#শেষটা_সুন্দর
#জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা
১৪।
মেহুল গোসল শেষ করে বেরিয়ে দেখল তার বিছানার উপর একটা শাড়ি রাখা। মেহুল বুঝে যায় এটা তার মা জননীর কাজ। তাই সে তার মা’কে ডাকে।
‘মা, এখানে শাড়ি কেন?’
‘পরার জন্য।’
মেহুল বড়ো বড়ো চোখ করে বলে,
‘কে শাড়ি পরবে?’
‘কে আর পরবে, তুই পরবি।’
‘মা, এই গরমে শাড়ি পরলে আমি একেবারে ম’রেই যাব। শাড়ি পরা অসম্ভব।’
রামিনা বেগম তার কথায় পাত্তা দিলেন না। তিনি শাড়িটা হাতে নিলেন। বললেন,
‘এই জন্যই এই নরমাল শাড়িটা দিয়েছি। নাহলে আরো ভারি শাড়ি দিতাম। আর এটা পরলে খুব বেশি গরমও লাগে না। কাপড়টা নরম আছে।’
‘না মা তাও। আর ঐখানে শাড়ি পরে যাওয়ার কী আছে?’
‘বিয়ের পর এই প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে যাচ্ছিস, একটু বউ বউ ভাব নিয়ে যেতে হবে না। যা, চুল মুছে তোয়ালে রেখে আয়; আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি।’
মেহুল চোখ মুখ কুঁচকে বিষন্ন সুরে বলল,
‘উফফ মা, তোমাকে কিছু বলেও লাভ নেই।’
.
‘দেখ, শাড়িটা কী ভালো মানিয়েছে তোকে?’
‘হ্যাঁ, আমার এখনই গরমে অস্থির লাগছে। এতক্ষণ কী করে এভাবে থাকব সেটাই ভাবছি।’
‘আরে কিচ্ছু হবে না। আস্তে আস্তে এই গরম সয়ে যাবে। এখন একটু সাজুগুজু করে নে। আমি তোর বাবাকে কাপড় দিয়ে আসি।’
‘আচ্ছা, যাও।’
________
গাড়ি থেকে নামতেই মেহুল চমকে গেল। তাদের আশেপাশে বেশ কিছু কালো পোশাক পরিহিত লোক এসে দাঁড়িয়েছেন। যাদেরকে দেখেই বোঝা যাচ্ছে, ওরা গার্ড। আর তাদের সাথেই সামনে এসে হাজির হয় রাবীর। অন্যদিনের মতোই সাদা পাঞ্জাবী গায়ে একদম ক্যাজুয়াল হয়ে এসে দাঁড়িয়েছে। সে তার শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে সাদরে গ্রহণ করে। মেহুলের দিকে চোখ যেতেই খানিকটা স্তব্ধ হয়। শাড়িতে স্নিগ্ধ লাগছে তাকে। মেহুল চোখ সরায়। রাবীরের দেখার তৃষ্ণা না মিটলেও আপাতত তাকে চোখ সরাতে হচ্ছে। সে সবাইকে নিয়ে ভেতরে যায়। বাড়ির মেইন ফটকের সামনেই রাবীরের মা দাঁড়িয়ে ছিলেন। মেহুলের মা বাবার সাথে তিনি কুশল বিনিময় করেন। মেহুল গিয়ে উনাকে সালাম করে।
খাবার টেবিলে নাস্তার বাহার দেখে মেহুলের জ্ঞান হারানোর উপক্রম। এত খাবার কেউ বানায়? মেহুল অসহায় ভাবে খাবারগুলোর দিকে চেয়ে আছে। রাবীরের মা এসে তার পাশে বসলেন। আদর করে জিজ্ঞেস করলেন,
‘কী খাবে, মা? মিষ্টি খাবে?’
মেহুল কী বলবে। অস্বস্তি নিয়ে মুচকি হাসে কেবল। তার এই হাসির অর্থ ভদ্র মহিলা কী বুঝলেন কে জানে। তিনি মিষ্টি নিয়ে মেহুলের মুখের সামনে ধরলেন। মেহুলের যদিও মিষ্টি পছন্দ না। তাও সে ভদ্রতার খাতিরে মিষ্টিটা মুখে তুলল।
রাবীরের মা গিয়ে এবার উনার বেয়াই বেয়াইন কে আপ্যায়ন করেন। খাবার বেড়ে বেড়ে দেন। কী খাবেন না খাবেন বারবার প্রশ্ন করেন। রাবীর এতক্ষণ সেখানে ছিল না। কোথ থেকে এসে যেন সে মেহুলের পাশে গিয়ে বসে। মেহুল তারদিকে ভ্রু কুঁচকে তাকালেও সে তাকে খুব একটা পাত্তা দেয় না। বরং সে সেখানে কথার প্রসঙ্গে তার রাজনীতির কথা তুলে বসে। সামনে নির্বাচন, কীভাবে কী করবে না করবে সেসব ব্যাপারেই কথা বলে। মেহুলের মোটেও এসব কথা পছন্দ হচ্ছে না। বসে বসে কেবল বিরক্ত হচ্ছে সে।
কিছুক্ষণ বাদে রাবীরের মা বললেন,
‘রাবীর, মেহুলকে নিয়ে উপরে যাও। ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও সবকিছু।’
‘জি মা।’
তারপর সে মেহুলের দিকে চেয়ে বলল,
‘চলুন।’
রাবীর আগে যায়। মেহুল তার পেছন পেছন সিঁড়ি বেয়ে উঠে। উপরে উঠার পর রাবীর থেমে মেহুলের দিকে চায়। জিজ্ঞেস করে,
‘আগে কোথায় যাবেন?’
মেহুল ঠোঁট উল্টে বলে,
‘আপনার যেখানে খুশি।’
রাবীর ভ্রু কুঁচকে তার দিকে কিছুটা এগিয়ে এসে বলে,
‘যেখানে খুশি?’
মেহুল চোখ মুখ খিঁচে বলে,
‘জি।’
‘ঠিক আছে, চলুন।’
মেহুল রাবীরের পেছন পেছন হাঁটে। একটা রুমের ভেতর গিয়ে সে থামে। মেহুলও থেমে যায়। রাবীরের দিকে তাকাতেই সে বলে,
‘এটা আপনার আর আমার ব্যক্তিগত কক্ষ, আর এখানেই আমরা আমাদের সুখ দুঃখ সাজাব।’
মেহুল ভেতরে প্রবেশ করে। পুরো রুমে চোখ বুলায়। বিশাল বড়ো রুম। খুব বেশি ফার্নিচারের ঝামেলা নেই। একদম পরিপাটি সবকিছু। তার সাথে সবকিছু ঝকঝকে পরিষ্কার। বিছানার পাশেই একটা বিশাল জানলা। সেদিক দিয়ে বাতাস আসছে খুব। এই দুপুরের গরমেও যেন বেশ শান্তি লাগছে তার। খাটের বিপরীত পাশে একটা বুক সেলফ রাখা। এত বই সেখানে! লোকটা এত বই পড়ে?
মেহুল বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দাটা বোধ হয় তাদের অর্ধেক রুমের সমান হবে। মেহুল তো এই বারান্দা দেখে খুব খুশি। এর মাঝেই সব ভেবে ফেলেছে সে। এই বারান্দা সে তার নিজের মনের মতো সাজাবে। কোথায় গাছ লাগাবে, কোথায় দোলানা টানাবে সব ঠিক করে ফেলেছে সে।
‘আপনার রুম পছন্দ হয়েছে?’
মেহুল চমকে পেছনে তাকায়। দেখে রাবীর তার খুব কাছে। সে মৃদু হেসে ইতস্তত সুরে বলে,
‘জি।’
‘তাহলে চলে আসুন। আপনাকে ছাড়া এই রুমটা বিশাল এক শূন্যতায় ভুগছে।’
মেহুল মাথা নুইয়ে মৃদু সুরে বলে,
‘সময় হলে আসব।’
রাবীর নিশ্বাস ফেলে। বলে,
‘আর এই সময়টা কখন হবে?’
মেহুল তার দিকে চেয়ে বলে,
‘আরো এক বছর পর।’
রাবীর দীর্ঘশ্বাস ফেলে বলে,
‘আরো এক বছর?’
‘জি।’
‘আর ততদিন পর্যন্ত যদি আমি না থাকি?’
কথাটা শুনে মেহুল যেন থমকে যায়। মুখটা ছোট হয়ে যায় তার। ভয় পায়। ভীত সুরে বলে,
‘কেন থাকবেন না? আপনি আমার সাথে আজীবন থাকবেন।’
রাবীর আরেকটু আগায়। মেহুলের ওষ্ঠযুগল কাঁপছে। রাবীরের দৃষ্টি সেদিকেই যায়। মনে ঘোর লাগে তার। সে তার সেই তৃষ্ণার্ত দৃষ্টি বহাল রেখেই বলে,
‘আমাদের রাজনীতিবিদদের জীবনের কোনো ভরসা নেই। প্রতিবার নির্বাচন এলেই মা আতঙ্কে থাকেন, এই বুঝি তিনি তার ছেলেকে হারালেন। আমারও শত্রুর অভাব নেই। কখন কী হয় বলা তো যায় না। হতেও তো পারে এক বছর পর আমি আর থাকলাম না। তখন?’
মেহুলের বুকে মোচড় দেয়। এই কয়দিনে এই লোকটার উপর যে তার এত মায়া জন্মাবে তা সে মোটেও কল্পনা করেনি। এই মুহুর্তে তার মনে হচ্ছে, এই লোকটার অনুপস্থিতি যেখানে সে কল্পনাও করতে পারবে না, সেখানে সেই ভয়ংকর বাস্তব সে কী করে মেনে নিবে?
মেহুল রাবীরের দিকে চাইতেই তার দৃষ্টি দেখে সে আরো বেশি অস্বস্তিতে পড়ে যায়। ঢোক গিলে। কিছু বলতে চাইছিল। কিন্তু, কথা সব গলাতেই আটকে থাকে। রাবীর আর তার মাঝে হয়তো কয়েক ইঞ্চির দুরত্ব। রাবীর আরেকটু এগুতেই মেহুল চোখ খিঁচে বন্ধ করে ফেলে। অস্বস্তিতে শরীর জমে গিয়েছে তার। বুক এত ধরবর করছে যে, মনে হচ্ছে হৃদপিন্ড বোধ হয় এখনই তার বেরিয়ে আসবে। কিছুক্ষণ বাদেই কপালে সে উষ্ণ কিছুর ছোঁয়া পায়। সে বুঝতে পারে সেটা কী। রাবীর এবার পিছিয়ে আসে। মেহুল এখনও চোখ বুজেই দাঁড়িয়ে আছে। রাবীর তা দেখে মুচকি হাসে। নরম গলায় বলে,
‘আরো চুমু লাগবে?’
ফট করে চোখ মেলে তাকায় মেহুল। রাবীরের মুখের হাসি দেখে লজ্জায় মিশে যায় সে। এই লোকটা আজকাল বড্ড বেশরম হয়ে যাচ্ছে। সে চোখ মুখ কুঁচকে রাগি গলায় বলল,
‘আপনি যে এমন লাগামহীন কথা বার্তা বলেন সেটা তো আগে জানতাম না। সবাইকে কি আপনার মতো বেশরম ভাবেন নাকি?’
রাবীর নিচের ঠোঁটকে কামড়ে ধরে হাসে। মেহুল সেই হাসি দেখে আবার ঢোক গিলে। বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে বলে,
‘এই যে নেতা সাহেব, খবরদার আর এমন কিছু করেছেন তো। আপনার বাড়িতে এসেছি বলে আপনি যা খুশি তাই করতে পারবেন, ভুলেও তা ভাববেন না। এখন আর ঝগড়া করার মুড নেই বলে কিছু বললাম না। নাহলে আজকে আপনার খবরই ছিল।’
মেহুল এই বলে দ্রুত সেই রুম থেকে বেরিয়ে যায়। আর রাবীর তার কর্মকান্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে আর ভাবে, “যেখানে তার দিকে কখনো কেউ চোখ তুলে তাকানোর সাহসও পায়না সেখানে এই মেয়ে তাকে মিনিটে মিনিটে হুমকি দিচ্ছে।”
চলবে…