কাজের মেয়ে – পর্বঃ16

0
672

#কাজের মেয়ে
#Jannat Mim
#পর্বঃ১৬
২ মিনিট এ-র মধ্যে চা নিয়ে রুমে আসো।(নাদিম)
[হুম আপনারই তো কমতি ছিল এখন ১৬ কলা পুর্ন।না জানি এখন কতো কথা শুনাবে।এমনি ভাল লাগছে না।]মনে মনে মীম

চা নিয়ে নাদিম এ-র রুমের সামনে গিয়ে,,

আসবো??(মীম)

হুম আসো। (নাদিম)

চা দিয়ে চলে যেতে নিলে নাদিম বলল,,

শোন

হুমম [ব্যাস যা ভেবেছিলাম তাই।ভালোই ভালোই চলে যাচ্ছিলাম ভাল লাগলো না।এখন ১ ঘন্টা ঝগড়া করবে আর কি]

এটা নাও

কি এটা

দেখো

দেখার পর মীম এ-র চোখ কপালে। [ওমা এটা তো ফোন। বদমেযাজি বাদরটা আমাকে ফোন দিচ্ছে। আমার কেন যেন সপ্ন সপ্ন মনে হচ্ছে। আচ্ছা আসলেই কি এটা হচ্ছে না আমি সপ্ন দেখছি। দেখি একটা চিমটি কাটি।আয়াহহ]

কি হলো হা করে তাকিয়ে আছো কেন?? নাও।

না মানে আমাকে কেন দিচ্ছেন।

তুমি ভেবো না তোমার কথা ভেবে দিচ্ছি। একা একা সময় কাটে না বা ভাল লাগে না তাই তোমার বিনোদন এ-র জন্য দিচ্ছি। এটা ভাবলে একেবারে ভুল ভাববে।আমি এটা দিচ্ছি কারণ এটায় এ্যালার্ম দিয়ে রাখবা আর তারাতারি ঘুম থেকে উঠবা।যেন আমার পরিবার এ-র কারো কোনো অসুবিধা না হয় বিশেষ করে যতো দিন আপু আছে।মাথায় ডুকছে কিছু।

হুম কিন্তু [আমার তো ফোন টা নিতে লজ্জা করছে।আবার দরকারও। আপু যেভাবে আজ রাগ করছে কাল উঠতে না পারলে আবারও রাগ করবে।কিজে করি ]

তোমার কি একবার বললে কথা কানে যায় না।এতো ঘাড় ত্যারা কেন তুমি। আমি কি বলছি শুনো নাই?এটা তোমার বিনোদন এ-র জন্য না আমাদের কাজের জন্য।
১ সেকেন্ডে তুমি এই জন্য নিতে চাচ্ছো না তারাতারি উঠতে হলে ঘুমাবা কিভাবে তাই তো।

হুম আপনার মনে হয় আমার ইচ্ছা করে বকা খেতে ভাল লাগে।

তাহলে নিচ্ছো না কেন?

আচ্ছা ঠিক আছে দিন [এমন ভাবে বললে আর কি না করা যায়। যাক বাবা সকালের সমস্যা সমাধান। আর এখন থেকে ফোনে ও সময় কাটাতে পারবো উফফ কিজে ভাল লাগছে।]

আচ্ছা তাহলে যাই।

হুম,, আর শোন।

হুম

খেয়ে নাও গিয়ে।না খেয়ে শুখিয়ে যাবে আর পাসের বাসার আন্টি এসে আমাদের বদনাম করবে যে আমরা কাজের মেয়েদের খেতে দেই না। এটা আমি কিছুতেই হতে দিবো না।তারাতারি গিয়ে খেয়ে নাও।

হুম[আজকে আমি কিছুই বলবো না আপনাকে কারন আমি অনেক খুশি। যা ইচ্ছা বলে নিন আজি হি হি ]


মীম রুমে গিয়ে ফোনটা উলটে পালটে দেখতে লাগলো। মন খারাপ যেন নিমিশেই উধাও। অনেক ভাল লাগছে তার ফোন টাও অনেক সুন্দর সব ধরনের সুবিধা আছে এতে।আহা কি আনন্দ।

এ-র মধ্যে নাদিয়ার,,
চলবে,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here