কাজের মেয়ে-পর্বঃ৫৮

0
562

#কাজের_মেয়ে
#Jannat_Mim
#পর্বঃ৫৮
নাদিম ওর মাথা নিচু করে তার গালেও একটা দিল।এ-র ফলে মেয়েটি নাদিমকে জরিয়ে ধরলো।নাদিম ও মেয়েটিকে শক্ত করে আগলে নিল বুকে।
তোমাকে সব সময় এ-ই বুকে আগলে রাখবো।তোমার জায়গা আমার বুকে।হ্যা আমার বুকে।
কিন্তু আমিতো থাকবো না।
কিহ!!!(চরম অবাক হয়ে বুক থেকে মাথা তুলে তাকালো নাদিম।অজানা ভয়ে বুক ধুক পুক করছে।)
হ্যা আমাকে যে যেতে হবে (বলে নাদিম এ-র থেকে নিজেকে ছারিয়ে নিল।এবং এক পা এক পা পিছাতে লাগলো।)
নাহ!তুমি যেতে পারো না আমাকে ছেরে।কোথায় যাচ্ছো তুমি?নাহ এটা হতে পারে না। ফিরে এসো।ফিরে এসো।(আছতে আছতে ছায়াটা মিলিয়ে যেতে লাগলো)
মীইইইমমম!!! মীইইইম!! মীইইইইইম!!!
রুবিনা বেগম দৌড়ে আসলো নাদিম এ-র রুমে।দেখে নাদিম ঘুমের মধ্যে মীম মীম বলে জোরে জোরে ডাকছে।তিনি ভয় পেয়ে গেলেন।তারাতাড়ি ছেলের কাছে গিয়ে নাদিম নাদিম বলে ডাকতে লাগলেন।নাদিম চোখ খুলে তার মাকে দেখে উঠে বসে বলতে লাগলো,,
মা, মা দেখ মীম আমাকে ছেড়ে চলে যাচ্ছে।কতো করে বলছি শুনছেই নাই।ও চলে গেলে আমি কিভাবে থাকবো তা ও বুঝতে পারছে না মা।তুমি ওকে বলো না যেন চলে না যায়।তুমি বললে ও ঠিক শুনবে।বলো না মা।আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না।
রুবিনা বেগম ছেলের এমন ব্যবহার এ কেঁদে দিলেন।ঘুম আর সপ্নের ঘোর কাটলো নাদিম এ-র তার মায়ের কান্নায়।কথা গুলো বলার সময় ও সপ্নের ঘোরে ছিলো।মাকে কাদতে দেখে দুহাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে,,
আই এম সরি আম্মু।ঘুমের ঘোরে কি বলতে কি বলে ফেলেছি তার ঠিক নেই।তুমি কাদছো কেন?প্লিস কেদো না।
রুবিনা বেগম কান্না থামিয়ে ছেলের কান টেনে ধরে বলে,
আমার কাছে আর লুকাতে হবে না।তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না?আমি আগে থেকেই বুঝতাম।আর এই নিয়ে তোমার বাবার সাথে কথা বলবো তাও ভেবে নিয়েছিলাম।কিন্তু আমার ছেলেটা যে এতো পাগল মীম এর জন্য তা আন্দাজ করতে পারিনি।
কবে এতো পাগল এ-র মতো ভালোবেসে ফেললি?তোরা তো সারাদিনই ঝগড়া করতি।
আমি কি মীমকে ভালোবেসে ফেলেছি আম্মু??(অবাক হয়ে)
আসলেই তুই একটা পাগল।এতোকিছুর পরো বুঝতে পারছিস না তুই ওকে কতোটা ভালোবাসিস?
আমি মীমকে ভালো বাসি??(আবারও অবাক হয়ে প্রশ্ন করলো নাদিম)
হায়রে!যে নেই বলে বাড়িতে থাকিস না।ঠিক করে খাওয়া দাওয়া করিস না।যাকে সব সময় হ্যালোসিনেট করিস।রাতে তাকে নিয়ে সপ্নও দেখিস।হারিয়ে ফেলার ভয় পাস।এতোকিছুর পরো বলবি ভালো বাসিস না।
নাদিম চুপ করে নিচ দিকে..
চলবে,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here