#কাজের_মেয়ে
#Jannat_Mim
#পর্বঃ৪৫
নাদিম একটু নরাচড়া দিয়ে বড় একটা নিঃশ্বাস নিল কিন্তু মুখে কোনো কথা বললো না।
[ধুর বাবা এতো কিছু শুনেও কিছু বলছে না।যাগ্যে,আমার কথা আমি বলে দিছি এবার ওনার যা ইচ্ছা কোরুক।একটা ছেলের এতো রাগ কিভাবে থাকতে পারে?]
খাওয়ার জন্য আসুন ডাকছে।
মীম সেখান থেকে চলে আসলো।একটু পর নাদিম ও খাবার টেবিলে এসে খেয়ে নিল।মীম আড়ালে দাঁড়িয়ে ছিল।একটু পর পর নাদিমকে দেখছিল। কেন?সে নিজেও জানে না।নাদিম এ-র খাওয়া হয়ে গেলে সে তার মা এ-র উদ্দেশ্যে বললো,
তোমরাও খেয়ে নাও।
হুম একটু পরই খেয়ে নিব সবাই।আর বাবা, আর মাথা গরম করিস না হ্যা।এখন গিয়ে ঘুমিয়ে পর সকালে ফ্রেশ লাগছে।আজ আর রাত জাগিস না।
নাদিম কথা না বলে চলে যেতে নিলে মীমকে চোখে পরে।সাথে সাথে মীম চোখ সরিয়ে নিল।নাদিম একবার দেখেই রুমে চলে গেল।
___
পরের দিন সকালে খাওয়া-দাওয়া শেষে মীম নিজের রুমে ব্যক্তিগত কাজ করছিল।ঠক ঠক শব্দে পিছনে ফিরে তাকালো।
আপনি?কিছু বলবেন?ওও চা লাগবে?এখুনি দিচ্ছি।
আমি কি বলছি আমার চা লাগবে?সব সময় এক লাইন বেশি বুঝ কেন?
না চা দেয়া ছাড়া আমাকে দিয়ে আপনার আর কি কাজ থাকতে পারে?তাই ভেবেছি,
বেশি কথা বলবা না আগেই বলেছি সে কথা।আমি বেশি কথা পছন্দ করি না।যাগ্যে,রেডি হয়ে নাও আমরা বেরবো।
কিহ😧আপনি বেরুবেন তাও আবার আমাকে নিয়ে।
এতো অবাক হয়ার কিছু নাই।ঘুরতে যাচ্ছি না।
তাহলে কি করতে?
এক সেকেন্ডে, তুমি ভাবছো তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব?
না তা কেন (আস্তে আস্তে আওয়াজ কমিয়ে)
তুমি আর তোমার বেকুব ব্রেন।
😟
এখন চুপচাপ রেডি হয়ে নাও।তোমার ফ্যামিলিকে খুজতে যাব।কাল তো পাকনামি করে একাই চলে গিয়েছিলে।চলো আজ আমি নিয়ে যাব।
আশ্চর্য এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন?
না মানে কাল তো গ্রামে গিয়েছিলাম।কাওকে পাই নাই।আজ আবার গিয়ে কি হবে?
কাল গ্রামে গেছো আজ শহরে খুজবো।আশ্রয় কেন্দ্র,হাসপাতাল আর ও অনেক জায়গায় খোঁজ করলে কোনো না কোনো খবর পাওয়া যাবে।
এতো দিন পর তারা কি খবর দিতে পারবে?
আশ্চর্য! তুমি কি আমার সাথে যেতে চাইছো না?তোমার কি তাদের খোঁজার ইচ্ছা নাই?
তা কেন হবে?আচ্ছা আমি এখুনি আসছি।
__
মীম বোরখা পরে রেডি হয়ে নিল।নাদিম বাইরে দারিয়ে আছে।বেরনোর সময় রুবিনে বেগমকে বলে বেরিয়ে পরলো।
হাটার সময় হলো এক বিপত্তি। নাদিম অনেক আগে আগে মীম পিছে।একটু পর নাদিম পিছনে ঘুরতেই ভ্রু কুচকে ফেললো,
কি বেপার?ভাত খাও না?এটা..
চলবে,,