লুকানো_অনুভূতি #পর্বঃ১০

0
441

#লুকানো_অনুভূতি
#পর্বঃ১০
#নুসাইবা_ইসলাম_হুর

সকাল থেকে বিয়ের কোলাহল শুরু হয়ে গেলো। মানুষে গিজগিজ করছে বাসায়। রেডি হয়ে আমি আর রিহু চলে গেলাম ছাদে।

দুইজনে সেলফি তুলছিলাম তখন নিচে গাড়ির শব্দ শুনলাম। নিচে তাকিয়ে দেখি ফাহিম ভাইয়ারা চলে এসেছে। আমরা নিচে চলে আসলাম।

ভাই বোনরা সবাই গেট ধরে টাকা উঠালো। আমি আর রিহু এতো কোলাহলের ভিতর গেলাম না। দূরে থেকেই এনজয় করলাম আমরা।

রোয়েন ভাই ও আজকে কালো পাঞ্জাবি পড়েছে। মনে হচ্ছে আমার সাথে ম্যাচিং করেই কিনেছে। আমাদের এক সাথে দেখলে সবাই ভেবে নিবে আমরা কাঁপল।

ফাহিম ভাইয়া কে নিয়ে সোফায় বসিয়ে দেওয়া হলো, একটু পরে আপুকে এনে ভাইয়ার পাশে বসিয়ে দিলাম। আপুকে আজকে লাল টুকটুকে লেহেঙ্গা পড়েছে, একদম পুতুলের মতো লাগছে আপুকে।

বিয়ে পড়ানো শুরু হয়ে গেলো। ভাইয়াকে কবুল বলতে বলার সাথে সাথে বলে দিলো। এই নিয়ে একধাপ সবার হাসাহাসি করা হয়ে গেলো। এবার আপুকে কবুল বলতে বলা হয়ে একটু সময় নিয়ে আস্তে ধীরে বললো।

আমরা সবাই মিলে এক সাথে পিক তুললাম।

রিহু কোথায় যেনো চলে গেলো, আমি একা একা ঘুরছিলাম তখন অচেনা একটা কণ্ঠস্বর শুনতে পেলাম।

হ্যালো শুনতে পারছেন?

জি, আমাকে বলছেন?

হ্যা। আপনি ইমা ভাবির ছোট বোন না?

জি।

আমি ফাহিমের ফ্রেন্ড অনিক, আপনি?

ছেলেটাকে বিরক্ত লাগছে তবুও ভদ্রতার খাতিরে একটু হেসে বললাম আমি হুর।

আপনার নামটাও আপনার মতো সুন্দর।

হুর কি বলবে বুঝতে পারলো না, এই মুহূর্তে প্রচন্ড বিরক্ত লাগছে ওর। কিছু বলতেও পারছে না।

আমরা কি ফ্রেন্ড হতে পারি?

দূর থেকে এসব রোয়েন দেখছিলো আর রাগে ফুসছিলো কিন্তু কিছু বললো না। বিয়ে বাড়িতে ঝামেলা করতে চাচ্ছে না তাই দাঁতে দাঁত চেপে সহ্য করে নিলো।

হুরের হঠাৎ চোখ গেলো রোয়েনের দিকে, ওদের দিকেই চোখমুখ শক্ত করে তাকিয়ে আছে।

হুর এই তাকানোতে ভয় পেয়ে গেলো আর কোনো কথা না বলে এক্সকিউজ মি বলে পাশ কাটিয়ে চলে গেলো।

তখন রোয়েন অনিকের কাছে এসে একটু সাইডে নিয়ে বললো একটু আগে যার সাথে কথা বলছিলেন ওর দিকে যেনো আর ভুলেও তাকাতে না দেখি।

আপনি বলার কে আমি কার দিকে তাকাবো নাকি তাকাবো না।

আমি কে? আমি ওর হবু হাসবেন্ড। সো ওর আসেপাশেও যেনো না দেখি।

অনিক কিছুটা থতমত খেয়ে গেলো। আপনি যে ওর হবু হাসবেন্ড তার প্রুফ কি?

আপনাকে প্রুফ দিতে আমি বাদ্ধ নই। ওর আসেপাশেও যেনো না দেখি তাহলে খুব খারাপ হবে। এই বলে চলে গেলো।

অনিক মনে মনে কিছু একটা ভাবলো তারপর চলে চলে গেলো ওই যায়গা থেকে।
——————
আপুর বিদায়ের পালা এবার। এতো সময় হাসি আনন্দে পরিবেশ টা মুহূর্তেই নিরব হয়ে গেলো। কান্নার রোল পড়ে গেলো।

বড় আম্মু সেন্সলেস হয়ে গেছে কান্না কেরতে করতে।

আপুও কন্না করছে অনেক। কিজে খারাপ লাগছে, আমাদের সবার চোখে পানি।

আপু যেতে চাইছিলো না আব্বুরা বুঝিয়ে শুনিয়ে পাঠালো।

আপু চলে গেছে মনটা অনেক খারাপ লাগতেছে। যে যার রুমে চুপচাপ চলে গেলাম।

ইয়াদ ভাইয়া রুমে একা বসে আছে, তাকে সামলাতে রিহু গেলো। হয়তো ছেলে মানুষ দেখে কারো সামনে কান্না করতে পাড়ে নি তাই রুমে চলে গেলো। রিহু ও ইয়াদের পিছু পিছু গেলো।

আমি রুমে বসে চুপচাপ কান্না করছিলাম, আপুর জন্য অনেক খারাপ লাগছে। কতো স্মৃতি জড়িয়ে আছে আপুর সাথে।

তখন রোয়েন এসে আমার পাশে বসলো।

আমি নিজেকে না সামলাতে পেরে রোয়েন ভাইকে জরিয়ে ধরে কান্না করে দিলাম।

তিনি আমাকে শান্তনা দিয়ে মাখায় হাত বুলিয়ে বললো কাঁদে না। ইমা তো আসবেই দুই দিন পর।

তবুও নিজেকে সামলাতে পারলাম না তার বুকে চুপটি করে কান্না করতে লাগলাম।

দেখি কি হয়েছে, এতো কান্না করলে হবে হুর পরী? দেখি আর কান্না করা লাগবে না এই বলে বুক থেকে মাথা উঠিয়ে চোখের পানি মুছে দিলো। তারপরে কপালে চুমু দিয়ে আবারো বুকে জড়িয়ে নিলো। আমি তার বুকে চুপটি করে থেকে ফোঁপাতে লাগলাম।

যদি জানতাম এই জড়িয়ে ধরাতে আজ আমার নামের সাথে কলঙ্ক লেগে যাবে তাহলে কখনো আবেগের বশে এভাবে জড়িয়ে ধরতাম না।

আমি যখন ভাইয়াকে জড়িয়ে ধরে ফোঁপাচ্ছিলাম তখন সেখান দিয়ে এক প্রতিবেশী যাচ্ছিলো। আর আমাদের এই অবস্থায় দেখতে সবাইকে ডেকে বাজে মন্তব্য করতে লাগলো।

নোংরা মেয়ে কোথাকার রুমে বসে ফুপাতো ভাইর সাথে নষ্টামি করছে। এইসব মেয়েদের লজ্জা সরম বলতে কিছু নেই। আরো কটু কথা বলছে অনেকে, আমার এবার কান্না করতে করতে মরে যাওয়ার মতো অবস্থা হলো। এতো বাজে কথা আর নিতে পড়ছিলাম না।

আম্মুরা সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তখন আম্মু এসে রোয়েন ভাই কে বললো, তোমার উপর আমার পুরো ভরসা আছে। এখানে কি হয়েছে সব খুলে বলো।

রোয়েন ভাই সব খুলে বললো। আমার ফ্যামিলির সবাই বিষয় টা বুঝলো কিন্তু বাধ সাধলো কুটনি প্রতিবেশীরা।

সব এই নিজেদের এখন বাঁচানোর জন্য বানোয়াট কথা। আজকালকার মেয়েরা বিদায়ের সময় এই কাঁদে না আর এ নাকি বোনের বিদায়ের কষ্টে কেঁদে বুক ভাসাবে। এসব চরিত্রহীন মেয়েদের আমাদের চেনা আছে।

মুখ সামলে কথা বলবেন আর নাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম রেগে বললো রোয়েন।

যত বড় মুখ নয় ততো বড় কথা। নিজেরা দোষ করে এখন বড় মুখে কথা বলতে আসছে।

রোয়েন ভাই কিছু বলতে নিলে আব্বু তাকে থামিয়ে দিয়ে বললো আমাদের মেয়ে কি করেছে, না করেছে তা আমরা বুঝে নিবো। আপনাদের এতো নাক গলানো লাগবে না। আপনাদের এখানে দাওয়াত দেওয়া হয়েছে খেয়ে চলে যাবেন। আমার পরিবারকে নিয়ে আর একটা বাজে কথা বললে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতে দু বার ভাববো না।

বিয়ে বাড়িতে ডেকে আমাদের অপমান করা হচ্ছে, আমরা কি সেধে সেধে এসেছি নাকি আপনাদের মেয়ের বিয়ে খেতে।

ইয়াদ রেগে বললো আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় নি এটাই অনেক। বেড়িয়ে যান আমাদের বাসা থেকে।

তারা আরো কটু কথা শুনিয়ে দিতে দিতে চলে গেলো।

রোয়েন ভাই রাগের জন্য চুল খামছে ধরে বসে পড়লেন।

তখন রোয়েন ভাইয়ার আব্বু এসে বলে, দেখ রোয়েন আমরা জানি তোমাদের কোনো দোষ নেই কিন্তু সেটা শুধু আমরা জানি অন্য কেউই যানে না। তুমি ছেলে মানুষ তোমাকে কেউ কিছু না বললেও হুরকে সবাই কথা শুনাবে বাসা থেকে বের হলে। ও এটা সহ্য করতে পারবে না তখন ডিপ্রেশনে চলে যাবে ও। তখন কি হবে?

আব্বু আমি ওকে আজকের ভিতরেই বিয়ে করতে চাই, এবার তোমরা কি চাও সেটা ভেবে জানাও আমাকে এই বলে রুম থেকে বেরিয়ে যাবে তখনই রিহু চিৎকার দিয়ে উঠলো।

পিছে তাকিয়ে দেখে হুর সেন্সলেস হয়ে পড়েছে। এতো কিছু নিতে না পেরে জ্ঞান হারালো।
—————-
যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমার আসেপাশে সবাই বসে আছে চিন্তিত হয়ে। আমি ফুঁপিয়ে কান্না করে উঠলাম।

আম্মু আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলে কি হয়েছে মা কান্না করে না সব ঠিক হয়ে যাবে।

আম্মু তোমরাও কি আমাকে তাদের মতো ভুল বুঝলে? বিশ্বাস করো আম্মু তারা আমাদের ভুল বুঝছে। আমাকে কতো অপবাদ দিয়ে গেলো তাঁরা আম্মু, আমি আর নিতে পারছি না আম্মু। পাগলের মত কান্না করতে করতে বললাম।

আম্মুও কান্না করে দিলো আমার অবস্থা দেখে। কে বলেছে মা আমরা তোমাকে ভুল বুঝেছি, আমরা জানি তোমাদের কোনো দোষ নেই। এতো বিচলিত হয় না মা, আমরা আছিতো তোমাদের পাশে। এভাবে কান্না করে না মা অসুস্থ হয়ে যাবে।

আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আম্মু আমাকে শান্তনা দিচ্ছে।

পশের রুম থেকে হুরের কান্না শুনে রোয়েন হাত মুষ্টিবদ্ধ করে ফললো। যারা আমার হুর পরীকে এভাবে কান্না করিয়াছে তাদের কাউকে আমি ছেড়ে দিবো না।

চলবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here