কাজের মেয়ে – পর্বঃ14

0
665

#কাজের মেয়ে
#Jannat Mim
#পর্বঃ১৪
আমিও ভাল,, চলো চলো আমরা ভেতোরে যাই।(নাদিম)

কেমন আছো মা??(নাদিয়া, নাদিম এ-র বড় বোন)

ভাল তুই ভাল আছিস তো? আয় ভেতরে আয়।

হুম,, চলো।


বারি আজ জমজমাট। বাবচ্চাদের চিল্লাচিল্লি তে বাসা কেপে আছে। বারিটাও ভরা ভরা লাগছে।নাদিয়ারা মীম এ-র বেপারে জিজ্ঞেস করলে রুবিনা জানায় কিভাবে আসছে।মীম কে শরবত দিতে বলা হয়।মীম শরবত বানিয়ে নিয়ে সবাইকে দিতে লাগে।এবার নাদিম এ-র কাছে গিয়ে ফিসফিস করে বলে,,


নিবেন নাকি একটা??

নাহহ

আরে নিন আপনার মাথার জন্য খুবি উপকার।

কিহহ

হ্যা গরম মাথায় ঠান্ডা ঠান্ডা শরবত পরলে বেপার টা ভালই হবে।আপনার মাথা টা একটু শান্তি পাবে।

মীমম(চোখ রাঙিয়ে)

নিন তো

মানে কি এখন জোর করেই দিবা।

ধরুন


মীম গ্লাসটা নাদিম এ-র হাতে গুজে দিয়ে চলে আসলো।[এই মেয়েকে যেটা না করবো ওইটাই বেশি করে করবে।মনে একটুও ভয় ডর নাই।সাহস দেখে বাঁচি না।এতো সাহস পায় কই ও-ই।দাড়াও তোমার হচ্ছে।]
নাদিয়া তাদের এই ফিসফিস করা দেখে নিলো।বেপারটা যে তার ভাল লাগলো না তা দেখেই বোঝা যাচ্ছে।

হায় বাবুরা কি করো?? (বাচ্ছা দুইটা খেলছিল)

তুমি কে? (ছাদ)

আমার নাম মীম। তোমার নাম কি??

বলবো না।

অও কেন??

মা বলছে অপরিচিত কারো সাথে কথা বলতে না।

আমি তো পরিচয় দিলাম।

কিন্তু আমি তো তোমাকে চিনি না।

অও আচ্ছা।তাহোলে চলো আমরা পরিচিত হই।

না আমি এখন বিজি আছি।তুমি পরে এসো।


ছোট বাচ্ছার এমন এ্যাটিটিউড নিয়ে কথা বলায় মীম বেশ অবাক হলো।পরে মেয়েটার কাছে গেলো কিন্তু মেয়েটাও পাত্তা দিলো না।ওর কাছে আসলো না।[বাবা এগুলা কি বাচ্চা??একেকটা বোম্বাই মরিচ।একেবারে মামার মতো হইছে।কোন কমতি নাই।]


চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here