কাজের মেয়ে – পর্বঃ12

0
647

#কাজের মেয়ে
#Jannat Mim
#পর্বঃ১২
দেখুন আপনার সাথে তর্ক করতে ভাল লাগছে না এখন।(মীম)

আচ্ছা,, সাজিদকে আসতে বলবো??(নাদিম)

ওনাকে নিয়ে আমার সমস্যা নাই।আপনার মতো খিট খিট করে না।

তাই নাকি??আচ্ছা চলো।

কই

সাজিদ এ-র বাসায়।

কেনো

কেনো আবার তোমার না আমাদের ভাল লাগে না।খিট খিট করি তাই সাজিদ এ-র বাসায় রেখে আসবো।

এ্যায়য়

এ্যা কিসের আবার চলো আমার হাতে বেশি সময় নাই।অনেক কাজ আমার, চলো।

নায়ায়া

না কেন।ওইখানে গেলে সারাখন সাজিদ এ-র সাথে মজা করতে পারবা কেও খিট খিট করবে না।

আপনি জান তো আপনার কাজে।আপনার না বলে অনেক কাজ।

হুম যাব তো আগে তোমাকে দিয়ে আসি চলো।

কেমন ডা লাগে।

তা বললে হবে না।আমি তো নিয়ে যাবই। চলো চলো।হারি আপ,,

চাচি দেখেন ভাইয়া কেমন করতেছে।


মীম এ-র কথায় নাদিম পেছনে ঘুরলো আর মীম দিলো এক দৌড়।পেছনে ফিরে দেখে কেও নাই তার মানে কি বোকা বানালো? আবার সামনে ফিরে দেখে মীম ও নাই। তার মানে সত্যি বোকা বানাইছে।সে কিছুটা অবাক হলো। বোকা বোকা মুখ নিয়ে কয়েক সেকেন্ড দারিয়ে থেকে রুমের উদ্দেশ্যে রওনা দিলো। [আজ তো পালাইলা কিন্তু সব সময় তো পারবা না।সবার সাথে সব ঠিক শুধু আমার সাথেই তোমার যতো এ্যাটিটিউড।আমিও দেখি কতো দিন এই এ্যাটিটিউড ধরে রাখতে পারো।]


রাত প্রায় ২ টা। হঠাৎ নাদিম এ-র ঘুম ভেঙে গেলো। পানি পিপাসা পেয়েছে খুব। পানি খেতে গিয়ে দেখে পানি নাই জগে। তাই ডাইনিং রুমের উদ্দেশ্যে রওনা দিলো। পানি খেয়ে যখন রুমে আসতে যাবে তখন দেখতে পেলো মীম এ-র রুমে আলো জলছে।
এতো রাতে কি করছে ও?রুমে আলো জলছে কেনো?ঘুমায়নি নাক?। কিন্তু কেনো?এতো রাতে তো জেগে থাকার কথা না।ভাবতে ভাবতে মীমের রুমের দিকে গেলো।দরজা খোলা তাই মীমকে দেখতে পাচ্ছে সে।
মীম উলটো দিকে মুখ করে বসে বসে ঢুলছে আর কি যেন বির বির করছে।কিন্তু কি বির বির করছে বোঝা যাচ্ছে না।
নাদিম ভ্রু কুচকে বোঝার চেস্টা করছে।কিন্তু না কিছুই বোঝা যাচ্ছে না।সে কিছুটা অবাক হলো কি করছেটা কি মীম।মীম বিছানায় বসে আছে আর নাদিম তার ঠিক পেছনে দাড়িয়ে বোঝার চেস্টা করছে যে হচ্ছে টা কি??কিছু খন পরো যখন দেখলো কিছু বোঝা যাচ্ছে না মীম ঠিক আগের মতোই আছে তখন ডেকে উটলো,,,

মীম,,,,

এবার মীম গলা উপরের দিকে দারিয়ে দিল।একদম সোজা হয়ে বসে কিছু একটা সোরিয়ে ফেলার চেস্টা করলো।

এবার নাদিম আরও অবাক হলো। অবাক চোখে তাকিয়ে,,,,,


চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here