অব্যক্ত_প্রিয়তমা #ফাতেমা_তুজ #part_12

0
349

#অব্যক্ত_প্রিয়তমা
#ফাতেমা_তুজ
#part_12

সন্ধ্যার মুখোরিত পরিবেশ। মৃদু সমীরনে শরীর কেঁপে উঠে। প্রতি টা লোম কূপ সুখের সাগরে নেমেছে। পাশে থাকা মানুষ টির শরীর থেকে আসা দারুন এক ঘ্রান ইন্দ্রিয় কে স্বস্তি দিচ্ছে। রক্তের প্রতি টি শিরা যেন হীম শীতল। সামনে দৃষ্টি রেখে স্টিয়ারিং ঘুরিয়ে ড্রাইভ করছে নির্ভীক। সে দৃশ্য আড়চোখে দেখছে অনিন্দিতা। মেরুন রঙের পাঞ্জাবির হাতা টা গুটিয়ে রেখেছে ছেলেটা। হাতে থাকা ঘড়ি টা হেলায় ফেলায় উল্টো হয়ে রয়েছে ঠিক যেন অনিন্দিতা প্রতিরূপ । আনমনে হাসে মেয়েটা আপন মনেই উচ্চারন করে যাক একটা সঙ্গী তো পাওয়া গেল। কিছু তো আছে যে অনিন্দিতার মতোই হেলায় ভেলায় রয়েছে। তবু ও দিন শেষে অনিন্দিতা অভাগী। ঘড়ি টার স্থান নির্ভীকের হাতে আর অনিন্দিতা স্থান বহুদূরে। অদূরে ভেসে থাকা মেঘের মতো চাঁদের আলো পাওয়ার তিতিক্ষা করছে মেয়েটা। অথচ মেয়েটা জানেই না চাঁদের নিজস্ব কোনো আলো নেই। রঙিন স্বপ্ন বুনে আদৌ কোনো লাভ নেই। ভাবনায় সুতো কাঁটে ফোনের বিকট রিং হওয়ার শব্দে। নির্ভীক যেন বিরক্ত হয়। ভয়ে ফোন তোলার সাহস পায় না অনিন্দিতা । নির্ভীক বলে
_ ফোন রিসিভ করুন।

_ জিই ।

ফোন রিসিভ হতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কন্ঠ ভেসে আসে। অনিন্দিতা কথা বলার সুযোগ পায় না। দীর্ঘ লাইনের কথা শেষ হলে দম ফেলে আসিম। অনিন্দিতা যেন হাঁফ ছেড়ে বাঁচে। একটু ঝুঁকে ফিস ফিস করা কন্ঠে বলে
_ আসছি তো ।

_ এতো লেট কেন করলে অনি ? নির্ভীক স্যার কি তোমাকে নিয়ে আসতে চায় নি।

_ না তেমন না। একটা সমস্যা হয়েছিলো তাই লেট হলো। আমরা রাস্তায় আছি , আর একটু ।

_ ওকে ! সাবধানে এসো, আর নির্ভীক স্যার কে বিরক্ত করো না। যদি ও তোমার প্রতি টা আচারন ই ওনার কাছে বিরক্ত লাগে। আর কোনো কিছু নিয়ে একদম ই মন খারাপ করবে না।

_ হ্যাঁ আমি মেনে চলবো।

অনিন্দিতার কথা শেষ হতেই গাড়ির ব্রেক কষে নির্ভীক। সামান্য চমকায় অনিন্দিতা। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে চারপাশে রঙিন আলো ঝলমল করছে অর্থাৎ কাঙ্খিত স্থানে পৌছে গেছে। অনিন্দিতা কে না বলেই নির্ভীক নেমে যায়। পর পর দীর্ঘশ্বাস ফেলে অনিন্দিতা ও নেমে আসে। সামান্য দুরুত্ব বজায় রেখে নির্ভীকের সাথে সাথেই চলছে সে। নির্ভীকের ফোন বাজে, থমকে গিয়ে ফোন রিসিভ করে সে। অনিন্দিতা আনমনে হাঁটার কারনে খানিকটা এগিয়ে যায়। হঠাৎ করেই হাতে টান অনুভব হয়। পেছন ফিরে দেখে নির্ভীক তাকে টেনে নিয়ে যাচ্ছে। অনিন্দিতা যেন আকাশ থেকে পরে। কিছু বলার ভাষা খুঁজে পায় না। আড়ালে নিয়ে যায় নির্ভীক। বিস্ময়ে হতবাক হয়ে থাকা অনিন্দিতা আরেক দফা চমকায় যখন নির্ভীক তাঁর দিকে অগ্রসর হয়। নির্ভীকের হাত কাঁপছে, চোখ দুটো কেমন এলোমেলো বার বার শুকনো ঢোক গিলছে।অনিন্দিতার শরীর ঘিন ঘিন করে। হাতের ইশারায় বাঁধা প্রদান করে মেয়েটা। সে দিকে পাত্তা দেয় না নির্ভীক। দুজনের মাঝে কয়েক ইঞ্চির ব্যবধান। নির্ভীক তাঁর ঠান্ডা হাতে স্পর্শ করে অনিন্দিতার বাহু। শরীরে বিদ্যুৎ চমকানোর মতো কেঁপে উঠে অনিন্দিতা। চোখে পানি জমেছে। যে পানি পরিলক্ষিত হয় না নির্ভীকের। আরেকটু ঝুঁকে নেয় নির্ভীক। হঠাৎ অনিন্দিতা অনুভব করে তাঁর গুছিয়ে করা খোঁপা টা খুলে গিয়ে পিঠময় চুল ছড়িয়ে গেছে। নির্ভীক সরে যায়। নিজ কার্যে সামান্য বিরক্ত হয় সে। তবু ও নিজেকে শক্ত রেখে বলে
_ পিঠ দেখানোর জন্য অনুষ্ঠানে এসেছেন ? এমন বাজে ডিজাইন কেন দিয়েছেন ?

ভারী অবাক হয় অনিন্দিতা। নির্ভীকের কাছাকাছি আসার রহস্য উন্মোচন হলে ও ভেতর টা খট খট করছে। নির্ভীক তাঁকে বললে ও তো পারতো। নির্ভীকের কঠিন ধমকে চমকে যায় অনিন্দিতা। সামান্য তুতলিয়ে বলে
_ স্যরি। সময় কম থাকায় রেডিমেড এনেছিলাম।

নির্ভীক উত্তর দেয় না। অনিন্দিতা মাথা নিচু করে আনমনেই বলে ” সময় টা থমকে গেলে ও পারতো। ”

.

আসিম এসেই অনিন্দিতা কে নিয়ে চলে এসেছে। অনিন্দিতা একটু মন খারাপ করে নিলো। আসিমের দিকে ভ্যাগা দৃষ্টি দিয়ে বলল
_ নির্ভীক ভাই এর পাশে পাশে থাকতে চেয়েছিলাম।

_ অনি, অনি , অনি উফফ তুমি কিচ্ছু বুঝতে চাও না। নির্ভীক স্যার কে জেলাসি ফিল করাতে হবে।

_ জেলাসি !

_ ইয়েস। কেন তোমাকে ইগনোর করে জানতেই হবে।

_ ওনি আমাকে পছন্দ করে না আসিম।

আসিম উত্তর দেয় না। ঠোঁটে দাঁত কামড়ে দাঁড়িয়ে থাকে তারপর ই পকেট থেকে ফোন বের করে কিছুক্ষন ঘাঁটাঘাঁটি করে। অনিন্দিতা কে উদ্দেশ্যে করে বলে
_ নির্ভীক স্যারের দ্বিতীয় আইডি টা কখনো দেখেছিলে ?

_ ওনার আরেক টা আইডি আছে ?

_ ইয়েস। ” অব্যক্ত প্রিয়তমা ” সেই আইডির নাম। যার প্রতি টা লাইনে লাইনে একজন কে নিয়েই লেখা অব্যক্ত প্রিয়তমা। কে এই অব্যক্ত প্রিয়তমা ?

অনিন্দিতা চিন্তিত হলো। নির্ভীকের ডায়েরী তে ও অব্যক্ত প্রিয়তমা লিখা ছিলো। সত্যি ই তো , কে সে। মুহুর্তেই মেয়েটার মন বিষিয়ে গেল। আসিম না থাকলে নির্ঘাত কেঁদে বুক ভাসাতো। সে স্পষ্ট অনুভব করছে নির্ভীক তাঁর নয়। আসিমের ধাক্কার ধ্যান ফিরে। আসিম ব্যাথাতুর কন্ঠে বলে
_ আমি তোমাকে সান্ত্বনা দিবো না অনি। তবে বলবো অতিরিক্ত আশা নিয়ে বেঁচে থাকা কষ্টকর। মন থেকে চাই নির্ভীক স্যার তোমার হোক।

_ পানি, পানি খাবো আসিম।

অনিন্দিতার কাঁপা কন্ঠে বুক চিরে বের হয়ে আসে দীর্ঘশ্বাস। মেয়েটার কষ্ট নিতে পারছে না আসিম। প্রিয় মানুষের কষ্ট সত্যি ই কষ্টকর। আসিমের দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসে একা ব্যাথাতুর বানী ” জীবন রঙিন হয়ে ও হয় না রঙিন। ”

রোজের সাথে হেসে হেসে কথা বলছে নির্ভীক। রোজ ওহ ইনভিটেশন পেয়েছে। মেয়েটা শুকিয়ে গেছে । নির্ভীকের মায়া হয় , রোজ নিজের প্রতি বড্ড কেয়ারলেস। নির্ভীক বলে
_ তোর এ অবস্থা কেন ? কানাডায় ফিরে যেতে চাস।

_ আরে না। আমি একদম ঠিক আছি।

নির্ভীক চিন্তা গ্রস্ত হয়। ঠান্ডা লেগে রোজের যা তা অবস্থা। বিডির আবহাওয়া সহ্য হয় না মেয়েটার। রোজ পর পর হাঁচি দিতেই নির্ভীক বলে
_ এই তোর ঠিক থাকার নমুনা ?

রোজ হাসে। নির্ভীকের কাঁধে হাত রেখে বলে
_ দেখলি তো ধরা খেয়ে গেলাম। সবাই তো তোর মতো অভিনয়ের জগতে বাস করে না। আচ্ছা বল তো জীবনে সাত রং থাকা সত্তে ও কেন রংধুন হয়ে উঠে না ?

” রংধনুর সাত রঙ কে ঢেকে দেওয়ার জন্য সামান্য অন্ধকার ই যথেষ্ট ”

কথা টা বলে নির্ভীক। পরক্ষণেই লম্বা হেসে ফোনে মনোযোগী হয়। হঠাৎ করেই কেমন এলোমেলো লাগছে। রোজের চোখে মুখে বিস্ময়। রোজ বলে
_ আমাদের গল্প টা অসম্পূর্ণ ই থেকে যাবে তাই না ?

নির্ভীক হাসে। সব গল্পের সমাপ্তি ঘটে না। কিছু গল্প তো চলতেই থাকে। নিশ্বাস যতো দিন আছে গল্প ওহ ঠিক ততো দিন ই চলমান হবে।

.

মেহেরিমা কে মেহেদী পরিয়ে দিচ্ছে অনিন্দিতা। আসিম বলেছে খুব সুন্দর মেহেদী পরাতে পারে মেয়েটা। তাই মেহেরিমা ও বায়না ধরেছে। সামান্য আড়ষ্ঠতা থাকলে ও অনিন্দিতা হাসি মুখে তা গ্রহন করেছে। মেহেরিমার হাসবেন্ড প্রবাসী। তাই এতো দ্রুত বিয়ের আয়োজন। তিন মাস পর মেহেরিমা ও চলে যাবে অস্ট্রেলিয়া। অনিন্দিতা মেহেদী পরানো শেষে উঠে আসলো। নির্ভীকের সাথে রোজ কে লক্ষ্য করেছে সে। ভেতরে ভেতরে ভাঙচুর হলে ও উপরে উপরে শক্ত রয়েছে মেয়েটা। কোথা থেকে আসিম চলে এলো। অনিন্দিতা শুধাল
_ যে আমাকে চায় না সে কি জেলাস হবে আসিম ?

_ দেখাই যাক কি হয়। এক বছরের ও বেশি সময় ধরে নির্ভীক স্যার কে দেখছি আমি। মানুষ টার চাল চলন বুঝতে পারি না। তবে কেন যেন মনে হচ্ছে নির্ভীক স্যার এক আকাশ সমান রহস্য তে ঘেরা। তার সাথে এ ওহ মনে হচ্ছে মানুষটা গুটানো স্বভাবের।

_ আমার মনে হয় না। আসলে আসিম ওনি আমাকে পছন্দ ই করেন না। এটাই একমাত্র সত্যি।

_ চুপ করবে অনি। একটু পর আমার সাথে ডান্স করবে বুঝলে ?

_ আচ্ছা।

অনিন্দিতা কে বেঞ্চ এ বসায় আসিম। দুটো আইসক্রিম নিয়ে এসে বলে
_ খেতে থাকো আমি আসছি।

_ আচ্ছা।

আসিম চলে যায়। অনিন্দিতা আইসক্রিম এর প্যাকেট খুলে আইসক্রিম মুখে নেয়। শীর শীর অনুভূতি হচ্ছে। মনে পরে যায় রোজের কথা। মেয়েটার সাথে কিসের সম্পর্ক নির্ভীকের ?

মিনিট পাঁচেক পর ফিরে আসে আসিম। তাড়া দিয়ে বলে
_ আসো। কাপল ডান্স এর ব্যবস্থা করেছি। যদি নির্ভীক স্যার এক বারের জন্য ও তোমার দিকে রাগি দৃষ্টি তে তাকায় তাহলে বুঝবে কিছু চলছে।

_ এমন কিছু ই হবে না।

_ আচ্ছা দেখাই যাক।

কাপল ডান্স এর ঘোষনা করা হয়। এক হাত বাড়িয়ে দেয় আসিম । অনিন্দিতা কোনো রখম অস্বস্তি ছাড়াই হাতে হাত রাখে। আড়চোখে নির্ভীকের দিকে তাকায় সে লক্ষ্য করে নির্ভীক কে হাসি খুশি দেখাচ্ছে। ভেতর থেকে তাচ্ছিল্য আসে অনিন্দিতার। সব ভালোবাসায় পূর্নতা আসে না। সবার জন্য ভালোবাসার স্বাদ নিশ্চিত করা হয় না। কিছু মানুষের জন্য দগ্ধ স্থির করা হয়। তাঁর ই একজন হলো অনিন্দিতা।

আশাহত আসিম গালে হাত দিয়ে বসে আছে। নির্ভীকের অনুভূতির কোনো রকম পরিবর্তন ঘটে নি। সমস্ত প্ল্যানে যেন জল ঢেলে দিয়েছে। অনিন্দিতার মধ্য ও কোনো চঞ্চলতা নেই। কয়েক দিনে মেয়েটা যেন বুঝদার হয়ে উঠেছে। তবে একটাই দোষ আবেগে আপ্লুত হয়ে পরে খুব দ্রুত। নির্ভীকের স্মৃতি আঁকড়ে পরে থাকাই যেন তাঁর লক্ষ্য। যদি ও তাঁদের স্মৃতি খুব বেশি ভালো নয়। তুচ্ছ তাচ্ছিল্যর মাঝেই ভালোবাসা খুঁজে অনিন্দিতা। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলো অনিন্দিতা। ছলছল নয়নে অন্ধকার আকাশের দিকে তাকালো। ঠিক তখনি কর্নপাত হয় নির্ভীকের কন্ঠ। অনিন্দিতা বলে
_ এখনি চলে যাবেন ?

_ আরো থাকতে চাচ্ছেন ?

_ নাহ এমনি বললাম।

_ রাত সাড়ে এগারো টা বাজে। এতো রাতে আপনাকে সাথে করে নিয়ে আসা যাওয়া করা ওহ আমার জন্য লজ্জাজনক।

_ নির্ভীক ভাই !

_ আমার সাথে আসুন। আমি বাস্তব টাই বললাম।

গাড়ি চলছে । অনিন্দিতা অনুভূতি শূন্য। মনের ভেতর এক বাসনা জেগেছে তাঁর। মন পাঁজরের গহীন ক্ষত টা সৃষ্টি হয়েছে আজ বেশ অনেক দিন। দিন বললেও ভুল হবে বছর হয়ে গেছে। নির্ভীকের সাথে ঘুরতে যেতে চায় অনিন্দিতা। এক বছর পূর্বে নির্ভীকের কাছে রিটার্ন গিফ্ট হিসেবে এই আকাঙ্খা রেখে ছিলো অনিন্দিতা। নিজ জন্মদিন হওয়ার সুবাদে নির্ভীক হ্যাঁ না কিছু ই বলে নি। না হলে অপমান করে তাচ্ছিল্য করতো সে। আজ সে উত্তর টা জানতে ইচ্ছে হচ্ছে। সেটা তাচ্ছিল্য হলে ও হবে। ঘড়ি তে টাইম দেখে নেয় অনিন্দিতা। বারো টা বাজার কয়েক সেকেন্ড বাকি। নিজ মন কে বুঝিয়ে নিয়ে নির্বিকের উদ্দেশ্যে অনিন্দিতা বলে
_ ” শুভ জন্মদিন ”

_ থ্যাংকস

কথা টা অনুভূতি হীন ভাবেই বলে নির্ভীক। অনিন্দিতার অন্তকর্ন থেকে ভেসে আসে দীর্ঘশ্বাস আর ক্লান্তি। নেতিয়া যাওয়া নেত্র পল্লব মেলে বলে
_ গত বছর সবাই কে রিটার্ন গিফ্ট দিয়েছিলেন আমাকে তো দিলেন না ? এবারো কি দিবেন না ?

_ কি চান বলুন।

_ যদি চাই আপনাকে ?

_ বাচ্চামো করবেন না অনিন্দিতা। অন্য কিছু বলুন।

_ ভয় পাবেন না। এটা এমনি তেই বললাম। মানুষ তো আশায় বাঁচে তাই আশা টা কে প্রকাশ করলাম। অন্য কিছু চাইলে দিবেন তো আমায় , কথা দিন তাহলে ।

_ বলুন কি চান।

_ আমি কাঁদবো নির্ভীক ভাই। আপনাকে জড়িয়ে কাঁদতে চাই। একটু স্বস্তি চাই আমি। একটা চাঁদ দেখতে চাই আমি। আমার না হওয়া ব্যক্তিগত চাঁদ কে একটু অনুভব করতে চাই।

হতবাক হয় নির্ভীক। অনিন্দিতা কে উদ্দেশ্যে করে বলে
_ এটা কেমন কথা অনিন্দিতা। অন্য কিছু চান আপনি।

_ আমাকে কথা দিয়েছেন আপনি।

_ অনিন্দিতা আমার কথা শুনুন।

নির্ভীকের উত্তরের আশা করে না অনিন্দিতা। এই প্রথম জড়িয়ে ধরে নির্ভীক কে। নির্ভীক কেঁপে উঠে । মেয়েটার ছোঁয়া মাদকতার মতো কাজ করছে। ঝলসে যাচ্ছে সে , তবু ও অতি শীতল কন্ঠে বলে
_ এতো ভালোবাসা উচিত নয় অনিন্দিতা এতো অনুভূতি নিয়ে ভালোবাসা উচিত নয়। মরন ব্যাধি থেকে বেরিয়ে আসুন আপনি , ভালো থাকবেন।

[ লেট করার জন্য দুঃখিত। পার্সোনাল প্রবলেম এ আছি। পড়াশোনার অবস্থা খারাপ। আমার জন্য দোয়া করবেন। সবাই গঠনমূলক মন্তব্য করবেন। অনিন্দিতা কিংবা নির্ভীক দুজনেই যে যাঁর দিক থেকে ঠিক। অনিন্দিতার পাগলামি তে যাঁদের সমস্যা তাঁদের বলছি একটু অপেক্ষা করুন অনিন্দিতা সম্পর্কে এক সত্যি জানতে পারবেন ইনশাআল্লাহ। গল্প টা সম্পূর্ণ কাল্পনিক । তবে আমার কয়েক জন রিডার্স বলেছেন একটা সময় এই পাগলামি টা তাঁরা ও করেছে। অর্থাৎ বাস্তবে ও এমন হয় আর হতে পারে। তাই কেউ বলবেন না আমি নিজ ইচ্ছেমত উস্কানিমূলক কিছু লিখছি। তবু ও বলছি গল্প কে গল্প হিসেবে গ্রহন করবেন। ]

বি : দ্র : ভুল ত্রুটি মাফ করবেন ।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here