিকে কারো হাত তো দূরের কথা নজর পর্যন্ত সহ্য করি না আমি।(চোখ রাঙিয়ে)

আমি এটা বিশ্বাস করি যে জিনিস আপনার সেটা কেও কখনো নিতে পারবে না। তবে হে যেটা আপনার না যেটা চাইলেও আপনি নিজের কাছে রাখতে পারবেন না।(বাকা হেসে)

তোমার এতো বড় সাহস সামান্য কাজের মেয়ে হয়ে আমার মুখে মুখে কথা বল।(রেগে)

তো এই সামান্য কাজের মেয়েকে ভয় পাচ্ছেন কেন?কেন মনে হচ্ছে যে আপনার জিনিস নিয়ে যেতে পারে??

ইউউউউ তোমাকে তো আমি,,,


নিরা রেগে মীম এ-র দিকে এগুতে নিলে বাইরে থেকে নাদিম এ-র ডাক আসে।

নিরা আর কতোখন। কি করছিস তুই ভেতোরে।আসবি না আমারা যাব।

তোমাকে তো আমি পরে দেখে নিব।

টাটায়ায়া (হেসে মীম)

নিরা চলে গেল। আর মীম ভাবতে লাগলো [সবি তো বুজলাম কিন্তু আমি কি করেছি যে ওর মনে হলো আমি নাদিম এ-র দিকে হাত বাড়াচ্ছি।আমার জানা মতে এমন কিছু করেছি বলে তো মনে হচ্ছে না।তবে?? ধুর বাবা যা ভাবার ভাবুক আমার কি।এতো ফালতু বিষয় ভেবে সময় নষ্ট করার কোনো মানে হয় না।]নিরা বাইরে গেলে,,

কি করলি এতোখন?? (নাদিম)

আরে কিছু না চল।

মীম এ-র সাথে গল্প করে আসলো মনে হয়।ওকে ছেরে গেতে ইচ্ছা করছে না তাই না?(সাজিদ)

হুম তোর তো শুধু মীম মীম।খুব ভাল লাগছে তাই না।কাজের মেয়েদেরও ছার দিস না তুই??(নাদিম)

আরে আমি আমার কথা বলছি নাকি??আজব।আর তুই ওর কথা বললে এতো রেগে যাস কেন বলতো??

আমাদের মদ্ধে তুই ওর কথা বলবি কেন।ও কি আমাদের গ্রুপের কেও।

সাজিদ কিছু বলতে যাবে তার আগেই নিরা চেচিয়ে উঠে,,

চুপপপ,, কি হচ্চেটা কি আমরা এখন কি ওকে নিয়ে গবেষণা করবো?আর তোদের এখন দেরি হচ্ছে না??এসব বাদ দিয়ে চল তারাতারি।চল বলছি। (ধমকের সুরে)


অনেক খন পরে নাদিম ফিরে এলো।দরজা খোলাই ছিলো তাই ভেতোরে ঢুকে আসলো।মীম টেবিল এ-র থালা-বাটি কাপর নিয়ে মুচ্ছিলো। মীমকে দেখে টেবিল এ-র দিকে এগিয়ে গেল।বলে উঠলো,,,


কাল যা মজা করছো এখন যদি ১ মাস না খেয়ে থেকে শুধু কাজও করো তাও তোমার আফসোস থাকবে না তাই না?

মজা আর করতে দিলেন কই।তার আগেই তো আপনার সহ্য হলো না।

কেন আমি কি করলাম?ওওও আই ছিইই!সাজিদ এ-র পাসে না বসতে পাইরা।

একদম বাজে কথা বলবেন না।(চোখ রাঙিয়ে)

কেন আমি কি কিছু ভুল বললাম।

দেখুন আপনার সাথে,,,,

চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here