#তুমি_শুধু_আমারই_হও
লেখনীতে- অরনিশা সাথী
|২৩|
নূর বাসায় ফেরেনি এখনো। আর উৎসবের আব্বু অফিসে। তাই বাসায় অর্নি, উৎসব এবং শায়লা বেগমই আছেন। তিনজনে একসাথে লাঞ্চ করে নেন। উৎসব সোফায় বসে টিভিতে নিউজ দেখছে আর অর্নি শায়লা বেগমের সাথে হাতে হাতে সবকিছু গুছিয়ে রাখছে। যদিওবা এতে শায়লা বেগম বেশ কয়েকবার আপত্তি জানিয়েছেন কিন্তু অর্নি সেসবে পাত্তা দেয়নি৷ শায়লা বেগম অর্নিকে নিয়ে নিজের ঘরের দিকে গেলেই উৎসব বললো,
–“আম্মু আমার বউকে নিয়ে তোমার ঘরে যাচ্ছো কেন?”
উৎসবের এমন কথায় অর্নি বিষম খেলো। কি ঠোঁটকাটা ছেলে। নিজের মা কে কেউ এভাবে বলে? শায়লা বেগম হেসে বললো,
–“তোমার বউ তোমার কাছে আসেনি, এসেছে আমার কাছে। তাই সে আমার ঘরেই যাবে। সময় হলে ঠিক চলে যাবে তোমার ঘরে। আপাতত একা থাকো।”
উৎসব অসহায় ফেস করে বললো,
–“বিয়ের পর আব্বু তোমায় ছাড়া থেকেছে কখনো? থাকেনি মেবি, তাহলে আমি কেন বউ ছাড়া থাকবো?”
–“সেসময়ের কথা ছাড়ো। তখন তোমার আব্বু আমায় বিয়ে করে বাসায় নিয়ে এসেছিলো। কিন্তু তুমি বড্ড বেশি তাড়াহুড়ো করেছো বলেই তোমাদের শুধু রেজিস্ট্রি করা হয়েছে।”
–“তাতে কি? বিয়ে করা বউ-ই তো।
–“লাজ-সরম একটুও নেই না? এভাবে মায়ের সামনে বউ বউ করছো?”
–“নিজের বউকেই তো চেয়েছি লজ্জা করবে কেন? তুমি দ্রুত আমার বউকে আমার কাছে এনে দেওয়ার ব্যবস্থা করো। তোমার বউয়ের ইচ্ছেমতো, অনুষ্ঠান পরেই হবে। কিন্তু আমার বউকে আমার এখন লাগবে।”
–“চুপ ফাজিল ছেলে, লজ্জা করছে না আম্মুকে এসব কথা বলতে?”
–“আমুউউউউউ___”
ছেলের কান্ডে শায়লা বেগম মুচকি হেসে অর্নিকে নিয়ে নিজের রুমে চলে গেলেন। অর্নি এতক্ষণ দম বন্ধ করে দাঁড়িয়ে ছিলো এখানে। ইশ্! কি বিচ্ছিরি কান্ড। এই ছেলেটার মুখে কিছু আটকায় না। এভাবে নিজের মাকে কেউ এসব বলে?
শায়লা বেগম উনাদের বিয়ের এলব্যাম বের করে অর্নিকে দেখাচ্ছে। সাথে নূর আর উৎসবের ছোটবেলার ছবিও আছে৷ শায়লা বেগম তো রাজ্যের গল্প জুড়ে দিয়েছেন। অর্নি মনোযোগ সহকারে সেসব গল্প শুনছে। একপর্যায়ে শায়লা বেগম বললো,
–“জানিস অর্নি, আমার উৎসবটা না তোকে বড্ড ভালোবাসে।”
অর্নি ড্যাবড্যাব করে তাকিয়ে রইলো। শায়লা বেগম আবারো বললো,
–“যেদিন নিহালের সাথে তোর এনগেজমেন্ট হয়েছে সেদিন নূর বাসায় ফিরে সরাসরি কথাটা উৎসবকে জানাতে পারেনি। নূর জানতো উৎসব জানলে যাচ্ছেতাই কান্ড ঘটাবে। নূর কথাটা আমায় জানিয়েছিলো তখনই উৎসব শুনতে পায়। তারপর হনহনিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়।”
–“তারপর কি হয়েছিলো শাশুমা?”
শায়লা বেগম হেসে বললো,
–“ছেলেটা আমার ঘর-দোরের নাজেহাল অবস্থা বানিয়ে ফেলেছিলো। পুরো বাড়ি ভাংচুর করেছে। দেখছিস না সবকিছু নতুন আনানো?”
অর্নি কি বলবে বুঝতে পারলো না। শায়লা বেগম আবারো বললো,
–“উৎসব সেদিন এত্ত পরিমান রেগে ছিলো ওর আশেপাশে যেতেও ভয় পেয়েছি আমরা। আমার যে ছেলেটা সিগারেট স্পর্শ করতো না সেই ছেলের ঘরের সামনেও যাওয়া যেতো না সিগারেটের গন্ধে। সেদিন সারা-রাত একাধারে সিগারেট টেনেছে আর সবকিছু ভাংচুর করেছে। ঘর থেকেও বের হয়নি। তারপর দিন তুই ভার্সিটি যাওয়ার পর রুশান টেক্সট করে আর অমনিই পাগলটা ছুটে যায় তোর কাছে।”
অর্নি বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। শায়লা বেগম মৃদু হেসে বললেন,
–“তোদের বিয়ের দিন উৎসব কি করেছে শুনবি?”
অর্নি উৎসুক দৃষ্টিতে তাকালো শায়লা বেগমের দিকে। শায়লা বেগম একগাল হেসে বললো,
–“হুট করেই বিকেলে বাড়ি ফিরে আমাদের ঘরে আসে উৎসব। সরাসরি জানায় ও তোকে বিয়ে করতে চায় আর তক্ষুনি। আমি আর তোর আংকেল অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু লাভ হয়নি। ও জেদ বেঁধে আমাদের দুজনের পায়ের কাছে বসে ছিলো। ওর একটাই কথা ছিলো তোকে ওর করে দিতেই হবে। আর সেটা সেদিনই। বাচ্চাদের মতো বায়না ধরেছিলো তোকে পাওয়ার জন্য। তাই তো ওভাবে কোনো প্রস্তুতি ছাড়াই সেদিন তোদের বিয়েটা হয়ে যায়।”
অর্নির এবার বেশ লজ্জা লাগছে। সাথে একরাশ ভালো লাগা কাজ করছে৷ উৎসবের এমন পাগলামির কথা শুনে। শায়লা বেগম অর্নির হাতের উপর হাত রেখে বললো,
–“আমার পাগল ছেলেটা আরো একটা আবদার করেছে, এবার সেটা পূর্ণ করার পালা।”
অর্নি কথাটা বোঝার চেষ্টা করলো। কিন্তু ব্যর্থ হলো। শায়লা বেগম অর্নির গালের হাত রেখে বললো,
–“বুঝলি না তো? আচ্ছা থাক বুঝতে হবে না৷ বোঝার সময় হলে ঠিক বুঝে যাবি। আমার ছেলেটা তোকে বড্ড বেশি ভালোবাসে রে মা, ওকে কখনো কষ্ট দিস না।”
অর্নি শায়লা বেগমকে জড়িয়ে ধরে বললো,
–“চিন্তা করো না শাশুমা, তোমার ছেলেকে কষ্ট পেতে দিবো না আমি।”
–“এবার খুব শীঘ্রই আমার ছেলেটার কাছে চলে আয় তো তাহলেই হবে, আর কোনো কষ্ট পাবে না আমার ছেলে।”
অর্নি লাজুক হাসলো৷ মা ছেলে মেয়ে কেউ বাদ যায় না৷ সবার মুখেই যা আসে অনায়াসে বলে ফেলে। অর্নি লজ্জা পেয়ে উঠে গেলো।
–
নূর বাসায় ফিরেছে সন্ধ্যার ক্ষানিকটা আগে৷ এসেই শাওয়ারে গিয়েছে। শায়লা বেগম মাগরিবের নামায পরে কিচেনে এলেন নাস্তা বানানোর জন্য। অর্নিও শায়লা বেগমকে হাতে হাতে সাহায্য করলেন। নাস্তা বানানো শেষে হাত ধুয়ে নূরকে ডাকতে যাবে বলে ঠিক করলো অর্নি।
নূরের রুমে যাওয়ার সময় উৎসব অর্নির হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আচমকা হাতে টান পড়ায় বেশ ঘাবড়ে যায় অর্নি। সামনে উৎসবকে দেখতে পেয়ে একটা শুকনো ঢোক গিলে। উৎসব বাঁকা হেসে বললো,
–“চ্যালেঞ্জের কথা মনে আছে? মিসেস সা’য়াদাত আবরার উৎসব?”
উৎসবের কথায় অর্নি থতমত খেয়ে গেলো। ছেলেটার মতলব একদমই ভালো না৷ নিজের উপর এখন নিজেরই বেশ রাগ হচ্ছে অর্নির। কোনো অলক্ষুণে যে সকালে ভার্সিটিতে সবার সামনে জড়িয়ে ধরতে গেলো উৎসবকে। এখন তার জন্য বড্ড আফসোস হচ্ছে। উৎসব সোফায় বসে অর্নিকে ওর কোলে বসালো। দুহাতে অর্নির কোমড় জড়িয়ে ধরে বললো,
–“নাউ গিভ মি অ্যা কিস।”
–“মা্ মানে কি?”
–“মানে খুব সহজ, চুমু দিতে হবে এখন আমায়।”
–“কেন?”
উৎসব অর্নির কোমড় ধরে অর্নিকে নিজের আরো কাছে এনে বললো,
–“চ্যালেঞ্জের কথা ভুলে গেছো?”
–“আমার যতদূর মনে হয় আপনি উল্লেখ করেননি যে চুমুটা আমাকে দিতে হবে।”
উৎসব বাঁকা চোখে তাকিয়ে বললো,
–“আমি এটাও বলিনি যে চুমু আমি দিবো।”
–“তাহলে তো হলোই, আপনিও চুমু দেওয়ার কথা উল্লেখ করেননি আর আমার কথাও উল্লেখ করেননি। তাহলে আবার চুমু কিসের?”
উৎসব অর্নির কোমড় খামচে ধরলো। শান্ত কন্ঠে বললো,
–“টপিক চেঞ্জ করার চেষ্টা করলেও লাভ হবে না বউ, আমার চুমু চাই মানে চাই। আর এখন সেটা তোমাকেই দিতে হবে।”
অর্নির বুকের মাঝে ঢিপঢিপ করছে। লোকটা বুঝতে পারছে না কেন ওর স্পর্শে অর্নির ভিতর কাঁপছে? উৎসবের মতো অর্নিরও যে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। অর্নি তবুও নিজেকে সামলে নিয়ে বললো,
–“শুনুন না__”
উৎসব আরো ক্ষানিকটা মিশিয়ে নিলো অর্নিকে নিজের সাথে। অর্নির কপালে কপাল ঠেকিয়ে নেশা ধরানো কন্ঠে বললো,
–“চুমু চাই আমার।”
–“আপনি___”
আর কোনো টু শব্দটিও করতে পারলো না অর্নি। তার আগেই উৎসব ওকে চুপ করিয়ে দেয়৷ অর্নির কোমড় শক্ত করে খামচে ধরে অর্নির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় উৎসব। অর্নি হাঁসফাঁস করছে। প্রথম চুমু, প্রথম স্পর্শ, সব মিলিয়ে পাগল হয়ে যাচ্ছে অর্নি। দুহাতে শক্ত করে উৎসবের শার্টের কলার খামছে ধরে আছে অর্নি।
ওভাবেই অর্নিকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোয় উৎসব। অর্নিকে বিছানায় শুইয়ে দিয়ে অর্নির উপর আধশোয়া হয়ে অর্নির গলায় মুখ গুজে। অর্নির ঘাড়ে গলায় অজস্র ঠোঁটের স্পর্শ দিতে থাকে উৎসব। অর্নি একহাতে বিছানার চাদর খামছে ধরে অন্যহাতে উৎসবের চুল খামছে ধরে। উৎসব এখন নিজের মাঝে নেই একদমই। অর্নিতে হারিয়ে যেতে চায়। আবারো অর্নির ঠোঁট জোড়া দখলে নিয়ে নিলো উৎসব৷ একহাতে অর্নির ঘাড় ধরে অন্যহাত গলিয়ে দেয় অর্নির কামিজে।
কামিজ ক্ষানিকটা উপরে উঠাতেই কিছু একটা ভেবে অর্নির উপর থেকে সরে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে উৎসব। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। অর্নির বুক উঠানামা করছে খুব দ্রুত৷ ঘনঘন শ্বাস নিচ্ছে। উৎসব আবারো অর্নির দিকে ঝুঁকে চুমু খেতে থাকে ঠোঁটে। বেশ কিছুক্ষণ বাদে অর্নিকে ছেড়ে দিয়ে শুয়ে পড়ে। শান্ত গলায় বলে,
–“আমার কাছে চলে আসো না অর্নি, তুমি তো এখন আমার বিয়ে করা বউ-ই।”
উৎসবের এমন কথায় অর্নির কোনো ভাবাবেগ দেখা গেলো না। ও আগের মতোই চোখ বন্ধ করে শুয়ে ঘনঘন শ্বাস নিচ্ছে। উৎসব এবার ইনোসেন্ট গলায় বললো,
–“এই মূহুর্তে নিজেকে বড্ড হেল্পলেস লাগছে জানো? আমার এখন তোমাকে প্রয়োজন, ভীষণ ভাবে প্রয়োজন। তুমি আমার সামনেও আছো কিন্তু দেখো তোমাকে পুরোপুরি কাছে টানতে পারছি না। মনে হচ্ছে কোথাও একটা বাঁধা রয়েই গেছে। চলে আসো না বউ আমার কাছে। আমি কাছে পেতে চাই তোমাকে, খুব করে কাছে পেতে চাই।”
উৎসবের কথাগুলো শুনে অর্নি চমকে তাকালো উৎসবের দিকে। উৎসব সিলিং ফ্যানের দিকে দৃষ্টি তাক করে আছে। উৎসব আবারো বললো,
–“জানো আমি কখনো ভাবিইনি কারো সাথে এভাবে জড়িয়ে পড়বো, তাকে নিজের করে পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠবো।”
–“আমি তো আপনারই___”
–“আমি জানি তুমি আমার, তবুও বেশ দূরত্ব আছে আমাদের মাঝে। আমি তোমাকে পুরোপুরি ভাবে কাছে পেতে চাই। মিশে যেতে চাই তোমার সাথে।”
এই কথার জবাবে অর্নি কি বলবে ভেবে পেলো না। আজকে উৎসবের স্পর্শ পাওয়ার পর অর্নিরও এক মূহুর্তের জন্য মনে হয়েছে উৎসবকে চাই ওর। খুব কাছে চাই। কিন্তু মেয়ে মানুষ তো, মুখ ফুঁটে এসব বলা যায় নাকি? উৎসব আবারো বললো,
–“অর্নি___”
–“হু__”
–“আমি আম্মুকে বলবো আন্টির সাথে কথা বলতে।”
চমকালো অর্নি৷ এই ছেলের কি একদম মাথা টাথা গেছে? নিজের মা কে বলবে এসব? অর্নি আমতা আমতা করে বললো,
–“ক্ কি বলছেন এসব? আম্মু আর শাশুমা কি ভাববে বলুন তো?”
উৎসবের স্বাভাবিক জবাব,
–“কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার বউকে আমার কাছে নিয়ে আসবো এইটুকুই জানি।”
–“কিন্তু___”
–“কাল রেডি থাকবা তুমি, কালকেই তোমাকে নিয়ে আসবো আমার কাছে।”
কথাটা বলেই উৎসব উঠে ওয়াশরুমে চলে গেলো। অর্নি আগের ন্যায় শুয়ে শুয়ে উৎসবের কথাগুলো ভাবছে। মিনিট পাঁচেক বাদে ফ্রেশ হয়ে বের হয়ে অর্নিকে উদ্দেশ্য করে বললো,
–“এলোমেলো ভাবে আছো নিজেকে ঠিক করে ফ্রেশ হয়ে নিচে আসো, বাসায় পৌঁছে দিবো।”
কথাটা বলে আর এক মূহুর্ত দাঁড়ালো না উৎসব। গটগট করে দরজা খুলে নিচে নেমে গেলো। অর্নি উৎসবের যাওয়ার দিকে তাকিয়ে রইলো কয়েক সেকেন্ড। তারপর আবার নিজের দিকে তাকালো। সত্যিই এলোমেলো ভাবে আছে ও। তাই দ্রুত উঠে আগে বিছানা ঠিক করে নিলো। তারপর ওয়াশরুমে চলে গেলো ফ্রেশ হতে। মিনিট দশেক বাদে নিচে নামলো অর্নি। সবাই মিলে একসাথে সন্ধ্যার নাস্তা করলো। তারপর উৎসব অর্নিকে নিয়ে বেরিয়ে পড়লো ওকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। শায়লা বেগম আর নূর বেশ কয়েকবার ডিনার করে আসার জন্য বলেছিলেন কিন্তু অর্নি রাজি হয়নি।
অর্নিদের বাসার সামনে আসতেই উৎসব গাড়ি থামালো। সেসময়ের পর উৎসব আর এক মূহুর্তের জন্যও অর্নির দিকে তাকায়নি। এমনকি কথাও বলেনি। অর্নিও চেষ্টা করেনি। অর্নি গাড়ি থেকে নামতে চাইলেই উৎসব ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু দেয়। অর্নি গাড়ি থেকে নেমে উৎসবকে বললো,
–“বাসায় চলুন না__”
–“পরে একসময় আসবো।”
–“আপনি বাসার নিচ থেকে চলে গেলে আম্মু রাগ__”
–“কাল রেডি থেকো, এখন আসছি।”
কথাটা বলে আর এক মূহুর্ত দাঁড়ালো না উৎসব। গাড়ি ঘুরিয়ে চলে গেলো। অর্নিও সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বাসার ভিতরে ঢুকে পড়লো।
চলবে~
[ ভালো ভালো মন্তব্য না করলে রাগ করমু আমি। নাইছ নেক্সট লিখলে সত্যিই আর নেক্সট পার্ট দিবো না হুহ😒 ]