#ভালো_তোকে_বাসতেই_হবে #লেখক_সুর্য_হুসাইন_শুভ #পর্ব_২

0
438

#ভালো_তোকে_বাসতেই_হবে
#লেখক_সুর্য_হুসাইন_শুভ
#পর্ব_২

ছেলেটি : তুমি মোক বিয়া করার জন্য পাগল হইয়া যাইবা, মনে রেখো ।
মোরে বিয়া করার লাইগা মরতেও চাইবা ।

.

অন্তু : আপনি শুধু গাইয়া ভুত না,
আপনার মাথাতেও সমস্যা আছে…. আমি একটা বেকার অকর্ম ছেলেকে বিয়ে করতে পারবো কিন্ত আপনাকে নেভার এভার ….

.

ছেলেটি : কিন্তু মুই তুমাক বিয়া করিম এইডা ফাইনাল ।

.

অন্তু : অসম্ভব । আমি কখনোই আপনাকে বিয়ে করবো না ।

.

ছেলেটি : আর যদি বিয়া করতে পারি ?

.

অন্তু : আর যদি না পারেন ?

.

ছেলেটি : বাজি করবেন ??

.

অন্তু : করলাম,,,,,, বলেন কি বাজি……

.

ছেলেটি : মুই তুমারে বিয়া করবার পারলে
রোজ রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম
ভাঙার পর তুমার ভিজা চুল দিয়ে আমার পা মুছাই দিতে হবে…..

.

অন্তু : ইয়াক….. আর যদি আপনি হারেন
তাহলে ?

.

ছেলেটি : তুমি যেই ছেলের লগে বিয়া করবা তার লগে বিদ্যাসে হানিমুন করতে সব টাকা মুই
দিমু…….

.

অন্তু : খুশি হয়ে…….. ওকে ফাইনাল…..

……..

……..
তারপর অন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিলো
বাসায় ।
সে ওই গাইয়া খ্যাত ছেলেকে বিয়ে করতে পারবে না ।
কিন্তু তার মা বাবা সিদ্ধান্তে অটল, বিয়ে তার বান্ধবীর ছেলেকেই করতে হবে । এক সপ্তাহ এভাবে চলার পর একদিন অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে যায় অন্তু ।

তখন অন্তুর বাবা বিয়ে ভেঙে দেয় তার মেয়ের কথা ভেবে ।
অন্তু তো মহাখুশি সেই গাইয়ার হাত থেকে বাঁচতে পেরে……….
কিছুদিন বাসায় রেস্ট নিয়ে আবার আগের মতই হয়ে গেল অন্তু ।

…………..

বেশ মাসখানেক পর ভার্সিটিতে আসলো অন্তু ।
এসেই বান্ধবীদের সাথে আড্ডায় আবার মেতে উইলো ।
তখনি নোটিশ করলো যে ক্যাম্পাসে একটা নতুন ছেলে একা একা বসে স্ট্যাডী করছে ।
বান্ধবীদের জিজ্ঞেস করলো নতুন ছেলেটি কে ??

বান্ধবীরা বললো নাম সূর্য,
ভার্সিটিতে নতুন
কিন্তু আমাদের সিনিয়র MBA করছে । কারো সাথেই তেমন মিশে না ।
মেয়েদের আশেপাশেও খুঁজে পাওয়া যায় না ।
প্রচন্ড লেভেলের ব্রিলিয়ান্ট & স্কলারশিপ পেয়ে MBA ভর্তি হয়েছে ।
সারাদিন বইয়ে মুখ গুজে থাকে,, এক কথায় বই
হেপ্পফুল ।

…..

মেয়েদের আশেপাশে থাকে না কেন ?
গে নাকি ?……….

চলবে..?.

➤ নিয়মিত নামাজ পড়বেন সবাই 😘

➤ গল্পের ভুলক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

➤ কেমন লাগলো জানাবেন ।

➤ ভালো থাকুন সুস্থ থাকুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here