#কাজের মেয়ে
#Jannat Mim
#পর্বঃ১৪
আমিও ভাল,, চলো চলো আমরা ভেতোরে যাই।(নাদিম)
।
কেমন আছো মা??(নাদিয়া, নাদিম এ-র বড় বোন)
।
ভাল তুই ভাল আছিস তো? আয় ভেতরে আয়।
।
হুম,, চলো।
।
।
বারি আজ জমজমাট। বাবচ্চাদের চিল্লাচিল্লি তে বাসা কেপে আছে। বারিটাও ভরা ভরা লাগছে।নাদিয়ারা মীম এ-র বেপারে জিজ্ঞেস করলে রুবিনা জানায় কিভাবে আসছে।মীম কে শরবত দিতে বলা হয়।মীম শরবত বানিয়ে নিয়ে সবাইকে দিতে লাগে।এবার নাদিম এ-র কাছে গিয়ে ফিসফিস করে বলে,,
।
।
নিবেন নাকি একটা??
।
নাহহ
।
আরে নিন আপনার মাথার জন্য খুবি উপকার।
।
কিহহ
।
হ্যা গরম মাথায় ঠান্ডা ঠান্ডা শরবত পরলে বেপার টা ভালই হবে।আপনার মাথা টা একটু শান্তি পাবে।
।
মীমম(চোখ রাঙিয়ে)
।
নিন তো
।
মানে কি এখন জোর করেই দিবা।
।
ধরুন
।
।
মীম গ্লাসটা নাদিম এ-র হাতে গুজে দিয়ে চলে আসলো।[এই মেয়েকে যেটা না করবো ওইটাই বেশি করে করবে।মনে একটুও ভয় ডর নাই।সাহস দেখে বাঁচি না।এতো সাহস পায় কই ও-ই।দাড়াও তোমার হচ্ছে।]
নাদিয়া তাদের এই ফিসফিস করা দেখে নিলো।বেপারটা যে তার ভাল লাগলো না তা দেখেই বোঝা যাচ্ছে।
।
হায় বাবুরা কি করো?? (বাচ্ছা দুইটা খেলছিল)
।
তুমি কে? (ছাদ)
।
আমার নাম মীম। তোমার নাম কি??
।
বলবো না।
।
অও কেন??
।
মা বলছে অপরিচিত কারো সাথে কথা বলতে না।
।
আমি তো পরিচয় দিলাম।
।
কিন্তু আমি তো তোমাকে চিনি না।
।
অও আচ্ছা।তাহোলে চলো আমরা পরিচিত হই।
।
না আমি এখন বিজি আছি।তুমি পরে এসো।
।
।
ছোট বাচ্ছার এমন এ্যাটিটিউড নিয়ে কথা বলায় মীম বেশ অবাক হলো।পরে মেয়েটার কাছে গেলো কিন্তু মেয়েটাও পাত্তা দিলো না।ওর কাছে আসলো না।[বাবা এগুলা কি বাচ্চা??একেকটা বোম্বাই মরিচ।একেবারে মামার মতো হইছে।কোন কমতি নাই।]
।
।
চলবে,,,,