#কাজের_মেয়ে
#Jannat_Mim
#পর্বঃ৫১
মীম এ-র বাবা,মা মীমকে নিয়ে তখনি চলে যেতে চেয়েছিল কিন্তু নাদিম এ-র মা যেতে দেয়নি।আকরাম খান না আসলে মীমকে ছাড়বেন না তিনি।যেহেতু তিনি রাতে আসে তাই সবাইকে রাত থেকে সকালে যেতে হবে।
সবাই যে যার মতো ব্যাস্ত।রুবিনা বেগম রান্নার কাজে,মীম একটু রুবিনা বেগমকে সাহায্য করে আবার সবার সাথে গল্প করতে যায়।বাকিরা কথা বলছে।
অনেকক্ষন হলো নাদিম কে দেখতে পাচ্ছে না মীম।কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে।সব ছেড়ে মীম এবার নাদিমকে খুজতে লাগলো। কোথাও নেই নাদিম।কোই গেল?কি যেন ভেবে ছাদ এ-র দিকে হাটা দিল।বাড়িটা ৬ তলা।ছাদের দরজা ছেড়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে ছাদের চারদিকে যে ছোট দেয়াল দিয়ে বেড়া দেয়া হয় মানে ওয়াল এর রেলিং,যেখানে বসে দু’পা বাইরের দিকে দিয়ে দু’হাত দুই পাসে রেলিং এ-র ওপর রেখে মাথা নিচু করে চুপ করে বসে আছে নাদিম।তা দেখতে পেয়ে মীম তারাতাড়ি নাদিম এ-র কাছে যায়।পেছন থেকে তারাতাড়ি বলে ওঠে,
আরে,,এখানে বসেছেন কেন?পরে যান যদি?
আচমকা কারো কন্ঠে চমকে যায় নাদিম। পেছনে তাকিয়ে বলে,
তুমি এখানে?
নাদিমকে খুজতে খুজতে এসেছে এটা তাকে বুঝতে দিবে না মীম।তাই বলে,
এমনি ছাদে এসেছিলাম।তারপর দেখি এই অবস্থা।এভাবে বসেছেন কেন?নামুন ওখান থেকে।
মুড অফ আছে বিরক্ত করো না।যাও নিচে যাও।
কেন?মুড অফ কেন?কি হয়েছে?
সেটা তোমাকে বলতে হবে?(রাগি চোখে তাকিয়ে)
যতই রাগ করুন আজ আমি ঝ*গড়া করবো না।(রেলিং এ বসতে বসতে)
আরে কি করছো তুমি এখানে বসছো কেন?
আপনি বসলে আমিও বসতে পারবো।
বারাবাড়ি একদম করবে না বলে দিলাম।নামো,,(ঝাড়ি দিয়ে)
তাহলে আপনি এদিকে ফিরে বসুন।
সমস্যা কি তোমার?আমাকে নিয়ে পরলে যে হঠাৎ?
কথা আছে আপনার সাথে।ফেস টু ফেস না হলে ভালো লাগে না।
ওকে ফাইন।বলো এবার(ভেতর দিকে ঘুরে বসতে বসতে)
আমারা কাল চলে যাচ্চি।
হে তো
নাদিম এ-র এমন ঝট পট উত্তরে মীম এ-র বেস খারাপ লাগলো।কি সহজে বলে দিল “হে তো”।সে চলে গেলে বুঝি নাদিম এ-র একটুও মন খারাপ লাগবে না।এতো গুলো দিন এক সাথে থেকেছে।নাদিম বাড়িতে থাকলে মীম এ-র সাথেই বেশি সময় কাটিয়েছে।যদিও তা ঝগড়া করে।কিন্তু মীম এ-র যদি তাদের ছেড়ে যেতে কষ্ট হয় তবে কেন তার হচ্ছে না।[আমি কি এতোই মূল্যহীন?যে আমার জন্য কারো খারাপ লাগে না।ওকে ফাইন!আমার জন্য কারো খারাপ না লাগলে আমারও কারো জন্য খারাপ লাগবে না।চলেই যাব আমি হুহহ]ভিশন অভিমান হলো মীম এর।
চলবে,