#কাজের_মেয়ে
#Jannat_Mim
#পর্বঃ১৮
দেখুন না দিয়াকে কিছুতেই থামাতে পারছি না।কখন থেকে কান্না করেই যাচ্ছে।
।
তুমি শুধু শুধু বড় হইছো।একটা বাচ্চা মেয়েকে সামলাতে পারছো না।(দিয়ার রুমে যেতে)
।
আমি কিভাবে পারবো আমার তো এখনো বিয়েই হয়নি তাই বাচ্ছাও নাই।তাই তো সামলাতে পারছি নি।
।
বাচ্চা সামলাতে বিয়ে হইতে হয়??
।
কেন বিয়ে ছারাও বাচ্চা হয় বুঝি??
।
এই চুপ গা*ধা মেয়ে একটা। বলি এক বুঝে আরেক।
কি হইছে আমার মামা টার? কান্না করছো কেন।দেখি দেখি কি হইছে।
।
।
দিয়ার তাও থামার নাম নাই। আম্মু আম্মু করে যাচ্ছে।নাদিম কোলে নিয়ে এটা ওটা বুঝাচ্ছে তাও দিয়ার কান্না থামছে না।এবার নাদিম, মীম এ-র দিকে অসহায় চোখে তাকাচ্ছে।তা দেখে মিম একটু হেসে নাদিম কে বললো,,
।
কেন এখন আপনি পারছেন না।আপনার তো নিজের ভাগ্নি তাও থামছে না তবে আমার কাছে কিভাবে থামবে?
।
তুমি চুপ করো।একে তো নিজে পারছে না তার ওপর আমাকে বিরক্ত করছে।তুমি কি মেয়ে মানুষ না?আমি তো জানি মেয়েরা বাচ্চা ভাল সামলাতে পারে।
।
নিজে যখন পারছেন না তোখন আমার ওপর চোটপাট করছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না।
।
আমি পারি না এমন কোনো কাজই নাই।দেখ আমি কি ভাবে ওকে থামাই।১ মিনিট এ আসছি।
।
।
১ মিনিট বলে নাদিম সেই যে গেল আর এলো না। ১০ মিনিট এ-র বেশি হয়ে গেছে।দিয়ার একি অবস্থা। [নাহ এবার আমকেই কিছু একটা করতে হবে।বা*দর টা কিছু না করতে পেরে পালিয়েছে। পারবিনা বললেই তো হয়। নাহ সে তাও বলেবে না তাহলে তো তার ইমেজ নষ্ট হয়ে যাবে।বা*দর একটা]
এসব ভাবতে ভাবতে মীম এ-র মাথায় একটা বুদ্ধি এলো।ও চট করেই নাচতে শুরু করলো।তাও সাভাবিক নাচ না।পাগল এ-র মতো লাফাচ্ছে তার সাথে অভিনয় করে দেখাচ্ছে আর গান ও গাইছে।
।
।
♬ ♬ উল্লুক পুরে ভুল্লুক নাচে কচ্ছপ থপ থপ থপ,
সিংহ রাজা ভাঘিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক,,
সোনার হরিণ লম্বা সিনি,,, খরগোশ নাছে তা ধিন ধিন,
ধিনা ধিন তা ধিন ধিন তা ধিন ধিন তা ধিন ধিন ♬ ♬
।
।
মীম গান গাইছে আর লাফাচ্ছে। দিয়া আর ছাদ তা দেখে খিল খিল করে হেসে দিয়েছে।তারা হাসতেই আছে।[যাক বাবা বাচা গেল।এতোখনে আমি সার্থক। ]মীম এ-র মুখেও হাশি ফুটে উঠেছে।
কিন্তু বেশি খন থাকলো না।দরজার দিকে চোখ পরতেই লজ্জায় পরে গেল।নাদিম হা করে মীম এ-র দিকে তাকিয়ে আছে অনেকটা অবাক হয়ে।
।
আ, আপনি এখানে (মীম)
।
বাবারও করো, আবারও করো (মীম কে ঝাকিয়ে দিয়া, ছাদ এক সাথে)
।
হুম করো করো।(মীম এ-র দিকে এগিয়ে এসে নাদিম)
।
আপনি তো,,
চলবে,